বালুরঘাটের মিতালি

South Dinajpur News: জাতীয় স্তরে বড় সাফল্য মিতালির! বালুরঘাটে খুশির হাওয়া

দক্ষিণ দিনাজপুর: এবার জাতীয় স্তরে নতুন ইতিহাস গড়ার পথে বালুরঘাটের মিতালি। ১৫ ই সেপ্টেম্বর অরুনাচল প্রদেশে তাইকোন্ডো খেলো ইন্ডিয়া প্রতিযোগিতাটি হয়। সেখানে দুশো জন প্রতিযোগী অংশগ্রহণ করে। ওই প্রতিযোগিতাতেই প্রথম হয় বালুরঘাটের মিতালি। এবার আসন্ন খেলো ইন্ডিয়া তাইকোন্ডো প্রতিযোগিতায় জাতীয় স্তরে সুযোগ পেয়ে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুরকে গর্বিত করল প্রতিভাবান প্রতিযোগী মিতালি মালি।

তিনি জুনিয়র গার্লস অনূর্ধ্ব ৪৯ কেজি বিভাগে খেলবেন। দক্ষিণ দিনাজপুরকে গর্বিত করা মিতালি মালির বাড়ি শহরের বিপ্লবী সংঘ এলাকায়। সে খাদিমপুর গার্লস হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী। দক্ষিণ দিনাজপুর তাইকোন্ডো অ্যাসোসিয়েশনে তিনি প্রশিক্ষণ নেন। এদিন কলকাতায় স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ কমিটির উদ্যোগে নির্বাচন প্রক্রিয়া চলেছে। যেখানে বেঙ্গল তাইকোন্ডো অ্যাসোসিয়েশনের সহযোগিতায় তিনি খেলো ইন্ডিয়াতে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন। সেখানে কোচ হিসেবে থাকছেন শিপ্রা বর্মন। তাঁর এই সাফল্যে খুশি মিতালির পরিবারের সদস্যরা। আগামী অক্টোবর মাসে অরুনাচল প্রদেশের ইটানগরে এই খেলা হবে। জেলা থেকে একমাত্র মিতালি এই সুযোগ পেয়েছেন।

এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা তাইকোন্ডো অ্যাসোসিয়েশনের সম্পাদক দিবাকর মন্ডল বলেন,”তাইকোন্ডো খেলায় প্রতিভা বাড়ছে। বর্তমানে অনেক মেয়েরাই আত্মরক্ষার প্রয়োজনে এই প্রশিক্ষণ নিয়ে থাকছে। মিতালীর এই সাফল্য অনন্য নজির।” পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত মিতালিকে ঘিরে জেলা ক্রীড়া মহলে শুরু হয়েছে উচ্ছ্বাস। দক্ষিণ দিনাজপুর জেলাকে একাই রিপ্রেজেন্ট করতে চলেছে বালুরঘাটের মিতালি।

আরও পড়ুন: India vs Bangladesh: চেন্নাই টেস্টে ড্রাইভার সিটে টিম ইন্ডিয়া! হারের প্রহর গুনছে বাংলাদেশ

জেলার ক্রীড়া বিশেষজ্ঞরা মনে করছেন মিতালীর প্রতিভা ও কঠোর পরিশ্রম তাঁকে দেশের অন্যতম সেরা তাইকোন্ডো প্রতিযোগী হিসেবে প্রতিষ্ঠিত করবে। বিভিন্ন রাজ্যের প্রতিযোগীদের সঙ্গে লড়াইয়ে মিতালির সাফল্য দক্ষিণ দিনাজপুর জেলাকে দেশের মানচিত্রে আর নতুনভাবে উজ্জ্বল করবে বলে আশাবাদী সকলে।

সুস্মিতা গোস্বামী