Tag Archives: Biscuit

Darjeeling: আনারকলি থেকে শুরু করে ফুল বিস্কুট! একবার খেলেই বারবার চাইবেন, দূর-দূরান্ত থেকে উপচে পড়ে ভিড় এই দোকানে, কোথায় জানেন?

দার্জিলিং: আনারকলি থেকে শুরু করে ফুল বিস্কুট!১০০ বছরেরও বেশি সময় ধরে শৈলশহর কার্শিয়াং-এ দাপিয়ে চলছে বেকারি শিল্প। শুধু দার্জিলিং জেলার কার্শিয়াংয়েই নয়, বিভিন্ন শৈল শহর জুড়ে রয়েছে এই বেকারি শিল্পের রমরমা ব্যবসা। স্বাদে ভরপুর মুচমুচে এই বেকারি বিস্কুট যেন পর্যটনে নতুন করে আয়ের দিশা দেখাচ্ছে।

বেকারি শিল্প একটি জনপ্রিয় শিল্প। বর্তমানে পাহাড়ের অধিকাংশ মানুষ এই শিল্পকে নিজের পেশা হিসেবে বেছে নিয়েছে। সারা বছর ধরেই শৈলশহর দার্জিলিং-এ পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় সেই অর্থে পর্যটকদের আরও কাছে টেনে নিতে এই বেকারি শিল্প যেন এক অন্যতম নিদর্শন হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন-     বলুন তো, স্ত্রী-রা কি রাখি পড়াতে পারেন স্বামীকে? ৯৯ শতাংশই ‘এই’ ভুলটা করেন, আপনিও কি তাই করছেন? আজই শুধরে নিন…

পাহাড়ে ঘুরতে আসা বেশিরভাগ পর্যটকই এই শৈল শহরের তৈরি এই বেকারি বিস্কুট খেতে খুব পছন্দ করেন। এই প্রসঙ্গে স্থানীয় এক বেকারি ব্যবসায়ী বলেন, এই বেকারি সকলেই খুব পছন্দ করে দূরদূরান্ত থেকে পর্যটকেরা এখানে আসে এবং এখান থেকে বেকারি কিনে নিয়ে যায়। আমাদের এখানে ৪০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের বেকারি জিনিস পাওয়া যায় কেউ চাইলে কেজি দরে ও কিনতে পারে।

আরও পড়ুন-    বিরাট ক্ষতিকর…! ‘তেলাপিয়া’ মাছ-ই ডেকে আনছে ভয়ঙ্কর বিপদ, যা বলছেন গবেষকরা, শুনলে আঁতকে উঠবেন

যেমন মুচমুচে সাদ তেমনি সুন্দর দেখতে এই এই বেকারি বিস্কুট থেকে শুরু করে কুকিসগুলি। এই বেকারির বিস্কুট গুলি অন্যান্য শহরের থেকে অনেকটাই ইউনিক, এদের মধ্যে রয়েছে আনারকলি, ডবল বেট, ফুল বিস্কুট , চাঁদ-বিস্কুট থেকে শুরু করে বিভিন্ন নামের রকমারি বিস্কুট এছাড়াও রয়েছে স্লাইস কেক থেকে শুরু করে বিভিন্ন পেস্ট্রি।। তাই আপনিও যদি পাহাড়ে বেড়াতে যান তবে মিস করবেন না এই বেকারি অবশ্যই খেয়ে দেখুন শৈল শহরের একশ বছরও পুরনো এই বেকারি শিল্পের তৈরি বিভিন্ন ধরনের বিস্কুট থেকে শুরু করে পেস্ট্রি।

সুজয় ঘোষ

Knowledge Story: চায়ের সঙ্গী প্রিয় বিস্কুট… কখনও ভেবে দেখেছেন এর গায়ে ছোট ছোট ছিদ্র কেন থাকে? কারণ জানলে চমকে যাবেন

