Category Archives: দেশ

Tripura News: লক্ষ্য আদিবাসী-জনজাতি ভোট, প্রচারে জোর ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার

আগরতলা: প্রধানমন্ত্রী মোদির শাসনকালে জনজাতিরা পেয়েছেন সম্মান ও গৌরবময় জীবনের গ্যারান্টি। ভোটকে সামনে রেখে মানুষকে বিভ্রান্ত করতে ইন্ডি জোট গঠন করেছে বিরোধীরা ৷ প্রচারে বলছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনকালে জনজাতিরা পেয়েছেন সম্মান ও গৌরবময় জীবনের গ্যারান্টি। তাই আরও একবার মোদি সরকারকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে হবে। একমাত্র মোদির নেতৃত্বেই জনজাতিদের উন্নয়ন হবে। কংগ্রেস কিংবা ইউপিএ সরকার জনজাতি উন্নয়নে কিছুই করেনি। আর এখন ভোটকে সামনে রেখে মানুষকে বিভ্রান্ত করতে ইন্ডি জোট গঠন করেছে তারা।’’ লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত এবং আইপিএফটি তিপ্রা মথা সমর্থিত প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে উত্তর জেলার কাঞ্চনপুরে আয়োজিত নির্বাচনী জনসভায় একথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা।

আরও পড়ুন– তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা ! আরও বাড়বে গরম, আগামী ৩ দিনে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার আশঙ্কা !

সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আগে ব্রু রিয়াংদের শরণার্থী বলে আখ্যায়িত করা হত। কিন্তু তারা এখন আর শরণার্থী নয়। তারাও ত্রিপুরায় বসবাসকারী মানুষ। তাদের সঠিক পুনর্বাসনের জন্য যা যা করার দরকার সেটা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। রাজ্যের ১২টি জায়গায় তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। তাদের সুষ্ঠু পুনর্বাসনের জন্য এই এলাকার বিধায়ক থেকে শুরু করে প্রাক্তন মন্ত্রী সহ অনেকেই আমার সাথে দেখা করেছেন। আমিও দিল্লি গিয়ে এবিষয়ে কেন্দ্রীয় গৃহমন্ত্রীর সঙ্গে কথা বলি।’’

ডাঃ সাহা এদিন বলেন, ‘‘সমস্যা থাকবে। আর সমস্যার সমাধান কীভাবে করা যাবে সেটাই গুরুত্বপূর্ণ। পূর্বতন কমিউনিস্ট সরকার শুধু সমস্যা জিইয়ে রাখতো। যে কারণে দীর্ঘ ২৩ বছর ধরে ব্রু রিয়াংদের সমস্যা সমাধানের জন্য কোনও উদ্যোগ নেয় নি তারা। এতদিন ধরে তারা শুধু কুম্ভীরাশ্রু ফেলেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলছেন জনজাতিদের অবশ্যই উন্নয়ন করতে হবে। অন্যথায় দেশ উন্নত হবে না। সেই দিশায় কাজ করছেন তিনি। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলে ব্রু রিয়াংদের দ্রুত পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মানুষ এখন খুব খুশি। কেন্দ্রীয় গৃহমন্ত্রীও তাদের সমস্যা নিরসনে খুবই আন্তরিক।’’

আরও পড়ুন– রাশিফল ২৪ এপ্রিল; দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

সভায় মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘জনজাতি সম্প্রদায়ের উন্নয়ন একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই করতে পারেন। কেন্দ্রে দীর্ঘ বছর কংগ্রেস কিংবা ইউপিএ সরকার থাকলেও কোনও সরকার জনজাতিদের উন্নয়নে নজর দেয়নি। এমনকী, জনজাতিদের উন্নয়নে আলাদা করে কিছু করে নি। একমাত্র প্রধানমন্ত্রী হিসেবে অটল বিহারী বাজপেয়ী থাকার সময়ে ট্রাইব্যাল মিনিস্ট্রি গঠন করা হয়। অটলজি ছিলেন একজন সর্বজনপ্রিয় প্রধানমন্ত্রী। তিনি ভারতীয় জনতা পার্টির সভাপতিও ছিলেন। তাঁর চিন্তাভাবনাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উন্নয়নের গ্যারান্টি দিচ্ছেন মোদি। সকল অংশের মানুষের সমস্যা সমাধানের গ্যারান্টি দিচ্ছেন তিনি। আর সেই গ্যারান্টিরও গ্যারান্টি দিচ্ছেন। প্রধানমন্ত্রী যে গ্যারান্টিরও গ্যারান্টি দিচ্ছেন এবার সেই স্বপ্ন বাস্তবায়নের নির্বাচন। দেশ শক্তিশালী হলেই তবে রাজ্যও শক্তিশালী হবে এবং উন্নতি হবে। তবেই মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন হবে।’’

IRCTC Food and Water: স্লিপার-জেনারেল ক্লাসের যাত্রীদের জন্য সুখবর! এখন থেকে মাত্র ২০-৫০ টাকায় দারুণ খাবার ও জল, পরিষেবায় নয়া উদ্যোগ রেলের

গুয়াহাটি: গ্রীষ্মকালে যাত্রীদের সুলভ মূল্যে খাবার দেবে ভারতীয় রেলওয়ে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের ০৮টি স্টেশনে এই আহারের কাউন্টার উপলব্ধ। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে নিজেদের অধিক্ষেত্রের অন্তর্গত সমস্ত রেলওয়ে স্টেশনে এবং দূরপাল্লার ট্রেনগুলিতে যাত্রীদের জন্য সুলভ মূল্যে আহার ও প্যাকেটজাত পানীয় জল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে ০৮টি স্টেশন যেমন গুয়াহাটি, কামাখ্যা, রঙিয়া, নিউ কোচবিহার, কাটিহার, নিউ তিনসুকিয়া, নাহরলগুন এবং নিউ আলিপুরদুয়ারের ০৯টি স্থান-সহ সামার স্পেশ্যাল ট্রেনগুলিতে এই পরিষেবা পাওয়া যাবে। এর ফলে যাত্রীরা নিজেদের ভ্রমণের সময় গুণমানসম্পন্ন পরিষেবার অভিজ্ঞতা লাভ করবেন। এই পদক্ষেপের মধ্যে জেনারেল সেকেন্ড ক্লাস ও স্লিপার ক্লাস কোচগুলির সামনে পানীয় জলের বোতল রাখার পাশাপাশি দূর পাল্লার ট্রেনগুলির কোচের মধ্যেই এই ব্যবস্থা অন্তর্ভুক্ত করা রয়েছে।

 আরও পড়ুন: আত্মবিশ্বাসের অভাব? নিজের মধ্যে গুটিয়ে থাকেন? ঘুমের ধরনই বলে দেবে আপনার চরিত্রের গোপন দিক, কল্পনাও করতে পারছেন না!

ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে জেনারেল কোচের যাত্রীদের ২০ টাকার সাশ্রয়ী মূল্যে সুলভ আহার এবং সাশ্রয়ী মূল্যে ২০০ এমএল জলের গ্লাস-সহ ৫০ টাকার স্ন্যাক্স দেওয়ার কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে। আইআরসিটিসি ভেন্ডররা প্যাকেটজাত আহার এবং পানীয় জলের ট্রে নিয়ে যাত্রীদের সহায়তার জন্য প্রস্তুত। এরকম কম দামে বিকল্পের ফলে যাত্রীরা নিজেদের প্রাথমিক চাহিদাগুলির জন্য উদ্বেগহীনভাবে ভ্রমণের আনন্দ উপভোগ করতে পারবেন।

গত বছরে প্রায় ৫১টি স্টেশনে এই পরিষেবা সফলভাবে চালু করা হয়েছিল। এই সাফল্যের উপর নির্ভর করে রেলওয়ে এই কর্মসূচি উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত করেছে, যার ফলে বর্তমানে সমগ্র ভারতীয় রেলওয়ের ১০০টিরও বেশি স্টেশনে ১৫০টির কাছাকাছি কাউন্টার কাজ করছে। এই পদক্ষেপ আরও বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে, নিকট ভবিষ্যতে আরও বেশি স্টেশনকে এই পরিষেবার আওতাভুক্ত করা হবে।বিশেষত যে সমস্ত যাত্রী জেনারেল ক্লাসের কোচে যাত্রা করেন তাঁদের জন্য এই কর্মসূচিটি উল্লেখযোগ্যভাবে উপকৃত হয়ে উঠবে। সহজে উপলব্ধ সুলভ মূল্যের খাদ্য ও স্ন্যাক্স ভ্রমণের সময় যাত্রীদের স্বাচ্ছন্দ্যে রাখার নিশ্চয়তা প্রদান করবে।

Patanjali Ayurved: পণ্যের বড় বিজ্ঞাপনের মতোই কি ক্ষমাপত্রের বিজ্ঞাপন? রামদেবকে ভর্ৎসনা করল আদালত

নয়াদিল্লি: পণ্যের বিজ্ঞাপনে মিথ্যে বলে সাধারণ মানুষকে ভুল পথে চালিত করার অভিযোগ উঠেছিল অনেকদিন আগেই৷ সেই নিয়ে রামদেবের সংস্থা পতঞ্জলিকে একাধিক কড়া কথা শুনিয়েছে আদালত৷ তবে এ বার আদালতে প্রশ্ন উঠল, যত বড় বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, তত বড় ক্ষমাপত্র কী ছাপা হয়েছে?আদালত এ বার প্রশ্ন করল পতঞ্জলিকে৷

পতঞ্জলির বিরুদ্ধে মামলা হওয়ার পর ভুয়ো বিজ্ঞাপন দেওয়া নিয়ে নতুন আর একটি বিজ্ঞাপন দিয়ে বিষয়টি স্পষ্ট করার কথা বলেছিল আদালত৷ মঙ্গলবার সেই বিজ্ঞাপন দেওয়া হয়৷ মঙ্গলবার বাবা রামদেব ও সেই সংস্থার প্রধান বালাকৃষ্ণের আদালতে হাজির হওয়ারও কথা ছিল৷ সেখানেই আদালত এই প্রশ্ন তোলে যে সাধারণ বিজ্ঞাপনের মতো ক্ষমাপ্রার্থনাও কী পাতাজোড়া বিজ্ঞাপন দিয়ে করা হয়েছে৷

আরও পড়ুন –  এ যুগের নস্ত্রাদামুস, ব্রাজিলের জ্যোতিষির কথা ফলে অক্ষরে অক্ষরে, ২০২৪ নিয়ে দিলেন চরম বার্তা

আদালতে পতঞ্জলির পক্ষ থেকে বলা হয়েছে, আরও একটি বিজ্ঞাপন প্রকাশ করা হবে, সেটি আরও বড় আকারে ক্ষমাপ্রার্থনার জন্যই প্রকাশ করা হবে৷ সেই সময়েই বিচারপতি কোহলি বলেন, ‘আমি এই ক্ষমাপ্রার্থনার বিজ্ঞাপনের সাইজ বা আকারটি দেখতে চাই৷ দেখতে চাই দ্রব্যের বিজ্ঞাপনের আকারের মতোই এই বিজ্ঞাপনের আকার কি না৷’ পাশাপাশি এদিন আদালত আশঙ্কা প্রকাশ করে বলে, ‘এই সমস্ত বিষয়গুলির মধ্যে জড়িয়ে রয়েছে শিশু, সদ্যোজাত, মহিলাদের স্বাস্থ্যের প্রসঙ্গ৷ কেন্দ্রীয় সরকারের উচিত এই বিষয়ে বক্তব্য স্পষ্ট করা৷’

Accident: মর্মান্তিক! শিশু সন্তানের উপর দিয়ে গাড়ি চালাল বাবা… সব শেষ! সিসিটিভি ফুটেজ দেখে চমকে উঠছে গোটা দেশ

