Category Archives: খেলা

বলুন তো, ২০২৪ টি২০ বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর কে? ভারতীয় তারকা, করেছেন বিশ্বরেকর্ড

কলকাতা: T20 বিশ্বকাপ ২০২৪ ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় অনুষ্ঠিত হতে চলেছে। এই টুর্নামেন্টের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড শীঘ্রই ঘোষণা করা হতে পারে। ইতিমধ্যে আইসিসি একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় তারকা যুবরাজ সিংকে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেছে আইসিসি।

যুবরাজ সিং ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর নামে অনেক বড় বড় রেকর্ড রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুবরাজ সিংকে বেছে নিল আইসিসি। যুবরাজ সিং ছাড়াও ক্রিস গেইল এবং উসাইন বোল্টকেও এই টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে।

আরও পড়ুন- KKR vs PBKS: কেকেআর বনাম পঞ্জাব ম্যাচে হল ৫ মহারেকর্ড, জেনে নিন বিস্তারিত

যুবরাজ সিং নামটা শুনলেই অনেকের মনে পড়ে যায়, ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর ৬ বলে ৬টি ছক্কার কথা। যা কি না ছিল বিশ্বরেকর্ড। একইসঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র ১২ বলে হাফ সেঞ্চুরিও করেছেন তিনি। এটি এই টুর্নামেন্টের দ্রুততম হাফ সেঞ্চুরিও। যুবরাজ সিংয়ের দুর্দান্ত ফর্মের কারণে টিম ইন্ডিয়া ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ অনুষ্ঠিত হবে ১ থেকে ২৯ জুন পর্যন্ত। এবার মোট ২০টি দল অংশ নিচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে আয়ারল্যান্ড, পাকিস্তান, আমেরিকা ও কানাডার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। ভারত-পাকিস্তানের মধ্যে ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রিকেটভক্তরা।

বিশ্বকাপে টিম ইন্ডিয়ার উইকেটকিপার কে হতে পারে, জানিয়েছেন যুবরাজ সিং। দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি জিততে ভারতকে কী কী করতে হবে তা নিয়েও আলোচনা করেছেন যুবি।

আরও পড়ুন- KKR vs PBKS: টি-২০ ক্রিকেটে নয়া ইতিহাস তৈরি করল পঞ্জাব কিংস,গড়ল দুই বিশ্বরেকর্ড

যুবরাজ বলেছিলেন, সূর্যকুমার যাদব এমন একজন ক্রিকেটার যিনি ১৫ বলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। যুবরাজ সিং বলেছেন যে ভারতের জন্য এই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য হতে চলেছেন। যুবরাজ সিং আরও বলেন, যুজবেন্দ্র চাহালের মতো একজন লেগ স্পিনারকে দলে দেখতে চান তিনি।

যুবরাজ সিং বলেছেন, দীনেশ কার্তিক একটি ভাল বিকল্প হতে পারেন কিপার হিসেবে। তিনি সঞ্জু স্যামসন এবং ঋষভ পন্থের কথাও বলেছেন।

কেকেআর হারতেই বদলে গেল অঙ্ক! আইপিএল প্লে-অফের লড়াই জমল, ‘এই’ দলের সুযোগ

আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি রান তাড়া করে ম্যাচ জেতার রেকর্ড নিজেদের নামে করল পঞ্জাব। এর আগে এই রেকর্ড ছিল রাজস্থান রয়্যালসের। ২০২০ সালে পঞ্জাবের বিরুদ্ধেই ২২৪ রান তাড়া করে জিতেছিল রাজস্থান।
আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি রান তাড়া করে ম্যাচ জেতার রেকর্ড নিজেদের নামে করল পঞ্জাব। এর আগে এই রেকর্ড ছিল রাজস্থান রয়্যালসের। ২০২০ সালে পঞ্জাবের বিরুদ্ধেই ২২৪ রান তাড়া করে জিতেছিল রাজস্থান।
কেকেআরের বিরুদ্ধে পঞ্জাবের এই জয়ের পরই আইপিএল প্লে অফের যাবতীয় হিসেব বদলে গেল। তবে তাতে কেকেআরের উপর কোনও প্রভাব পড়ল না।
কেকেআরের বিরুদ্ধে পঞ্জাবের এই জয়ের পরই আইপিএল প্লে অফের যাবতীয় হিসেব বদলে গেল। তবে তাতে কেকেআরের উপর কোনও প্রভাব পড়ল না।
আইপিএল ২-২৪-এর প্লে অফে ওঠার রাস্তা এখনও খোলা রইল পঞ্জাবের জন্য। অন্যদিকে প্লে অফের রাস্তা আরও কঠিন হয়ে গেল মুম্বইয়ের জন্য।
আইপিএল ২-২৪-এর প্লে অফে ওঠার রাস্তা এখনও খোলা রইল পঞ্জাবের জন্য। অন্যদিকে প্লে অফের রাস্তা আরও কঠিন হয়ে গেল মুম্বইয়ের জন্য।
৯ ম্যাচে তিনটি জয় পেল পঞ্জাব কিংস। আর তাতেই তারা পয়েন্ট টেবিলের ৯ নম্বর থেকে উঠে এল আটে।
৯ ম্যাচে তিনটি জয় পেল পঞ্জাব কিংস। আর তাতেই তারা পয়েন্ট টেবিলের ৯ নম্বর থেকে উঠে এল আটে।
তবে তার জন্য পঞ্জাবকে বাকি সব কটি ম্যাচে জেতার পরও তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর উপর। তবে আশা আবার জেগে উঠল শিখর ধাওয়ানদের জন্য।
তবে তার জন্য পঞ্জাবকে বাকি সব কটি ম্যাচে জেতার পরও তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর উপর। তবে আশা আবার জেগে উঠল শিখর ধাওয়ানদের জন্য।
৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আইপিএলের পয়েন্ট টেবিলের একে রয়েছে রাজস্থান রয়্যালস। দুইয়ে কেকেআর। পয়েন্ট ১০।
৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আইপিএলের পয়েন্ট টেবিলের একে রয়েছে রাজস্থান রয়্যালস। দুইয়ে কেকেআর। পয়েন্ট ১০।