রোজ সকালে চায়ের সঙ্গে বিস্কুট না হলে চলে না। মিষ্টি হোক বা নোনতা, বিস্কুট আমাদের খুবই প্রিয়।
রোজ সকালে চায়ের সঙ্গে বিস্কুট না হলে চলে না। মিষ্টি হোক বা নোনতা, বিস্কুট আমাদের খুবই প্রিয়।
সকাল হোক বা বিকাল। নিতান্ত অবসর কিংবা আড্ডা, চা না হলে বাঙালির কিন্তু চলে না। আর তার সঙ্গে চাই হরেকরকম বিস্কুট, নিমকি আরও কত কী!
সকাল হোক বা বিকাল। নিতান্ত অবসর কিংবা আড্ডা, চা না হলে বাঙালির কিন্তু চলে না। আর তার সঙ্গে চাই হরেকরকম বিস্কুট, নিমকি আরও কত কী!
হয়তো খুব খিদে পেয়েছে কিন্তু হাতের কাছে তেমন খাবার নেই। সাময়িক পেট ভরানো যায় বিস্কুটেও।
হয়তো খুব খিদে পেয়েছে কিন্তু হাতের কাছে তেমন খাবার নেই। সাময়িক পেট ভরানো যায় বিস্কুটেও।
কিন্তু কখনও ভেবে দেখেছেন বিস্কুটের গায়ে ফুটো কেন থাকে! বিস্কুটের সৌন্দর্য বৃদ্ধির জন্য শুধু নয়। বিস্কুটের গায়ে ছিদ্র থাকার পিছনে রয়েছে বৈজ্ঞানিক যুক্তিও।
কিন্তু কখনও ভেবে দেখেছেন বিস্কুটের গায়ে ফুটো কেন থাকে! বিস্কুটের সৌন্দর্য বৃদ্ধির জন্য শুধু নয়। বিস্কুটের গায়ে ছিদ্র থাকার পিছনে রয়েছে বৈজ্ঞানিক যুক্তিও।
বিস্কুট তৈরিতে ময়দার সঙ্গে চিনি ও নুনের মতো উপাদান মিশিয়ে মণ্ড তৈরি করা হয়। সেগুলিকে পাতলা করে গড়ে নিয়ে পরপর সাজিয়ে বেক করতে দেওয়া হয়। এই সময়ে মণ্ড ফুলে উঠতে পারে বা বুদবুদ জন্মাতে পারে। এটি বিস্কুট ভঙ্গুর করে দেয়। সে জন্যই ওই ছোট ছোট ছিদ্র। যাতে বেক করার সময়ে সহজে বায়ু চলাচল করতে পারে।
বিস্কুট তৈরিতে ময়দার সঙ্গে চিনি ও নুনের মতো উপাদান মিশিয়ে মণ্ড তৈরি করা হয়। সেগুলিকে পাতলা করে গড়ে নিয়ে পরপর সাজিয়ে বেক করতে দেওয়া হয়। এই সময়ে মণ্ড ফুলে উঠতে পারে বা বুদবুদ জন্মাতে পারে। এটি বিস্কুট ভঙ্গুর করে দেয়। সে জন্যই ওই ছোট ছোট ছিদ্র। যাতে বেক করার সময়ে সহজে বায়ু চলাচল করতে পারে।
ময়দার পরিমাণ কতটা, তার উপর নির্ভর করছে বিস্কুটে ছিদ্র থাকবে কি না।
ময়দার পরিমাণ কতটা, তার উপর নির্ভর করছে বিস্কুটে ছিদ্র থাকবে কি না।
তবে বিস্কুটের কিছু অপকারিতা আছে। বিস্কুট তৈরি হয় ময়দা দিয়ে। আর ময়দা পেটের স্বাস্থ্যের জন্য একেবারেই ভাল নয়। বিশেষ করে খালি পেটে ময়দার তৈরি বিস্কুট খেলে নানা ধরনের সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা থাকে।
