Category Archives: ক্রিকেট

Cricket Tournament: স্কুলে পরীক্ষার মধ্যেই খেলা, আর তাতেই বাজিমাত ছাত্রদের

নদিয়া: পরীক্ষার মধ্যেই খেলা। বিদ্যালয়ের বিশেষ সহযোগিতায় অংশগ্রহণ আর তাতেই জেলা চ্যাম্পিয়ন হল শান্তিপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়।সিএবি-র অনূর্ধ্ব ১৫ আন্তঃবিদ্যালয় পর্যায়ের জেলা স্তরের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল নদিয়ার এই স্কুল।

কৃষ্ণনগর স্টেডিয়ামে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে শান্তিপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয় মুখোমুখি হয়েছিল চাকদহ রামলাল অ্যাকাডেমির। বিদ্যালয়ের পক্ষ থেকে খেলার তত্ত্বাবধানে ছিলেন শিক্ষকেরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকদেব কুন্ডু এবং অ্যাকাডেমিক কাউন্সিলের সেক্রেটারি প্রকাশ চন্দ্র দে ছাত্রদের এই জয়ে অভিভূত।

আর‌ও পড়ুন: শিবকে পদ্মফুল অর্পণ করে প্রচার শুরু মথুরাপুরের বিজেপি প্রার্থীর

জানা গিয়েছে, শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ে নবম এবং দশম শ্রেণির পরীক্ষা শুরু হয়েছে। তারই মধ্যে টুর্নামেন্টের ফাইনালে নেমে বাজিমাত করল পড়ুয়ারা। এর জন্য স্কুলের পক্ষ থেকে টিমে সুযোগ পড়ুয়াদের বিশেষ ছাড় দেওয়া হয়। চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন উদয় আদিত্য পাল জানায়, প্রতিপক্ষ হিসাবে অন্যান্য বিদ্যালয়ের ছাত্ররা যথেষ্ট ভাল খেলেছে। তবে তাদের কোচ এবং শিক্ষকদের সহযোগিতায় তারাও যোগ্যতা প্রমাণ করতে পেরেছে।

অন্যদিকে কোচ দেবব্রত বিশ্বাস জানান চলতি চারটি খেলায় পারফরম্যান্স দেখে মনে হয়েছে আগামী দিনে রাজ্যস্তরের খেলাতেও তারা দৃষ্টান্ত স্থাপন করবে। অ্যাকাডেমিক কাউন্সিলের সেক্রেটারি শিক্ষক প্রকাশ দে জানান, পড়াশোনা এবং খেলাধুলা একে অন্যের পরিপূরক।

মৈনাক দেবনাথ

Road Accident: ক্রিকেট ম্যাচ খেলে আর বাড়ি ফেরা হল না, লরি কেড়ে নিল তরুণ ক্রিকেটারের প্রাণ

হুগলি: স্বপ্ন ছিল বড় ক্রিকেটার হবে, সবুজ ঘাসের বুক চিরে সাঁই সাঁই করে বাউন্ডারির দিকে ছুটে চলবে কভার ড্রাইভ। কিন্তু সব স্বপ্নই স্বপ্ন হয়ে থেকে গেল তরুণ ক্রিকেটার তন্ময় গুহের (২২)। ক্রিকেট খেলে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এই তরুণের।

আর‌ও পড়ুন: দাঁড়িয়ে থাকা অটোয় প্রাইভেট কারের ধাক্কা! সামশেরগঞ্জে মৃত্যু মায়ের, আশঙ্কাজনক মেয়ে

ক্রিকেট ম্যাচ খেলে বাইকে করে বাড়ি ফিরছিলেন তরুণ ক্রিকেটার তন্ময় গুহ। কিন্তু লরির ধাক্কায় অকালেই নিভে গেল এই তরতাজা প্রাণ। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। ঘটনাটি ঘটেছে আরামবাগের হরিণখোলা এলাকায়। আহত যুবকের নাম বিক্রমাদিত্য দাস।

মৃত তন্ময়ের বাড়ি পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানা এলাকায়। বিক্রমাদিত্যর বাড়ি আরামবাগের নৈসড়ায়। দুর্ঘটনা পর স্থানীয়রাই তাঁদেরকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা পরীক্ষা করে তরুণ ক্রিকেটার তন্ময়কে মৃত বলে ঘোষণা করেন।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