ICC T20 World Cup Team Selection: এই ক্রিকেটারদের নাম পাকা, দল নির্বাচনের খবর হওয়ার আগেই সৌরভ করলেন সিক্রেট আউট

প্রধান নির্বাচক অজিত আগরকারের নেতৃত্বে সিনিয়র নির্বাচক কমিটি ১ মে ২০২৪ সালের ICC T20 বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করার প্রস্তুতি নিয়ে নিচ্ছে৷ আইপিএলের পারফরম্যান্সের জন্য একাধিক ক্রিকেটার রয়েছেন নির্বাচন কমিটির নজরে৷
প্রধান নির্বাচক অজিত আগরকারের নেতৃত্বে সিনিয়র নির্বাচক কমিটি ১ মে ২০২৪ সালের ICC T20 বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করার প্রস্তুতি নিয়ে নিচ্ছে৷ আইপিএলের পারফরম্যান্সের জন্য একাধিক ক্রিকেটার রয়েছেন নির্বাচন কমিটির নজরে৷
এদিকে, দিল্লি ক্যাপিটালসের সঙ্গে এই মুহূর্তে আইপিএলের কাজে যুক্ত রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ ভারতের প্রাক্তন অধিনায়ক এবং বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট বলেছেন যে ঋষভ পন্থ, কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল তিন জনেরই টিকিট পাকা রয়েছে৷ অর্থাৎ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ওয়েস্টইন্ডিজ এবং আমেরিকার প্লেনের জন্য টিকিট পাচ্ছেন৷
এদিকে, দিল্লি ক্যাপিটালসের সঙ্গে এই মুহূর্তে আইপিএলের কাজে যুক্ত রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ ভারতের প্রাক্তন অধিনায়ক এবং বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট বলেছেন যে ঋষভ পন্থ, কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল তিন জনেরই টিকিট পাকা রয়েছে৷ অর্থাৎ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ওয়েস্টইন্ডিজ এবং আমেরিকার প্লেনের জন্য টিকিট পাচ্ছেন৷
সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, "অক্ষর বিশ্বকাপে নিশ্চিত। ঋষভ এবং কুলদীপের সেখানে থাকা উচিত। তিনি 8 নম্বরে ব্যাট করতে পারেন এবং মিডল ওভারে স্পিনারদের মারতে পারেন।  অক্ষর এবং জাদেজারা সত্যিই প্রতিভাবান৷’’ দিল্লি ক্যাপিটালসের সংবাদ সম্মেলনে  ডিসি বনাম এমআই ম্যাচের আগে নিজের পছন্দ বেছে নিয়েছেন তিনি৷
সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “অক্ষর বিশ্বকাপে নিশ্চিত। ঋষভ এবং কুলদীপের সেখানে থাকা উচিত। তিনি 8 নম্বরে ব্যাট করতে পারেন এবং মিডল ওভারে স্পিনারদের মারতে পারেন।  অক্ষর এবং জাদেজারা সত্যিই প্রতিভাবান৷’’ দিল্লি ক্যাপিটালসের সংবাদ সম্মেলনে  ডিসি বনাম এমআই ম্যাচের আগে নিজের পছন্দ বেছে নিয়েছেন তিনি৷
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের উইকেট-রক্ষক কে হবেন?টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের উইকেট-রক্ষক হিসাবে ঋষভ পন্থ না  এবং সঞ্জু স্যামসন? এই প্রশ্নের উত্তরে সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন যে পন্থ দলে নিশ্চিত এবং বলেছেন স্যামসনও একজন ভাল ক্রিকেটার৷
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের উইকেট-রক্ষক কে হবেন?
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের উইকেট-রক্ষক হিসাবে ঋষভ পন্থ না  এবং সঞ্জু স্যামসন? এই প্রশ্নের উত্তরে সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন যে পন্থ দলে নিশ্চিত এবং বলেছেন স্যামসনও একজন ভাল ক্রিকেটার৷
সৌরভ বলেন,  "আমি ঋষভ ও সঞ্জুকে ভালবাসি। দুজনেই যেতে পারে, কিন্তু ঋষভই যাবে। সঞ্জু আরআর-র অধিনায়ক এবং সে ভাল ব্যাট করতে পারে।"
সৌরভ বলেন,  “আমি ঋষভ ও সঞ্জুকে ভালবাসি। দুজনেই যেতে পারে, কিন্তু ঋষভই যাবে। সঞ্জু আরআর-র অধিনায়ক এবং সে ভাল ব্যাট করতে পারে।”