তবে বিস্কুটের কিছু অপকারিতা আছে। বিস্কুট তৈরি হয় ময়দা দিয়ে। আর ময়দা পেটের স্বাস্থ্যের জন্য একেবারেই ভাল নয়। বিশেষ করে খালি পেটে ময়দার তৈরি বিস্কুট খেলে নানা ধরনের সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা থাকে।
পুষ্টিবিদ অমিতা গাদ্রে জানিয়েছেন সবচেয়ে বেশি খাওয়া স্ন্যাকসগুলির মধ্যে অন‍্যতম বিস্কুট। তিনি বলেন, ‘‘বিস্কুটে উচ্চ চর্বি এবং পরিশোধিত ময়দা থাকে। যে কোনও কুকি বা বিস্কুট শুধু খালি ক্যালোরি দেয়। শক্তি বা ক্যালোরি ছাড়া অন্য কোনও প্রোটিন, ভিটামিন বা খনিজগুলির মতো কোনও পুষ্টি দেয় না।’’
পুষ্টিবিদ অমিতা গাদ্রে জানিয়েছেন সবচেয়ে বেশি খাওয়া স্ন্যাকসগুলির মধ্যে অন‍্যতম বিস্কুট। তিনি বলেন, ‘‘বিস্কুটে উচ্চ চর্বি এবং পরিশোধিত ময়দা থাকে। যে কোনও কুকি বা বিস্কুট শুধু খালি ক্যালোরি দেয়। শক্তি বা ক্যালোরি ছাড়া অন্য কোনও প্রোটিন, ভিটামিন বা খনিজগুলির মতো কোনও পুষ্টি দেয় না।’’
আপনি হয়তো চা খেলেন চিনি ছাড়াই৷ কিন্তু বিস্কুটে তো চিনি থাকতেই পারে৷ তাই চায়ে বিস্কুট ডুবিয়ে খেলে রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে৷ ডায়াবেটিস, থাইরয়েড থাকলে সমস্যা হতে পারে বিস্কুটের সোডিয়ামের জন্য৷
আপনি হয়তো চা খেলেন চিনি ছাড়াই৷ কিন্তু বিস্কুটে তো চিনি থাকতেই পারে৷ তাই চায়ে বিস্কুট ডুবিয়ে খেলে রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে৷ ডায়াবেটিস, থাইরয়েড থাকলে সমস্যা হতে পারে বিস্কুটের সোডিয়ামের জন্য৷
বিস্কুটের অতিরিক্ত সোডিয়াম শরীরকে ডিহাইড্রেট করে দেয়৷ দেখা দিতে পারে পেট ফাঁপা, শরীরের নানা অংশ ফুলে যাওয়া ও ওজন বেড়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে৷
বিস্কুটের অতিরিক্ত সোডিয়াম শরীরকে ডিহাইড্রেট করে দেয়৷ দেখা দিতে পারে পেট ফাঁপা, শরীরের নানা অংশ ফুলে যাওয়া ও ওজন বেড়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে৷
নোনতা বিস্কুট খেলে রক্তচাপ বাড়বে। এতে রয়েছে প্রবল লবণ। ফলে প্রেশার যে বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।
নোনতা বিস্কুট খেলে রক্তচাপ বাড়বে। এতে রয়েছে প্রবল লবণ। ফলে প্রেশার যে বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।