বেঙ্গালুরু: গাড়ির পাশেই দাঁড়িয়েছিল শিশুকন্যা। লক্ষ্য করেননি বাবা। আচমকাই হুড়মুড় করে নিজের সন্তানের উপর দিয়েই গাড়ি চালিয়ে দেন তিনি। গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে একরত্তি। অবশ্য গোটা ঘটনাটা ঘটে গিয়েছে শিশুটির বাবার অজান্তেই। গতকাল রাত ১১টা ৩০ মিনিট নাগাদ বেঙ্গালুরু এইচএসআর লেআউটে এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে।

সংবাদমাধ্যম তরফে জানা গিয়েছে যে, চান্নাপাতানা এলাকায় এক আত্মীয়ের বিবাহের অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফিরেছিল পরিবারটি। সঙ্গে থাকা সমস্ত মালপত্র নামিয়ে নিয়ে ঘরেও ঢুকিয়েছিলেন তাঁরা। এরপর যে যাঁর কাজে ব্যস্ত হয়ে পড়েন। এদিকে গাড়ি রাখতে চলে যান ওই শিশুকন্যার বাবা। কিন্তু ইতিমধ্যেই সেই দেড় বছরের শিশুকন্যাও বাবার পিছু নেয়। গাড়ির দরজার পাশেই দাঁড়িয়েছিল সে। অথচ বিষয়টা খেয়ালই করেননি বাবা।

আরও পড়ুন- সপ্তাহভর চলবে তাপপ্রবাহের পরিস্থিতি, বুধবার থেকে ফের তীব্র দাবদাহে জ্বলবে দক্ষিণবঙ্গ ! উত্তরের আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন

এরপর গাড়ি পিছোতেই বাঁধে বিপত্তি। বাবার গাড়ির তলায় পিষ্ট হয়ে যায় একরত্তি। যদিও সন্তানের গাড়ি চাপা পড়ার বিষয়টা ঘুণাক্ষরেও টের পাননি গাড়ির স্টিয়ারিংয়ে বসে থাকা ব্যক্তি। পরিবারের সদস্যরা জানানোর পরেই বুঝতে পারেন যে, তাঁর হাত দিয়ে কোন ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে!

কোনও রকম সময় নষ্ট না করে শাইজা জন্নত নামে ওই শিশুকন্যাটিকে উদ্ধার করে স্থানীয়রা তাকে নিয়ে হাসপাতালে ছোটেন। সেখানে ভর্তি করা হয় তাকে। সঙ্গে সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় শিশুটিকে বাঁচানোর আপ্রাণ প্রচেষ্টা শুরু হয়। তবে সমস্ত কিছু বিফল করে দিয়ে মৃত্যু হয় শিশুটির। ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি পাশের বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এই ঘটনার বিষয়ে এইচএসআর লেআউট ট্রাফিক পুলিশ স্টেশনে একটি মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশের এক উচ্চপদস্থ অফিসার জানিয়েছেন যে, “আমরা ভারতীয় দণ্ডবিধির ৩০৪এ ধারা (গাফিলতির জেরে মৃত্যু)-র আওতায় মৃত শিশুটির বাবার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছি। তাঁকে গ্রেফতারও করা হয়েছিল। পরে অবশ্য তিনি জামিনে মুক্তি পেয়ে যান।”

Indian Railways: সুখবর! গরমের ছুটিতে যাত্রী চাহিদা বাড়চ্ছে সামার স্পেশ‍্যাল ট্রেন! জেনে নিন বিশদে

কাটিহারঃ গ্রীষ্মের সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে কাটিহার ও উদয়পুর সিটির মধ্যে স্পেশ‍্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল উত্তর পূর্ব সীমান্ত রেল৷ গ্রীষ্মকালীন ভিড়ের সময় যাত্রীদের সুবিধার জন্য, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে উদয়পুর সিটি ও কাটিহারের মধ্যে সামার স্পেশ‍্যাল  ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সামার স্পেশ‍্যাল ট্রেন নং. ০৯৬২৩/০৯৬২৪ (উদয়পুর সিটি – কাটিহার – উদয়পুর সিটি) উভয় দিক থেকে দশটি করে ট্রিপের জন্য চলবে। এই রুটে চলাচল করা অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা এই গরমের সময় স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য এই স্পেশাল ট্রেনের সুযোগ নিতে পারবেন।

আরও পড়ুনঃ হনুমান জয়ন্তীতে আকাশে পিঙ্কমুন, ১২ রাশির উপরে বিরাট প্রভাব, কে কাঁদবে, কেই বা হাসবে?

স্পেশ‍্যাল ট্রেন নং. ০৯৬২৩ (উদয়পুর সিটি – কাটিহার) ২৩ এপ্রিল থেকে ২৫ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক মঙ্গলবার উদয়পুর সিটি থেকে ১৬.০৫ ঘন্টায় রওনা দিয়ে বৃহস্পতিবার ০২.৪৫ ঘন্টায় কাটিহার পৌঁছবে। ফেরত যাত্রার সময়, স্পেশ‍্যাল ট্রেন নং. ০৯৬২৪ (কাটিহার – উদয়পুর সিটি) ২৫ এপ্রিল থেকে ২৭ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার কাটিহার থেকে ১৫.০০ ঘন্টায় রওনা দিয়ে শনিবার ৪.১৫ ঘন্টায় উদয়পুর সিটি পৌঁছবে। এই স্পেশ‍্যাল ট্রেনে যাত্রীদের সুবিধার জন্য এসি-২ টিয়ার, এসি-৩ টিয়ার, এসি-৩ টিয়ার ইকোনমি, শ্লিপার ক্লাস ও জেনারেল সিটিং কোচ থাকবে।

যাত্রার উভয় পথে চন্দেরিয়া, জয়পুর জং., ভরতপুর জং., আগ্রা ক্যান্ট., ইটাওয়া জং., প্রয়াগরাজ জং., আরা জং., পাটলিপুত্র জং., বারাউনি জং., খগড়িয়া জং., নাউগাছিয়া ইত্যাদি হয়ে চলাচল করবে ও টিকিট উপলব্ধ থাকবে। প্রয়োজনে যাত্রী চাহিদা দেখে আরও ট্রেন বাড়ানো হবে। উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, ‘এই স্পেশ‍্যাল ট্রেনের স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন সংবাদপত্র ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোসিয়াল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।’