মৃত তরুণের পরিবার সূত্রে জানা গিয়েছে, ক্রিকেট ম্যাচ খেলতে যাবেন বলেই বাইকে করে রাত্রির দিকে বেরিয়েছিলেন। কিন্তু বুধবার সকালে হঠাৎই তাঁরা খবর পান ছেলে আর নেই। এই আকস্মিক দুর্ঘটনায় শোকে ভেঙে পড়েছে গোটা পরিবার।

শুভজিৎ ঘোষ

Cricket News: মহিলা ক্রিকেটারের জন্মদিন পালন দেখে সকলে অবাক, দেখুন ভিডিও

হাওড়া: মহিলা ক্রিকেটারের জন্মদিন যেভাবে পালন করা হল তা দেখে অবাক সবাই। এই দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট। ফলে তা নিয়ে গলি থেকে রাজপথ সর্বত্র চর্চা হয়েই চলে। বর্তমানে ভারতীয় পুরুষ ক্রিকেট দলে পাশাপাশি জনপ্রিয় হয়ে উঠছে মহিলা ক্রিকেট দল’ও। তাদের সাফল্য এই জনপ্রিয়তা বৃদ্ধির অন্যতম কারণ।

আরও পড়ুন: রায়গঞ্জে জমজমাট হস্ত তাঁত শিল্প ও রোজগার মেলা

ঝুলন গোস্বামী, মিতালী রাজ, স্মৃতি মান্ধানা’দের মত অসামান্য মহিলা ক্রিকেটারদের হাত ধরে বিশ্বের দরবারে জায়গা করে নিয়েছে ভারত। মহিলা ক্রিকেট ও ক্রিকেটারদের নিয়ে চর্চা শুরু হয়েছে ট্রেন, বাস বা চায়ের আড্ডায়। সেই পথ অনুসরণ করেই উঠে এসেছেন বাংলার মহিলা ক্রিকেটার অনিন্দিতা চ্যাটার্জি। নিজের খেলার পাশাপাশি নিজস্ব ক্রিকেট অ্যাকাডেমি চালাচ্ছেন তিনি। খেলোয়াড় এবং প্রশিক্ষক হিসেবে ক্রিকেটের প্রতি প্রগাঢ় ভালবাসা আছে। একই সঙ্গে শিশুদের প্রতি তাঁর ভাললাগা অন্য মাত্রা পেয়েছে। নিজের জন্মদিনে একরাশ ফুলের মত শিশু’কে নিয়ে আনন্দে মেতে উঠলেন অনিন্দিতা।

ইটভাটা’র শ্রমিক পরিবারের শিশু ও দুঃস্থ মানুষদের মধ্যে কেক কেটে এবং মধ্যাহ্নভোজের আয়োজন করেন তিনি। নিজে হাতে তাদের খাবার পরিবেশন করে জন্মদিন পালন করেন। বর্তমানে জন্মদিন মানে একটু বিশেষভাবে কাটানো। কিন্তু সেই পথে না হেঁটে বাংলার এই মহিলা ক্রিকেটার সম্পূর্ণ অন্যভাবে নিজের জন্মদিন উদযাপন করেছেন। বাগনান-২ ব্লকের দেউলটি সংলগ্ন জাতীয় সড়কের পাশে একটি ইটভাটা পরিবারের শিশু ও দুঃস্থ মানুষদের সঙ্গে নিয়ে জন্মদিন পালন করেন।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এই প্রসঙ্গে ক্রিকেটার অনিন্দিতা চ্যাটার্জি জানান, বাগনান বাডিং ক্রিকেট কোচিং সেন্টারে বর্তমানে ৪০ জন ছোট ছোট ছেলে-মেয়েদের ক্রিকেট কোচিং করান। এই বছর সেই তাদের সঙ্গেই নিজের জন্মদিনটা কাটালেন।

রাকেশ মাইতি

Local Cricketer: ভারতীয় দলের ভবিষ্যৎ স্পিডস্টার বেড়ে উঠছে বসিরহাটে!

