নখ দিয়ে ছবি আঁকছেন অজয়

Nail Brush Painting: নখই তাঁর তুলিকলম, নখের আঁচড়ে প্রতিকৃতি আঁকেন শিলিগুড়ির এই চিত্রশিল্পী

অনির্বাণ রায়, শিলিগুড়ি: নখের আঁচড়ে ফুটে উঠছে পোর্ট্রেট ছবি।ভাবছেন এটা আবার কীরকম ব্যাপার ? বিষয়টি একেবারেই সত্যি। শিলিগুড়ির বাঘাযতীন কলোনির বাসিন্দা অজয় সরকার ছবি আঁকেন হাতের নখ দিয়ে। ক্যানভাসে প্যাস্টেল রঙ দিয়ে বারকয়েক রাঙানোর পরে নখের সাহায্যে সেই রং খুঁটে গড়ে তোলেন অবয়ব। এটা ভাবতেই পারেন এতো বাচ্চারাও করে থাকে। কিন্তু অজয় বাবুর কীর্তি জানলে অবাক হবেন আপনিও।

প্রতিকৃতি হোক বা প্রকৃতি, নখের সাহায্যে ৫৪ ফুট বাই ৫ ফুটের ক্যানভাসে ছবি এঁকে ২০১৩ সালে নাম উঠেছিল লিমকা বুক অফ ন্যাশনাল রেকর্ডে। তারপর, ৬০ ফুট বাই ৫ ফুটের ক্যানভাসে ছবি এঁকে নাম উঠেছে এশিয়া বুক অফ রেকর্ডেও। এছাড়াও ২০১৯ সালে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের স্বীকৃতিও মিলেছে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের অফিশিয়াল পার্টিসিপেন্ট হিসেবেও স্বীকৃতি পেয়েছেন তিনি।

প্রসঙ্গত, নখের আঁচড়ে ছবি। এর প্রথাগত নাম ‘নেইল ব্রাশ পেইন্টিং’। ক্যানভাস প্যাস্টেল রঙে রাঙিয়ে তারপর নখ দিয়ে খুঁটে খুঁটে ফুটিয়ে তুলতে হয় ছবি। অত্যন্ত কঠিন এই আঙ্গিকেই একের পর ছবি এঁকে চলেছেন অজয়বাবু। তিনি পেশাগত ভাবে আঁকার শিক্ষক। তবে নেই কোনও আর্ট কলেজের প্রথাগত শিক্ষা। তারপরেও ছাত্র-ছাত্রীদের জলরং, তেলরং, প্যাস্টেল, ক্যালিগ্রাফি—সবই শেখান তিনি। শিলিগুড়ির প্রধান নগরে রয়েছে তার আর্ট একাডেমি। এরই পাশাপাশি শুরু হয় নেইল ব্রাশ পেইন্টিং। নখের আঁচড়ে ছবি আঁকার নেশা এখন পেয়ে বসেছে তাঁকে।

আরও পড়ুন : মুড়ির পান্তুয়া! স্বাদে হার মানাবে দোকানের মিষ্টিকেও! বাড়িতেই বানান এই সহজ রেসিপিতে

তাঁর কথায়, ‘ছেলেমেয়েদের ছবি আঁকা শেখানোর সময় ক্যানভাস থেকে বাড়তি রং নখ দিয়ে খুঁটে তোলার সময় ভাবনাটা মাথায় আসে। তার পরে অবশ্য দীর্ঘদিন অভ্যাস করতে হয়েছে। নখের আঁচড়ে ভারতে এ ভাবে আর কেউ ছবি আঁকে কি না, আমার জানা নেই।’ অজয় বাবু আরও বলেন, ‘‘ছাত্র-ছাত্রীরা ইতিমধ্যেই এই “নেইল ব্রাশ পেইন্টিং” পছন্দ করতে শুরু করেছে। আমি চাই নতুন প্রজন্মের মধ্যে আমার একটি ছাপ থেকে যাক।‘‘ নখকেও যে তুলি বা কলমের মতো ব্যবহার করা যায়, শেখাচ্ছেন শিলিগিড়ির এই আঁকার মাস্টার।