উন্নত মানের যাত্রী প্রতীক্ষালয় 

Bangla Video: শহরে উন্নত মানের যাত্রী প্রতীক্ষালয় নির্মাণ, কোথায় হচ্ছে জানেন!

পুরুলিয়া : জেলা অন্যতম ব্যস্ততম জায়গা রাঘবপুর মোড়। শহর পুরুলিয়ায় প্রবেশ করতে গেলে এই রাস্তার উপর দিয়ে প্রবেশ করতে হয়। যাত্রীবাহী বাস , ছোট-বড় গাড়ি , লরি পণ্যবাহী গাড়ি সহ নানান যানবাহন প্রতিদিন চলাচল করে এই রাস্তার উপর দিয়ে। রাঘবপুর মোড়ে একটি যাত্রী প্রতীক্ষালয় ছিল। প্রতীক্ষালয়ে প্রতিদিন বহু নিত্য যাত্রী থেকে সাধারণ মানুষ আশ্রয় নিতেন। এছাড়াও ভবঘুরে মানুষেরা রাতের বেলায় এই প্রতীক্ষালয় মাথা গোজা ঠাঁই পেতেন।

বেশ কিছুদিন আগে হঠাৎই রাতের অন্ধকারে কেউবা কারা সেই প্রতীক্ষালয় ভেঙে গুড়িয়ে দেয়। পুরুলিয়া রোটারি ক্লাবের উদ্যোগে সেই প্রতীক্ষালয় তৈরি করা হয়েছিল। সেই সময় পুরুলিয়া পৌরসভার পৌর প্রধান নবেন্দু মহালি শহরবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন এই প্রতীক্ষালয়কে নতুন ভাবে গড়ে তোলার। আর সেই প্রতিশ্রুতি মতোই পুরুলিয়া পৌরসভার পৌর প্রধান ও পৌরসভার অন্যান্য সদস্যরা রাঘবপুর মোড়ের এই যাত্রী প্রতীক্ষালয় পরিদর্শন করেন। এবং জানা গিয়েছে উন্নত মানের বাসস্ট্যান্ড তৈরি করা হবে এই প্রতীক্ষালয়কে।

আরও পড়ুন: জল সরবরাহের পাইপলাইন বসাতে খোঁড়া যাবে না রাস্তা, জানুন

এ বিষয়ে পুরুলিয়া পৌরসভার পৌর প্রধান নবেন্দু মাহালি বলেন , যখনই প্রতীক্ষালয় ভেঙে দেওয়া হয়েছিল তখনই পুরুলিয়া পৌরসভা প্রতিশ্রুতি দিয়েছিল রাঘবপুর মোড়ে প্রতীক্ষালয়কে পুনরায় গড়ে তুলবে। আর সেই প্রতিশ্রুতি মতোই। কলকাতায় উন্নত মানের যে প্রতীক্ষালয় গুলি রয়েছে সেই ধাঁচেই রাঘবপুর মোড়ের এই প্রতীক্ষালয়কে তৈরি করা হবে। এতে অনেকেই উপকৃত হবেন।

পুরুলিয়ার ব্যস্ততম রাস্তার মধ্যে অন্যতম এই রাঘবপুর মোড়। ‌ নিত্য কয়েক হাজার যাত্রী এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করেন। এই প্রতীক্ষালয় ভেঙে যাওয়ার কারণে রোদ , বৃষ্টি , জল , ঝড়ে নানান সমস্যার মধ্যে পড়তে হতো শহরবাসীদের। নতুন করে এই প্রতীক্ষালয় তৈরি হওয়ায় অনেকটাই স্বস্তি পাবে শহরবাসী।

শর্মিষ্ঠা ব্যানার্জি