উত্তর ২৪ পরগনা: বসিরহাটের রোহিত মণ্ডল কি ভারতীয় দলের ভবিষ্যৎ স্পিডস্টার? ১৫ বছর বয়সেই ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতিতে ঝড় তুলছে সে। রোহিতের স্বপ্ন ভারতীয় দলে খেলা।

আরও পড়ুন: হাতির হানায় শীতে চলে গেল মাথা গোঁজার ঠাঁই

বসিরহাটের বাদুড়িয়ার কানুপুর গ্রামে বাড়ি রোহিত মণ্ডলের। বাবা মহাসিন মণ্ডল পেশায় রাজমিস্ত্রি, মা মমতাজ বিবি অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন। রুটি-রুজির টানে বাবা-মা দু’জনেই দিল্লিতে পরীযায়ী শ্রমিক হিসাবে কাজ করেন। নুন আনতে পান্তা ফুরোয় পরিবারের। পাঁচ বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে দিল্লিতে গিয়েছিল রোহিত। সেখানে ক্রিকেট খেলা দেখে তার ভালবাসায় পড়ে যায় রোহিত।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এভাবেই অদম্য ইচ্ছা শক্তি ও পরিশ্রমের ফলে রোহিত দিল্লিতে স্থানীয় ক্লাবে এক কোচের নজরে পড়েন। সেখানে ভাল খেলে পঞ্জাব, হরিয়ানা সহ একাধিক রাজ্যে খেলেছে। এর পর সিএবি-এর অধীনে অনূর্ধ্ব ১৩ স্তরে তেঘরিয়া ক্লাবে খেলছে। দ্বিতীয় ডিভিশনের ক্লাব সেন্ট্রাল ক্যালকাটা ক্লাবের হয়ে খেলছে। মাত্র ১৫ বছর বয়সে রোহিতের আগুনে বোলিং-এর প্রশংসায় মুগ্ধ কোচেরাও। শুধু বোলিং নয়, আগুনে বোলিং-এর পাশাপাশি মিডিল অর্ডারে ঝোড়ে ব্যাটিংও করতে পারে। গরিবির সঙ্গে লড়াই করে বড় হ‌ওয়া রোহিতের এখন লক্ষ্য বাংলার রঞ্জি দলে সুযোগ পাওয়া। তারপর ধাপে ধাপে জাতীয় দলে সুযোগ পেতে চায়।

জুলফিকার মোল্লা

East Medinipur News: দিন্দা’র জেলার ছেলে এবার বাংলার হয়ে বাইশ গজে দাপট দেখাবে

দিঘা: প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে এবার বাংলার হয়ে ক্রিকেট মাঠে দাপট দেখাবেন দিঘার প্রণয় কুমার গিরি। দিঘা যে জেলার সেই পূর্ব মেদিনীপুরের ময়নার অশোক দিন্দা বাংলার পাশাপাশি ভারতীয় দলের হয়েও ক্রিকেট মাঠে দাপট দেখিয়েছেন। যদিও দিন্দা এখন পুরোদস্তুর রাজনীতিবিদ। সেই তাঁর জেলা থেকেই ২২ গজে দাপট দেখানোর জন্য উঠে আসছে প্রণয়।

আরও পড়ুন: রাম মন্দির উদ্বোধনের আগেই স্বপ্ন পূরণ! অযোধ্যায় প্রদীপ জ্বালিয়ে ফিরলেন বাড়ি

রামনগর মাধবপুর আর কে বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র প্রণয় অনূর্ধ্ব ১৭ বাংলা দলে টিমে সুযোগ পেয়েছে। দিঘা ক্রিকেট কোচিং ক্যাম্প থেকে সরাসরি বাংলা দলের সুযোগ পাওয়ায় উচ্ছ্বশিত জেলার মানুষও। এই বছর সে মাধ্যমিক পরীক্ষা দেবে। পড়াশোনোর সঙ্গে সঙ্গে সমান তালে চলছে ক্রিকেট খেলা।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

দিন্দা বোলার হলেও তাঁর জেলার প্রণয় কুমার গিরি বলের পাশাপাশি ব্যাগটাও ভাল করে। অলরাউন্ডার হিসেবেই বাংলা দলে সুযোগ পেয়েছে। প্রণয় জানিয়েছে, সে ধাপে ধাপে সামনের পথে এগোতে চায়। ভবিষ্যতে ভারতীয় দলে খেলার স্বপ্ন দেখে। দিঘা ক্রিকেট কোচিং ক্যাম্পে কোচ শিবু কামিল্যার তত্ত্বাবধানে গড়ে উঠেছে প্রণয়। ছাত্র বাংলা দলের সুযোগ পাওয়ায় খুশি কোচ।

