বন্দুক পরিষ্কার করার কাজ চলছে

Durga Puja 2024: বিসর্জনে বিরাট চমক! দু’বার গুলি ছোঁড়ার পর হয় ১০০ কেজি বাতাসার হরি লুঠ! সাবেকিয়ানার মোড়া দমদমার সরদার বাড়ির দুর্গাপুজো

দক্ষিণ ২৪ পরগনা: বাঙালির প্রিয় দুর্গাপুজোয় বারুইপুর দমদমা সরদার বাড়ি পুজো প্রেমিকের নয়নের মণি হয়ে দাঁড়িয়েছে। যত সময় এগোচ্ছে এই পুজো তত তার রঙের প্রকাশ ঘটাচ্ছে। আভিজাত্য অহংকারে, সাবেকিয়ানার গরিমায় এই বনেদি বাড়ির পুজো হয়ে উঠেছে প্রাচীন সভ্যতার এক একটি নিদর্শন। দুর্গার মহিমা স্মরণীয় করে রাখতে এই পুজা চালিয়ে যাচ্ছেন সরদাররা।

পুজোর সময় দেবীর মহিমা প্রচারের জন্য বিসর্জনের আগে দু’বার বন্দুক থেকে আকাশে গুলি ছোঁড়ার রেওয়াজ। সেই রীতি এখনও চলে আসছে। এই মুহূর্তে বন্দুক পরিষ্কার করার কাজ চলছে। পুজো দমদমার সরদার পরিবার পাঁচ ভাই মিলে একটি মন্দির তৈরি করে। সেখানেই দুর্গামূর্তি স্থাপনও হয়। তখন থেকে ঘটা করে পুজো। বাংলা ১৩০৭ সাল থেকে এই পুজো হয়। পরিবারের সদস্যদের চাঁদায় তা চলছে।

আরও পড়ুন-   হুড়মুড়িয়ে কমবে ইলেকট্রিক বিল! ঘর থেকে সরিয়ে ফেলুন ‘এই’ জিনিসগুলি, মাসে বাঁচবে হাজার হাজার টাকা, একলাফে বিদ্যুতের খরচ অর্ধেক!

পুজো শুরু করেছিলেন মনোহর সরদার। গ্রামের মানুষজন পুজোর কয়েকদিন আনন্দে মেতে ওঠেন। মন্দির সংস্কার করে সাজিয়ে তোলার কাজ হয়েছে। প্রতিমা তৈরির কাজ চলছে। জন্মাষ্টমীর দিন কাঠামো পুজোর পর প্রতিমা নির্মাণ শুরু হয় মন্দিরে।’ এই পরিবারের সদস্যরা ছড়িয়ে ছিটিয়ে থাকেন দেশে- বিদেশে। তবে সবাই বাড়ি আসেন পুজোর সময়। নিরামিষ আহার শেষে নবমীর দিন আমিষ খান পরিবারের সদস্যরা।

আরও পড়ুন-    মদের লোভেই করে ফেলেছিলেন…! গোবিন্দা কি জানতেন? অভিনেতার স্ত্রীর ‘এই’ রহস্য জানলে রাতের ঘুম উড়বে আপনারও

অলোক সরদার নামে পরিবারের এক সদস্য বলেন, ‘মাকে রুপোর গয়না পরানো হয়। বংশপরম্পরায় প্রতিমা তৈরি করছে এক কুমোর পরিবার।’ পরিবারের এক সদস্য রাজন্য সরদার বলেন, ‘বংশপরম্পরায় এই পুজো করে আসছি আমরা। মা দুর্গা খুব জাগ্রত। পরিবারের দেড়শো সদস্য সবাই ঝাঁপিয়ে পড়ি পুজোর আয়োজনে। অষ্টমীর দিন অঞ্জলির পর এক কুইন্টাল বাতাসা হরির লুট দেওয়া হয়। মানত পূরণের জন্য মহিলারা ১০০ দণ্ডি কাটেন মন্দিরে।’

সুমন সাহা