Category Archives: দেশ

Monkey viral video: বাড়িতে ঢুকে পিউরিফায়ারের জল খাচ্ছে হনুমান, ভাইরাল ‘স্মার্ট হনুমানের’ ভিডিয়ো

বাঁদরের অনেক ব্য়বহারই মানুষকে মজা দেয়। বাঁদর অনেক সময়ই নকল করতে গিয়ে মানুষের অনেক ব্য়বহারই এতই অবিকল নকল করে ফেলে, যে ভাইরাল হয়ে যায় তাদের আচরণ। তেমনই বেঙ্গালুরুতে ভাইরাল হল এক তৃষ্ণার্ত বাঁদরের জল খাওয়ার ভিডিয়ো।

আরও খবর: রোদের মধ্যে বেরোতে হচ্ছে, মাথায় পরতে পারেন এসি হেলমেট, কোথায় পাওয়া যাবে?

বেঙ্গালুরু-সহ দক্ষিণ ভারত জুড়ে চলছে তীব্র জলসঙ্কট। জলের জোগান দিতে হিমশিম খাচ্ছে সরকারও। তার মধ্যেই ভাইরাল হয়েছে বাঁদরের জল খাওয়ার একটি ভিডিয়ো। ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি বাঁদর রান্নাঘরে ঢুকে পিউরিফায়ার থেকে জল খাওয়ার চেষ্টা করছে। কল দিয়ে জল পড়ছে না দেখে কিছু ক্ষণ চেষ্টার পরে পিউরিফায়ারের কল খুলে জল খাওয়া শুরু করে। বারান্দায় বসে থাকা অন্য একটি বাঁদর সেই বাঁদরটির জল খাওয়া দেখছে।

আরও খবর: তিন বছর পরে ধরে ভারতে আটকে বাংলাদেশি শিশু, অবশেষে ফিরল দেশে

বাঁদরের এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পরেই নেটাগরিকদের মনে প্রশ্ন যে মানুষের সঙ্গে কি পশুপাখিরাও পানীয় জলের সমস্য়ার মুখোমুখি হচ্ছে। ভাইরাল ভিডিয়োটির ক্যাপশানে লেখা আছে, ’বাঁদর তৃষ্ণার্ত: জলের সন্ধানে রান্নাঘরের জানলা দিয়ে হানা দিচ্ছে। বেঙ্গালুরুর জল সঙ্গটের কারণে শুধু মানুষ নয়, সমস্যায় পড়ছে পশুপাখিরাও সমস্যায় পড়ছে। আসুন তাদের জন্য জল বাঁচাতে সাহায্য় করি’।

Bangladeshi child reunites after 3 years: তিন বছর পরে ধরে ভারতে আটকে বাংলাদেশি শিশু, অবশেষে ফিরল দেশে

সালটা ২০২১, দুর্ঘটনাবশত ভারতে ঢুকে পড়েছিল এক শিশু, তার পর টানা তিন বছর আটকে ছিল ভারতে। অবশেষে অসমের দক্ষিণ সালমারা মানকাচর জেলার প্রশাসনের সাহায্যে দেশে ফিরল সেই শিশু। তিন বছর আগে মানকাচর এলাকার সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পরে সেই শিশু। তার পরে তাকে আটক করে অসমের বোকো চাইল্ড প্রোটেকশন সেলের কাছে রাখা হয়।

আরও খবর: মাত্র এক রানের জন্য ঝামেলায় জড়ালেন গৌতম গম্ভীর, পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের ভিডিও ভাইরাল

ভারতে প্রবেশের পরে ২০২১ সালে ভারতে প্রবেশ করার পরে শিশুটিকে আটক করে মানকাচর পুলিশ। তার পর সেই থানা ৮৯২/২০২১ কেস নম্বর দিয়ে  মামলা রুজু করে। তার পরে অসমের বোকো চায়েল্ড প্রোটেকশন সেলের তত্ত্বাবধানে রাখা হয়। তার পর দক্ষিণ সালমারা মানিকচর জেলার লিগাল সার্ভিস অথারিটির সাহায্য়ে শিশুটিকে ফিরিয়ে দেওয়া হয়।

আরও খবর: রোদের মধ্যে বেরোতে হচ্ছে, মাথায় পরতে পারেন এসি হেলমেট, কোথায় পাওয়া যাবে?