সৈকত শী

Glenn Maxwell Create 5 New World Record: ক্রিকেট ইতিহাসের সেরা ইনিংস! গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটিং তাণ্ডবে হল ৫ বিশ্বরেকর্ড

আফগানিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ঐতিহাসিক ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। ২০১ রানের ইনিংস খেলে খাদের কিনারা থেকে দলকে একাই জয় এনে দিয়েছেন অজি তারকা। এই ইনিংসের সৌজন্যে ৫টি রেকর্ড গড়েছেন ম্যাক্সি।   (Photo Courtesy- AP)
আফগানিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ঐতিহাসিক ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। ২০১ রানের ইনিংস খেলে খাদের কিনারা থেকে দলকে একাই জয় এনে দিয়েছেন অজি তারকা। এই ইনিংসের সৌজন্যে ৫টি রেকর্ড গড়েছেন ম্যাক্সি। (Photo Courtesy- AP)
১২৮ বলে ২০১ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ২১টি বাউন্ডারি এবং ১০টি ওভার বাউন্ডারির দিয়ে।  রান তাড়া করতে নেমে ক্রিকেট ইতিহাসে প্রথম দ্বিশতরান করার রেকর্ডও গড়েন ম্যাক্সওয়েল।    (Photo Courtesy- AP)
১২৮ বলে ২০১ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ২১টি বাউন্ডারি এবং ১০টি ওভার বাউন্ডারির দিয়ে। রান তাড়া করতে নেমে ক্রিকেট ইতিহাসে প্রথম দ্বিশতরান করার রেকর্ডও গড়েন ম্যাক্সওয়েল। (Photo Courtesy- AP)
শুধু তাই নয়, গ্লেন ম্যাক্সওয়েল ভাঙলেন কপিল দেবের রেকর্ডও। ৬ নম্বরে ব্যাট করতে নেমে এতদিন কপিল দেবের ১৯৮৩ সালে ১৭৫ রানের ইনিংসই সবথেকে বেশি ছিল। ২০২৩ বিশ্বকাপে সেই রেকর্ড ভেঙে শীর্ষ উঠে এলেন গ্লেন ম্যাক্সওয়েল।    (Photo Courtesy- AP)
শুধু তাই নয়, গ্লেন ম্যাক্সওয়েল ভাঙলেন কপিল দেবের রেকর্ডও। ৬ নম্বরে ব্যাট করতে নেমে এতদিন কপিল দেবের ১৯৮৩ সালে ১৭৫ রানের ইনিংসই সবথেকে বেশি ছিল। ২০২৩ বিশ্বকাপে সেই রেকর্ড ভেঙে শীর্ষ উঠে এলেন গ্লেন ম্যাক্সওয়েল। (Photo Courtesy- AP)
এক দিনের বিশ্বকাপে এর আগেও দ্বিশতরান হয়েছে। ২০১৫ সালে ক্রিস গেল করেছিলেন জ়িম্বাবোয়ের বিরুদ্ধে এবং সেই বিশ্বকাপে মার্টিন গাপ্টিল করেছিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে। কিন্তু ম্যাক্সওয়েলেরটাই দ্রুততম। ১২৮ বলে দ্বিশতরান করলেন তিনি। (Photo Courtesy- AP)
এক দিনের বিশ্বকাপে এর আগেও দ্বিশতরান হয়েছে। ২০১৫ সালে ক্রিস গেল করেছিলেন জ়িম্বাবোয়ের বিরুদ্ধে এবং সেই বিশ্বকাপে মার্টিন গাপ্টিল করেছিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে। কিন্তু ম্যাক্সওয়েলেরটাই দ্রুততম। ১২৮ বলে দ্বিশতরান করলেন তিনি। (Photo Courtesy- AP)
এর আগে একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্কোর ছিল শেন ওয়াটসনের। ২০১১ বিশ্বকাপে মিরপুরে বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত ১৮৫ রানের ইনিংস খেলেছিলেন শেন ওয়াটসন। মঙ্গলবার ২০২১ রান করে সেই রেকর্ডও নিজের নামে করলেন ম্যাক্সওয়েল।    (Photo Courtesy- AP)
এর আগে একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্কোর ছিল শেন ওয়াটসনের। ২০১১ বিশ্বকাপে মিরপুরে বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত ১৮৫ রানের ইনিংস খেলেছিলেন শেন ওয়াটসন। মঙ্গলবার ২০২১ রান করে সেই রেকর্ডও নিজের নামে করলেন ম্যাক্সওয়েল। (Photo Courtesy- AP)
বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি করলেন গ্লেন ম্যাক্সওয়েল। ২৩৭ রান করে শীর্ষে রয়েছেন মার্টিম গাপটিল। ২১৫ রান করে দ্বিতীয় ক্রিস গেইল। ২০১ রান করে তৃতীয় স্থানে উঠে এলেন ম্যাক্সি। আর ওডিআই একাদশতম ব্যাটার হিসেবে দ্বিশরতরান করলেন ম্যাক্সওয়েল। (Photo Courtesy- AP)
বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি করলেন গ্লেন ম্যাক্সওয়েল। ২৩৭ রান করে শীর্ষে রয়েছেন মার্টিম গাপটিল। ২১৫ রান করে দ্বিতীয় ক্রিস গেইল। ২০১ রান করে তৃতীয় স্থানে উঠে এলেন ম্যাক্সি। আর ওডিআই একাদশতম ব্যাটার হিসেবে দ্বিশরতরান করলেন ম্যাক্সওয়েল। (Photo Courtesy- AP)