Gautam Gambhir argues with fourth umpire: মাত্র এক রানের জন্য ঝামেলায় জড়ালেন গৌতম গম্ভীর, পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের ভিডিও ভাইরাল

পঞ্জাবের বিরুদ্ধে ২৬১ রানের পাহাড়প্রমাণ রান তুলেও পর্যুদস্ত হতে হয়েছে কেকেআরকে। শশাঙ্ক এবং বেয়ারস্টোর ঝোড়ো ব্যাটিংয়ের সামনে দিশেহারা লেগেছে কেকেআর বোলিং বিভাগকে। ৮ বল বাকি থাকতেই প্রয়োজনীয় ২৬২ রান তুলে নেয় নাইটরা। এর মধ্যেই ভাইরাল হল গৌতম গম্ভীরের একটি ভিডিও, যেখানে দেখা গিয়েছে চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্ক করছেন কেকেআরের মেন্টর।

আরও খবর: ভোট দিতে এসে শামির মুখে মোদির নাম, কী বললেন ভারতীয় পেসার?

ঠিক কী ঘটেছিল কেকেআর বনাম পঞ্জাব ম্যাচে?  ঘটনাটি ঘটে কেকেআরের ব্যাটিংয়ের সময় ১৪তম ওভারের শেষ বলে, ব্যাট করছিলেন রাসেল। রাহুল চাহারের বল কভারে ঠেলে দেন। আশুতোষ শর্মা বলটি ধরে উইকেটকিপার জিতেশ শর্মার থেকে একটু দূরে থ্রো করেন। সেই সুযোগে ওভার থ্রোর জন্য রাসেল একটি রান নেন। কিন্তু আম্পায়ার অনিল চৌধরি বলটিকে ডেড ঘোষণা করেন এবং কেকেআরের নেওয়া একটি রান বাতিল হয়ে যায়। তার পরেই ঝামেলায় জড়ান কেকেআর মেন্টর। যদিও কেকেআরের রানটি বাতিলই ঘোষণা হয়। কিন্তু চতুর্থ আম্পায়ারের সঙ্গে গম্ভীরের এই ঝামেলার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

আরও খবর: কেকেআর বনাম পঞ্জাব ম্যাচে হল ৫ মহারেকর্ড, জেনে নিন বিস্তারিত

পঞ্জাবের বিরুদ্ধে হারের পরেও ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে কেকেআর দু‘নম্বরেই রয়েছে। যদিও এই পরিমাণ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে তিন এবং চারে রয়েছে হায়দরাবাদ এবং লখনউ।

