হোম লোন, কার লোন হোক কিংবা পার্সোনাল লোন, আর মিলবে না সহজে। ঋণ নিয়ে ব্যাপক কড়াকড়ি শুরু করেছে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি। গত বছরের তুলনায় ঋণ অনুমোদনের পরিমাণও কমেছে। এমনটাই জানা গিয়েছে ট্রান্সইউনিয়ন সিবিআইএল-এর সাম্প্রতিক প্রতিবেদনে।

How To Get Easy Loan: ব্যাঙ্ক ঋণ দিচ্ছে না? এখানে আবেদন করুন, পথ দেখাল আরবিআই

হোম লোন, কার লোন হোক কিংবা পার্সোনাল লোন, আর মিলবে না সহজে। ঋণ নিয়ে ব্যাপক কড়াকড়ি শুরু করেছে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি। গত বছরের তুলনায় ঋণ অনুমোদনের পরিমাণও কমেছে। এমনটাই জানা গিয়েছে ট্রান্সইউনিয়ন সিবিআইএল-এর সাম্প্রতিক প্রতিবেদনে।
হোম লোন, কার লোন হোক কিংবা পার্সোনাল লোন, আর মিলবে না সহজে। ঋণ নিয়ে ব্যাপক কড়াকড়ি শুরু করেছে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি। গত বছরের তুলনায় ঋণ অনুমোদনের পরিমাণও কমেছে। এমনটাই জানা গিয়েছে ট্রান্সইউনিয়ন সিবিআইএল-এর সাম্প্রতিক প্রতিবেদনে।
এই পরিস্থিতিতে নতুন বিকল্পের সন্ধান দিয়েছে রিজার্ভ ব্যাঙ্কের একটি রিপোর্ট। ব্যাঙ্কের কাছ থেকে ঋন না মিললে এখানে আবেদন করা যাবে। আরবিআই-এর রিপোর্টে বলা হয়েছে, নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানগুলি SBR-এ ভাল পারফর্ম করছে। ২০২২ সালের অক্টোবরে চালু হয়েছিল SBR। তার পর থেকে NPAs অনুপাত উল্লেখযোগ্যহারে হ্রাস পেয়েছে। ২০২৩ সালের ডিসেম্বরের শেষ নাগাদ এই খাতে ঋণ প্রদান বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ।
এই পরিস্থিতিতে নতুন বিকল্পের সন্ধান দিয়েছে রিজার্ভ ব্যাঙ্কের একটি রিপোর্ট। ব্যাঙ্কের কাছ থেকে ঋন না মিললে এখানে আবেদন করা যাবে। আরবিআই-এর রিপোর্টে বলা হয়েছে, নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানগুলি SBR-এ ভাল পারফর্ম করছে। ২০২২ সালের অক্টোবরে চালু হয়েছিল SBR। তার পর থেকে NPAs অনুপাত উল্লেখযোগ্যহারে হ্রাস পেয়েছে। ২০২৩ সালের ডিসেম্বরের শেষ নাগাদ এই খাতে ঋণ প্রদান বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ।
২০২১ সালের ডিসেম্বরে NPA ৪.৪ শতাংশ থেকে ১০.৬ শতাংশের মধ্যে ছিল। যা ২০২৩ সালের ডিসেম্বরে ২.৪ শতাংশ থেকে ৬.৩ শতাংশের মধ্যে নেমে এসেছে।
২০২১ সালের ডিসেম্বরে NPA ৪.৪ শতাংশ থেকে ১০.৬ শতাংশের মধ্যে ছিল। যা ২০২৩ সালের ডিসেম্বরে ২.৪ শতাংশ থেকে ৬.৩ শতাংশের মধ্যে নেমে এসেছে।