Dubai cricket chief IND vs PAK : ভবিষ্যতে ভারত পাকিস্তান সিরিজের পক্ষে মুখ খুললেন দুবাই ক্রিকেট প্রধান

#দুবাই: কয়েকদিন আগে টি টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ম্যাচ খেলে বিরাট কোহলির ভারতকে দশ উইকেটে উড়িয়ে দিয়েছিল পাকিস্তান। সেই লজ্জাজনক পরাজয় সামলে ওঠার আগেই চলে আসে নিউজিল্যান্ড ম্যাচ। সেই ম্যাচেও হার। গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ভারত। কোটি কোটি জনগণের হৃদয় ভেঙে যায়। কিন্তু এরপর ভারত পাকিস্তান সিরিজ হতে পারে এমন সম্ভাবনা পুরোপুরি না হলেও, হাওয়ায় ভাসছিল। সৌরভ গঙ্গোপাধ্যায় এবং শোয়েব আখতারের আলোচনা, রামিজ রাজার সঙ্গে বিসিসিআই প্রেসিডেন্ট এবং সচিব জয় শাহের কথাবার্তা, কিছুটা ইঙ্গিত দিচ্ছিল।

আরও পড়ুন – Surya Kumar Yadav in for KL Rahul : চোট পেয়ে ছিটকে গেলেন কে এল রাহুল, বদলি হিসেবে এলেন সূর্যকুমার যাদব

দ্বিপাক্ষিক না হলেও, ত্রিদেশীয় সিরিজ হতে পারে আলোচনা চলছিল। বিশ্ব ক্রিকেটের দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। দুই দলের খেলায় থাকে বাড়তি উত্তেজনা। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে দুই দেশের ক্রিকেট দলের দ্বিপাক্ষিক সিরিজও বন্ধ প্রায় আট বছর ধরে। যা এখনই হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে ভারত বা পাকিস্তানের বদলে নিরপেক্ষ ভেন্যুতে এ দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা যায় কি না, সে ব্যাপারে আলোচনা শোনা যায় প্রায়ই।

এবার সেই আলোচনার পালে হাওয়া দিলেন দুবাই ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান আব্দুর রহমান ফালাকনাজ। সফলভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি অংশ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরো আসর আয়োজন করার পর, এবার ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের স্বাগতিক হতে চান দুবাই ক্রিকেটের চেয়ারম্যান আব্দুর রহমান। পাশাপাশি আইপিএলে আরও বেশি ম্যাচ আয়োজন করতে চান তিনি।

আরব আমিরশাহির স্থানীয় সংবাদমাধ্যমকে আব্দুর রহমান বলেছেন, এখানে ভারত-পাকিস্তান ম্যাচ পেলে দারুণ হবে। অনেক আগে যখন শারজায় ভারত-পাকিস্তান ম্যাচ হত, মনে হত যেন যুদ্ধ চলছে। তবে এটা ভাল যুদ্ধ, স্পোর্টিং একটি যুদ্ধ। যা অসাধারণ ছিল। তিনি আরও যোগ করেন, আমার মনে আছে, একবার রাজ কাপুর (ভারতের অভিনেতা) তার পরিবার নিয়ে এখানে এসে বলেছিলেন, শারজায় ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া কী দুর্দান্ত। ক্রিকেট মানুষকে কাছে আনে। ক্রিকেটই আমাদের এক করেছে এবং এভাবেই থাকতে দিন। তো আমরা এটিই করতে চাই।

