শনিবার প্রায় ১২ ঘন্টার বেশি সময় সিবিআই দফতরে এই তিন চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ফের তলব রবিবার। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় সিবিআই-এর তলব পেয়ে শনিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছছিলেন বিরূপাক্ষ, অভীক, সৌরভ।

RG Kar Murder Case Update: সিবিআই দফতরে বিরূপাক্ষ! আরজি করের ঘটনার দিন সন্দীপের সঙ্গে বার বার ফোন, ভিড়ের মধ্যেও দেখা গিয়েছিল তাঁকে!

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই দফতরে হাজিরা দিলেন সাস্পেন্ডেড চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস। গত ৯ অগস্ট, অর্থাৎ ঘটনার দিন সেমিনার হলে ভিড়ের মধ্যে তাঁর উপস্থিতি লক্ষ্য করা যায় বলে অভিযোগ। আইএমএ-এর তরফেও তাঁর ছবি পোস্ট করা হয়েছিল। ঘটনার দিন একাধিক বার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে বিরূপাক্ষর ফোনে কথা হয় বলে জানা গিয়েছে। সব মিলিয়েই সিবিআইয়ের নজরে তিনি।

সম্প্রতি বর্ধমান মেডিক্যাল কলেজের সাসপেন্ড হওয়া সিনিয়র রেসিডেন্ট বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছিল স্বাস্থ্য দফতর। সাতদিনের মধ্যে তদন্তের রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা। তার মধ্যেই এই সিবিআই তলব। ডাক্তারিতে ভর্তি করিয়ে দেওয়ার নামে আট লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠছিল বিরূপাক্ষের বিরুদ্ধে। মুর্শিদাবাদের জলঙ্গির বাসিন্দা দীন মহম্মদ-এর ছেলেকে কলকাতায় একটি বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তি করার আশ্বাস দিয়ে বিরূপাক্ষ দু’দফায় মোট ৮ লক্ষ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ।

আরও পড়ুন- ব্যাপক ঘূর্ণাবর্ত দানা বাঁধছে সাগরে! কয়েক ঘণ্টায় আছড়ে পড়বে দুর্যোগ! জেনে নিন

রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে সন্দীপ ঘোষ ও তার অনুগামী অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাস-সহ বেশ কিছু চিকিৎসকদের বিরুদ্ধে থ্রেট কালচার ও দুর্নীতি নিয়ে সরব হয়েছেন আন্দোলনকারীরা। দাদাগিরি, তোলাবাজি থ্রেট কালচার-সহ একাধিক অভিযোগ ওঠে বিরূপাক্ষের বিরুদ্ধে। আরজি কর-কাণ্ডে বিতর্কের জেরে তাঁকে সাসপেন্ড করা হয়। পাশাপাশি বর্ধমান মেডিক্যাল কলেজের ক্যাম্পাসে ঢোকার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাঁর বিরুদ্ধে । বর্ধমান ছাড়াও রাজ্যের বেশ কিছু মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকেও বিরূপাক্ষর বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ ওঠে । অভিযোগ, তাঁর হাত ধরেই চলত রাজ্যের বিভিন্ন কলেজে কে কত নম্বর পাবে, কে টুকলি করতে পারবে সবকিছুই।

আরও পড়ুন- অফিসারের হবু স্ত্রীর বুকে লাথি! জেলে ঢুকিয়ে যৌন হেনস্থা, অশ্লীল আচরণের অভিযোগ! 

ইতিমধ্যেই সাগর দত্ত মেডিক্যাল কলেজের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে বিরুপাক্ষের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে ছবি বা উপযুক্ত প্রমাণ দিয়ে ই-মেইল করতে। এর আগে বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে মুখ খুলেছিলেন সাগর দত্ত মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডাঃ পার্থপ্রতিম প্রধান । স্বাস্থ্য দফতরের তরফে যে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটিতে এখন তিনি আছেন।