PCA নিয়মে NBFC-তে সংস্কার: রিজার্ভ ব্যাঙ্ক বুলেটিনে বলেছে, এটা ঝুঁকি ব্যবস্থাপনা এবং সম্পদের ভাল গুণমানের প্রতিফলন। তবে নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানগুলিকে দ্রুত বিকশিত আর্থিক ল্যান্ডস্কেপ সম্পর্কে আরও সচেতন হতে হবে। প্রম্পট কারেকটিভ অ্যাকশন (PCA) নিয়মের কারণে এই সেক্টর আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। ব্যাঙ্ক লোনের উপর NBFC-এর নির্ভরতা কমবে।
PCA নিয়মে NBFC-তে সংস্কার: রিজার্ভ ব্যাঙ্ক বুলেটিনে বলেছে, এটা ঝুঁকি ব্যবস্থাপনা এবং সম্পদের ভাল গুণমানের প্রতিফলন। তবে নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানগুলিকে দ্রুত বিকশিত আর্থিক ল্যান্ডস্কেপ সম্পর্কে আরও সচেতন হতে হবে। প্রম্পট কারেকটিভ অ্যাকশন (PCA) নিয়মের কারণে এই সেক্টর আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। ব্যাঙ্ক লোনের উপর NBFC-এর নির্ভরতা কমবে।
SBR কাঠামোর আওতায় বেশ কয়েকটি NBFC-কে চিহ্নিত করেছে আরবিআই। এর মধ্যে এলআইসি হাউজিং ফাইন্যান্স, বাজাজ ফাইন্যান্স, শ্রীরাম ফাইন্যান্স, টাটা সন্স, এলঅ্যান্ডটি ফাইন্যান্স, ইন্ডিয়াবুলস হাউজিং ফাইন্যান্স, পিরামল ক্যাপিটাল অ্যান্ড হাউজিং ফাইন্যান্স, চোলামন্ডলম ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফাইন্যান্সিয়াল সার্ভিস, পিএনবি হাউজিং ফাইন্যান্স, আদিত্য বিড়লা ফাইন্যান্স, এইচডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, মুথুট ফাইন্যান্স, বাজাজ হাউজিং ফাইন্যান্স এবং টাটা ক্যাপিটাল ফাইন্যান্সের মতো সংস্থা রয়েছে।
SBR কাঠামোর আওতায় বেশ কয়েকটি NBFC-কে চিহ্নিত করেছে আরবিআই। এর মধ্যে এলআইসি হাউজিং ফাইন্যান্স, বাজাজ ফাইন্যান্স, শ্রীরাম ফাইন্যান্স, টাটা সন্স, এলঅ্যান্ডটি ফাইন্যান্স, ইন্ডিয়াবুলস হাউজিং ফাইন্যান্স, পিরামল ক্যাপিটাল অ্যান্ড হাউজিং ফাইন্যান্স, চোলামন্ডলম ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফাইন্যান্সিয়াল সার্ভিস, পিএনবি হাউজিং ফাইন্যান্স, আদিত্য বিড়লা ফাইন্যান্স, এইচডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, মুথুট ফাইন্যান্স, বাজাজ হাউজিং ফাইন্যান্স এবং টাটা ক্যাপিটাল ফাইন্যান্সের মতো সংস্থা রয়েছে।
এখনও পর্যন্ত টাটা সন্স ছাড়া তালিকার সমস্ত সংস্থা লিস্টিংয়ের নিয়ম মেনে পদক্ষেপ শুরু করেছে। একমাত্র টাটা সন্সই লিস্টিং এড়াতে চাইছে। নিয়ম অনুযায়ী, আগামী সেপ্টেম্বরের মধ্যে তালিকাভুক্তির কথা থাকলেও ঋণ পরিশোধ-সহ নানা কারণে লিস্টিং এড়াতে চাইছে তারা।
এখনও পর্যন্ত টাটা সন্স ছাড়া তালিকার সমস্ত সংস্থা লিস্টিংয়ের নিয়ম মেনে পদক্ষেপ শুরু করেছে। একমাত্র টাটা সন্সই লিস্টিং এড়াতে চাইছে। নিয়ম অনুযায়ী, আগামী সেপ্টেম্বরের মধ্যে তালিকাভুক্তির কথা থাকলেও ঋণ পরিশোধ-সহ নানা কারণে লিস্টিং এড়াতে চাইছে তারা।