ভারতীয় রেলে পুরুষদের সঙ্গে বিভিন্ন পদের সমান্তরাল ভাবে কর্মরত মহিলারা

Indian Railways: গর্বের রেল, পুরুষদের সঙ্গে তালে তাল মিলিয়ে মহিলারা, কে কোন পদে, দেখে নিন

হাওড়া: নানা প্রতিবন্ধকতার বেড়াজাল ঠেলে রেল ট্র্যাকে পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে মহিলা কর্মীরাও! পুরুষদের সঙ্গে সমানতালে ভারতীয় রেলে গুরুত্বপূর্ণ ভূমিকায় মহিলারা। রেলওয়ের সাফল্যের পিছনে সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ বেশ লক্ষণীয়। লোকোমোটিভ পাইলট থেকে স্টেশন মাস্টার এবং ট্র্যাক রক্ষণাবেক্ষণ থেকে প্রশাসনিক নেতৃত্ব পর্যন্ত বিভিন্ন ভূমিকায় মহিলারা।

এর মূল কারণ হিসেবে মনে করা হয়, অদম্য আত্মবিশ্বাস এবং দৃঢ় মনোযোগ। এক সময় শুধু পুরুষ নির্ভরতা কাটিয়ে সর্বক্ষেত্রে মহিলাদের উপস্থিতি। যদিও এই মহিলাদের এই সাফল্যে ভারতীয় রেলের ভূমিকা গুরুত্বপূর্ণ। সুস্থ পরিবেশ এবং মহিলা কর্মীদের নিরাপত্তা এর অন্যতম কারণ। দেশজুড়ে প্রায় ১২ লক্ষ রেল কর্মীর মধ্যে ৯৯ হাজার মহিলা কর্মী আছেন।

আরও পড়ুনDarjeeling Tour: পুজোয়ে দার্জিলিং গেলে বড় মিস! ছুটির আনন্দ মাটি হবে না তো? এখনই খোঁজ নিন

রেলওয়ে পুরুষ মহিলা সমতার প্রতি গুরুত্ব রাখে। এর মাধ্যমে উজ্জ্বল ভবিষ্যতের সঙ্গে নিজেদের উন্নতির সঙ্গে রেলকে এগিয়ে নিয়ে যায়। সেই দিক থেকে অনুপ্রেরণামূলক উদাহরণ হল মিসেস রেখা সিং, একজন ট্রাভেলিং টিকিট পরীক্ষক (TTE) 1996 সাল থেকে হাওড়া বিভাগে কাজ করছেন। মিসেস রেখা সিং, একজন ট্রেলব্লাজিং ট্রাভেলিং টিকিট এক্সামিনার (TTE), হাওড়া ডিভিশনের প্রথম মহিলা হিসেবে ভ্রমণ করার ইতিহাস তৈরি করেছেন।

শিক্ষায় স্নাতক, তিনি তিনটি প্রধান এক্সপ্রেস ট্রেন – শান্তিনিকেতন এক্সপ্রেস, শহিদ এক্সপ্রেস এবং হুল এক্সপ্রেস-এ সমান্তরাল ভাবে টিকিট চেকিং এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রেলওয়ে যাত্রীদের প্রতি তার প্রতিশ্রুতি অটুট। তিনি তার কাজ অত্যন্ত দায়িত্ব এবং নিষ্ঠার সঙ্গে পালন করেন।