KKR vs PBKS: কেকেআর বনাম পঞ্জাব ম্যাচে হল ৫ মহারেকর্ড, জেনে নিন বিস্তারিত

শুক্রবার ইডেন গার্ডেন্স সাক্ষী থাকল টি-২০ ক্রিকেটের এক ঐতিহাসিক ম্যাচে। প্রথমে ব্যাট করে ২৬১ রান করে কেকেআর। জবাবে ৮ বল বাকি থাকতেই জয় পায় পঞ্জাব কিংস। ম্যাচে হল ৫টি অনন্য রেকর্ড।
শুক্রবার ইডেন গার্ডেন্স সাক্ষী থাকল টি-২০ ক্রিকেটের এক ঐতিহাসিক ম্যাচে। প্রথমে ব্যাট করে ২৬১ রান করে কেকেআর। জবাবে ৮ বল বাকি থাকতেই জয় পায় পঞ্জাব কিংস। ম্যাচে হল ৫টি অনন্য রেকর্ড।
আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি রান তাড়া করে ম্যাচ জেতার রেকর্ড নিজেদের নামে করল পঞ্জাব। এর আগে এই রেকর্ড ছিল রাজস্থান রয়্যালসের। ২০২০ সালে পঞ্জাবের বিরুদ্ধেই ২২৪ রান তাড়া করে জিতেছিল রাজস্থান। (Photo Courtesy- IPL X)
আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি রান তাড়া করে ম্যাচ জেতার রেকর্ড নিজেদের নামে করল পঞ্জাব। এর আগে এই রেকর্ড ছিল রাজস্থান রয়্যালসের। ২০২০ সালে পঞ্জাবের বিরুদ্ধেই ২২৪ রান তাড়া করে জিতেছিল রাজস্থান।
(Photo Courtesy- IPL X)
শুধু আইপিলের ইতিহাসেই নয়, টি২০ ক্রিকেটের ইতিহাসেও পঞ্জাব কিংস সবথেকে বড় রান তাড়া করে জিতল। এর আগে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৫৯ রান তাড়া করে জিতেছিল। পঞ্জান কিংস জিতল ২৬১ তাড়া করে।(Photo Courtesy- IPL X)
শুধু আইপিলের ইতিহাসেই নয়, টি২০ ক্রিকেটের ইতিহাসেও পঞ্জাব কিংস সবথেকে বড় রান তাড়া করে জিতল। এর আগে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৫৯ রান তাড়া করে জিতেছিল। পঞ্জান কিংস জিতল ২৬১ তাড়া করে।
(Photo Courtesy- IPL X)
কেকেআর বনাম পঞ্জাব কিংস ম্যাচে মোট ৪২ টি ছয় হয়েছে। যা শুধু আইপিএল নয়, টি-২০ ক্রিকেটের ইতিহাসে একটি ম্যাচে হওয়া সর্বাধিক ছয় । এর আগে এই রেকর্ড ছিল হায়দরাবাদ-মুম্বই এবং হায়দরাবাদ-বেঙ্গালুরু ম্যাচে। দুটি ম্যাচেই ৩৮টি করে ছয় হয়েছিল। (Photo Courtesy- IPL X)
কেকেআর বনাম পঞ্জাব কিংস ম্যাচে মোট ৪২ টি ছয় হয়েছে। যা শুধু আইপিএল নয়, টি-২০ ক্রিকেটের ইতিহাসে একটি ম্যাচে হওয়া সর্বাধিক ছয় । এর আগে এই রেকর্ড ছিল হায়দরাবাদ-মুম্বই এবং হায়দরাবাদ-বেঙ্গালুরু ম্যাচে। দুটি ম্যাচেই ৩৮টি করে ছয় হয়েছিল। (Photo Courtesy- IPL X)
এছাড়া আইপিএলের ইতিহাসে একটি ইনিংসে সর্বাধিক ছয় মারার রেকর্ডও হল কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস ম্যাচে। কেকেআরের বিরুদ্ধে পঞ্জাবের ব্যাটাররা মোট ২৪টি ছয় মারেন। (Photo Courtesy- IPL X)
এছাড়া আইপিএলের ইতিহাসে একটি ইনিংসে সর্বাধিক ছয় মারার রেকর্ডও হল কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস ম্যাচে। কেকেআরের বিরুদ্ধে পঞ্জাবের ব্যাটাররা মোট ২৪টি ছয় মারেন। (Photo Courtesy- IPL X)
আইপিএলের ইতিহাসে কোনও ম্যাচে দুই ইনিংস মিলিয়ে সর্বাধিক রানের নিরিখে কেকেআর বনাম পঞ্জাব ম্যাচ জায়গা করে নিল তৃতীয় স্থানে। শুক্রবার ইডেনে হয় মোট ৫২৩ রান। এর আগে হায়দরাবাদ-মুম্বই ম্যাচেও হয়েছিল ৫২৩ রান। ৫৪৯ রান করে প্রথমে রয়েছে আরসিবি বনাম হায়দরাবাদ ম্যাচ।
আইপিএলের ইতিহাসে কোনও ম্যাচে দুই ইনিংস মিলিয়ে সর্বাধিক রানের নিরিখে কেকেআর বনাম পঞ্জাব ম্যাচ জায়গা করে নিল তৃতীয় স্থানে। শুক্রবার ইডেনে হয় মোট ৫২৩ রান। এর আগে হায়দরাবাদ-মুম্বই ম্যাচেও হয়েছিল ৫২৩ রান। ৫৪৯ রান করে প্রথমে রয়েছে আরসিবি বনাম হায়দরাবাদ ম্যাচ।