শুক্রবার অসম পুলিশ এবং মেঘালয় পুলিশের সাহায্য়ে শিশুটিকে বাংলাদেশের বর্ডার গার্ড অফ পুলিশের (বিজিবি) হাতে তুলে দেওয়া হয়। তিন বছর পরে আইনি জটিলতা পেরিয়ে শিশুটিকে ফিরে পেয়ে খুশি পরিবার। তারা পুলিশ, লিগাল সার্ভিস অথারিটি এবং বিএসএফের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

AC helmet for heat relief: রোদের মধ্যে বেরোতে হচ্ছে, মাথায় পরতে পারেন এসি হেলমেট, কোথায় পাওয়া যাবে?

দেশ জুড়ে চলছে তাপপ্রবাহ। দেশের অনেক প্রান্তেই তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি। পশ্চিমবঙ্গেও তাপপ্রবাহের জন্য় অস্থির হয়েছে পরিস্থিতি, কোথাও কোথাও তাপমাত্রা ৪৪ ডিগ্রিও ছড়িয়েছে। তার মধ্যে যারা রোদের মধ্যে বেরোচ্ছেন বা সারাক্ষণ রোদে দাঁড়িয়েই ডিউটি করেন তাদের জন্য পরিস্থিতি আরও অস্বস্তিকর। আবার অনেকেই আছেন যাদের হেলমেট পরতে হয় যেমন ট্রাফিক পুলিশ, বা বাইক বা স্কুটি নিয়ে যারা যাতায়াত করেন। তাদের জন্য স্বস্তির খবর। তৈরি করা হয়েছে এসি হেলমেট। কোথায় পাওয়া যাচ্ছে এই এসি হেলমেট?

আরও খবর: মাত্র এক রানের জন্য ঝামেলায় জড়ালেন গৌতম গম্ভীর, পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের ভিডিও ভাইরাল

আবহাওয়ার কথা মাথায় রেখে গুজরাতের ইন্ডিয়ান ইন্সটিউট অফ ম্যানেজমেন্টের ছাত্রের তৈরি করেছেন শীতাতপ নিয়ন্ত্রিত হেলমেট। ভাদোদরা ট্রাফিক পুলিশের জন্য এই ধরনের হেলমেট তৈরি করা হয়েছে। ব্যাটারিচালিত এই হেলমেটগুলি রোদের প্রখর তাপেও স্বস্তি দেবে ভাদোদরার ট্রাফিক পুলিশদের। আপাতত ৪৫০ জন পুলিশকর্মীদের এই ধরনের হেলমেট দেওয়া হয়েছে।

আরও খবর: ভোট দিতে এসে শামির মুখে মোদির নাম, কী বললেন ভারতীয় পেসার?

ট্রাফিক পুলিশদের এসি হেলমেট দেওয়ার উদ্যোগ এই প্রথম নয়। গত বছর আহমেদাবাদ ট্রাফিক পুলিশের কর্মীদের এই ধরনের হেলমেট দেওয়া হয়েছে। এ ছাড়াও লখনউতেও ট্রাফিক পুলিশদের এই ধরনের হেলমেট দেওয়া শুরু হয়েছে। অনলাইনে এই ধরনের হেলমেট পাওয়া গেলেও সাধারণ মানুষের মধ্যে ততটাও প্রচলিত হয়নি। তবে রোদের তাপ থেকে রেহাই পেতে অনলাইনে এই ধরনের হেলমেট কিনতেই পারেন।

Crime: অর্জুন পুরস্কারপ্রাপ্ত সিআরপিএফ কর্তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, বরখাস্ত করল সরকার

