সংগৃহীত 

Durga Puja 2024: দুর্গাপুজোয় বিরাট চমক! নারী স্বাধীনতার বার্তায় বিশেষ থিমের পুজো শিলিগুড়ির ক্লাবে

শিলিগুড়ি: গোটা বাংলা জুড়ে সর্বত্রই পুজোর আবহ। শুরু হয়েছে আয়োজন৷ জোর কদমে চলছে মন্ডপ সজ্জার কাজ৷ তবে আরজি করের ঘটনার কথা কেউ ভোলেনি৷ আর তাই এবার সমাজে নারীদের সার্বিক স্বাধীনতা নিশ্চিত করতেই বিশেষ থিম শিলিগুড়ির সংঘশ্রীর।

আরজি করের ঘটনার পর স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাত জেগেছে মেয়েরা। নিজেদের স্বাধীনতা আদায়ে রাত দখল থেকে শুরু করে ভোর দখলের পথে হেঁটেছিল শিলিগুড়িবাসী। সামগ্রিক ঘটনাবলীকে সামনে রেখে নারী স্বাধীনতা এবং নিরাপত্তা সুনিশ্চিতকরণের ক্ষেত্রে বিশেষ বার্তা দিতে চলেছে শিলিগুড়ির সংঘশ্রী ক্লাব। ‘থাকব না কো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে’- এই থিমের মাধ্যমেই সামগ্রিক বিষয় তুলে ধরা হবে পুজো মন্ডপেই।

আরও পড়ুন-   দিঘায় এবার তুলকালাম কাণ্ড…! কী এমন ঘটল? শুনেই সাগরে ছুটে আসছেন দূর-দূরান্তের মানুষ, জানলে চমকে যাবেন আপনিও!

৫৮-তম বর্ষে মন্ডপ সজ্জায় ব্যবহার হচ্ছে খড়, বাঁশ, পাটের দড়ি, শোলা, প্লাইউড, প্লাস্টার অফ প্যারিস। পুজো উদ্যোক্তাদের কথায়, মন্ডপের এক্কেবারে প্রবেশ পথ থেকেই থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে সাজসজ্জার কাজ চলছে। জানা গিয়েছে, মন্ডপের এক্কেবারে মাঝ বরাবর থাকবে বিশালাকার বাঁশের ঝাড়। সেই বাঁশের ঝাড়-সহ সংলগ্ন এলাকাজুড়ে অসংখ্য পাখি উড়ে বেড়াবে শিকারির ভয় উঁড়িয়ে। যা মূলত নারী স্বাধীনতার বার্তা দেবে।

আরও পড়ুন- অসহ্য নরকযন্ত্রণা…! একাধিক প্রেম-বিয়ে-বিচ্ছেদের গুঞ্জনে ক্ষত-বিক্ষত জীবন, এবার যা করলেন ঐশ্বর্য… শুনলে আঁতকে উঠবেন

অন্যদিকে, থিমের মাধ্যমে হারিয়ে যাওয়া শৈশবকেও ফিরিয়ে আনার বার্তা দেওয়া হবে। কেননা, বর্তমান সময়ে শিশুরা বই এবং মোবাইলে ডুবে থাকে। সেসব থেকে মুক্ত হয়ে শিশুরা যেন বাইরের জগতকে চিনতে পারে সেই উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে দূষণ মুক্ত পরিবেশ গড়ারও বিশেষ বার্তা দেওয়া হবে এবারের মন্ডপ সজ্জা থেকে৷

অনির্বাণ রায়