থিসিস জমা দেননি এখনও, হাজিরাও নেই! হাসপাতালকে 'মগের মুলুক' বানিয়েছিলেন অভীক?

RG Kar CBI Update:থিসিস জমা দেননি এখনও, হাজিরাও নেই! হাসপাতালকে ‘মগের মুলুক’ বানিয়েছিলেন অভীক?

এসএসকেএম-এর পিজিটি অভীক দে ৯ অগাস্ট আরজি করে ছিলেন বলে অভিযোগ উঠেছে। এবার ডক্টর অভীক দের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন এসএসকেএম হাসপাতালের ডিন ডক্টর অভিজিৎ হাজরা।
এসএসকেএম-এর পিজিটি অভীক দে ৯ অগাস্ট আরজি করে ছিলেন বলে অভিযোগ উঠেছে। এবার ডক্টর অভীক দের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন এসএসকেএম হাসপাতালের ডিন ডক্টর অভিজিৎ হাজরা।
সূত্রের খবর শনিবারের পর রবিবারও ফের সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস, অভীক দে। তরুণী চিকিৎসকদের ধর্ষণ ও খুনের ঘটনায় ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ চালিয়েছেন তদন্তকারীরা।
সূত্রের খবর শনিবারের পর রবিবারও ফের সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস, অভীক দে। তরুণী চিকিৎসকদের ধর্ষণ ও খুনের ঘটনায় ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ চালিয়েছেন তদন্তকারীরা।
আরজি কর কাণ্ডের পর থেকেই বিরূপাক্ষ এবং অভীকের নামে ভুরি ভুরি অভিযোগ সামনে আসে। তাঁরা আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ 'ঘনিষ্ঠ' ছিলেন বলেও অভিযোগ। এ বার, রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে চিঠি দিয়ে অভীককে নিয়ে কী করনীয়, তা জানতে চাওয়া হয়েছে

।
আরজি কর কাণ্ডের পর থেকেই বিরূপাক্ষ এবং অভীকের নামে ভুরি ভুরি অভিযোগ সামনে আসে। তাঁরা আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ‘ঘনিষ্ঠ’ ছিলেন বলেও অভিযোগ। এ বার, রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে চিঠি দিয়ে অভীককে নিয়ে কী করনীয়, তা জানতে চাওয়া হয়েছে ।
হাসপাতালে মগের মুলুক বানিয়ে রেখেছিলেন অভীক! এমনই অভিযোগ এসএসকেএম হাসপাতালের ডিন ডক্টর অভিজিৎ হাজরা। বর্ধমান মেডিক্যাল কলেজ-সহ আরও বিভিন্ন মেডিক্যাল কলেজে তাঁরা 'দাদাগিরি' চালাত বলে অভিযোগ। সঙ্গে 'থ্রেট কালচার' নিয়েও তাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
হাসপাতালে মগের মুলুক বানিয়ে রেখেছিলেন অভীক! এমনই অভিযোগ এসএসকেএম হাসপাতালের ডিন ডক্টর অভিজিৎ হাজরা। বর্ধমান মেডিক্যাল কলেজ-সহ আরও বিভিন্ন মেডিক্যাল কলেজে তাঁরা ‘দাদাগিরি’ চালাত বলে অভিযোগ। সঙ্গে ‘থ্রেট কালচার’ নিয়েও তাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
৮ই অগস্ট থেকে অনুপস্থিত অভীক।

 এই বছর ২০ শে ফেব্রুয়ারি হাসপাতালে যোগদান করলেও এখনও পর্যন্ত তাঁর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করেননি বলে অভিযোগ।
৮ই অগস্ট থেকে অনুপস্থিত অভীক। এই বছর ২০ শে ফেব্রুয়ারি হাসপাতালে যোগদান করলেও এখনও পর্যন্ত তাঁর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করেননি বলে অভিযোগ।
থিসিসের সিনোপসিস বা নির্যাস এখনও জমা দেননি অভীক। ন্যাশনাল মেডিক্যাল কমিশনের নিয়ম অনুযায়ী আধার ভিত্তিক বায়োমেট্রিক প্রক্রিয়ায় কোনও দিন অংশ নেননি অভীক!
থিসিসের সিনোপসিস বা নির্যাস এখনও জমা দেননি অভীক। ন্যাশনাল মেডিক্যাল কমিশনের নিয়ম অনুযায়ী আধার ভিত্তিক বায়োমেট্রিক প্রক্রিয়ায় কোনও দিন অংশ নেননি অভীক!
ফলে সোমবার অবধি হাসপাতালের খাতায় অনুপস্থিত অভীক। ডিন অফিস থেকে এখনও পর্যন্ত পরিচয়পত্র পর্যন্ত তিনি সংগ্রহ করেন নি।
ফলে সোমবার অবধি হাসপাতালের খাতায় অনুপস্থিত অভীক। ডিন অফিস থেকে এখনও পর্যন্ত পরিচয়পত্র পর্যন্ত তিনি সংগ্রহ করেন নি।