Parenting Tips: খিদে পেলেই বাচ্চাকে দুধের সঙ্গে খেতে দিচ্ছেন এই জিনিস! আকছার হচ্ছে এই ভুল, স্বাস্থ‍্যের দফারফা, সাবধান করলেন চিকিত্‍সক

মায়ের সারাদিনের চিন্তা থাকে শিশুর স্বাস্থ‍্য নিয়ে। বাচ্চারা কখন কী খাবে, তাদের শরীরের পুষ্টির অভাব হচ্ছে না তো? কোন খাবার খেলে খিদের তো মিটবে সেই বাড়বে প্রোটিন? এমন হাজারো প্রশ্ন ভিড় করে আসে মায়েদের মনে।
মায়ের সারাদিনের চিন্তা থাকে শিশুর স্বাস্থ‍্য নিয়ে। বাচ্চারা কখন কী খাবে, তাদের শরীরের পুষ্টির অভাব হচ্ছে না তো? কোন খাবার খেলে খিদের তো মিটবে সেই বাড়বে প্রোটিন? এমন হাজারো প্রশ্ন ভিড় করে আসে মায়েদের মনে।
প্রোটিনের ভাণ্ডার দুধ। ডাক্তাররাও পরামর্শ দেন বাচ্চাদের দুধ খাওয়ানোর জন‍্য। অনেক সময়ই মায়েরা বাচ্চাদের দুধ-বিস্কুট খাওয়ান। কিন্তু আদৌ এই খাওয়ার খাওয়া আদৌ কী স্বাস্থ‍্যকর?
প্রোটিনের ভাণ্ডার দুধ। ডাক্তাররাও পরামর্শ দেন বাচ্চাদের দুধ খাওয়ানোর জন‍্য। অনেক সময়ই মায়েরা বাচ্চাদের দুধ-বিস্কুট খাওয়ান। কিন্তু আদৌ এই খাওয়ার খাওয়া আদৌ কী স্বাস্থ‍্যকর?
শিশুরোগ বিশেষজ্ঞ ড: পবন মান্ডব‍্য তাঁর ইনস্টাগ্রাম অ‍্যাকাউন্টে জানালেন, বাচ্চাদের দুধ বিস্কুট খাওয়ানো মোটেই খুব স্বাস্থ‍্যকর নয়। তিনি বিশদে ব‍্যাখ‍্যা করলেন কখন এই খাবার খাওয়ানো একেবারেই উচিত নয়।
শিশুরোগ বিশেষজ্ঞ ড: পবন মান্ডব‍্য তাঁর ইনস্টাগ্রাম অ‍্যাকাউন্টে জানালেন, বাচ্চাদের দুধ বিস্কুট খাওয়ানো মোটেই খুব স্বাস্থ‍্যকর নয়। তিনি বিশদে ব‍্যাখ‍্যা করলেন কখন এই খাবার খাওয়ানো একেবারেই উচিত নয়।
ড: পবন মান্ডব‍্য জানালেন, যখনই বাচ্চারা খেতে চায় না, তখন তাদের এক গ্লাস দুধ খেতে দিয়ে মায়েরা। বেশিরভাগ মায়েরা একই ভুল করেন
ড: পবন মান্ডব‍্য জানালেন, যখনই বাচ্চারা খেতে চায় না, তখন তাদের এক গ্লাস দুধ খেতে দিয়ে মায়েরা। বেশিরভাগ মায়েরা একই ভুল করেন
চিকিত্‍সকের পরামর্শ হল, বাচ্চাদের খিদে কেবলমাত্র এক গ্লাস দুধ বা হালকা কোনও খাবারে তাদের পুরো খিদে মেটে না। ফলে পুষ্টির অভাব দেখা দিতে পারে। এক্ষেত্রে কী পরামর্শ দিলেন তিনি?
চিকিত্‍সকের পরামর্শ হল, বাচ্চাদের খিদে কেবলমাত্র এক গ্লাস দুধ বা হালকা কোনও খাবারে তাদের পুরো খিদে মেটে না। ফলে পুষ্টির অভাব দেখা দিতে পারে। এক্ষেত্রে কী পরামর্শ দিলেন তিনি?
বিশেষজ্ঞ তাঁর পোস্টে জানালেন, বাচ্চাদের হালকা খিদে পেলে একটু অপেক্ষা করুন। ওদের খিদে বাড়তে দিন। তারপর ভারী খাওয়ার দিন। অনেকে আবার দুধের সঙ্গে বাচ্চাদের বিস্কুট খেতে দেন।
বিশেষজ্ঞ তাঁর পোস্টে জানালেন, বাচ্চাদের হালকা খিদে পেলে একটু অপেক্ষা করুন। ওদের খিদে বাড়তে দিন। তারপর ভারী খাওয়ার দিন। অনেকে আবার দুধের সঙ্গে বাচ্চাদের বিস্কুট খেতে দেন।
এসব কারণে শিশুকে বারবার দুধ ও বিস্কুট দেওয়া থেকে বিরত থাকতে বলেন চিকিৎসকরা। অতিরিক্ত দুধ খেলে শরীরে আয়রনের ঘাটতি দেখা দিতে পারে এবং বিস্কুট খেতে থাকলে শিশু কোষ্ঠকাঠিন্যে ভুগতে পারে। তাই খিদে পেলেই বাচ্চাকে দুধ ও বিস্কুট খাওয়ানো স্বাস্থ্যের দিক থেকে খুব একটা ভাল বললেন না চিকিত্‍সক।
এসব কারণে শিশুকে বারবার দুধ ও বিস্কুট দেওয়া থেকে বিরত থাকতে বলেন চিকিৎসকরা। অতিরিক্ত দুধ খেলে শরীরে আয়রনের ঘাটতি দেখা দিতে পারে এবং বিস্কুট খেতে থাকলে শিশু কোষ্ঠকাঠিন্যে ভুগতে পারে। তাই খিদে পেলেই বাচ্চাকে দুধ ও বিস্কুট খাওয়ানো স্বাস্থ্যের দিক থেকে খুব একটা ভাল বললেন না চিকিত্‍সক।

Foods to Avoid with Tea: সাবধান! গরম চায়ের সঙ্গে এই ৫ খাবার একেবারেই খাবেন না, জানেন কী ভুল হচ্ছে?

