মা আসছে 

Durga Puja 2024: এবার পুজোয় আগাম সতর্ক প্রশাসন, মণ্ডপের ব্যবস্থাপনা খতিয়ে দেখছে পুলিশ

দক্ষিণ ২৪ পরগনা:  আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপর বাঙালি মেতে উঠবে সবথেকে বড় উৎসবে। আর সেই উৎসবকে ঘিরে জোর কদমে চলছে প্রস্তুতি।

মন্ডপ তৈরি করতে ব্যস্ত পুজোকর্তারা আবার কোথাও প্রতিমা গড়তে ব্যস্ত হয়ে পড়েছে প্রতিমা শিল্পীরা। আর তার মধ্যে জয়নগর থানার উদ্যোগে প্রায় জয়নগর এলাকাতে ১৪৫ টি সরকারি অনুমোদিত পুজো অনুষ্ঠিত হয়। তার মধ্যে বেশ কয়েকটি পুজো আছে যা কলকাতার সঙ্গেপাল্লা দিয়েই থিমের থেকে শুরু করে নানা রকমের মণ্ডপ থেকে প্রতিমা সেজে উঠবে।

আরও পড়ুন: রামগঙ্গা জেটিঘাট সংলগ্ন এলাকার সংস্কারের দাবি স্থানীয়দের, দেখুন

সেইমতো থানার উদ্যোগে বিগ বাজেটেরমণ্ডপ গুলি রাতে আইসির নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল জয়নগরের একাধিক পুজোমন্ডপের প্রস্তুতি ঘুরে দেখেন। মণ্ডপে প্রবেশ এবং বাহির পথ ঠিকঠাক হয়েছে কিনা মন্ডপ চত্বরে গাড়ি পার্কিং এর ব্যবস্থা রাখা হয়েছে কিনা, এছাড়াও মহিলাদের শৌচাগার সহ একাধিক বিষয় খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা। যদিও এ প্রসঙ্গে ক্লাব কর্তৃপক্ষ দাবী আমাদের মোটামুটি সব ধরনের পরিষেবা তৈরি আছে। তাও পুলিশ এইভাবে নিজেরাই দেখে যাওয়ার পর যদি কোনরকম ছোটখাটো সমস্যা থেকে থাকে তা আমরা পুজোর মধ্যে মিটিয়ে ফেলার চেষ্টা করবো ‌।‌‌ ‌

সুমন সাহা