Cyclonic Circulation Alert: ঘূর্ণাবর্ত-পশ্চিমী ঝঞ্ঝা সতর্কতা…! ৩০ থেকে ৪০কিমি বেগে হাওয়া, বাংলায় তাপপ্রবাহের মধ্যে স্বস্তির বৃষ্টি কোথায় কোথায়? আবহাওয়ার আপডেট

প্রচণ্ড গরমের দাবদাহে জ্বলছে দেশের একাধিক এলাকা। তবে এরইমধ্যে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। অন্যদিকে উত্তর পাকিস্তান এবং সংলগ্ন জম্মু ও কাশ্মীরের উপরে অবস্থান করছে পশ্চিমী ঝঞ্ঝা।
প্রচণ্ড গরমের দাবদাহে জ্বলছে দেশের একাধিক এলাকা। তবে এরইমধ্যে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। অন্যদিকে উত্তর পাকিস্তান এবং সংলগ্ন জম্মু ও কাশ্মীরের উপরে অবস্থান করছে পশ্চিমী ঝঞ্ঝা।
একটি ট্রফ বাংলাদেশ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে উত্তর-পূর্ব অসমের উপর ঘূর্ণাবর্তের কারণে উত্তর-পূর্ব ভারতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (IMD)।
একটি ট্রফ বাংলাদেশ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে উত্তর-পূর্ব অসমের উপর ঘূর্ণাবর্তের কারণে উত্তর-পূর্ব ভারতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (IMD)।
আবহাওয়া দফতরের প্রকাশিত একটি বিবৃতিতে ইঙ্গিত, উত্তর-পূর্ব রাজ্য এবং ইন্দো-গাঙ্গেয় সমভূমিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৩ এপ্রিল থেকে ২৪ এপ্রিল, ২০২৪ পর্যন্ত উপ-হিমালয় পশ্চিমবঙ্গ এবং সিকিমে বিচ্ছিন্ন বজ্রপাত এবং দমকা হাওয়া ৩০ থেকে ৪০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়া এবং বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৩ এপ্রিল থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডেও একইরকম আবহাওয়া দেখা যাওয়ার সম্ভাবনা।
আবহাওয়া দফতরের প্রকাশিত একটি বিবৃতিতে ইঙ্গিত, উত্তর-পূর্ব রাজ্য এবং ইন্দো-গাঙ্গেয় সমভূমিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৩ এপ্রিল থেকে ২৪ এপ্রিল, ২০২৪ পর্যন্ত উপ-হিমালয় পশ্চিমবঙ্গ এবং সিকিমে বিচ্ছিন্ন বজ্রপাত এবং দমকা হাওয়া ৩০ থেকে ৪০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়া এবং বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৩ এপ্রিল থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডেও একইরকম আবহাওয়া দেখা যাওয়ার সম্ভাবনা।
২৩ এপ্রিল, পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং ছত্তিশগড়ে বজ্রপাত এবং শক্তিশালী হাওয়ার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৪ এপ্রিল, ২০২৪-এ মধ্য মহারাষ্ট্র এবং মারাঠওয়াড়া এবং ২৩ এপ্রিল কোঙ্কন এবং গোয়ায় বিচ্ছিন্ন বজ্রপাত এবং বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
২৩ এপ্রিল, পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং ছত্তিশগড়ে বজ্রপাত এবং শক্তিশালী হাওয়ার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৪ এপ্রিল, ২০২৪-এ মধ্য মহারাষ্ট্র এবং মারাঠওয়াড়া এবং ২৩ এপ্রিল কোঙ্কন এবং গোয়ায় বিচ্ছিন্ন বজ্রপাত এবং বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
অন্যদিকে, রাজধানী দিল্লিতে আগামী সাত দিন তেমনভাবে কোনও বৃষ্টি হবে না। তবে তাপপ্রবাহের কোনও সম্ভাবনাও নেই সেভাবে। মঙ্গলবার দিনের বেলায় আকাশ পরিষ্কার থাকবে। সেই সঙ্গে প্রবল বাতাসও বইবে।
অন্যদিকে, রাজধানী দিল্লিতে আগামী সাত দিন তেমনভাবে কোনও বৃষ্টি হবে না। তবে তাপপ্রবাহের কোনও সম্ভাবনাও নেই সেভাবে। মঙ্গলবার দিনের বেলায় আকাশ পরিষ্কার থাকবে। সেই সঙ্গে প্রবল বাতাসও বইবে।
বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৫ থেকে ৩৫ কিলোমিটার হতে পারে। এ কারণে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৮ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৫ থেকে ৩৫ কিলোমিটার হতে পারে। এ কারণে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৮ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস:স্কাইমেট ওয়েদার অনুসারে, আগামী ২৪ ঘণ্টায় এবং ২৩ থেকে ২৬ এপ্রিলের মধ্যে জম্মু-কাশ্মীর, লাদাখ, গিলগিট-বালতিস্তান, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তুষারপাত হতে পারে।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস:
স্কাইমেট ওয়েদার অনুসারে, আগামী ২৪ ঘণ্টায় এবং ২৩ থেকে ২৬ এপ্রিলের মধ্যে জম্মু-কাশ্মীর, লাদাখ, গিলগিট-বালতিস্তান, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তুষারপাত হতে পারে।
মঙ্গলবার ২৩ এপ্রিল, উত্তর পঞ্জাব, উত্তর হরিয়ানায় বজ্রপাত এবং শক্তিশালী দমকা বাতাস (ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে) সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তর-পূর্ব ভারতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ২৩ থেকে ২৪ এপ্রিলের মধ্যে।
মঙ্গলবার ২৩ এপ্রিল, উত্তর পঞ্জাব, উত্তর হরিয়ানায় বজ্রপাত এবং শক্তিশালী দমকা বাতাস (ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে) সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তর-পূর্ব ভারতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ২৩ থেকে ২৪ এপ্রিলের মধ্যে।
আবহাওয়ার সর্বশেষ রিপোর্ট বলছে, ২৩ এপ্রিল, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ এবং সিকিমের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আবহাওয়ার সর্বশেষ রিপোর্ট বলছে, ২৩ এপ্রিল, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ এবং সিকিমের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
মধ্য মহারাষ্ট্র এবং মারাঠওয়াড়ায় ২৩ এপ্রিল থেকে ২৬ এপ্রিলের মধ্যে হালকা বৃষ্টি হতে পারে। ২৩ থেকে ২৪ এপ্রিলের মধ্যে কেরল এবং অভ্যন্তরীণ কর্ণাটকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
মধ্য মহারাষ্ট্র এবং মারাঠওয়াড়ায় ২৩ এপ্রিল থেকে ২৬ এপ্রিলের মধ্যে হালকা বৃষ্টি হতে পারে। ২৩ থেকে ২৪ এপ্রিলের মধ্যে কেরল এবং অভ্যন্তরীণ কর্ণাটকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