যৌন হয়রানির অভিযোগে সিআরপিএফ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) পদমর্যাদার প্রাক্তন চিফ স্পোর্টস অফিসারকে বরখাস্ত করার প্রক্রিয়া শুরু করল কেন্দ্র সরকার। সূত্র মারফত এই খবর জানা গিয়েছে। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে (সিআরপিএফ) কর্মরত কয়েকজন মহিলা তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন।

সরকারী সূত্র অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রক ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) সুপারিশ গ্রহণ করার পরে, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল খাজান সিংকে বরখাস্তের নোটিশ পাঠানো হয়েছে। ১৫ দিনের মধ্যে অভিযুক্তর কাছ থেকে প্রাপ্ত জবাব বিবেচনা করে এ বিষয়ে চূড়ান্ত আদেশ জারি করা হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে। তবে খাজান সিং এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি।

যৌন হয়রানির অভিযোগে সিআরপিএফ পরিচালিত তদন্তে ‘দোষী’ প্রমাণিত হওয়া খাজন সিং বর্তমানে মুম্বাইতে পোস্টিং। সম্প্রতি তাঁর বিরুদ্ধে একটি বরখাস্তের নোটিশ জারি করা হয়েছিল। সিআরপিএফ সদর দফতর অভ্যন্তরীণ কমিটির তদন্ত প্রতিবেদন গ্রহণ করেছে এবং যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য ইউপিএসসি এবং স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠিয়েছে। সূত্রের খবর, ইউপিএসসি এবং স্বরাষ্ট্র মন্ত্রক খাজন সিংকে বরখাস্ত করার প্রক্রিয়া শুরু করেছে।

আরও পড়ুন– রাশিফল ১৫ এপ্রিল- ২১ এপ্রিল: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

খাজান সিংয়ের বিরুদ্ধে দুটি যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাঁকে বরখাস্তের নোটিস দেওয়া হয়েছে। আরেকটি মামলা বিবেচনা করা হচ্ছে বলে সূত্র জানিয়েছে। খাজান সিং দেশের বৃহত্তম আধাসামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের চিফ স্পোর্টস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

প্রসঙ্গত, ১৯৮৬ সালের সিওল এশিয়ান গেমসে ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে খাজান সিং রৌপ্য পদক জিতেছিলেন। ১৯৫১ সালের পর এটাই ছিল সাঁতারে ভারতের প্রথম পদক। প্রসঙ্গত, এর আগে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত যৌন হেনস্থার অভিযোগ অস্বীকার করেছিলেন খাজান সিং। তিনি বলেছিলেন, সমস্ত অভিযোগ ‘পুরোপুরি মিথ্যা’ এবং তাঁর ভাবমূর্তি নষ্টের চেষ্টা হচ্ছে।

বর্তমানে সিআরপিএফ-এ ৩.২৫ লক্ষ কর্মী রয়েছে। ১৯৮৬ সালে প্রথমবার সিআরপিএফ-এ মহিলাদের অন্তর্ভুক্ত করা হয়েছিল। বর্তমানে মোট ছয়টি মহিলা ব্যাটালিয়ন রয়েছে, যেখানে প্রায় ৮ হাজার মহিলা কর্মরত।

Manipur terror attack: ভোট মিটতেই অশান্ত মণিপুর! সিআরপিএফ শিবিরে জঙ্গিদের বেপরোয়া গুলি, মৃত ২ জওয়ান

ইম্ফল: দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের পরদিনই ফের অশান্ত মণিপুর৷ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর উপরে কুকি জঙ্গিদের অতর্কিত হামলায় প্রাণ হারালেন দুই সিআরপিএফ জওয়ান৷ আহত হয়েছেন আরও দুই জওয়ান৷ এ দিন ভোররাতে মণিপুরের বিষ্ণুপুর জেলার নারানসেইনা গ্রামে এই ঘটনা ঘটে৷ হামলাকারী জঙ্গিদের খুঁজে বের করতে জোরদার তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী৷