এসময় অন্তত দু বছরে একবার ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনের ইচ্ছাপ্রকাশ করে তিনি বলেন, আমরাও এটি করতে চাই। আমরা যদি ভারতকে বছরে বা দুই বছরে একবার এখানে এসে পাকিস্তানের বিপক্ষে খেলতে রাজি করতে পারি, তা দারুণ হবে। সবশেষ ২০১২-১৩ মরশুমে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে ভারত ও পাকিস্তান। সেবার ভারতের মাটিতে হয়েছিল তিনটি করে ওয়ানডে ও টুর্নামেন্ট।

এরপর থেকে দুই দলের দেখা হয় শুধুমাত্র আইসিসি ইভেন্টে। সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য আগেই জানিয়ে দিয়েছিলেন দুই দেশের সিরিজ চালু হবে কিনা সেটা নির্ভর করছে ভারত এবং পাকিস্তানের সরকারের ওপর। সেই সবুজ সঙ্কেত না পেলে পিসিবি বা বিসিসিআই এগোতে পারবে না।

Pujara supports Rahane : অধিনায়ক অজিঙ্কা রাহানের বড় রান পেতে বেশি সময় বাকি নেই, বলছেন চেতেশ্বর পুজারা

#কানপুর: ভারতের টেস্ট ক্রিকেটে তারা দুজন ভরসার প্রতীক। বিপক্ষ দলের বোলারদের যেকোনো রকম চ্যালেঞ্জ সামলেছেন সাহস করে। মিচেল স্টার্ক থেকে শুরু করে জেমস অ্যান্ডারসন- পৃথিবীর সেরা ফাস্ট বোলারদের বিরুদ্ধে লাল বলের ক্রিকেটে চেতেশ্বর পুজারা এবং অজিঙ্কা রাহানে ভারতের চোখ বন্ধ করে ভরসার জায়গা। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের পর থেকে দুজনেই নিজেদের স্বাভাবিক ছন্দে নেই। ইংল্যান্ডের মাটিতে ব্যর্থ হয়েছেন চেতেশ্বর পুজারা।

আরও পড়ুন – Junior Hockey World Cup 2021: চুপচাপ ভারতে খেলতে চলে এল পাকিস্তান দল! আবার হুঙ্কারও দিল

অজিঙ্কা রাহানের অবস্থা আরো খারাপ। শেষ ১১ টেস্ট ম্যাচে তার ব্যাটিং গড় ১৯। আত্মবিশ্বাসের অভাব স্পষ্ট। শেষ টেস্ট বাতিল না হয়ে গেলে, ইংল্যান্ডে তার বাদ পড়া নিশ্চিত ছিল। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুরে প্রথম টেস্টে নামার আগে রাহানেকে বড় সার্টিফিকেট দিলেন চেতেশ্বর পুজারা। ভারতের অধিনায়কত্ব করবেন রাহানে। দ্বিতীয় টেস্টে মুম্বইতে ফিরবেন অধিনায়ক বিরাট কোহলি। চেতেশ্বর পুজারা মনে করেন অজিঙ্কা রাহানে টেস্ট ক্রিকেটে কিংবদন্তি। তার বড় রান পাওয়া শুধু সময়ের অপেক্ষা।

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে বিরাট কোহলি দেশে ফিরে আসার পর রাহানের নেতৃত্বেই মেলবোর্নে কামব্যাক করেছিল ভারত। দুর্দান্ত শতরান করেছিলেন অধিনায়ক হিসেবে। টেকনিক নিয়ে প্রশ্ন নেই। সব ক্রিকেটারের জীবনে খারাপ ফর্ম আসে। কিন্তু জাত ব্যাটসম্যানরা জানেন কামব্যাক করতে। কিউইদের বিরুদ্ধে রাহানে বড় রান করবেন সন্দেহ নেই পূজারার। বুমরা, শামি, পন্থ, রোহিত শর্মাদের মত ক্রিকেটাররা পুরো টেস্ট সিরিজে বিশ্রামে থাকবেন।

