Tag Archives: Sanjay Leela Bhansali

Salman Khan: শরমিনের তখন দু’বছর বয়স, বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সলমান! কে এই শরমিন জানেন?

কলকাতা: বি-টাউনের জনপ্রিয় চিত্রপরিচালক সঞ্জয় লীলা বনশালীর ভাগ্নি তিনি। সম্প্রতি সঞ্জয় লীলা বনশালী পরিচালিত ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ ছবিতেও দেখা গিয়েছে শরমিন সেগালকে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলিউড সুপাস্টার সলমন খানের সঙ্গে প্রথম সাক্ষাৎ প্রসঙ্গে মুখ খুললেন বনশালির ভাগ্নি।

‘হম দিল দে চুকে সনম’ ছবির সময়ই প্রথমবারের জন্য বলিউডের ভাইজানের সঙ্গে দেখা হয়েছিল শরমিনের। জ্যুম-এর সঙ্গে এক আলাপচারিতায় শরমিনকে প্রশ্ন করা হয়েছিল যে, প্রথম কোন তারকার সঙ্গে ব্যক্তিগত ভাবে তাঁর আলাপ হয়েছিল। জবাবে সলমন খানের নাম নিয়েছিলেন অভিনেত্রী। এমনকী মাত্র ২ বছর বয়সে কীভাবে সলমনের কাছ থেকে বিবাহ প্রস্তাব পেয়েছিলেন, সেই কথাও জানিয়েছেন।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে বড় বটগাছ রয়েছে এরাজ্যে, নাম কী? বয়স কত? কোথায় সেই গাছ জানলে চমকে যাবেন

শরমিনের কথায়, “আমার তখন মাত্র ২ অথবা ৩ বছর বয়স। উনি বললেন, তুমি কি আমায় বিয়ে করবে। আর আমি সটান বলেছিলাম, না।”
এর পাশাপাশি ওতটুকু বয়সে বিয়ের অর্থ বুঝতেন না, সেটাও ব্যাখ্যা করেছেন শরমিন। তাঁর বক্তব্য, তিনি এতটাই ছোট ছিলেন যে, তখন বিয়ের মানে বুঝতেন না। যার ফলে তিনি প্রতিটি বিষয়েই না বলতেন। বর্তমানে হিরামান্ডির সাফল্য তারিয়ে তারিয়ে উপভোগ করছেন শরমিন। চলতি মাসের গোড়ার দিকেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল সঞ্জয় লীলা বনশালি পরিচালিত এই সিরিজ।

আরও পড়ুন: হাত ভেঙেছে ঐশ্বর্যর, তাই নিয়েই কান-এর রেড কার্পেটে রাইসুন্দরী! তারপর? নায়িকাকে দেখামাত্র তোলপাড়

সেখানে আলমজেবের চরিত্রে নজর কেড়েছেন অভিনেত্রী। যদিও তাঁর অভিনয় বিশেষ প্রশংসা কুড়োয়নি, বরং উল্টে তা ট্রোলের মুখে পড়েছে।
যদিও শরমিনকে সম্প্রতি প্রশ্ন করা হয়েছিল যে, তিনি পরিচালকের ভাগ্নি হওয়ায় তাঁকে কি অতিরিক্ত সুযোগ দেওয়া হয়েছে? ইন্ডিয়ান এক্সপ্রেস-এর কাছে অভিনেত্রী বলেন, “বরং এর উল্টোটাই। আমি কোনওরকম সুযোগ পাইনি। উনি আমায় খুবই ভালবাসেন, সেটা অবশ্য আমি অস্বীকার করছি না। একটা সময় ছিল, আমি যখন বসে থাকতাম, তখন উনি শরমিন তাঁর ভাগ্নি বলেই আমায় বিবেচনা করতেন। কিন্তু সেটে তাঁকে নিজের মামা হিসেবে দেখি না। আমি শুধুমাত্র তাঁকে সঞ্জয় লীলা বনশালী হিসেবেই দেখেছি। এই সম্মানটা সারা জীবন ধরে তিনি অর্জন করেছেন। আর আমি শুধুমাত্র তাঁর আত্মীয় বলে সেটা তাঁর কাছ থেকে ছিনিয়ে নিতে পারব না। আর উনি যে আমার আত্মীয়, সেই সত্যিটাও আমি পরিবর্তন করতে পারব না।”