 

India Military Expenditure: পাকিস্তানকে বিশাল টেক্কা ভারতের, দেশের নিরাপত্তায় টাকা খরচ করতে কসুর করে না সরকার, ভারতের সামনে রয়েছে শুধু ৩ দেশ

যে কোনও দেশের ক্ষেত্রেই প্রতিরক্ষা অত্যন্ত বড় বিষয়৷ দেশের হিনিরাপত্তা মানে বহিশত্রুর আক্রমণ থেকে দেশ ও দেশবাসীকে নিরাপত্তা দেওয়া৷ ভারতীয় আর্মি সারা পৃথিবী থেকেই সমীহ আদায় করে নেয়৷ ভারতের প্রতিরক্ষা নিয়ে ঈর্ষার চোখে দেখে অনেক মানুষ৷  প্রতিরক্ষা ব্যয়ে ভারত এই মুহূর্তে বিশ্বে চতুর্থ বৃহত্তম খরচ করা দেশ৷
যে কোনও দেশের ক্ষেত্রেই প্রতিরক্ষা অত্যন্ত বড় বিষয়৷ দেশের হিনিরাপত্তা মানে বহিশত্রুর আক্রমণ থেকে দেশ ও দেশবাসীকে নিরাপত্তা দেওয়া৷ ভারতীয় আর্মি সারা পৃথিবী থেকেই সমীহ আদায় করে নেয়৷ ভারতের প্রতিরক্ষা নিয়ে ঈর্ষার চোখে দেখে অনেক মানুষ৷  প্রতিরক্ষা ব্যয়ে ভারত এই মুহূর্তে বিশ্বে চতুর্থ বৃহত্তম খরচ করা দেশ৷
India Military Expenditure:প্রতিরক্ষা ব্যয়ের ক্ষেত্রে ভারত চতুর্থ অবস্থানে রয়েছে, তবে সেনাবাহিনীর আধুনিকীকরণের ক্ষেত্রে যা ব্যবহার হচ্ছে৷ তবুও একাধিক ক্ষেত্র আছে যেখানে এখনও বিস্তর উন্নতির জায়গা রয়েছে৷
India Military Expenditure:
প্রতিরক্ষা ব্যয়ের ক্ষেত্রে ভারত চতুর্থ অবস্থানে রয়েছে, তবে সেনাবাহিনীর আধুনিকীকরণের ক্ষেত্রে যা ব্যবহার হচ্ছে৷ তবুও একাধিক ক্ষেত্র আছে যেখানে এখনও বিস্তর উন্নতির জায়গা রয়েছে৷
সারা বিশ্বের দেশগুলির প্রতিরক্ষা ব্যয় ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং ২০২৩ সালে তা ২,৪৪৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। যা ভারতীয় টাকায় ২০৩৭১২ বিলিয়ন ডলার৷  আমেরিকা, চিন এবং রাশিয়ার পরে, ভারত- বিশ্বের চতুর্থ দেশ যারা নিজেদের প্রতিরক্ষায় সবচেয়ে বেশি ব্যয় করে।
সারা বিশ্বের দেশগুলির প্রতিরক্ষা ব্যয় ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং ২০২৩ সালে তা ২,৪৪৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। যা ভারতীয় টাকায় ২০৩৭১২ বিলিয়ন ডলার৷  আমেরিকা, চিন এবং রাশিয়ার পরে, ভারত- বিশ্বের চতুর্থ দেশ যারা নিজেদের প্রতিরক্ষায় সবচেয়ে বেশি ব্যয় করে।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালে বিশ্বব্যাপী প্রতিরক্ষা খাতে মোট ব্যয় ৬.৮ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালে বিশ্বব্যাপী প্রতিরক্ষা খাতে মোট ব্যয় ৬.৮ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
যে দেশগুলো প্রতিরক্ষা খাতে সবচেয়ে বেশি খরচ করে সেগুলি হলো আমেরিকা ৯১৬ বিলিয়ন ডলার, চিন ২৯৬ বিলিয়ন ডলার, রাশিয়া ১০৯  বিলিয়ন ডলার, ভারত ৮৪ বিলিয়ন ডলার, সৌদি আরব ৭৬ বিলিয়ন ডলার, ব্রিটেন ৭৫ বিলিয়ন ডলার, জার্মানি ৭৫ বিলিয়ন ডলার।
যে দেশগুলো প্রতিরক্ষা খাতে সবচেয়ে বেশি খরচ করে সেগুলি হলো আমেরিকা ৯১৬ বিলিয়ন ডলার, চিন ২৯৬ বিলিয়ন ডলার, রাশিয়া ১০৯  বিলিয়ন ডলার, ভারত ৮৪ বিলিয়ন ডলার, সৌদি আরব ৭৬ বিলিয়ন ডলার, ব্রিটেন ৭৫ বিলিয়ন ডলার, জার্মানি ৭৫ বিলিয়ন ডলার।
৬৭ বিলিয়ন ডলার, ইউক্রেন ৬৫ বিলিয়ন ডলার, ফ্রান্স ৬১ বিলিয়ন ডলার এবং জাপান ৫০ বিলিয়ন ডলার। এই তালিকার ৩০ নম্বরে রয়েছে পাকিস্তান। তারা প্রতিরক্ষায় ৮.৫ বিলিয়ন ডলার ব্যয় করেছে।