তবে হাতে যোগ্য ক্রিকেটার আছে মনে করেন পূজারা। মেলবোর্ন টেস্টের আগে দু’বার টেস্টে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দেখা গিয়েছিল রাহানেকে। একবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, আর একবার আফগানিস্তানের বিরুদ্ধে। দুটো টেস্টই জিতেছিলেন তিনি। মেলবোর্নও তাই। সুতরাং অধিনায়ক হিসেবে রেকর্ড নজরকাড়া।কিংবদন্তি সুনীল গাভাসকার বলেছেন, মনে করি না যে অধিনায়ক হওয়া বা অধিনায়ক হিসেবে চালিয়ে যাওয়ার কথা রাহানের মাথায় রয়েছে বলে। ও যে সততার সঙ্গে খেলে, ঠিক সেভাবেই এই দায়িত্ব পালন করবে।

ব্যাটসম্যান হিসেবে আগের মতোই চেষ্টা করবে। আর চাইবে পূজারা যেন বিপক্ষকে ক্লান্ত করে তোলার সঙ্গে সঙ্গে কিছু শটও খেলে। নিউজিল্যান্ড এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে বিশ্বের প্রথম দল তালিকার বিচারে। ফিরে আসছেন উইলিয়ামসন। তাই ভারতের কাজ রীতিমতো কঠিন। সিনিয়র ব্যাটসম্যান হিসেবে অজিঙ্কা রাহানে এবং পুজারা কতটা ভরসা দিতে পারেন সেটাই দেখার।

Viral Video: Toss-র মধ্যেই মাঠে Chris Gayleকে ঠ্যালা, ভাইরাল ভিডিও নিয়ে নেটিজেনরা অবাক

#কলকাতা:  আবুধাবি টি টেন লিগের (Abu Dhabi T10 League) রোমাঞ্চকর অভিযান শুরু হয়ে গেছে৷ প্রথম দিন থেকে দুরন্ত ক্রিকেট ম্যাচের সাক্ষী হচ্ছেন ক্রিকেট ফ্যানরা৷ শনিবার লিয়াম লিভিংস্টোনের দাপুটে ব্যাটিং দেখেছে দুনিয়া৷  লিভিংস্টোন মাত্র ২৩ বলে ৬৮ রান করে আবুধাবির দলকে বড় জয় এনে দেন৷ লিভিংস্টোনের ব্যাটিং ছাড়া এদিন ফ্যানরা ক্রিস গেইল (Chris Gayle), ডয়েন ব্র্যাভো ও ফ্যাফ ডু প্লেসিকে এক আজব কাণ্ড করতে দেখেন৷ ম্যাচের টসের  (Toss) সময়  সেই কাণ্ড ঘটিয়েছেন তিন ক্রিকেটার৷ স্বাভাবিকভাবেই এই মুহূর্তে সেই হতবাক করা কাণ্ডের ভিডিও ভাইরাল ভিডিও  (Viral Video) হয়ে গেছে৷

আরও পড়ুন – Viral Video: লোকসঙ্গীত গায়িকা হারমোনিয়াম বাজিয়ে গান গাইছিলেন, এক বালতি টাকা মাথার ওপর ঢেলে দিল একটা লোক

দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)৷

আসলে  আবুধাবি বনাম নর্দান ওয়ারিয়র্স ম্যাচের ঠিক পরেই এই মাঠেই আরেকটি ম্যাচের টস ছিল৷ যা ডয়েন ব্র্যাভোর দিল্লি বুলসের সঙ্গে ফ্যাফ ডু প্লেসির বাংলা টাইগার্সের মধ্যে ছিল৷ দুই দলের অধিনায়কই টসের (Toss) জন্য তৈরি ছিলেন৷ ভাইরাল ভিডিও  (Viral Video) পার্ট টু দেখে নিন৷

এই টসের সময়েই ঘটে সেই রোমাঞ্চকর ঘটনা৷ আবুধাবি টি টেন লিগে  (Abu Dhabi T10 League) ক্রিস গেইল সেখানে পৌঁছে যান৷ ম্যাচ রেফারি নিজে কয়েন ফ্লিপ করে টস (Toss)  করানোর বদলে ক্রিস গেইলকে কয়েন ফ্লিপ করে টস করতে বলেন৷ ক্রিস গেইল দারুণভাবে দায়িত্ব পালন করেন৷

