IMD Weather Alert: পুজোর মুখে নিম্নচাপের অশনি সঙ্কেত! এই মুহূর্তে কোথায় ঘূর্ণাবর্তের অবস্থান? রাত পোহালেই ভাসবে কোন কোন জেলা? আলিপুরের আপডেটে আশঙ্কা

*চলতি সপ্তাহের শেষ পর্যন্ত রাজ্যের উত্তর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। শুক্রবার উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
*চলতি সপ্তাহের শেষ পর্যন্ত রাজ্যের উত্তর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। শুক্রবার উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
*শুক্রবার দক্ষিণবঙ্গের মূলত দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা ও ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রবিবার পর্যন্ত রাজ্যের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
*শুক্রবার দক্ষিণবঙ্গের মূলত দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা ও ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রবিবার পর্যন্ত রাজ্যের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
*দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। রোদের তাপে বাড়বে তাপমাত্রা। আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
*দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। রোদের তাপে বাড়বে তাপমাত্রা। আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
*প্রাক-পুজো পর্বে ফের নিম্নচাপের ভ্রুকুটি! ফের দুর্যোগ-দুর্ভোগের আশঙ্কা। শনিবার নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এই ঘূর্ণাবর্ত সোমবারই নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা। তবে নিম্নচাপ তৈরি হয়ে যাওয়ার পথে তা ফের কোন পথে এগোবে, তা এখনও স্পষ্ট নয়। এমনকি এই নিম্নচাপের প্রভাবে বাংলায় দুর্গাপুজোর আগে কতটা বৃষ্টি  হতে পারে বা হবে, তাও এখনও নিশ্চিতভাবে বলা সম্ভব নয় বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 
*প্রাক-পুজো পর্বে ফের নিম্নচাপের ভ্রুকুটি! ফের দুর্যোগ-দুর্ভোগের আশঙ্কা। শনিবার নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এই ঘূর্ণাবর্ত সোমবারই নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা। তবে নিম্নচাপ তৈরি হয়ে যাওয়ার পথে তা ফের কোন পথে এগোবে, তা এখনও স্পষ্ট নয়। এমনকি এই নিম্নচাপের প্রভাবে বাংলায় দুর্গাপুজোর আগে কতটা বৃষ্টি  হতে পারে বা হবে, তাও এখনও নিশ্চিতভাবে বলা সম্ভব নয় বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
*নিম্নচাপের টানা বৃষ্টির কারণে তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে নিচে নেমেছিল। রোদের তাপে তাপমাত্রা বাড়ায়, পারদ আবার স্বাভাবিক থেকে উপরে উঠেছে। সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের বেশি হওয়ায় আর্দ্রতা জনিত অস্বস্তি বেড়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বেড়েছে দিন ও রাতের তাপমাত্রা।
*নিম্নচাপের টানা বৃষ্টির কারণে তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে নিচে নেমেছিল। রোদের তাপে তাপমাত্রা বাড়ায়, পারদ আবার স্বাভাবিক থেকে উপরে উঠেছে। সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের বেশি হওয়ায় আর্দ্রতা জনিত অস্বস্তি বেড়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বেড়েছে দিন ও রাতের তাপমাত্রা।
*আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ আরও ঊর্ধ্বমুখী থাকবে। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যজুড়ে। তবে সোমবার থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা হাওয়া অফিসের রিপোর্টে।
*আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ আরও ঊর্ধ্বমুখী থাকবে। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যজুড়ে। তবে সোমবার থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা হাওয়া অফিসের রিপোর্টে।
*হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, উত্তর আন্দামান সাগরে ফের নতুন করে ঘূর্ণবাত সৃষ্টি হয়েছে। ২১ সেপ্টেম্বর এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। পরবর্তীতে শক্তি সঞ্চয় করে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা।
*হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, উত্তর আন্দামান সাগরে ফের নতুন করে ঘূর্ণবাত সৃষ্টি হয়েছে। ২১ সেপ্টেম্বর এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। পরবর্তীতে শক্তি সঞ্চয় করে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা।
*হাওয়া অফিসের রিপোর্টে যারা যায় ২৩ সেপ্টেম্বরের পর এই ঘূর্ণাবর্ত সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
*হাওয়া অফিসের রিপোর্টে যারা যায় ২৩ সেপ্টেম্বরের পর এই ঘূর্ণাবর্ত সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
*২০ সেপ্টেম্বর শুক্রবার দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার আবহাওয়া থাকবে মেঘ মুক্ত রোদ ঝলমলে আকাশ। তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। এ দিন দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৮ ডিগ্রি, সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২.৪ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮২ শতাংশ।
*২০ সেপ্টেম্বর শুক্রবার দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার আবহাওয়া থাকবে মেঘ মুক্ত রোদ ঝলমলে আকাশ। তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। এ দিন দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৮ ডিগ্রি, সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২.৪ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮২ শতাংশ।
*রবিবার পর্যন্ত দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দিঘা হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, এদিন দুপুরের পর দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা। আগামী সপ্তাহের সোমবার থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা বাংলায়।
*রবিবার পর্যন্ত দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দিঘা হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, এদিন দুপুরের পর দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা। আগামী সপ্তাহের সোমবার থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা বাংলায়।
*ভারতের মৌসমভবন জানাচ্ছে, অক্টোবরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি বাড়তে পারে বাংলায়। অর্থাৎ, পুজোর মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। রবি ও সোমবার নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। ওড়িশা সংলগ্ন এবং উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা।
*ভারতের মৌসমভবন জানাচ্ছে, অক্টোবরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি বাড়তে পারে বাংলায়। অর্থাৎ, পুজোর মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। রবি ও সোমবার নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। ওড়িশা সংলগ্ন এবং উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা।
*আজ ও কাল দক্ষিণবঙ্গে জলীয়বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। দার্জিলিং থেকে সিকিমের পার্বত্য এলাকায় গরম ও অস্বস্তি দুটোই বাড়বে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায়। শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। দু-এক পশলা হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা, সেই সম্ভাবনা রবিবার একটু বেশি থাকবে।
*আজ ও কাল দক্ষিণবঙ্গে জলীয়বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। দার্জিলিং থেকে সিকিমের পার্বত্য এলাকায় গরম ও অস্বস্তি দুটোই বাড়বে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায়। শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। দু-এক পশলা হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা, সেই সম্ভাবনা রবিবার একটু বেশি থাকবে।