সরকারি রিসর্ট

Travel News: পুজোয় বেড়াতে যাচ্ছেন? রিসর্ট বুকিংয়ের আগে জেনে নিন এই তথ্য, না হলেই ক্ষতি

জলপাইগুড়ি: পুজোর মরশুমে পর্যটকদের ভিড় উত্তরবঙ্গে! কিন্তু পর্যটকদের মন ভার। এখন থেকেই ট্রেনের টিকিট থেকে শুরু করে  রিসর্ট বুকিং চলছে জোর কদমে। কিন্তু পাহাড়- জঙ্গল-নদী ঘুরতে এসে একটু মুখভার করতে হচ্ছে পর্যটকদের।

রক্ষণাবেক্ষণের সমস্যায় পুজোর মুখে এখনও বন্ধ রইল সরকারি রিসর্টের বুকিং। ডুয়ার্সে পর্যটদের সরকারি রিসর্ট বুকিং মিলছে না। অগত্যা অধিক ভাড়া দিয়ে থাকতে হচ্ছে বেসরকারি রিসর্টেই। সম্প্রতি আলিপুরদুয়ারের হলং বাংলো আগুনে পুড়ে যাওয়ার কারণেই বনদফতরের এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। পর্যটকদের কথা মাথায় রেখে প্রতিটি ডুয়ার্সের রিসর্টগুলিতে এখন মেরামতের কাজ চলছে, এমনটাই জানিয়েছেন বনদফতরের আধিকারিকরা।

বনদফতরের এক আধিকারিক জানান, বিশেষ করে ডুয়ার্সের সকল সরকারি রিসর্টে রক্ষণাবেক্ষণের পর বুকিং শুরু হবে । সরকারি নির্দেশ অনুযায়ী প্রতিটি রিসর্টের বিদ্যুৎ সংযোগ পুরোপুরি নিরাপদ করা হলেই বুকিং শুরু হবে। এই সিদ্ধান্তে পর্যটকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। অনেকেই আগে থেকেই রিসর্ট বুক করে রেখেছিলেন। তা হলে কি পুজোর মরসুমে সরকারি রিসর্ট থেকে বঞ্চিত থাকবে? পর্যটকদের পাশাপাশি হতাশ ব্যবসায়ীরাও।

সুরজিৎ দে