Heeramandi movie review: হীরামান্ডি রিভিউ: বনশালির প্রথম সিরিজ কাব্যিক, ছন্দ বাঁধলেন মনীষাই

বিশাল এবং ঐশ্বর্যে পূর্ণ প্রাসাদ। প্রত্যেক ইট, কাঠ, পাথরে লুকিয়ে রয়েছে প্রেম, লালসা আর বিশ্বাসঘাতকতার গল্প। লম্পট নবাব। এক নিষিদ্ধ বাজার। ব্রিটিশ রাজ আর সোনার খাঁচা থেকে মুক্ত হওয়ার সংগ্রাম। সংক্ষেপে এটাই ‘হিরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’-সার কথা।

আরও পড়ুন: সরকারকে কর দেননি, বন্ধ হয়ে যাচ্ছে ৫ লাখের উপর সিম কার্ড, কড়া পদক্ষেপ পাকিস্তান সরকারের

‘হীরামান্ডি’-র একটি দৃশ্যের কথা ধরা যাক। কবি হওয়ার স্বপ্ন দেখে আলমজেব। সে নবাবের প্রেমে পড়ে। সেই নবাব আবার বিপ্লবী। সব শুনে তিনি বলছেন, “প্রেম আর বিপ্লবে তো কোনও পার্থক্য নেই”। এইভাবেই একইসঙ্গে সুন্দর অথচ জটিল, ধূসর প্রেম বুনে গিয়েছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি। ‘আজাদি’ বা স্বাধীনতার প্রতিটা স্তর তুলে ধরেছেন নিপুণ দক্ষতায়।

আরও পড়ুন: ‘সাত পাকে বাঁধা পড়ে নিয়ম মেনে বিয়ে না করলে হিন্দু বিয়ে বৈধ নয়’, বলল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের

নারী মনের গহন, গোপন দিকগুলো নিয়ে পরীক্ষানিরীক্ষা চালিয়েছেন বনশালি। প্রতিটা মহিলা চরিত্র এক একেকটা আবেগের প্রতীক। শাহি মহল নামের পতিতালয় চালান মল্লিকাজান। তিনি নির্মম। রূপ এবং বুদ্ধি দিয়ে গোটা লাহোরকে নিজের কব্জায় রেখেছেন তিনি। তাঁর দুই কন্যা। বিব্বোজান এবং আলমজেব। দু’জনেই মাকে খুব ভালবাসে। কিন্তু মায়ের উত্তরাধিকার এগিয়ে নিয়ে যাওয়ার কোনও ইচ্ছা তাঁদের নেই।

বিব্বোজান দেশপ্রেমিক, ব্রিটিশরা বলে ‘বিদ্রোহী’। আলমজেব কবি। হিরামান্ডিকে পিছনে ফেলে মনের মানুষের সঙ্গে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখে সে। অন্যদিকে লাজ্জোজানকে মানুষ করেছেন মল্লিকাজান। মানসিকভাবে বিধ্বস্ত এক মহিলা। এক সম্ভ্রান্ত ব্যক্তির প্রেমে পড়েছিলেন, কিন্তু সেই প্রেম জমাট বাঁধেনি। রয়েছেন মল্লিকাজানের বোন ওয়াহেদান। বিগতযৌবনা এই নারী যৌবন হারানোর জন্য দোষারোপ করেন মল্লিকাজানকে। মূলত এঁদের নিয়েই এগিয়েছে গল্প। তারপর গল্পের প্রয়োজন অনুসারে একে একে হাজির হয়েছে অন্যান্য চরিত্র।