Punjab Kings Create World Record: টি-২০ ক্রিকেটে নয়া ইতিহাস তৈরি করল পঞ্জাব কিংস, গড়ল দুই বিশ্বরেকর্ড

ক্রিকেট অনিশ্চয়তার খেলা। তা আরও একবার প্রমাণিত হল শক্রবারের ইডেন গার্ডেন্সে আইপিএলের ম্যাচে। কেকেআর যখন প্রথমে ব্যাট করে ২৬১ রান করে কেউ ভাবতেও পারেনি এই ম্যাচ হারতে পারে নাইটরা। (Photo Courtesy- IPL X)
ক্রিকেট অনিশ্চয়তার খেলা। তা আরও একবার প্রমাণিত হল শক্রবারের ইডেন গার্ডেন্সে আইপিএলের ম্যাচে। কেকেআর যখন প্রথমে ব্যাট করে ২৬১ রান করে কেউ ভাবতেও পারেনি এই ম্যাচ হারতে পারে নাইটরা। (Photo Courtesy- IPL X)
সেই অসাধ্য সাধন করে দেখাল পঞ্জাব কিংস। ৮ বল বাকি থাকতেই সহজেই পাহাড় প্রমাণ রান তাড়া করে জিতল প্রীতি জিন্টার দল। সৌজন্যে জনি বেয়ারস্টো, প্রভসিমরন সিং, শশাঙ্ক সিং, প্রভসিমরন সিংদের বিধ্বংসী ব্যাটিং। (Photo Courtesy- IPL X)
সেই অসাধ্য সাধন করে দেখাল পঞ্জাব কিংস। ৮ বল বাকি থাকতেই সহজেই পাহাড় প্রমাণ রান তাড়া করে জিতল প্রীতি জিন্টার দল। সৌজন্যে জনি বেয়ারস্টো, প্রভসিমরন সিং, শশাঙ্ক সিং, প্রভসিমরন সিংদের বিধ্বংসী ব্যাটিং। (Photo Courtesy- IPL X)
কেকেআরের ২৬২ রান তাড়া করে জিতে দুটি বড় রেকর্ড গড়ল পঞ্জাব কিংস। আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি রান তাড়া করে ম্য়াচ জেতার রেকর্ড নিজেদের নামে করল পঞ্জাব। এর আগে এই রেকর্ড ছিল রাজস্থান রয়্যালসের। ২০২০ সালে পঞ্জাবের বিরুদ্ধেই ২২৪ রান তাড়া করে জিতেছিল রাজস্থান। (Photo Courtesy- IPL X)
কেকেআরের ২৬২ রান তাড়া করে জিতে দুটি বড় রেকর্ড গড়ল পঞ্জাব কিংস। আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি রান তাড়া করে ম্য়াচ জেতার রেকর্ড নিজেদের নামে করল পঞ্জাব। এর আগে এই রেকর্ড ছিল রাজস্থান রয়্যালসের। ২০২০ সালে পঞ্জাবের বিরুদ্ধেই ২২৪ রান তাড়া করে জিতেছিল রাজস্থান। (Photo Courtesy- IPL X)
শুধু আইপিলের ইতিহাসেই নয়, টি২০ ক্রিকেটের ইতিহাসেও পঞ্জাব কিংস সবথেকে বড় রান তাড়া করে জিতল। এর আগে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৫৯ রান তাড়া করে জিতেছিল। পঞ্জান কিংস জিতল ২৬১ তাড়া করে। (Photo Courtesy- IPL X)
শুধু আইপিলের ইতিহাসেই নয়, টি২০ ক্রিকেটের ইতিহাসেও পঞ্জাব কিংস সবথেকে বড় রান তাড়া করে জিতল। এর আগে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৫৯ রান তাড়া করে জিতেছিল। পঞ্জান কিংস জিতল ২৬১ তাড়া করে। (Photo Courtesy- IPL X)
প্রসঙ্গত, পঞ্জাব কিংসের এই ঐতিহাসিক জয়ে বড় ভূমিকা নেন জনি বেয়ারস্টো। শতরান করেন তিনি। ৪৮ বলে ১০৮ রান করে অপরাজিত থাকেন তিনি। এছাড়া ২৮ বলে ৬৮ রান করেন শশাঙ্ক সিং ও ২০ বলে ৫৪ রান করেন প্রভসিমরন সিং। (Photo Courtesy- IPL X)
প্রসঙ্গত, পঞ্জাব কিংসের এই ঐতিহাসিক জয়ে বড় ভূমিকা নেন জনি বেয়ারস্টো। শতরান করেন তিনি। ৪৮ বলে ১০৮ রান করে অপরাজিত থাকেন তিনি। এছাড়া ২৮ বলে ৬৮ রান করেন শশাঙ্ক সিং ও ২০ বলে ৫৪ রান করেন প্রভসিমরন সিং। (Photo Courtesy- IPL X)