কলকাতা:  সকাল শুরু হয় চা দিয়ে। তার পর সারা দিনেও অজস্রবার, যখন ইচ্ছে চায়ে চুমুক চলেই। চায়ের কাপে তুফান তোলা বাঙালির বুদ্ধিই খোলে না নাকি চা না হলে। শুধু বাংলায় নয়, এই ধুমায়মান পানীয় ছাড়া অচল দেশ। সব রাজ্যে রাস্তাঘাটে, রেস্তোরাঁ বা ছোট গুমটিতে চা সর্বত্র মেলে। আর চা মানেই তার সঙ্গে টা-ও চলে, যেমন বিস্কুট, সিঙ্গাড়া, চপ, পকোড়া! কিন্তু চাপ্রেমীরা চায়ের সঙ্গে যা কিছু খান তার সবই কি স্বাস্থ্যসম্মত? একেবারেই না। কী কী খাওয়া নিরাপদ আপনার প্রিয় চায়ের সঙ্গে, আর কোনগুলো একেবারেই খাবেন না? জানাচ্ছেন দিল্লির জনপ্রিয় পুষ্টিবিদ শ্রেয়া কাতিয়াল।

বিস্কুট এবং চা: সবথেকে বেশি যে ভুলটা হয়, সেটা হল চায়ের সঙ্গে বিস্কুট খাওয়া। আমাদের অনেকেরই চায়ে বিস্কুট ডুবিয়ে খাওয়ার অভ্যাস আছে। কিন্তু জানেন কি, এতেই ডেকে আনছেন বিপদ? বিস্কুট প্রায়শই পরিশোধিত শর্করা এবং অস্বাস্থ্যকর চর্বি দিয়ে ভরা থাকে, যা চায়ের ট্যানিনের সঙ্গে মিলিত হলে পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড তৈরি করে। বেশি বিস্কুট খেলে ফ্যাটি লিভারের সমস্যাও হতে পারে। পরিবর্তে, আপনার চায়ের সঙ্গে হোল গ্রেন স্ন্যাকস বা এক মুঠো বাদাম বেছে নিন।

পকোড়া এবং চা: বর্ষার দিনে ঝাল ঝাল তেলেভাজা খেতে কার না ভাল লাগে! কিন্তু চায়ের সঙ্গে জুটি বাঁধলেই সর্বনাশ। চপ বা পকোড়ায় ব্যবহৃত অতিরিক্ত তেল এবং পরিশোধিত ময়দা ওজন বৃদ্ধি করে। চায়ের সঙ্গে খেলে হজমের সমস্যা হতে পারে। আপনি যদি লোভ সামলাতে না পারেন তাহলে নিদেনপক্ষে এয়ার ফ্রায়ারে ভাজা স্ন্যাক্স কিংবা বেক করা খাবার খেতে পারেন চায়ের সঙ্গে।

আরও পড়ুন- সস্তার সানগ্লাস পরা ভাল না খারাপ? জানলে চমকে যাবেন! একই জিনিস করছেন না তো?

সিঙাড়া এবং চা: একটি লোভনীয় কম্বিনেশন। মুচমুচে, স্বাদে ভরপুর সিঙাড়া জনপ্রিয় স্ট্রিটফুডও। তবে দুধচায়ের সঙ্গে খেলে উচ্চ চর্বিযুক্ত সামগ্রী আপনার পরিপাকতন্ত্রকে ধ্বংস করতে পারে। আপনার স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব কমাতে সিঙ্গাড়া খাওয়া কমান। আর চায়ের সঙ্গে তো একেবারেই না।

