একলাফে হুড়মুড়িয়ে কমবে ইলেকট্রিক বিল! ঘর থেকে সরিয়ে ফেলুন এই জিনিসগুলি

Electricity Bill Reduce Tips: হুড়মুড়িয়ে কমবে ইলেকট্রিক বিল! ঘর থেকে সরিয়ে ফেলুন ‘এই’ জিনিসগুলি, মাসে বাঁচবে হাজার হাজার টাকা, একলাফে বিদ্যুতের খরচ অর্ধেক!

আশ্বিন মাসেও তীব্র গরম, আর প্যাচপ্যাচে গরমের দাপটে হাসফাঁস অবস্থা ছোট থেকে বড় সকলের ৷ এসি ছাড়া যেন একমুহূর্ত টেকা দায়৷
আশ্বিন মাসেও তীব্র গরম, আর প্যাচপ্যাচে গরমের দাপটে হাসফাঁস অবস্থা ছোট থেকে বড় সকলের ৷ এসি ছাড়া যেন একমুহূর্ত টেকা দায়৷
 প্রচণ্ড গরমের মধ্যে মানুষের একটাই সাপোর্ট হল এয়ার কন্ডিশনার বা এসি। আজকাল বেশিরভাগ বাড়িতেই দিনরাত চলছে এসি। আপনিও যদি তাপ থেকে স্বস্তি পেতে একটানা এসি ব্যবহার করেন, তবে মাসের শেষে মোটা টাকাও গুণতে হবে আপনাকে৷
প্রচণ্ড গরমের মধ্যে মানুষের একটাই সাপোর্ট হল এয়ার কন্ডিশনার বা এসি। আজকাল বেশিরভাগ বাড়িতেই দিনরাত চলছে এসি। আপনিও যদি তাপ থেকে স্বস্তি পেতে একটানা এসি ব্যবহার করেন, তবে মাসের শেষে মোটা টাকাও গুণতে হবে আপনাকে৷
ইতিমধ্যেই বিদ্যুতের বিল নিয়ে নাজেহাল অবস্থা৷  ইলেকট্রিক বিল কমাতে গেলে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে৷ তবে এটা সম্পূর্ণভাবে নির্ভর করে আপনি কোনও ইলেকট্রনিক ডিভাইস কীভাবে ব্যবহার করেন তার উপর৷
ইতিমধ্যেই বিদ্যুতের বিল নিয়ে নাজেহাল অবস্থা৷ ইলেকট্রিক বিল কমাতে গেলে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে৷ তবে এটা সম্পূর্ণভাবে নির্ভর করে আপনি কোনও ইলেকট্রনিক ডিভাইস কীভাবে ব্যবহার করেন তার উপর৷
তাপ ও আর্দ্রতা বেশি থাকার কারণ এসি চালিয়েই সর্বক্ষণ থাকতে হচ্ছে৷  এবং যার কারণে ইলেকট্রিক বিল বেশি আসতে থাকে৷
তাপ ও আর্দ্রতা বেশি থাকার কারণ এসি চালিয়েই সর্বক্ষণ থাকতে হচ্ছে৷ এবং যার কারণে ইলেকট্রিক বিল বেশি আসতে থাকে৷
অনেকেই আছেন গরম জল ছাড়া স্নান করতে পারেন না৷ তবে অতিরিক্ত গরমে গরম জল দিয়ে স্নান করা সঠিক নয়৷ এই সময়টাতে ওয়াটার হিটার কম ব্যবহার করলে কিছুটা হলেও বিদ্যুতের বিল কমানো যেতে পারে৷
অনেকেই আছেন গরম জল ছাড়া স্নান করতে পারেন না৷ তবে অতিরিক্ত গরমে গরম জল দিয়ে স্নান করা সঠিক নয়৷ এই সময়টাতে ওয়াটার হিটার কম ব্যবহার করলে কিছুটা হলেও বিদ্যুতের বিল কমানো যেতে পারে৷
এসি ব্যবহারের সময়  বেশ কিছু সতর্কতা মেনে চলুন৷ যেমন- এসি এমন একটি তাপমাত্রায় সেট করুন যাতে গরম না লাগে৷ প্রয়োজন ফ্যান চালিয়ে নিন৷ এতেও কারেন্টের বিল কম আসে৷
এসি ব্যবহারের সময় বেশ কিছু সতর্কতা মেনে চলুন৷ যেমন- এসি এমন একটি তাপমাত্রায় সেট করুন যাতে গরম না লাগে৷ প্রয়োজন ফ্যান চালিয়ে নিন৷ এতেও কারেন্টের বিল কম আসে৷
এসি এবং  গিজার দুটোই প্রচুর বিদ্যুৎ খরচ করে৷ তাই দুটো কখনওই একসঙ্গে চালাবেন না৷ তাহলে দেখবেন কিছুটা হলেও ইলেকট্রিক বিল কম আসবে৷
এসি এবং গিজার দুটোই প্রচুর বিদ্যুৎ খরচ করে৷ তাই দুটো কখনওই একসঙ্গে চালাবেন না৷ তাহলে দেখবেন কিছুটা হলেও ইলেকট্রিক বিল কম আসবে৷
দিনের বেলা যতটা পারবেন প্রাকৃতিক আলো ব্যবহার করুন৷  অতিরিক্ত আলো অযথা না চালালে বিলও অর্ধেক আসবে৷
দিনের বেলা যতটা পারবেন প্রাকৃতিক আলো ব্যবহার করুন৷ অতিরিক্ত আলো অযথা না চালালে বিলও অর্ধেক আসবে৷