Knowledge Story: পাহাড়ে গেলেই এই পতাকা উড়তে দেখেন সবাই! কী অর্থ কী জানেন? ৯৯% মানুষই উত্তর দিতে ব্যর্থ

*পাহাড়-জঙ্গল, নদী দিয়ে ঘেরা প্রাণের উত্তরবঙ্গ বরাবরই সকলের মন জয় করে। পাহাড় থেকে শুরু করে ডুয়ার্স সারা বছরই পর্যটকদের ভিড়ে জমজমাট। উত্তরবঙ্গে আসলে যেমন মন খুলে প্রকৃতিকে উপভোগ করা যায় তেমনি দেখা যায় বিভিন্ন জনজাতির এক অপরূপ মেলবন্ধন। বিভিন্ন জনজাতি থেকে শুরু করে বিভিন্ন ভাষাভাষীর মানুষেরা একসঙ্গে একত্রিত হয়ে বসবাস করেন এই উত্তরবঙ্গে সেক্ষেত্রে লক্ষ্য করা যায় বিভিন্ন জনজাতির বৈচিত্র্যময় এবং ঐতিহ্যবাহী কিছু জিনিস। প্রতিবেদনঃ সুজয় ঘোষ। সংগৃহীত ছবি। 
*পাহাড়-জঙ্গল, নদী দিয়ে ঘেরা প্রাণের উত্তরবঙ্গ বরাবরই সকলের মন জয় করে। পাহাড় থেকে শুরু করে ডুয়ার্স সারা বছরই পর্যটকদের ভিড়ে জমজমাট। উত্তরবঙ্গে আসলে যেমন মন খুলে প্রকৃতিকে উপভোগ করা যায় তেমনি দেখা যায় বিভিন্ন জনজাতির এক অপরূপ মেলবন্ধন। বিভিন্ন জনজাতি থেকে শুরু করে বিভিন্ন ভাষাভাষীর মানুষেরা একসঙ্গে একত্রিত হয়ে বসবাস করেন এই উত্তরবঙ্গে সেক্ষেত্রে লক্ষ্য করা যায় বিভিন্ন জনজাতির বৈচিত্র্যময় এবং ঐতিহ্যবাহী কিছু জিনিস। প্রতিবেদনঃ সুজয় ঘোষ। সংগৃহীত ছবি।
*পাহাড়ে গেলেই সবার আগে চোখে পড়ে বিভিন্ন বৌদ্ধ ধর্মস্থান। সেই ধর্মস্থান গুলিতে গেলেই নিমিষেই যেন মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় এর পাশাপাশি চোখ পড়ে সেই ধর্মস্থানের আশপাশ জুড়ে লাগানো রয়েছে, রংবেরঙের পতাকা যাকে বৌদ্ধ ধ্বজ বলা হয়। সংগৃহীত ছবি। 
*পাহাড়ে গেলেই সবার আগে চোখে পড়ে বিভিন্ন বৌদ্ধ ধর্মস্থান। সেই ধর্মস্থান গুলিতে গেলেই নিমিষেই যেন মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় এর পাশাপাশি চোখ পড়ে সেই ধর্মস্থানের আশপাশ জুড়ে লাগানো রয়েছে, রংবেরঙের পতাকা যাকে বৌদ্ধ ধ্বজ বলা হয়। সংগৃহীত ছবি।
*বর্তমানে শুধু ধর্মস্থানেই নয় পাহাড়ের সমস্ত বাড়ির সামনে এবং অনেকে নিজের গাড়িতেও এই বৌদ্ধ পতাকা অর্থাৎ বৌদ্ধ ধ্বজ লাগিয়ে থাকে। তবে এর বিশেষ কিছু গুরুত্ব রয়েছে। সংগৃহীত ছবি। 
*বর্তমানে শুধু ধর্মস্থানেই নয় পাহাড়ের সমস্ত বাড়ির সামনে এবং অনেকে নিজের গাড়িতেও এই বৌদ্ধ পতাকা অর্থাৎ বৌদ্ধ ধ্বজ লাগিয়ে থাকে। তবে এর বিশেষ কিছু গুরুত্ব রয়েছে। সংগৃহীত ছবি।
*বৌদ্ধ পতাকা বা বৌদ্ধ ধ্বজ বিভিন্ন ধর্মীয় স্থানে এবং বাড়ির সামনে লাগানো হয় ধর্মের প্রতীক হিসেবে। এটি বৌদ্ধ ধর্মের পাঁচটি মৌলিক উপাদানকে প্রতিনিধিত্ব করে,অশোক চক্র, ধ্যান, ও মানবতার মঙ্গল কামনা। সংগৃহীত ছবি। 