৬৭ বিলিয়ন ডলার, ইউক্রেন ৬৫ বিলিয়ন ডলার, ফ্রান্স ৬১ বিলিয়ন ডলার এবং জাপান ৫০ বিলিয়ন ডলার। এই তালিকার ৩০ নম্বরে রয়েছে পাকিস্তান। তারা প্রতিরক্ষায় ৮.৫ বিলিয়ন ডলার ব্যয় করেছে।
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে, SIPRI জানিয়েছে যে ২০০৯ সালের পর এই প্রথম যে ৫টি ভৌগোলিক অঞ্চলে অর্থাৎ আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশিয়ায় প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি পেয়েছে।
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে, SIPRI জানিয়েছে যে ২০০৯ সালের পর এই প্রথম যে ৫টি ভৌগোলিক অঞ্চলে অর্থাৎ আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশিয়ায় প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি পেয়েছে।
SIPRI সিনিয়র গবেষক নান তিয়ান বলেছেন যে দেশগুলি সামরিক শক্তিকে অগ্রাধিকার দিচ্ছে,  তাদেরকে আরও একটি দিক মাথায় রাখতে হবে৷  দ্রুত অবনতিশীল পরিস্থিতি এবং সুরক্ষা পরিস্থিতিতে পদক্ষেপ নিচ্ছে এবং প্রতিক্রিয়ার ঝুঁকিও আছে৷
SIPRI সিনিয়র গবেষক নান তিয়ান বলেছেন যে দেশগুলি সামরিক শক্তিকে অগ্রাধিকার দিচ্ছে,  তাদেরকে আরও একটি দিক মাথায় রাখতে হবে৷  দ্রুত অবনতিশীল পরিস্থিতি এবং সুরক্ষা পরিস্থিতিতে পদক্ষেপ নিচ্ছে এবং প্রতিক্রিয়ার ঝুঁকিও আছে৷
ভারতের চেয়ে ৪ গুণ টাকা খরচ করছে চিনপ্রতিবেদনটিতে বলা হয়েছে, চিনে ভারতের তুলনায় প্রতিরক্ষা খাতে ৪ গুণ বেশি অর্থ ব্যয় করছে। ফাইটার এয়ারক্রাফ্ট, সাবমেরিন এবং হেলিকপ্টার থেকে আধুনিক পদাতিক অস্ত্র, অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল এবং রাত্রিকালীন যুদ্ধের ক্ষমতার ঘাটতি মেটানোর চ্যালেঞ্জের মুখোমুখি ভারত।
ভারতের চেয়ে ৪ গুণ টাকা খরচ করছে চিন
প্রতিবেদনটিতে বলা হয়েছে, চিনে ভারতের তুলনায় প্রতিরক্ষা খাতে ৪ গুণ বেশি অর্থ ব্যয় করছে। ফাইটার এয়ারক্রাফ্ট, সাবমেরিন এবং হেলিকপ্টার থেকে আধুনিক পদাতিক অস্ত্র, অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল এবং রাত্রিকালীন যুদ্ধের ক্ষমতার ঘাটতি মেটানোর চ্যালেঞ্জের মুখোমুখি ভারত।
অন্যদিকে, চিন স্থল, আকাশ ও সমুদ্রের পাশাপাশি পারমাণবিক, মহাকাশ এবং সাইবার সেক্টরের মতো ট্র্যাডিশানাল সেক্টরে নিজেদের সৈন্যদের দ্রুত আধুনিকীকরণ করছে। চিন টানা ২৯তম বছরের জন্য  সামরিক বাজেট বাড়িয়েছে।
অন্যদিকে, চিন স্থল, আকাশ ও সমুদ্রের পাশাপাশি পারমাণবিক, মহাকাশ এবং সাইবার সেক্টরের মতো ট্র্যাডিশানাল সেক্টরে নিজেদের সৈন্যদের দ্রুত আধুনিকীকরণ করছে। চিন টানা ২৯তম বছরের জন্য  সামরিক বাজেট বাড়িয়েছে।
এদিকে ভারত ২০২৪-২৫ এর জন্য ৬.২ লক্ষ কোটি টাকার প্রতিরক্ষা বাজেট বরাদ্দ করেছে। কিন্তু এর মাত্র ২৮% রাখা হয়েছে সেনাবাহিনীর আধুনিকীকরণের জন্য। প্রতিরক্ষা বাজেট দেশের জিডিপির প্রায় ১.৯ শতাংশ। কিন্তু ভারতীয় সেনাবাহিনীর আধুনিকীকরণ তার ১৪ লক্ষ সশস্ত্র বাহিনীর বিশাল স্যালারি এবং পেনশন বিল এবং দুর্বল প্রতিরক্ষা-শিল্প বেসের কারণে বাধাগ্রস্ত হচ্ছে।
এদিকে ভারত ২০২৪-২৫ এর জন্য ৬.২ লক্ষ কোটি টাকার প্রতিরক্ষা বাজেট বরাদ্দ করেছে। কিন্তু এর মাত্র ২৮% রাখা হয়েছে সেনাবাহিনীর আধুনিকীকরণের জন্য। প্রতিরক্ষা বাজেট দেশের জিডিপির প্রায় ১.৯ শতাংশ। কিন্তু ভারতীয় সেনাবাহিনীর আধুনিকীকরণ তার ১৪ লক্ষ সশস্ত্র বাহিনীর বিশাল স্যালারি এবং পেনশন বিল এবং দুর্বল প্রতিরক্ষা-শিল্প বেসের কারণে বাধাগ্রস্ত হচ্ছে।