KKR Team News: ইডেনে পঞ্জাবের তাণ্ডব, নতুন ইতিহাসের সাক্ষী কেকেআর বনাম পঞ্জাব ম্যাচে হার সঙ্গী নাইটদের

কলকাতা: কেকেআরের পর ইডেনে পঞ্জাব ব্যাটারদের তাণ্ডব, মরশুমের দ্বিতীয় হার শাহরুখের দলের।কেকেআর বনাম পঞ্জাব কিংস ম্যাচ এ কী দেখল ইডেন গার্ডেন্স। কেকেআর ব্যাটাররা যখন ব্যাট করছিলেন তখন দেখে মনে হচ্ছিল পঞ্জাব বোলাররা লাইন -লেংথের ব্যকরণ ভুলে গেছেন। আর যখন নাইট বোলাররা বল করল তখন কার্যত জনি বেয়রেস্তো, প্রভাসিমরন সিং, শশাঙ্ক সিং সকলে এমন মার মারলেন যে কেকেআর বোলাররা একেবারে ল্যাজে গোবরে হয়ে গেলেন৷

পিবিকেএস ৮ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতল পঞ্জাব৷ এদিন শুধু তারা জিতল তাই নয় রেকর্ড রান তাড়া করে জিতে আইপিএলের ইতিহাস বইয়ে ঢুকে গেল৷

এদিন টসে জিতে কেকেআরকে ব্যাট করতে পাঠায় পঞ্জাব৷ ২০ ওভারে ৬ উইকেটে ২৬১ রান করে কেকেআর৷ ৩৭ বলে ৭৫ রান করেন ফিল সল্ট, নারিনের অবদান ৩২ বলে ৭১৷ ভেঙ্কটেশ আইয়ার২৩ বলে ৩৯ রান করেন৷ অধিনায়ক শ্রেয়স আইয়ার ১০ বলে ২৮ রান, আন্দ্রে রাসেল ১২ বলে ২৪ রান করেন৷ সব কিছু যোগ করেই ২৬১ রানের বড় স্কোর খাড়া করে নাইটরা৷

এদিক বেশ তাগড়াই রান হয়েছে ভেবে কেকেআর বোলাররা যখন বল করতে নামেন তখন বোঝা যায় কত ধানে কত চাল! পঞ্জাব কিংস ব্যাটাররা ধামাল শুরু করেন৷ ফ্ল্যাট পিচে একেবারে পাড়ার ক্রিকেট স্তরে বোলারদের নামিয়ে আনে টিম পঞ্জাব৷ ২০ বলে ৫৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন পিবিকেএস ওপেনার প্রভসিমরন সিং৷ এদিকে জনি বেয়রেস্তো এদিন দুরন্ত ঝড় তোলেন৷ ইংলিশ ঝড়ে কলকাতা লুটপুট হয়ে যায়৷ ৪৮ বলে ১০৮ রান করেন তিনি৷ তাঁর এদিনের ইনিংস সাজানো ৮ টি চার ও ৯টি ছক্কা দিয়ে৷ তিনি ছাড়াও এদিন শশাঙ্ক সিংও বিধ্বংসী ফর্মেই ছিলেন৷ তিনি করেন ২৮ বলে ৬৮ রান৷

এদিন পঞ্জাব ইনিংসে একটি রান আউট হয় এবং একটি মাত্র পঞ্জাব ইনিংসের উইকেট তুলতে পারেন সুনীল নারিন৷ মিচেল স্টার্ক এদিন বাদ থাকায় তাঁর জায়গায় এসেছিলেন দুষ্যন্ত চামারা৷ তিনি ৩ ওভারে ৪৮ রান দিয়ে একটিও উইকেট পাননি৷ তাছাড়াও হর্ষিত রানা অনুকূল রয়, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল সকলেই প্রবল মার খান৷

এদিনের হারের পরেও অবশ্য শুক্রবার কেকেআর পয়েন্ট টেবলের ২ নম্বরেই রইল৷ ৮ ম্যাচের ৫টি জয় ও ৩ টি হার কেকেআরের কপালে৷ এছাড়াও এদিকে এদিনের জয়ের পর পঞ্জাব কিংসের জয়ের সংখ্যা হল ৩টি৷ তারা পয়েন্ট টেবলের আট নম্বরে রয়েছে৷ এদিকে এদিন এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড হতে দেখল  ইডেন গার্ডেন্সে৷ এদিন কেকেআর বনাম পিবিকেএস ম্যাচে ৪২ টি ছয় মারল দু দল মিলে৷

