গয়েসপুরে বন্যা পরিস্তিতি

Nadia News: ভাগীরথীর জল খালে ঢুকে জলমগ্ন পাঁচটি গ্রাম, যাতায়াতের একমাত্র উপায় এখন নৌকা

নদিয়া: ভাগীরথী নদীর জল খালে ঢুকে জলমগ্ন প্রায় পাঁচটি গ্রাম। জলের স্রোতে ভেসে গেল যাতায়াতের একমাত্র রাস্তা, খুবই দুর্ভোগে পাঁচটি গ্রামের বসবাসকারী মানুষ। নদিয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের ঘটনা। গত কয়েকদিনের অতি ভারী বৃষ্টিতে ইতিমধ্যে জনমগ্ন হয়েছে নদিয়ার বিত্তীর্ণ এলাকা। পুজোর আগে এই প্রাকৃতিক দুর্যোগ যেন কপালে চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের। জলমগ্ন হচ্ছে একের পর এক গ্রাম, যুদ্ধকালীন তৎপরতায় হাতে হাত লাগিয়েছে রাজ্য সরকার, কিন্তু তবুও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না।

আরও পড়ুন: তিনি পুত্র সন্তানের মা – বলার পরেও প্রেমে পাগল যুবক উত্যক্ত করা ছাড়েনি, রাস্তায় শানাল আক্রমণ

একাংশ মানুষের দাবি, আবার যদি নতুন করে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয় তাহলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে বাংলার মানুষকে। যদিও শান্তিপুর, গয়েশপুর পঞ্চায়েতের পাঁচটি গ্রামের একই অবস্থা। বিঘার পর বিঘা চাষের জমিতে ঢুকে গেছে নদীর জল, ক্ষতি হয়েছে ফসল, এই নিয়ে চিন্তায় মাথায় হাত চাষিদের। অন্যদিকে একাধিক গ্রামে জল ঢুকে যাওয়াতে রীতিমতো রাতের ঘুম উড়েছে তাদের।

আরও পড়ুন: হরিহরপাড়ায় বিধ্বংসী আগুন, অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা 

এমন পরিস্থিতিতে জ্বল যন্ত্রণাই রয়েছে গ্রামের মানুষগুলি। পারাপারের জন্য করা হয়েছে অস্থায়ী ঘাট, সেখান দিয়েই সাধারণ মানুষ যাতায়াত করছেন গ্রামে পৌঁছানোর জন্য। সব মিলিয়ে শান্তিপুর গয়েশপুর পঞ্চায়েতের বর্তমান পরিস্থিতি খুবই খারাপের দিকে। তবে আবহাওয়ার পূর্বাভাসে চোখে মুখে এখনও আতঙ্কে ছাপ কাটছে না বসবাসকারীদের।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Mainak Debnath