গেইল কয়েন ফ্লিপ করে তাঁর বন্ধু ব্র্যাভো টসে (Toss)  জিতে যায়৷ এরপর দুজনে আনন্দ ফূর্তি করেন৷ গেইল ডু প্লেসিকে গলা মেলাতে গেলে তিনি ইউনিভার্স বসকে ধাক্কা দিয়ে দেন৷ আর টস (Toss)  করতে বলেন৷ এই ঘটনার ভিডিও দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে৷ এই ম্যাচ দিল্লি বুলস ৬ উইকেটে জিতে নেন৷

Rahul Dravid on India vs New Zealand : হোয়াইটওয়াশ স্বস্তিদায়ক! কিন্তু উত্তেজিত হওয়ার কিছু নেই, বললেন দ্রাবিড়

#কলকাতা: জয়পুরের পর মহেন্দ্র সিং ধোনির শহর রাঁচিতেই সিরিজের ফয়সালা হয়ে গিয়েছিল। রবিবার ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে তিন নম্বর ম্যাচটা ভারতের কাছে কার্যত নিয়ম-রক্ষার ছিল। দুটি পরিবর্তন হয়েছিল দলে। ঈশান কিশান এবং চাহাল। তাতেও দিনের শেষে দাপটের সঙ্গে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। টি টোয়েন্টিতে ৭৩ রানে জয় প্রমাণ করে বিপক্ষ দলকে দাঁড়াতেই দেয়নি টিম ইন্ডিয়া। টি টোয়েন্টি বিশ্বকাপের রানার্সআপ দল বলে কথা! সেই নিউজিল্যান্ডকে টি টোয়েন্টিতে ৩-০ মাত দেওয়া সহজ কাজ নয়।

আরও পড়ুন – Rohit Sharma At Eden: রোহিত-ইডেনের ‘প্রেম কাহিনী’ চলছেই, এবার ভেঙে দিলেন বিরাট কোহলির রেকর্ড

ম্যাচ শেষে রাহুল দ্রাবিড় জানালেন হোয়াইটওয়াশ ভেবে দেখার ক্ষেত্রে স্বস্তিদায়ক। দলের আত্মবিশ্বাস বাড়বে। কিন্তু নিউজিল্যান্ডের পক্ষে কাজটা কঠিন ছিল। বিশ্বকাপ খেলা দলটা ভারতে এসেই ছয়দিনের বিরতিতে তিনটি ম্যাচ খেলে ফেলল। এটা ওদের পক্ষে সহজ নয়। কিন্তু এটাই আমাদের জয়ের কারণ বলব না। দেখে ভাল লাগছে যে কজন তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়া হচ্ছে, প্রত্যেকে সদ্ব্যবহার করার চেষ্টা করেছে। ঈশান ওপেন করে রান করার চেষ্টা করেছে। ভেঙ্কটেশ অলরাউন্ডার হিসেবে অবদান রাখছে।

অক্ষর দুরন্ত বল করেছে। চাহাল এবং হর্ষল প্যাটেল লড়াই করেছে। একটা টিম পারফরম্যান্স দেখা যাচ্ছে। একজন কোচ হিসেবে এটাই আমার কাছে স্বস্তিদায়ক বলছেন দ্রাবিড়। তবে সামনে লম্বা রাস্তা পড়ে রয়েছে। আরো কয়েকজন ক্রিকেটারকে সুযোগ দেবে টিম ম্যানেজমেন্ট। ঋতুরাজ, আবেশ খানদের মত প্রতিভাবান তরুণ অপেক্ষা করছে রিজার্ভ বেঞ্চে। রাহুল দ্রাবিড় মনে করেন দলের গ্রাফ শুধু ওপরেই উঠবে না। নিচেও নামবে। এই দল হারের সম্মুখীন হবে। কিন্তু কত তাড়াতাড়ি কামব্যাক করতে পারে সেটাই ঠিক করে দেবে দলে কাদের জায়গা পাকা হবে।

এই দলটা থেকে মাত্র কয়েকজন কানপুরে যাবে টেস্ট খেলতে। তাই সকালে ওঠার জন্য প্রয়োজনীয় বিশ্রাম দরকার। হেড কোচ তাদের অনুরোধ করবেন তাড়াতাড়ি শুয়ে পড়তে। বাকিরা রাতে মজা করতেই পারে। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে হেড কোচ হিসেবে নরমে-গরমে ছেলেদের এক ছাতার তলায় আনতে চাইছেন রাহুল দ্রাবিড়। তার কাজ করার স্টাইল বাকিদের থেকে ভিন্ন।