KKR Team News: কেকেআরের ওপেনিং জুটি যেন বোমা! বিপক্ষের বোলারদের পিটিয়ে ছাতু করে নয়া রেকর্ড নারিনের

: কেকেআরে এখন তারার চমক৷ যা ছুঁচ্ছেন তাই এখন সোনা৷ সুনীল নারিন এবং ফিল সল্ট জুটি মাত্র ৮ ওভারে ১০০ রানের পার্টনারশিপ করেছেন৷ মাত্র ৪৮ বলে শতরানের পার্টনারশিপ করে এদিন কেকেআর ফ্যানদের একেবারে মন জিতে নেন৷ Photo- AP
: কেকেআরে এখন তারার চমক৷ যা ছুঁচ্ছেন তাই এখন সোনা৷ সুনীল নারিন এবং ফিল সল্ট জুটি মাত্র ৮ ওভারে ১০০ রানের পার্টনারশিপ করেছেন৷ মাত্র ৪৮ বলে শতরানের পার্টনারশিপ করে এদিন কেকেআর ফ্যানদের একেবারে মন জিতে নেন৷ Photo- AP
সুনীল নারিন এদিন নয়া মাইলস্টোন পার করলেন৷ এদিন ঘরের মাঠে ৫০০ রান পার করলেন৷ এই নিয়ে তাঁর নতুন মুকুটে নতুন পালক লাগল৷ Photo Courtesy- KKR X Account
সুনীল নারিন এদিন নয়া মাইলস্টোন পার করলেন৷ এদিন ঘরের মাঠে ৫০০ রান পার করলেন৷ এই নিয়ে তাঁর নতুন মুকুটে নতুন পালক লাগল৷ Photo Courtesy- KKR X Account
এদিকে এদিনের পারফরম্যান্সের পর তাঁকে ব্ল্যাক মাম্বা সাপের সঙ্গে তুলনা করে পোস্ট করে কেকেআর৷ তাঁকে মাম্বা বলা হয় এদিনের ৩২ বলের ৭১ রানের ইনিংস খেলেন৷ ব্ল্যাক মাম্বা সাপের বিষে যেমন সকলে বিষাহত হয় ঠিক সেরকমই সুনীল নারিন ছোবলে প্রতিপক্ষ জ্বলে যাচ্ছে৷ Photo Courtesy- KKR X Account
এদিকে এদিনের পারফরম্যান্সের পর তাঁকে ব্ল্যাক মাম্বা সাপের সঙ্গে তুলনা করে পোস্ট করে কেকেআর৷ তাঁকে মাম্বা বলা হয় এদিনের ৩২ বলের ৭১ রানের ইনিংস খেলেন৷ ব্ল্যাক মাম্বা সাপের বিষে যেমন সকলে বিষাহত হয় ঠিক সেরকমই সুনীল নারিন ছোবলে প্রতিপক্ষ জ্বলে যাচ্ছে৷ Photo Courtesy- KKR X Account
এদিকে ফিল সল্টের সঙ্গে সুনীল নারিনের সম্পর্কও একেবারে সোনার সঙ্গে সোহাগার৷ দুই ওপেনার কেকেআরকে যে স্টার্টটা দিচ্ছেন তা তাদের এক ধাক্কায় অনেকটা এগিয়ে দিচ্ছে৷ Photo- AP
এদিকে ফিল সল্টের সঙ্গে সুনীল নারিনের সম্পর্কও একেবারে সোনার সঙ্গে সোহাগার৷ দুই ওপেনার কেকেআরকে যে স্টার্টটা দিচ্ছেন তা তাদের এক ধাক্কায় অনেকটা এগিয়ে দিচ্ছে৷ Photo- AP
ফিল সল্ট ৩৭ বলে ৭৫ রান করে আউট হন৷ সল্ট ও নারিন যুগলবন্দি বিপক্ষের বোলারদের সব লাইন লেংথ ঘেঁটে দিয়ে পাড়া ক্রিকেটের ভাষায় ‘বলের সুতো’ খুলে দিচ্ছেন যা নাইটদের ২০০ পেরোন টোটালের অন্যতম সিক্রেট৷ Photo Courtesy- KKR X Account 
ফিল সল্ট ৩৭ বলে ৭৫ রান করে আউট হন৷ সল্ট ও নারিন যুগলবন্দি বিপক্ষের বোলারদের সব লাইন লেংথ ঘেঁটে দিয়ে পাড়া ক্রিকেটের ভাষায় ‘বলের সুতো’ খুলে দিচ্ছেন যা নাইটদের ২০০ পেরোন টোটালের অন্যতম সিক্রেট৷ Photo Courtesy- KKR X Account

Mohammad Shami on Narendra Modi: ভোট দিতে এসে শামির মুখে মোদির নাম, কী বললেন ভারতীয় পেসার?

লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আমরোহাতে ভোট দিলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার মহম্মদ শামি। ২৬ এপ্রিল উত্তরপ্রদেশের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ হয়, যার মধ্য়ে মিরাট, গাজিয়াবাদ, আলিগড়, মথুরা-সহ শামির আমরোহা কেন্দ্রও রয়েছে। তবে ভোট দিয়ে বেরিয়ে শামির মুখে উঠে এল মোদির প্রসঙ্গ।

আরও খবর: আগে ভোট, পরে বিয়ে! বরের পোশাকে ভোট দিতে এসে শিরোনামে মহারাষ্ট্রের তরুণ

শুক্রবার আমরোহায় ভোট দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে মহম্মদ শামি বলেন, “আমি শুধু বলতে চাই প্রতিটা নাগরিকেরই ভোট দিয়ে নিজের পছন্দের সরকার নির্বাচনের অধিকার রয়েছে।” সেই সঙ্গে তিনি বলেন, “এটা গর্বের ব্য়াপার যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ভাষণ আমার নাম উল্লেখ করেছেন এবং আমার খেলার প্রশংসা করেছেন।”

আরও খবর: স্ত্রীর গয়নায় স্বামীর কোনও অধিকার নেই, স্ত্রীধন নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের

প্রসঙ্গত, ১৯ এপ্রিল উত্তরপ্রদেশের আমরোহাতে এক জনসভায় শামির ভূয়সী প্রশংসা করে মোদি বলেন, “সারা বিশ্ব ক্রিকেট বিশ্বকাপে মহম্মদ শামির দুর্দান্ত খেলা দেখেছে। ক্রীড়া জগতে শামির অসাধারণ পারফরমেন্সের জন্য কেন্দ্রীয় সরকার অর্জুন পুরস্কার দিয়েছে।” এছাড়াও ২৭ ফেব্রুয়ারি গোড়ালির অস্ত্রোপচারের পর শামির আরোগ্য কামনা করে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরোহার জনসভায় মোদি শামিকে নিয়ে যা বলেছিলেন শামি ভোটের দিন সেই প্রসঙ্গেই তুলে আনলেন মোদির কথা।

Weightlifter: অভাবকে সঙ্গে নিয়েই স্বপ্ন বুনছেন যুবক

পশ্চিম মেদিনীপুর: অভাব কোনওদিন বন্ধ করতে পারেনি স্বপ্ন দেখাকে। যে পরিমাণ ওজন তিনি দু’হাতে তুলতে পারেন তার থেকেও বেশি তিনি স্বপ্ন বুনতে পারেন। সংসারে অভাব। স্ত্রী, বাচ্চা, সংসার নিয়ে সারাদিন বেশ কষ্টই কাটে তাঁর। কাঠ দিয়ে যেমন মনের মত সুন্দর সুন্দর ফার্নিচার গড়ে তুলতে পারেন তেমনই স্বপ্নকেও তিনি এক একটি দিন গড়ে তুলছেন নিজের মত করে।

পেশাগতভাবে তিনি কাঠের কাজ করে সংসার চালান। কিন্তু তাঁর স্বপ্ন বড় ওয়েট লিফটার বা ভারোত্তোলক হওয়া। ওয়েট লিফটিং করে দেশকে পৌঁছে দেওয়া দশের কাছে। কিন্তু বাধা সামর্থ্য। তবে অদম্য তাঁর মনের জোর। সমাজই তাঁর অনুপ্রেরণা। মানুষের ভালোবাসা এগিয়ে নিয়ে যাচ্ছে তাকে।

আর‌ও পড়ুন: হজে যাওয়ার আগে বাধ্যতামূলকভাবে মানতে হবে এই নিয়ম

পশ্চিম মেদিনীপুরের এমনই এক কৃতি সন্তান কার্তিক ভূঁইয়া। তিনি খেলেছেন জেলা এবং রাজ্যের একাধিক টুর্নামেন্ট। ঝুলিতে রয়েছে পুরস্কারও। কিন্তু সেই পুরস্কার-সম্মান তো আর সংসার চালাবে না! সংসার চালাতে কাঠের কাজের দিন মজুরি করেন। ছোট থেকেই তাঁর নেশা ওয়েট লিফটিং করা। স্কুল জীবন থেকেই তিনি ধরেছেন সংসারের হাল। ২০০০ সাল থেকে নিজেকে সুস্থ রাখার তাগিদেই শুরু ওয়েট লিফটিং।সেই মতনিজেকে এক এক করে তুলে ধরেছেন। সকাল থেকে রাত এক করে স্বপ্ন দেখে যাচ্ছেন তিনি।

রঞ্জন চন্দ