দীর্ঘদিন পর বড় চরিত্রে দেখা গিয়েছে মনীষা কৈরালাকে। চ্যালেঞ্জিং কাজ। কিন্তু মনীষা অভিনয় দক্ষতা দিয়ে মন জয় করে নিয়েছেন। অভিনয়ে কঠোর পরিশ্রমের ছাপ স্পষ্ট। এছাড়া শেখর সুমন এবং তাঁর ছেলে অধ্যয়ন সুমনের কাজও প্রশংসিত হচ্ছে। শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা। তাঁর অভিনয়ও মনে ধরেছে দর্শকদের। ‘হীরামান্ডি’কে অনায়াসে সঞ্জয় লীলা বনশালির আরেক মাস্টারপিস বলাই যায়। প্রথম সিরিজেই সসম্মানে উতরে গিয়েছেন তিনি।

Heeramandi First Review: যেন এক অন্য দুনিয়ায় নিয়ে গিয়েছেন বনশালি, ‘হিরামান্ডি’-র প্রথম রিভিউ প্রকাশ্যে আসতেই ভক্তদের প্রত্যাশা বাড়ছে

মুম্বই: আগামী সপ্তাহেই সমস্ত অপেক্ষার অবসান ঘটতে চলেছে। নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত সঞ্জয় লীলা বনশালির ‘হিরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’। আপাতদৃষ্টিতে মনে করা হচ্ছে যে, প্রত্যেকের প্রত্যাশা রাখতে পারবে এই সিরিজ।

আসলে ‘হিরামান্ডি’-তে ফুটে উঠেছে দেশ স্বাধীন হওয়ার আগের কিছু ঘটনা। মূলত ব্রিটিশ শাসিত ভারতের প্রেক্ষাপটে বারবণিতাদের অবস্থার কাহিনিই প্রতিফলিত হয়েছে। আর এই সিরিজ একেবারে তারকাখচিত। দেখা যাবে মণীষা কৈরালা, সোনাক্ষি সিনহা, রিচা চাড্ডা, শরমিন সেগাল, অদিতি রাও হায়দরি এবং সঞ্জিদা শেখের মতো দুর্ধর্ষ অভিনেত্রীদের। আবার এই সিরিজের হাত ধরে ফের বলিউডে কামব্যাক করতে চলেছেন অভিনেতা ফারদিন খান। ‘হিরামন্ডি’-তে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন তিনি। তাঁর পাশাপাশি অধ্যয়ন সুমন এবং শেখর সুমনকেও দেখা যাবে প্রধান চরিত্রে।

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

বুধবার এই সিরিজের গ্র্যান্ড প্রিমিয়ারের আয়োজন করেছিল নেটফ্লিক্স ইন্ডিয়া। যেখানে উপস্থিত ছিলেন সলমন খান, আলিয়া ভাট, ভিকি কৌশল, রেখা এবং জেনেলিয়া দেশমুখের মতো তারকারা। তবে ‘হিরামান্ডি’-র প্রথম রিভিউটা শেয়ার করলেন জেনেলিয়াই। অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পরিচালক সঞ্জয় লীলা বনশালির সঙ্গে একটা ছবি শেয়ার করে রিভিউটি ভাগ করে নিয়েছেন।

রীতেশ-ঘরণি লিখেছেন যে, “হিরামান্ডি-র মাত্র ২টো এপিসোডই দেখেছি। আর তাতেই আরও বেশি করে দেখার ইচ্ছা জাগছে। এ এক অসাধারণ দুনিয়া, এক দুর্দান্ত সফর – যার মধ্যে দিয়ে সঞ্জয় স্যার আমাদের নিয়ে গিয়েছেন! আর আমি বরাবরের মতোই মুগ্ধ। গোটা কাস্টের জন্য প্রচুর ভালবাসা! এমনকী কলাকুশলীদেরও কী অসাধারণ প্রয়াস! নেটফ্লিক্স সত্যিই ভীষণ স্পেশ্যাল!”