Lok Sabha Elections 2024: প্রচারে বেরিয়ে INDIA জোটকে তীব্র আক্রমণ মানিক সাহার, দ্বিতীয় দফায় ফুল ফর্মে ত্রিপুরার মুখ্যমন্ত্রী, মোদির সপক্ষে সওয়ালে চড়া সুর

আগরতলা: দুর্নীতিমুক্ত দেশের জন্য প্রধানমন্ত্রী মোদির হাতকে শক্তিশালী করুন। ইন্ডিয়া জোটের বক্তব্য ও প্রতিশ্রুতি নিছক নাটক ছাড়া কিছুই নয় প্রচারে বেরিয়ে এমনটাই বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজ্যের মানুষ বুঝতে পেরেছেন নির্বাচনের মুহূর্তে ইন্ডিয়া জোটের বক্তব্য এবং প্রতিশ্রুতি নিছক নাটক ছাড়া কিছুই নয়। মানুষ এখন আর তাদের কথায় বিশ্বাস করে না। তাদের কাছে মানুষের কাছে যাওয়ার জন্য কোন ইস্যু নেই। এই লোকসভা নির্বাচন দেশের উন্নয়নের জন্য নরেন্দ্র মোদিকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত করার নির্বাচন।”

ধলাই জেলার সুরমায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচনকে ঘিরে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী আগরতলা এসে বলেছেন ‘পিকচার আভি বাকি হ্যায়।’

মানিক সাহা তাঁর ভাষণে বলেন, “২০১৪ সালের আগে দেশের ভবিষ্যত নিয়ে সংশয় ছিল। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের শাসনামলে ব্যাপক দুর্নীতির সাক্ষী হয়েছে দেশ। সেসময় সীমান্তে আমাদের সৈন্যদের উপর আক্রমণ করা হয়েছিল। সংসদ ভবন আক্রমণের শিকার হয়েছিল। একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করেছিল তখন। কিন্তু ২০১৪ সালে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর দেশের পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হয়। অতীতে আমরা প্রত্যক্ষ করেছি কিভাবে ইউপিএ সরকারের আমলে চিন আমাদের ভূখণ্ড দখলের প্রয়াস করেছিল। কিন্তু নরেন্দ্র মোদি যখন ক্ষমতায় আসেন তখন কেউ এই সাহস দেখায়নি। প্রধানমন্ত্রী মোদি জোর দিয়েছেন উত্তর-পূর্বের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তিনি হিরা মডেল এবং অ্যাক্ট ইস্ট পলিসি চালু করেছেন। “

আরও পড়ুন: ফ্যানের স্পিড কমালে কি ইলেকট্রিক বিল কম আসে? কোন ‘নম্বরে’ ফ্যান চালালে বিদ্যুৎ খরচ কমে? জেনে নিন বিল বাঁচানোর সুপারহিট ফর্মুলা

 এর পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কী ভাবে জনগণের কল্যাণে প্রধানমন্ত্রী কাজ করছেন সেবিষয়ে আলোচনা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। এদিন বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের প্রবল সমালোচনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা। তিনি বলেন, ইন্ডিয়া জোট দাবি করে যে এখানে গণতন্ত্র নেই। কিন্তু এখন তাদের সমাবেশে যোগ দিতে কিংবা বক্তৃতা শুনতে কেউ আর আসে না। কারণ মানুষ বুঝতে পেরেছে যে তাদের প্রতিশ্রুতিগুলি নিছক নাটকীয়।”

মুখ্যমন্ত্রী বলেন, “পশ্চিম ত্রিপুরা আসনের নির্বাচনে মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছেন। ত্রিপুরায় সর্বোচ্চ ভোটের রেকর্ডও হয়েছে এবং মানুষ পূর্ব লোকসভা আসনের জন্যও বিপুল সংখ্যক ভোট দেবেন। সিপিএম ভোট-ব্যাঙ্কের রাজনীতির জন্য জনজাতি সম্প্রদায়কে এতদিন শোষণ করে এসেছে। কমিউনিষ্ট ও কংগ্রেস জমানায় ত্রিপুরার মানুষ হিংসা ও অস্থিরতা প্রত্যক্ষ করেছে। তাই এখন তারা প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বকে বেছে নিয়েছেন। তাই উন্নত এবং দুর্নীতিমুক্ত দেশ গড়তে, আমাদের অবশ্যই প্রধানমন্ত্রী মোদীর হাতকে আরও শক্তিশালী করতে হবে।”

Weather Update: ২৬ এপ্রিল থেকে ফের সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা! আবহাওয়ার বড় খেলা শুরু হচ্ছে দেশ জুড়েই, ৪ দিন পর থেকেই! সামান্য সময়ের অপেক্ষা মাত্র

