মঙ্গলবারই মমতা-অনু্ব্রত সাক্ষাৎ?

Anubrata Mondal Mamata Banerjee meet: আজ জেলমুক্তি অনুব্রতর, মঙ্গলবারই মমতার সঙ্গে সাক্ষাৎ? বোলপুরে প্রস্তুতি তুঙ্গে

কলকাতা: শুক্রবার জামনি পেয়েছিলেন৷ শেষ পর্যন্ত আইনি প্রক্রিয়ার পর আজ তিহাড় জেল থেকে মুক্তি পেতে চলেছেন অনুব্রত মণ্ডল৷ সূত্রের খবর, আগামিকালই কলকাতা হয়ে বোলপুরে নিজের বাড়িতে পৌঁছতে পারেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি৷ সেক্ষেত্রে মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হতে পারে অনুব্রতর৷

আজই দু দিনের জেলা সফরে পূর্ব বর্ধমান এবং বীরভূম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার বর্ধমানে প্রশাসনিক বৈঠক করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ আজ রাতে দুর্গাপুরে থেকে মঙ্গলবার বীরভূমে পৌঁছনোর কথা তাঁর৷ ফলে দীর্ঘ দু বছর পর মুখ্যমন্ত্রীর সঙ্গে অনুব্রতর সাক্ষাতের সম্ভাবনা উজ্জ্বল বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

আরও পড়ুন: ভাষা সমস্যায় জামিন পেলেন অনুব্রত? আদালতের নির্দেশে সামনে এল অবাক করা কারণ

গত শুক্রবার ইডির দায়ের করা গরু পাচার মামলায় দশ লক্ষ টাকার বন্ডে অনুব্রত মণ্ডলকে জামিন দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত৷ শনিবার বেল বন্ডের টাকা জমা দেওয়া সহ বাকি নথি জমা দেওয়ার আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন অনুব্রতর আইনজীবীরা৷ রবিবার ছুটির দিন হওয়ায় আজ জেল থেকে ছাড়া পাবেন অনুব্রত মণ্ডল৷

কিছুদিন আগেই এই একই মামলায় জামিন পেয়েছিলেন অনুব্রতর কন্যা সুকন্যা মণ্ডল৷ কিন্তু জামিন পেলেও বীরভূমে ফেরেননি তিনি৷ দিল্লিতেই ছিলেন সুকন্যা৷ সোমবার জেল থেকে ছাড়া পেয়ে মেয়েকে নিয়েই কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা অনুব্রতর৷ অনুব্রত এবং সুকন্যাকে স্বাগত জানাতে বোলপুরেও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে৷