আগামী ১ মে মুক্তি পেতে চলেছে ‘হিরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’। চলতি মাসের গোড়ার দিকেই প্রকাশ্যে এসেছিল এই সিরিজের ট্রেলার। যা ভক্তদের যেন টাইম ট্র্যাভেল করে নিয়ে গিয়েছে এমন একটা সময়ে, যখন রাজ দরবারে যেন রাজত্ব করতেন বারবণিতারা! ১৯৪০-এর দশকে ভারতের স্বাধীনতা আন্দোলনের সেই টালমাটাল পরিস্থিতিতে বারবণিতা এবং তাঁদের গ্রাহকদের গল্পই প্রতিফলিত হয়েছে।

আর এই সিরিজে বারবণিতাদের চরিত্রে দেখা গিয়েছে মণীষা কৈরালা, সোনাক্ষি সিনহা, অদিতি রাও হায়দরি, রিচা চাড্ডা, শরমিন সেগাল এবং সঞ্জিদা শেখকে। আর এই বারবণিতারা নবাবদেরকে নিজেদের হাতে রাখতেন, এমনকী ব্রিটিশ দমনের বিরুদ্ধেও রুখে দাঁড়ান তাঁরা। আর এই নবাবদের চরিত্রে অভিনয় করেছেন ফারদিন খান, তাহা শাহ বাদুশা, শেখর সুমন এবং অধ্যয়ন সুমন।

Heeramandi Trailer: মুক্তি পেল বনশালীর স্বপ্নের ‘হীরামান্ডি’-র ট্রেলার, দীর্ঘ বিরতির পর ফারদীন, শেখর, মনীষাকে দেখে অভিভূত দর্শকরা

মুম্বই : অবশেষে মুক্তি পেল বহু প্রতীক্ষিত ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’-র ট্রেলার৷ ২০২২ সালে নেটফ্লিক্স জানিয়েছিল তারা ‘হীরামান্ডি’ আনতে চলেছে৷ কিন্তু সঞ্জয় লীলা বনশালীর স্বপ্নের এই প্রজেক্ট শেষ পর্যন্ত বাস্তবায়িত হতে হতে সময় লেগে গেল অনেকটাই৷

হীরামান্ডি বা হিরের বাজার। সেই ছবির ট্রেলার যেন নিজেই একটা টাইমমেশিন৷ সময়যানে সওয়ার হয়ে দর্শক পৌঁছে গিয়েছেন গত শতকের চারের দশকে, ভারতের স্বাধীনতা সংগ্রামে উত্তপ্ত বছরগুলিতে৷ সেই সময়পর্বের একটি দিক তুলে ধরা হয়েছে ‘হীরামান্ডি’ সিরিজে৷ সম্ভ্রান্ত গণিকারা যখন নিয়ন্ত্রক শক্তি ছিলেন, সেই সময়কে ফ্রেমবন্দি করা হয়েছে৷ নিজেদের রূপেগুণে তাবড় নবাবদের বশীভূত করেও ব্রিটিশ শক্তির অবদমনের শিকার হয়েছিলেন সেই গণিকারা৷

আরও পড়ুন : উপকারী হলেও ভুলেও সজনেডাঁটা, সজনেপাতার বড়া খাবেন না এঁরা! জানুন কারা সজনেডাঁটা ও পাতা খেলে বড় ক্ষতি

দীর্ঘ অবসর ভেঙে এই সিরিজের মাধ্যমেই অভিনয়ে ফিরেছেন ফারদীন খান, শেখর সুমন এবং মনীষা কৈরালা৷ তাঁদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দরি, রিচা চড্ডা, শরমিন সেহগল এবং সনজীদা শেখ৷ ফারদীন খান অভিনয় করছেন ওয়ালি মহম্মদের চরিত্রে৷ তাঁর অভিনীত চরিত্রে একবিন্দুতে এসে মিশবে মহত্ব, সম্ভ্রম এবং একতা৷ পর্দায় শেখর সুমন প্রাণবন্ত করে তুলবেন জুলফিকার আহমেদের চরিত্র৷ যাঁর মধ্যে মিলেমিশে একাকার হয়ে যাবে ক্ষমতা এবং পরিশীলতা৷ এই সিরিজে অভিনয় করছেন শেখর সুমনের ছেলে অধ্যয়নও৷ তাঁকে দেখা যাবে অনস্ক্রিন জোরাওয়ার আলি খানের চরিত্রে৷ সম্পদের উগ্র প্রকাশ নিয়ন্ত্রণ করে তাঁর আচরণ৷

