প্রতিমার তৈরি করছেন কৌশিক পাল

Malda News: এম এ পাস মৃৎশিল্পী! মেলেনি চাকরি! অভাবের সংসার চালাতে প্রতিমা গড়াই ভরসা

মালদহ: ইচ্ছে ছিল উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সরকারি চাকরি করার। পরিবারের অনটন দূর করার। কারণ বাবা প্রতিমা তৈরি করে কোন রকমে সংসার চালিয়েছে। সেই কষ্ট দূর করতেই বড় হয়ে সরকারী চাকরির আশায় পড়াশোনা চালিয়ে গিয়েছে কৌশিক পাল। সংস্কৃততে এমএ পাশ কারার পর বছরের পর বছর একাধিক চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে। কিন্তু বর্তমানে নিয়োগ প্রায় বন্ধ। এমন পরিস্থিতিতে সংসারের হাল ধরতে বেকারত্ব ঘুচাতে পূর্বপুরুষের ঐতিহ্য ভরসা কৌশিকের।

অভাবের সংসারে রোজগারের জন্য অবশেষে বাবার সঙ্গে মৃৎশিল্পীর কাজ শুরু করেছেন পুরাতন মালদহের কৌশিক পাল। পাশাপাশি এখনও সরকারু চাকরির জন্য প্রস্তুতি চালাচ্ছেন তিনি। তবে বর্তমান যা পরিস্থিতি তাতে চাকুরির উপর প্রায় আস্থা হারিয়ে যাচ্ছে কৌশিকের। তাই এখন বাবার মৃৎশিল্পের কারখানায় প্রতিমা তৈরি করছেন এমএ পাশ কৌশিক। এই বছর একাধিক বড় বড় ক্লাবের প্রতিমা তৈরি করছেন।

কৌশিক পাল বলেন,”চাকরির আশায় উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছিলাম। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি পরীক্ষা দিয়েও মিলছে না চাকরি। প্রস্তুতি নিচ্ছি। বাবার কাছে শিখেছিলাম প্রতিমা তৈরীর কাজ। এখন রোজগারের একমাত্র ভরসা মৃৎশিল্প। এই কাজ শিখেছিলাম বলেই কিছু রোজগার করতে পারছি।

বাবার বয়স হয়েছে, বয়সের ভারে অসুস্থ হয়েছেন। তাই এখন থেকেই চাকুরীর আশায় না থেকে সংসার চালাতে পুরোপুরি মৃৎশিল্পের কাজে নেমে পড়েছেন কৌশিক। ছোট বেলা থেকেই পড়াশোনার ফাঁকে অল্প অল্প করে কাজ শিখেছে বাবার কাছে। ইচ্ছে ছিল প্রতিমা তৈরীর কাজ শেখার। এই কাজ তার ভাল লাগে। ইচ্ছে রয়েছে সংস্কৃত বিষয়ে শিক্ষকতা করার। পাশাপাশি সখ হিসাবে প্রতিমা তৈরির কাজ করার। কিন্তু বর্তমান পরিস্থিতি বাধ্য করছে মৃৎশিল্পকেই পেশা করার।

আরও পড়ুনঃ IND vs BAN: ভারতের ২ তারকার কেরিয়ার চিরতরে শেষ! বুঝিয়ে দিল বাংলাদেশ সিরিজ? জানুন বিস্তারিত

পুরাতন মালদহ ব্লকের সাহাপুর পঞ্চায়েতের বাজারপাড়া এলাকায় বাসিন্দা কৌশিক পাল। বাবা বিমল পাল একজন বিখ্যাত মৃৎশিল্পী। বাবার হাত ধরেই কাজ শিখেছেন কৌশিক পাল। বংশের পরম্পরাকে টিকিয়ে রাখতেই দুর্গা প্রতিমা তৈরি করতে শুরু করেছেন। তাছাড়া অন্য কোন কাজের উপায় নেই তাঁর কাছে।

হরষিত সিংহ