ঘন চুল পেতে যে চুল আঁচড়াতে হয়, সে কথা তো আমরা কম বেশি সকলেই জানি৷ কিন্তু সমস্যা হয় চিরুনি নির্বাচনের সময়৷ কোন চিরুনি ভাল কাঠের চিরুনি, নাকি বাজারে প্রচলিত প্লাস্টিকের ব্রাশ৷ আসুন জেনে নিই চিরুনির হাল হাকিকত৷

Hair care: বারবার চুল আঁচড়ালেও মাথায় টাক? ভুল চিরুনি বেছে নিচ্ছেন না তো? জেনে নিন সঠিক উত্তর

ঘন চুল পেতে যে চুল আঁচড়াতে হয়, সে কথা তো আমরা কম বেশি সকলেই জানি৷ কিন্তু সমস্যা হয় চিরুনি নির্বাচনের সময়৷ কোন চিরুনি ভাল কাঠের চিরুনি, নাকি বাজারে প্রচলিত প্লাস্টিকের ব্রাশ৷ আসুন জেনে নিই চিরুনির হাল হাকিকত৷
ঘন চুল পেতে যে চুল আঁচড়াতে হয়, সে কথা তো আমরা কম বেশি সকলেই জানি৷ কিন্তু সমস্যা হয় চিরুনি নির্বাচনের সময়৷ কোন চিরুনি ভাল কাঠের চিরুনি, নাকি বাজারে প্রচলিত প্লাস্টিকের ব্রাশ৷ আসুন জেনে নিই চিরুনির হাল হাকিকত৷
অনেকে মনে করে শুধু ভাল করে শ্যাম্পু বা কন্ডিশনার দিলেই চুলের যত্ন নেওয়া সম্ভব৷ আদতে এ অর্ধেক সত্য৷ ভাল করে চুল না আঁচড়ালে চপলের যত্ন সম্পূর্ণ হয় না৷ কিন্তু অনেক সময় দেখা যায় চুল আঁচড়ালেও কাজের কাজ হচ্ছে না৷ তার কারণ আমরা বেশিরভাগ সময় ভুল চিরুনি ব্যবহার করি৷
অনেকে মনে করে শুধু ভাল করে শ্যাম্পু বা কন্ডিশনার দিলেই চুলের যত্ন নেওয়া সম্ভব৷ আদতে এ অর্ধেক সত্য৷ ভাল করে চুল না আঁচড়ালে চপলের যত্ন সম্পূর্ণ হয় না৷ কিন্তু অনেক সময় দেখা যায় চুল আঁচড়ালেও কাজের কাজ হচ্ছে না৷ তার কারণ আমরা বেশিরভাগ সময় ভুল চিরুনি ব্যবহার করি৷
অনেক সময় দেখা যায় চুলে জট থাকলে অনেকেই প্লাস্টিকে ব্রাশ ব্যবহার করেন৷ তাতে চুলের জটও ভাল করে যায়৷ কিন্তু এই ধরনের চিরুনির ব্যবহারে চুলের ক্ষতি হতে পারে৷ বিশেষ করে ভেজা অবস্থায় আঁচড়ালে চুল পড়ার সমস্যা বৃদ্ধি পায়৷ মাথার ত্বকের ক্ষতি হয়৷ তাই সামগ্রিক চুলের স্বাস্থ্যের ক্ষতি হয়৷
অনেক সময় দেখা যায় চুলে জট থাকলে অনেকেই প্লাস্টিকে ব্রাশ ব্যবহার করেন৷ তাতে চুলের জটও ভাল করে যায়৷ কিন্তু এই ধরনের চিরুনির ব্যবহারে চুলের ক্ষতি হতে পারে৷ বিশেষ করে ভেজা অবস্থায় আঁচড়ালে চুল পড়ার সমস্যা বৃদ্ধি পায়৷ মাথার ত্বকের ক্ষতি হয়৷ তাই সামগ্রিক চুলের স্বাস্থ্যের ক্ষতি হয়৷
কাঠের চিরুনি ব্যবহার করলে চুল কম ভাঙে৷ তাই যদি চুল পড়ার সমস্যা থাকে সে ক্ষেত্রে একটা ভাল কাঠের চিরুনি কেনার চেষ্টা করুন৷ এতে স্ক্যাল্পের রক্ত সঞ্চালন ভাল হয়, চুলের প্রাকৃতিক আর্দ্রতা বজায় থাকে৷
কাঠের চিরুনি ব্যবহার করলে চুল কম ভাঙে৷ তাই যদি চুল পড়ার সমস্যা থাকে সে ক্ষেত্রে একটা ভাল কাঠের চিরুনি কেনার চেষ্টা করুন৷ এতে স্ক্যাল্পের রক্ত সঞ্চালন ভাল হয়, চুলের প্রাকৃতিক আর্দ্রতা বজায় থাকে৷
নিম কাঠের চিরুনি খুব ভাল, এর মধ্যে অ্যান্টি ফাঙ্গাল উপাদান থাকে৷ ফলে স্ক্যাল্পে বিল্ডআপের মতো কোনও সমস্যা হয় না৷ তা ছাড়াও প্রকৃতিকে ভাল রাখাও তো আমাদের কর্তব্যের মধ্যেই, এর জন্যও প্লাস্টিকের পরিবর্তে কাঠের চিরুনি ব্যবহার করাই শ্রেয়৷
নিম কাঠের চিরুনি খুব ভাল, এর মধ্যে অ্যান্টি ফাঙ্গাল উপাদান থাকে৷ ফলে স্ক্যাল্পে বিল্ডআপের মতো কোনও সমস্যা হয় না৷ তা ছাড়াও প্রকৃতিকে ভাল রাখাও তো আমাদের কর্তব্যের মধ্যেই, এর জন্যও প্লাস্টিকের পরিবর্তে কাঠের চিরুনি ব্যবহার করাই শ্রেয়৷