 

আগামী ১ মে থেকে নেটফ্লিক্সে দেখা যাবে এই সিরিজ৷ ওটিটি-র পর্দায় ইতিহাস নির্ভর এই সিরিজে বনশালী ম্যাজিক দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা৷

Gangubai Kathiawadi Release: যৌনকর্মী থেকে মাফিয়া! বড় পর্দায় কবে মুক্তি পাচ্ছে গাঙ্গুবাইয়ের গল্প, জানালেন সঞ্জয় লীলা বনসালি

#মুম্বই:  দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তির আলো দেখতে চলেছে সঞ্জয় লীলা বনসালির (Sanjay Leela Bhansali) গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি (Gangubai Kathiawadi)। চলতি বছরের আগামী ২৫ ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে এই চলচ্চিত্র। গত বছরের জুলাই মাসেই মুক্তি পাওয়ার কথা ছিল চলচ্চিত্রটির কিন্তু কোভিড-১৯ মহামারীর কারণে তা পিছিয়ে যায়। চলচ্চিত্রে নাম ভূমিকায় দেখা যাবে আলিয়া ভাটকে (Alia Bhatt)। ১৯৬০-এর দশকে মুম্বইয়ের রেড-লাইট এলাকা কামাথিপুরার সবচেয়ে শক্তিশালী, প্রিয় এবং শ্রদ্ধেয় মানুষদের একজন ছিলেন গাঙ্গুবাই। ৭২ তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি ওয়ার্ল্ড প্রিমিয়ারের জন্য প্রস্তুত।

আরও পড়ুন- ঈশ্বরকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বিপাকে! শ্বেতা তিওয়ারির বিরুদ্ধে FIR দায়ের

সোশ্যাল মিডিয়ায় এই আনন্দের খবরটি জানিয়েছেন নির্মাতারা,

গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি সঞ্জয় লীলা বানসালির সঙ্গে আলিয়া ভাটের প্রথম কাজ। এটি সঞ্জয় লীলা বনসালির জীবনের দশ নম্বর কাজও। সিনেমায় অভিনয় করেছেন অজয় ​​দেবগণও। গাঙ্গুবাইকে বাণিজ্যের কৌশল শেখাতে গিয়েই তাঁর প্রেমে পড়েন অজয়। একজন যৌনকর্মী হিসেবেই দেখানো হয়েছে গাঙ্গুবাইকে যিনি পরে মুম্বইয়ের একজন আন্ডারওয়ার্ল্ড ডন হিসেবে সাড়া ফেলে দেন। গাঙ্গুবাইয়ের গল্পটি হুসেন জাইদির (Hussain Zaidi) বই ‘মাফিয়া কুইনস অফ মুম্বই’(Mafia Queens of Mumbai)-এর একটি অংশ থেকে গৃহীত।

আরও পড়ুন- নারীসুরক্ষায় নির্ভয়া স্কোয়াড, প্রশংসায় সলমান ক্যাটরিনা-সহ গোটা বলিউড

এর আগে একটি দৈনিকের সাক্ষাত্কারে, সঞ্জয় লীলা জানিয়েছিলেন এই সিনেমাটি তাঁর কাছে অত্যন্ত বিশেষ এবং কাজটিও মোটেই সহজ ছিল না। “আমরা মহামারী চলাকালীন এটি তৈরি করেছি এবং আমি এতে আমার সমস্তটাই দিয়েছি। আমি মুক্তির জন্য উদগ্র আশায় রয়েছি,” বলেছিলেন পরিচালক।

Baiju Bawra Cast: রণবীর-আলিয়া বনাম রণবীর-দীপিকা! বনশালীর ‘বৈজু বাওরা’ কোন জুটি?