চিনিযুক্ত মিষ্টি চা: লিকার চা অনেকে তাও চিনি ছাড়া খান। কিন্তু দুধ চা? চিনি ছাড়া স্বাদই হয় না। কিন্তু চিনি দিয়ে দুধচা খাওয়া খুবই ক্ষতিকর। বার বার চায়ের সঙ্গে শরীরে চিনি ঢুকতে থাকে। অ্যাসিডিটি বাড়ে তো বটেই, রক্তে শর্করার মাত্রাও বাড়ে। দেহের ওজন বৃদ্ধি পায়। পরিবর্তে, আপনার চায়ে গুড় বা মধুর মতো স্বাস্থ্যকর মিষ্টির বিকল্পগুলি বেছে নিন।

এছাড়াও পুষ্টিবিদের নির্দেশ, খুব মশলাদার খাবারের সঙ্গে চা না খাওয়ার। তাতে অ্যাসিডে জ্বলে যেতে পারে গলা-বুক। চায়ের মধ্যে থাকা ট্যানিনের সঙ্গে যে কোনও কিছুরই বনে না! আর গরম চায়ের সঙ্গে যেটা একেবারেই খাবেন না, সেটা হল ঠান্ডা খাবার। ঠান্ডা মিষ্টি বা কেক জাতীয় খাবার গরম চায়ের সঙ্গে খেলে পরিপাকতন্ত্রে বড়সড় গোলযোগ দেখা দিতে পারে। তাপমাত্রার হেরফেরে খাবার হজম হবে না। বমি বমি ভাব এমনকি বমিও হয়ে যেতে পারে।

অতএব, চায়ে চুমুক চলতে থাকুক। সঙ্গে টা-টুকু বুঝেশুনে!

Eating Biscuits with Tea: চায়ে বিস্কুট চুবিয়ে খান? জানেন কতটা ক্ষতিকর অভ্যাস? চায়ের সঙ্গে বেশি বিস্কুট খেলে শরীরের কী কী অপকার হয়, জানুন

চায়ের দোসর হিসেবে বিস্কুটের ধারেকাছে কেউ আসবে না৷ চা-বিস্কুটের জুড়ি বাঙালির কাছে সুপারহিট বরাবরই৷ কালো চা, দুধ চা বা হালের গ্রিন টি-সব কিছুতেই আমরা বিস্কুট চুবিয়ে খেয়ে তৃপ্তি পাই৷
চায়ের দোসর হিসেবে বিস্কুটের ধারেকাছে কেউ আসবে না৷ চা-বিস্কুটের জুড়ি বাঙালির কাছে সুপারহিট বরাবরই৷ কালো চা, দুধ চা বা হালের গ্রিন টি-সব কিছুতেই আমরা বিস্কুট চুবিয়ে খেয়ে তৃপ্তি পাই৷

 

চা বিস্কুট খাওয়ার অভ্যাস জাঁকিয়ে বসেছে আট থেকে আশি বয়সি বাঙালির মধ্যে৷ কিন্তু জানেন কি চায়ের সঙ্গে বিস্কুট খাওয়া আদপেই ভাল অভ্যাস নয়৷ বরং শরীরের জন্য চরম ক্ষতিকর৷ বলছেন পুষ্টিবিদ মনপ্রীত কালরা৷ চায়ে বিস্কুট ডুবিয়ে খেলে বা চায়ের সঙ্গে বিস্কুট খেলে কী কী ক্ষতি হতে পারে, চলুন জেনে নিই৷
চা বিস্কুট খাওয়ার অভ্যাস জাঁকিয়ে বসেছে আট থেকে আশি বয়সি বাঙালির মধ্যে৷ কিন্তু জানেন কি চায়ের সঙ্গে বিস্কুট খাওয়া আদপেই ভাল অভ্যাস নয়৷ বরং শরীরের জন্য চরম ক্ষতিকর৷ বলছেন পুষ্টিবিদ মনপ্রীত কালরা৷ চায়ে বিস্কুট ডুবিয়ে খেলে বা চায়ের সঙ্গে বিস্কুট খেলে কী কী ক্ষতি হতে পারে, চলুন জেনে নিই৷

 

অনেক বিস্কুটেই ক্যালরি, শর্করা এবং অস্বাস্থ্যকর ফ্যাট থাকে৷ ফলে চায়ের সঙ্গে নিয়মিত বিস্কুটে কামড় দিলে ওজন বেড়ে যাওয়ার প্রবণতা থাকে৷
অনেক বিস্কুটেই ক্যালরি, শর্করা এবং অস্বাস্থ্যকর ফ্যাট থাকে৷ ফলে চায়ের সঙ্গে নিয়মিত বিস্কুটে কামড় দিলে ওজন বেড়ে যাওয়ার প্রবণতা থাকে৷