*বৌদ্ধ পতাকা বা বৌদ্ধ ধ্বজ বিভিন্ন ধর্মীয় স্থানে এবং বাড়ির সামনে লাগানো হয় ধর্মের প্রতীক হিসেবে। এটি বৌদ্ধ ধর্মের পাঁচটি মৌলিক উপাদানকে প্রতিনিধিত্ব করে,অশোক চক্র, ধ্যান, ও মানবতার মঙ্গল কামনা। সংগৃহীত ছবি।
*পতাকাটি বৌদ্ধ শিক্ষার প্রসার ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে সাহায্য করে এবং তার মাধ্যমে বৌদ্ধদের আত্মপরিচয় ও ঐক্য প্রকাশ পায়। এটি ধর্মীয় উৎসব ও পুজোর সময় বিশেষ গুরুত্ব পায়। সংগৃহীত ছবি। 
*পতাকাটি বৌদ্ধ শিক্ষার প্রসার ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে সাহায্য করে এবং তার মাধ্যমে বৌদ্ধদের আত্মপরিচয় ও ঐক্য প্রকাশ পায়। এটি ধর্মীয় উৎসব ও পুজোর সময় বিশেষ গুরুত্ব পায়। সংগৃহীত ছবি।
*স্থানীয় বাসিন্দা সাঙ্গাই গ্ল্যাম লামা বলেন, শুধু বৌদ্ধ ধর্মের প্রতীক হিসাবে নয়, এই পতাকায় আঁকা থাকে বিভিন্ন দেবদেবীর ছবি এবং মন্ত্র যখন বাতাস বয় তখন বাতাসের সঙ্গে এই পতাকায় লেখা মন্ত্রগুলিও একত্রিত হয়ে উচ্চারিত হয় ,ফলে আশেপাশে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে এবং সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটে। সংগৃহীত ছবি। 
*স্থানীয় বাসিন্দা সাঙ্গাই গ্ল্যাম লামা বলেন, শুধু বৌদ্ধ ধর্মের প্রতীক হিসাবে নয়, এই পতাকায় আঁকা থাকে বিভিন্ন দেবদেবীর ছবি এবং মন্ত্র যখন বাতাস বয় তখন বাতাসের সঙ্গে এই পতাকায় লেখা মন্ত্রগুলিও একত্রিত হয়ে উচ্চারিত হয় ,ফলে আশেপাশে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে এবং সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটে। সংগৃহীত ছবি।
*পাহাড়ে কোলে রংবেরঙের এই বৌদ্ধ পতাকা বা বৌদ্ধ ধ্বজের উপর আঁকা বিভিন্ন প্রতীক এবং মন্ত্র গুলি বাতাসের দোলায় যেন আরো বেশি সক্রিয় হয় এবং আশীর্বাদ ও শান্তির বার্তা ছড়িয়ে দেয়। সংগৃহীত ছবি। 
*পাহাড়ে কোলে রংবেরঙের এই বৌদ্ধ পতাকা বা বৌদ্ধ ধ্বজের উপর আঁকা বিভিন্ন প্রতীক এবং মন্ত্র গুলি বাতাসের দোলায় যেন আরো বেশি সক্রিয় হয় এবং আশীর্বাদ ও শান্তির বার্তা ছড়িয়ে দেয়। সংগৃহীত ছবি।
*বৌদ্ধ ধর্মে এটি বিশ্বাস করা হয়, বাতাসে পতাকা নড়লে সেই মন্ত্রের শক্তি বৃদ্ধি পায় এবং দেবদেবীদের প্রতি প্রার্থনার শক্তি আরো সুদৃঢ় হয়। এভাবেই সকলের মনে এই পতাকাগুলি ধর্মীয় সংযোগ ও আধ্যাত্মিকতা সৃষ্টির একটি উপায় হিসেবে কাজ করে। সংগৃহীত ছবি।
*বৌদ্ধ ধর্মে এটি বিশ্বাস করা হয়, বাতাসে পতাকা নড়লে সেই মন্ত্রের শক্তি বৃদ্ধি পায় এবং দেবদেবীদের প্রতি প্রার্থনার শক্তি আরো সুদৃঢ় হয়। এভাবেই সকলের মনে এই পতাকাগুলি ধর্মীয় সংযোগ ও আধ্যাত্মিকতা সৃষ্টির একটি উপায় হিসেবে কাজ করে। সংগৃহীত ছবি।