নীল জলে সাঁতার

Bangla Video: এবার নীল জলে সাঁতার শিখবে জয়নগরের কচিকাঁচারা, দেখুন

দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবন সহ তৎসংলগ্ন এলাকায় জলে ডুবে শিশু মৃত্যুর হার তুলনামূলক ভাবে বেড়ে চলেছে। তাই শিশু বয়স থেকেই শিশুদের সাঁতার শেখানোর দরকার আছে। কিন্তু বর্তমানে পুকুর কমে যাচ্ছে ফলে শিশুদের সাঁতার শেখানোর জায়গার দরকার হয়ে পড়েছে। আর সেই তাগিদে জয়নগর মজিলপুরে এই প্রথম নীল জলে পি এইচ মাত্রা ঠিক রেখে তিন থেকে কুড়ি বছরের শিশু ও কিশোর কিশোরীদের সাঁতার শেখানোর কাজ শুরু করেছে রামকৃষ্ণ সুইমিং পুল।

আরও পড়ুন: পরিবেশের স্থিতিশীল ভবিষ্যৎ নিয়ে কিভাবে কাজ করবে ভূগোল? দেখুন

সাঁতার প্রশিক্ষকের পরিচালনায় গত এক বছর ধরে জয়নগর মজিলপুর টাউন হলের পাশে জয়নগরের একমাত্র নীল জলে সাঁতার প্রশিক্ষন নেওয়া হচ্ছে। যদি প্রতিবছরে এই সংস্থার উদ্যোগে আন্ত: জেলা ক্লাব সাঁতার প্রতিযোগিতা ব্যবস্থা করা। এই প্রতিযোগিতায় তিন থেকে কুড়ি বছরের শিশু ও কিশোর কিশোরীরা অংশ গ্রহণ করতে পারে। সাঁতারের বিভিন্ন ধরনের ক্যাটাগরি স্থান পায় এই প্রতিযোগিতায়। জয়নগর, ফুটি গোদা, সাহাজাদাপুর, কুলতলি,নিমপীঠ, বহড়ু, উওর দূর্গাপুর,শ্রীপুর, দক্ষিন বারাশত, সাউথ বিষ্ণুপুর,খটির বাজার, মুলদিয়া এলাকা থেকে বহু প্রতিযোগীরা এই সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন।

মূলত প্রতিটা শিশুর ক্ষেত্রে সাঁতার শেখার খুব দরকার। কারণ সব শিশু সাঁতার শিখে রাখলে জলে ডুবে শিশু মৃত্যুর হার কমে যাবে। তাই আমরা প্রত্যেক অভিভাবকদের উচিত আপনার শিশুর শরীর ও স্বাস্থ্য ঠিক রাখতে ও জলে ডুবে মৃত্যুর হার থেকে শিশুকে বাঁচাতে অতি অবশ্যই সাঁতার শেখানো অত্যন্ত গুরুত্ব।

সুমন সাহা