 

আপনি হয়তো চা খেলেন চিনি ছাড়াই৷ কিন্তু বিস্কুটে তো চিনি থাকতেই পারে৷ তাই চায়ে বিস্কুট ডুবিয়ে খেলে রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে৷ ডায়াবেটিস, থাইরয়েড থাকলে সমস্যা হতে পারে বিস্কুটের সোডিয়ামের জন্য৷
আপনি হয়তো চা খেলেন চিনি ছাড়াই৷ কিন্তু বিস্কুটে তো চিনি থাকতেই পারে৷ তাই চায়ে বিস্কুট ডুবিয়ে খেলে রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে৷ ডায়াবেটিস, থাইরয়েড থাকলে সমস্যা হতে পারে বিস্কুটের সোডিয়ামের জন্য৷

 

 

বিস্কুটে অতিরিক্ত নুন শরীরের ক্ষতি করে৷ অতিরিক্ত বিস্কুট খেলে হাই ব্লাড প্রেশার, স্ট্রোক এবং হার্ট ফেলিয়োরের আশঙ্কা থাকে৷
বিস্কুটে অতিরিক্ত নুন শরীরের ক্ষতি করে৷ অতিরিক্ত বিস্কুট খেলে হাই ব্লাড প্রেশার, স্ট্রোক এবং হার্ট ফেলিয়োরের আশঙ্কা থাকে৷

 

 বিস্কুটের অতিরিক্ত সোডিয়াম শরীরকে ডিহাইড্রেট করে দেয়৷ দেখা দিতে পারে পেট ফাঁপা, শরীরের নানা অংশ ফুলে যাওয়া ও ওজন বেড়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে৷
বিস্কুটের অতিরিক্ত সোডিয়াম শরীরকে ডিহাইড্রেট করে দেয়৷ দেখা দিতে পারে পেট ফাঁপা, শরীরের নানা অংশ ফুলে যাওয়া ও ওজন বেড়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে৷

 

বিস্কুটের শর্করা এবং মিষ্টি উপাদান ক্ষতি করতে পারে দাঁতের৷ চায়ের সঙ্গে খেলে বিস্কুট থেকে দাঁতের ক্ষতি বেড়ে যেতে পারে৷
বিস্কুটের শর্করা এবং মিষ্টি উপাদান ক্ষতি করতে পারে দাঁতের৷ চায়ের সঙ্গে খেলে বিস্কুট থেকে দাঁতের ক্ষতি বেড়ে যেতে পারে৷

 

চায়ের সঙ্গে অতিরিক্ত বিস্কুট নিয়মিত খেলে এর শর্করা উপাদানের জন্য রোগ প্রতিরোধ শক্তি ভেঙে পড়তে পারে৷ ফলে সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়৷
চায়ের সঙ্গে অতিরিক্ত বিস্কুট নিয়মিত খেলে এর শর্করা উপাদানের জন্য রোগ প্রতিরোধ শক্তি ভেঙে পড়তে পারে৷ ফলে সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়৷

 

বিস্কুটে সাধারণত ময়দা এবং ফাইবার থাকে৷ রোজ বিস্কুট খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়তে পারে৷ এছাড়া বিস্কুটের অন্যান্য উপাদান ক্ষতি করতে পারে সার্বিক সুস্বাস্থ্যের৷
বিস্কুটে সাধারণত ময়দা এবং ফাইবার থাকে৷ রোজ বিস্কুট খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়তে পারে৷ এছাড়া বিস্কুটের অন্যান্য উপাদান ক্ষতি করতে পারে সার্বিক সুস্বাস্থ্যের৷

 

বিস্কুট থেকে প্রয়োজনীয় পুষ্টি অধিকাংশ সময়েই পাওয়া যায় না৷ এর থেকে বদহজম, পেট ব্যথা সংক্রান্ত নানা সমস্যা দেখা দিতে পারে৷
বিস্কুট থেকে প্রয়োজনীয় পুষ্টি অধিকাংশ সময়েই পাওয়া যায় না৷ এর থেকে বদহজম, পেট ব্যথা সংক্রান্ত নানা সমস্যা দেখা দিতে পারে৷