নতুন ইউটিউব চ্যানেল গড়ল রেকর্ড ! বিমানসংস্থার ‘বরখাস্ত’ পাইলট নেট দুনিয়ায় সুপারহিট

#নয়াদিল্লি: বিমানসংস্থার বিতর্কিত ‘সেফটি ইস্যু’ নিয়ে কথা তুলে বরখাস্ত হয়েছিলেন পাইলট গৌরব তানেজা ৷ কিন্তু ভুলে গেলে চলবে না ৷ তিনি পেশায় যেমন বিমানের ক্যাপ্টেন পাইলট ৷ তেমনি আবার ইউটিউবার হিসেবেও তাঁর খ্যাতি ছড়িয়ে পড়েছে সর্বত্র ৷ গৌরবের ইউটিউব চ্যানেল ‘ফ্লাইং বিস্ট’-এ লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন তাঁর ভিডিও দেখেন ৷ দেশে-বিদেশে সর্বত্রই ছড়িয়ে তাঁর ফলোয়াররা ৷ সম্প্রতি নিজের জন্মদিনের দিন তাঁর তৃতীয় ইউটিউব চ্যানেল খুলেছেন গৌরব ৷ যার নাম ‘রসভরি কে পাপা’ ৷

নাম শুনলেই বোঝা যাচ্ছে চ্যানেলটির নাম গৌরব তাঁর দু’বছরের মেয়ে রসভরির নামে খুলেছেন ৷ আর এই ইউটিউব চ্যানেলের উদ্বোধন করতে না করতেই নতুন রেকর্ড গড়ে ফেললেন এয়ার এশিয়ার ‘বরখাস্ত’ পাইলট গৌরব ৷ চ্যানেল খোলার মাত্র ৯৮ মিনিটের মধ্যেই ১০০,০০০ রেকর্ড সাবস্ক্রাইবার হয়ে গেল তাঁর চ্যানেলের ৷ ইউটিউবের ভ্লগিংয়ের দুনিয়ায় যা নতুন রেকর্ড ৷ চ্যানেল খোলার আগে ইনস্টাগ্রামে নিজের ফ্যানদের উদ্দেশ্যে গৌরব খালি একবার অনুরোধ জানিয়েছিলেন যে তাঁর নতুন চ্যানেলটিও সবাই সাবস্ক্রাইব করলে খুব ভাল হয় ৷ গৌরবের ফানরা তাঁকে হতাশ করেননি ৷ ভালবাসা দিয়েছেন একেবারে মন খুলেই ৷

ইউটিউবে গৌরবের পাশাপাশি দারুণ জনপ্রিয় তাঁর স্ত্রী ঋতু রাঠি এবং মেয়ে রসভরিও ৷ জন্মসূত্রে কানপুরের হলেও গৌরব পরিবারকে নিয়ে বেশ অনেক বছর দিল্লির বাসিন্দা ৷ পাইলট, ফিটনেস ট্রেনারের পাশাপাশি একজন দারুণ মজার বাবা গৌরব ৷

লকডাউনে বাড়িতে তাঁর ছোট্ট মেয়ে কী করছে ৷ স্ত্রী-র সঙ্গে ঝগড়া, ভালবাসা থেকে শুরু করে আরও অনেক কিছু প্রতিদিন নিজের চ্যানেলে শেয়ার করেন গৌরব ৷ তাঁর সঙ্গে দারুণভাবে কানেক্টেড নেটিজেনরা ৷ এবার তাঁর নতুন চ্যানেলও গড়ল নয়া রেকর্ড ৷ এত কম সময়ে ১০০,০০০ সাবস্ক্রাইবার্স অবশ্যই দারুণ নজির গোটা বিশ্বেই ৷