সহপাঠী সন্দীপ  ও কৃষ্ণেন্দু 

Sandip Ghosh: কলেজের পড়াকালীন কেমন ছিলেন সন্দীপ? কীভাবে বদলে ফেলেন জীবনধারা? সতীর্থ বালুরঘাট হাসপাতালের সুপার চাঞ্চল্যকর বয়ান

*আরজি কর কাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তোলপাড় হতেই উঠে এসেছে কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নাম। তরুণী চিকিৎসকের খুনের মামলায় গ্রেফতার হয়েছেন। এই ঘটনার পরেই তাঁর বিরুদ্ধে উঠে এসেছে একের পর এক বিস্ফোরক অভিযোগ। প্রতিবেদনঃ সুস্মিতা গোস্বামী। সংগৃহীত ছবি। 
*আরজি কর কাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তোলপাড় হতেই উঠে এসেছে কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নাম। তরুণী চিকিৎসকের খুনের মামলায় গ্রেফতার হয়েছেন। এই ঘটনার পরেই তাঁর বিরুদ্ধে উঠে এসেছে একের পর এক বিস্ফোরক অভিযোগ। প্রতিবেদনঃ সুস্মিতা গোস্বামী। সংগৃহীত ছবি।
*জানা গিয়েছে, আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের সহপাঠী ছিলেন বালুরঘাট জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ। একসঙ্গে কলেজ জীবনে কেটেছে বহু বছর। এরপর নিজের নিজের কর্মস্থলে যে যাঁর মতো এগিয়েছেন। সংগৃহীত ছবি। 
*জানা গিয়েছে, আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের সহপাঠী ছিলেন বালুরঘাট জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ। একসঙ্গে কলেজ জীবনে কেটেছে বহু বছর। এরপর নিজের নিজের কর্মস্থলে যে যাঁর মতো এগিয়েছেন। সংগৃহীত ছবি।
*তবে, মেডিক্যাল কলেজে পড়া আর এখনকার বন্ধু সন্দীপ ঘোষকে কোনওভাবেই মেলাতে পারছেন না সহপাঠী কৃষ্ণেন্দু বিকাশ বাগ। কৃষ্ণেন্দু বলেন, ১৯৮৯ থেকে ১৯৯৪ পর্যন্ত আরজি করে একসঙ্গে পড়াশোনা করেছেন সন্দীপ ও কৃষ্ণেন্দু। ইন্টার্নশিপ-হাউস্টাপশিপ করার পর থেকে সন্দীপের সঙ্গে তাঁর কোনও যোগাযোগই নেই। সংগৃহীত ছবি। 
*তবে, মেডিক্যাল কলেজে পড়া আর এখনকার বন্ধু সন্দীপ ঘোষকে কোনওভাবেই মেলাতে পারছেন না সহপাঠী কৃষ্ণেন্দু বিকাশ বাগ। কৃষ্ণেন্দু বলেন, ১৯৮৯ থেকে ১৯৯৪ পর্যন্ত আরজি করে একসঙ্গে পড়াশোনা করেছেন সন্দীপ ও কৃষ্ণেন্দু। ইন্টার্নশিপ-হাউস্টাপশিপ করার পর থেকে সন্দীপের সঙ্গে তাঁর কোনও যোগাযোগই নেই। সংগৃহীত ছবি।
*বন্ধুমহলে কি পরেও সক্রিয়ভাবে যোগাযোগ রাখতেন সন্দীপ? বন্ধু মহলের হোয়াটসঅ্যাপ গ্রুপে কতটা সক্রিয় ছিলেন সন্দীপ? নিজে মুখে জানিয়েছেন সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ। সংগৃহীত ছবি। 
*বন্ধুমহলে কি পরেও সক্রিয়ভাবে যোগাযোগ রাখতেন সন্দীপ? বন্ধু মহলের হোয়াটসঅ্যাপ গ্রুপে কতটা সক্রিয় ছিলেন সন্দীপ? নিজে মুখে জানিয়েছেন সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ। সংগৃহীত ছবি।
*তিনি বলেন, "আর পাঁচজনের মতোই তাঁরা একসঙ্গে পড়াশোনা করেছেন৷ বন্ধুত্ব ছিল। তবে পড়াশোনা শেষ হওয়ার পরই পাল্টে যেতে থাকে সন্দীপ। বন্ধুদের সঙ্গে ক্রমশ যোগাযোগ কমাতে থাকে। এমনকি বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকলেও তাতে নেই সন্দীপ। হয়তো যোগাযোগ রাখতে চায় না। দেখে শুনে অবাক হচ্ছি, কলেজ লাইফের সন্দীপের সঙ্গে এটা মেলাতে পারছি না।" সংগৃহীত ছবি। 
*তিনি বলেন, “আর পাঁচজনের মতোই তাঁরা একসঙ্গে পড়াশোনা করেছেন৷ বন্ধুত্ব ছিল। তবে পড়াশোনা শেষ হওয়ার পরই পাল্টে যেতে থাকে সন্দীপ। বন্ধুদের সঙ্গে ক্রমশ যোগাযোগ কমাতে থাকে। এমনকি বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকলেও তাতে নেই সন্দীপ। হয়তো যোগাযোগ রাখতে চায় না। দেখে শুনে অবাক হচ্ছি, কলেজ লাইফের সন্দীপের সঙ্গে এটা মেলাতে পারছি না।” সংগৃহীত ছবি।
*পরবর্তী সময়ে একবার গ্রুপে বন্ধুরা যোগ করেছিল। কিন্তু সেদিনই সে গ্রুপ থেকে বেরিয়ে যায়। বর্তমানে অন্য বন্ধুদের সঙ্গে সকলের যোগাযোগ থাকলেও, সন্দীপ বন্ধুদের সঙ্গে যোগাযোগ একদম বন্ধ করে দেয়। তবে, সন্দীপ কেন সবার সঙ্গে যোগাযোগ রাখত না সেটা বলা সম্ভব নয়। বন্ধুরা তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও সেভাবে তাঁর কোন উত্তর পাওয়া যায়নি। সংগৃহীত ছবি। 
*পরবর্তী সময়ে একবার গ্রুপে বন্ধুরা যোগ করেছিল। কিন্তু সেদিনই সে গ্রুপ থেকে বেরিয়ে যায়। বর্তমানে অন্য বন্ধুদের সঙ্গে সকলের যোগাযোগ থাকলেও, সন্দীপ বন্ধুদের সঙ্গে যোগাযোগ একদম বন্ধ করে দেয়। তবে, সন্দীপ কেন সবার সঙ্গে যোগাযোগ রাখত না সেটা বলা সম্ভব নয়। বন্ধুরা তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও সেভাবে তাঁর কোন উত্তর পাওয়া যায়নি। সংগৃহীত ছবি।
*কলেজের সময় বন্ধু সন্দীপ আর বর্তমানের সন্দীপের মধ্যে বিস্তর পার্থক্য। তবে আরজি করের ঘটনার বিচার হোক৷ প্রকৃত সত্য সামনে আসুক বলে জানিয়েছেন সন্দীপ ঘোষের সহপাঠী বালুরঘাট জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ। সংগৃহীত ছবি।
*কলেজের সময় বন্ধু সন্দীপ আর বর্তমানের সন্দীপের মধ্যে বিস্তর পার্থক্য। তবে আরজি করের ঘটনার বিচার হোক৷ প্রকৃত সত্য সামনে আসুক বলে জানিয়েছেন সন্দীপ ঘোষের সহপাঠী বালুরঘাট জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ। সংগৃহীত ছবি।