ইরানে আবহাওয়ার পরিস্থিতি কোনও ভাবেই শুধরাবেনা ৷ এই কারণেই পাহাড়ে বরফ ও ময়দানে আগুন ৷ সমতলের বেশ কিছু এলাকায় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ৷ প্রতীকী ছবি ৷
ইরানে আবহাওয়ার পরিস্থিতি কোনও ভাবেই শুধরাবেনা ৷ এই কারণেই পাহাড়ে বরফ ও ময়দানে আগুন ৷ সমতলের বেশ কিছু এলাকায় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ৷ প্রতীকী ছবি ৷
দিল্লির সংলগ্ন এলাকায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি ছুঁয়েছে ৷ রাজস্থান, মধ্যপ্রদেশ, ওড়িশা, ছত্তীসগঢ়ে তাপমাত্রা মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াস ৷ প্রতীকী ছবি ৷
দিল্লির সংলগ্ন এলাকায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি ছুঁয়েছে ৷ রাজস্থান, মধ্যপ্রদেশ, ওড়িশা, ছত্তীসগঢ়ে তাপমাত্রা মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াস ৷ প্রতীকী ছবি ৷
আগামী ২ দিনের মধ্যে তাপমাত্রার পারদ যেমন চড়বে ঠিক কয়েকটি এলাকায় তাপমাত্রা বিশেষ ভাবে কমতে পারে ৷ প্রতীকী ছবি ৷
আগামী ২ দিনের মধ্যে তাপমাত্রার পারদ যেমন চড়বে ঠিক কয়েকটি এলাকায় তাপমাত্রা বিশেষ ভাবে কমতে পারে ৷ প্রতীকী ছবি ৷
অন্যদিকে হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর, লাদাখের বেশ কিছু এলাকায় তাপমাত্রা -১৫ ডিগ্রি হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
অন্যদিকে হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর, লাদাখের বেশ কিছু এলাকায় তাপমাত্রা -১৫ ডিগ্রি হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
আবহাওয়া দফতর সূত্রে জানতে পারা গিয়েছে পাহাড়ে আগামী কিছুদিন তাপমাত্রা শুধুই মাইনাস থাকবেনা ৷ সোমবার ও মঙ্গলবার লাগাতার তুষারপাত হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
আবহাওয়া দফতর সূত্রে জানতে পারা গিয়েছে পাহাড়ে আগামী কিছুদিন তাপমাত্রা শুধুই মাইনাস থাকবেনা ৷ সোমবার ও মঙ্গলবার লাগাতার তুষারপাত হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
আগামী ২৬ এপ্রিল একটি পশ্চিমীঝঞ্ঝা সক্রিয় হবে ৷ বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে বলেই জানতে পারা গিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
আগামী ২৬ এপ্রিল একটি পশ্চিমীঝঞ্ঝা সক্রিয় হবে ৷ বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে বলেই জানতে পারা গিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
আবহাওয়া দফতর সূত্রে জানতে পারা গিয়েছে পাহাড়ি এলাকার তাপমাত্রা একটি নির্দিষ্ট অন্তরায়ে পরিবর্তিত হবে ৷ প্রতীকী ছবি ৷
আবহাওয়া দফতর সূত্রে জানতে পারা গিয়েছে পাহাড়ি এলাকার তাপমাত্রা একটি নির্দিষ্ট অন্তরায়ে পরিবর্তিত হবে ৷ প্রতীকী ছবি ৷
আবহাওয়া দফতর সূত্রে জানতে পারা গিয়েছে ৪৮ ঘণ্টায় ২ ফুটের কাছাকাছি বরফের আকৃতি নেবে ৷ প্রতীকী ছবি ৷
আবহাওয়া দফতর সূত্রে জানতে পারা গিয়েছে ৪৮ ঘণ্টায় ২ ফুটের কাছাকাছি বরফের আকৃতি নেবে ৷ প্রতীকী ছবি ৷
আবহাওয়া দফতর সূত্রে জানতে পারা গিয়েছে আগামী ২দিন হিমালয়, জম্মু-কাশ্মীর এলাকায় সাইক্লোনিক সার্কুলেশন দেখা দেবে এরফলে পরিস্থিতি থাকবে অপরিবর্তিত ৷ প্রতীকী ছবি ৷
আবহাওয়া দফতর সূত্রে জানতে পারা গিয়েছে আগামী ২দিন হিমালয়, জম্মু-কাশ্মীর এলাকায় সাইক্লোনিক সার্কুলেশন দেখা দেবে এরফলে পরিস্থিতি থাকবে অপরিবর্তিত ৷ প্রতীকী ছবি ৷

Health Tips: গরমে শরীর থাকবে একদম ঠান্ডা! শুধু পাতে রাখুন চেনা এই খাবারগুলি, রইল চিকিৎসকের পরামর্শ

পুদিনাপাতা: পুদিনাপাতা শরীর ভিতর থেকে ঠান্ডা রাখতে কাজ করে। পুদিনাপাতা গুঁড়ো করে ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে খেলেও উপকার মিলবে। যাঁরা চা খেতে পছন্দ করেন, তাঁরা পুদিনার চা খেতে পারেন।
পুদিনাপাতা: পুদিনাপাতা শরীর ভিতর থেকে ঠান্ডা রাখতে কাজ করে। পুদিনাপাতা গুঁড়ো করে ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে খেলেও উপকার মিলবে। যাঁরা চা খেতে পছন্দ করেন, তাঁরা পুদিনার চা খেতে পারেন।
শশা: জল ও ফাইবার থাকার কারণে গরমে দারুন জিনিস শশাএটি খেলে শরীর ঠান্ডা তো হয়ই, সেই সঙ্গে ক্লান্তিও দূর হয়।
শশা: জল ও ফাইবার থাকার কারণে গরমে দারুন জিনিস শশাএটি খেলে শরীর ঠান্ডা তো হয়ই, সেই সঙ্গে ক্লান্তিও দূর হয়।
দই: গরমকালে খুবই উপকারী খাবার হচ্ছে টক দই। কারণএতে এমন কিছু উপাদান থাকে, যা শরীরকে স্বাচ্ছন্দ্যে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দই: গরমকালে খুবই উপকারী খাবার হচ্ছে টক দই। কারণএতে এমন কিছু উপাদান থাকে, যা শরীরকে স্বাচ্ছন্দ্যে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
লাউ: গ্রীষ্মকালে লাউ সহজলভ্য। এটি ওজন কমায় ও হজমে সহায়তা করে। স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত লাউ তরকারি খেতে পারেন। লাউ সেদ্ধ করে দইয়ের সঙ্গে মিশিয়ে রায়তার মতো খাওয়া যেতে পারে।
লাউ: গ্রীষ্মকালে লাউ সহজলভ্য। এটি ওজন কমায় ও হজমে সহায়তা করে। স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত লাউ তরকারি খেতে পারেন। লাউ সেদ্ধ করে দইয়ের সঙ্গে মিশিয়ে রায়তার মতো খাওয়া যেতে পারে।
তরমুজ: তরমুজের ৯২ শতাংশই জল। তাছাড়া এই ফলে ক্যালরিও খুব কম। তরমুজ ত্বক ও চুল সুন্দর রাখতে সহায়তা করে।
তরমুজ: তরমুজের ৯২ শতাংশই জল। তাছাড়া এই ফলে ক্যালরিও খুব কম। তরমুজ ত্বক ও চুল সুন্দর রাখতে সহায়তা করে।