#মুম্বই: বিগত কয়েকদিন ধরেই নানা কারণে সংবাদের শিরোনামে সঞ্জয় লীলা বনশালীর (Sanjay Leela Bhansali) ছবি ‘বৈজু বাওরা’ (Baiju Bawra)। শোনা যাচ্ছে, শেষ পর্যন্ত নিজের পরবর্তী ছবি ‘বৈজু বাওরা’-র অভিনেতাদের নাম ঠিক করে ফেলেছেন পরিচালক (Baiju Bawra Cast)। প্রথমে শোনা গিয়েছিল, রণবীর কাপুর (Ranbir Kapoor) ও দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone) নাকি কাস্ট করার কথা ভেবেছিলেন সঞ্জয়। কিন্তু পরে জানা যায়, দীপিকা ও রণবীর কাজ করছেন না ছবিতে। ফলে ফের কাস্ট (Baiju Bawra Cast) নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু করতে হয় সঞ্জয় লীলা বনশালীকে (Sanjay Leela Bhansali)।

এই মুহূর্তে রণবীর সিং (Ranveer Singh) ও আলিয়া ভাট (Alia Bhatt) করণ জোহর (Karan Johar) পরিচালিত ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’-র শ্যুট করছেন। তারই মাঝে খবর এল, সঞ্জয়ের পরের ছবিতেও সম্ভবত তাঁরাই জুটি বাঁধবেন (Baiju Bawra Cast)। কারণ, রণবীর ও দীপিকা দু’জনেই এই ছবি করবেন না বলে জানিয়ে দিয়েছেন। সঞ্জয়ের আগের ছবি গোলিও কি রাসলীলা রামলীলা, বাজিরাও মস্তানি, পদ্মাবতের মতো দীপিকাকেই এই ছবিতেও ভেবেছিলেন বনশালী। একই সঙ্গে সাওয়ারিয়ার পর ফের একবার রণবীর কাপুরের সঙ্গে কাজ করার পরিকল্পনা করেছিলেন বনশালী।

কিন্তু চলতি মাসের শুরুর দিকে জানা যায়, স্বামী রণবীরের সমান পারিশ্রমিক চাওয়ার জন্য দীপিকাকে সঞ্জয়ের আগামী ছবি থেকে বাদ দেওয়া হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত দীপিকা বা সঞ্জয়, কেউই মুখ খোলেননি। বাদ পড়ার কারণ জানার পর বলিউড তোলপাড় হয়ে গেলেও কোনও মন্তব্য করেননি তারকারা। এবং এর পরই রণবীর সিংয়ের বিপরীতে সঞ্জয় সদ্য শেষ করা ছবি ‘গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’-র নায়িকা আলিয়াকেই বেছে নেন। তবে সবই এখনও প্রাথমিক পর্যায়ে।

তবে বলিউড সূত্রে খবর, ছবির চিত্রনাট্য পড়ে দারুণ পছন্দ হয়েছে আলিয়ার। তিনি নাকি বলেই ফেলেছেন, এত ভালো চিত্রনাট্য আগে পড়েননি। এদিকে বনশালীরও মনে হয়েছে চরিত্রের জন্য আলিয়াই উপযুক্ত অভিনেত্রী। সব ঠিক থাকলে এ বছর অক্টোবরেই শুরু হবে ছবির শ্যুটিং। তার জন্য এখন থেকেই বিশাল বড় সেট তৈরি হচ্ছে ফিল্ম সিটিতে। তবে এই ছবির কাজ শুরুর আগে, করণ জোহরের ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’-র শ্যুটের বেশিরভাগটাই শেষ করতে চান রণবীর ও আলিয়া।

আরও পড়ুন: ববি দেওল থেকে ভাগ্যশ্রী, বলিউডে সদ্য কামব্যাক করেছেন হারিয়ে যাওয়া এই অভিনেতারা!