জানা গিয়েছে, একটি পাহাড়ের উপর থেকে সিআরপিএফ জওয়ানদের পোস্ট লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা৷ পাল্টাা জবাব দিতে থাকে আধা সামরিক বাহিনীর জওয়ানরাও৷ তখনই আগে থেকেই জওয়ানদের পোস্টের কাছে বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা৷ এতেই গুরুতর আহত হন আধা সামরিক বাহিনীর জওয়ানরা৷ দ্রুত তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হলেও মৃত্যু হয় দুই আহত জওয়ানের৷ আরও দু জন জওয়ান চিকিৎসাধীন রয়েছেন৷

আরও পড়ুন: বাইপাসের জ্যাম এড়িয়ে মেট্রোয় গড়িয়া থেকে বেলেঘাটা! আজ থেকেই ট্রায়াল রান

সূত্রের খবর, গত বছর শুরু হওয়া মণিপুর হিংসার বর্ষপূর্তি আর ঠিক ছ দিন পরে৷ তার আগে কুকি জঙ্গিদের এই হামলা যথেষ্টই তাৎপর্যপূর্ণ৷ পুলিশ মনে করছে, আগামী কয়েকদিনে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এই ধরনের হামলা আরও বাড়তে পারে৷

জানা গিয়েছে, মৃত দুই সিআরপিএফ জওয়ান হলেন সাব ইন্সপেক্টর এন সরকার এবং হেড কনস্টেবল অরূপ সাইনি৷ আহত দু জনের নাম ইন্সপেক্টর যাদব দাস এবং কনস্টেবল আফতাব দাস৷

নির্বাচনের ডিউটির পর ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়নের একটি ক্যাম্পে সিআরপিএফ জওয়ানদের থাকার ব্যবস্থা করা হয়েছিল৷ গতকাল ওই শিবির লক্ষ্য করেই রাত সাড়ে ১২টা নাগাদ হামলা চালায় জঙ্গিরা৷ রাত প্রায় ২.১৫ পর্যন্ত গুলি বর্ষণ করতে থাকে তারা৷ প্রাথমিক ধাক্কা সামলে জবাব দিতে থাকে জওয়ানরাও৷ তখনই সেনা ছাউনি লক্ষ্য করে বোমা ছুড়তে শুরু করে জঙ্গিরা৷ তার মধ্যে একটি বোমা সেনা শিবির চত্বরেই ফাটে৷

Indian Railway: হু হু করে চড়ছে তাপমাত্রার পারদ! চাহিদা বাড়ছে সামার স্পেশাল ট্রেনের… রেলের বিশেষ বন্দোবস্ত

নয়াদিল্লি: দেশজুড়ে বাড়ছে গরম। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের আরও কয়েকটি সামার স্পেশাল ট্রেন চালানো শুরু হল।  গ্রীষ্মকালীন ভিড়ের সময় যাত্রীদের  চাহিদা পূরণের লক্ষ্যে আরও কয়েকটি সামার স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই প্রচন্ড গরমে ভ্রমণের সময় যাত্রীরা যাতে হাইড্রেটেড থাকে তার জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে সমস্ত স্টেশনে বিনামূল্যে পানীয় জলের ব্যবস্থা করেছে।

ট্রেন নম্বর ০৬৫৬৯ (এসএমভিটি বেঙ্গালুরু-গুয়াহাটি) স্পেশাল ২৮ এপ্রিল থেকে ১৯ মে, ২০২৪ পর্যন্ত প্রত্যেক রবিবার এসএমভিটি বেঙ্গালুরু থেকে রওনা দেবে।

ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর ০৬৫৭০ (গুয়াহাটি-এসএমভিটি বেঙ্গালুরু) স্পেশাল ১ থেকে ২২ মে, ২০২৪ পর্যন্ত প্রত্যেক বুধবার গুয়াহাটি থেকে ০৬.০০ ঘণ্টায় রওনা দিয়ে শুক্রবার ১০.০০ ঘণ্টায় এসএমভিটি বাঙ্গালুরু পৌঁছবে। অন্যদিকে, ট্রেন নং. ০৯১০১ (ভদোদরা-কাটিহার) স্পেশাল ২৪ এপ্রিল, ২০২৪ (বুধবার) ভদোদরা থেকে ২৩.৩০ -এ রওনা দিয়ে শুক্রবার ১৬.৩০-এ কাটিহার পৌঁছবে।

ফেরত যাত্রার সময়, ট্রেন নম্বর ০৯১০২ (কাটিহার-ভদোদরা) স্পেশাল ২৭ এপ্রিল, ২০২৪ (শনিবার) কাটিহার থেকে ১৫.০০ ঘণ্টায় রওনা দিয়ে সোমবার ০৭.৩০ ঘণ্টায় ভদোদরা পৌঁছবে। ট্রেন নং. ০৪০১০ (আনন্দ বিহার টার্মিনাল-যোগবাণী) স্পেশাল ৩০ এপ্রিল থেকে ২৫ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক মঙ্গলবার আনন্দ বিহার টার্মিনাল থেকে ২৩.৪৫ ঘণ্টায় রওনা দিয়ে বৃহস্পতিবার ৫.২০ ঘণ্টায় যোগবাণী পৌঁছবে। ফেরত যাত্রার সময়, ট্রেন নং. ০৪০০৯ (যোগবাণী-আনন্দ বিহার টার্মিনাল) স্পেশাল ০২ মে থেকে ২৭ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার যোগবাণী থেকে ০৯.০০ ঘণ্টায় রওনা দিয়ে শুক্রবার ১৬.০৫ ঘণ্টায় আনন্দ বিহার টার্মিনাল পৌঁছবে।

আরও পড়ুন:  রাজ্যে বৃষ্টির আশা মাত্র দুই জেলায়, চরম তাপপ্রবাহ কোথায় কোথায়? রইল সর্বশেষ আপডেট

উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন সংবাদপত্র ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মেও দেওয়া হয়েছে। যাত্রা করার আগে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।

Indian Railway: জিরো স্ক্র্যাপ মিশন! বর্জ্য সামগ্রী বিক্রি করে রেকর্ড আয় ভারতীয় রেলের 

নয়াদিল্লি: বিগত অর্থবর্ষে সর্বাধিক বর্জ্য সামগ্রী বিক্রির কৃতিত্ব অর্জন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের।  ভারতীয় রেলওয়ের ‘জিরো স্ক্র্যাপ মিশন’ অনুযায়ী উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে নিজের সব কয়েকটি ডিভিশনে বর্জ্য সামগ্রী বিক্রি ব্যবস্থা গ্রহণ করেছে। এই মিশন সফল করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে প্রত্যেকটি ডিভিশন, ওয়ার্কশপ ও শেডগুলিকে বর্জ্য সামগ্রী মুক্ত রাখতে বলা হয়েছে।

বিগত অর্থবর্ষ  ২০২৩-২৪ সালে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে বর্জ্য সামগ্রী বিক্রি থেকে ২০২.৮৪ কোটি টাকা আয় করেছিল। এই বর্জ্য সামগ্রী বিক্রি করার দ্বারা উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে সর্বকালের সর্বোচ্চ রেকর্ড অর্জন করে। ২০২২-২৩ অর্থবর্ষের ১৮৯.৯২ কোটি টাকার বর্জ্য বিক্রির তুলনায় এই বৃদ্ধি ৬.৮ শতাংশ।

‘জিরো স্ক্র্যাপ মিশন’-এর অধীনে এই অভিযান চলাকালীন, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে বিগত অর্থবর্ষে ২৩৫৫৩ এমটি স্ক্র্যাপ রেল/পি-ওয়ে উপকরণ এবং ১৯১৯২ এমটি বিভিন্ন বর্জ্য সামগ্রী বিক্রি করেছে। এছাড়া এই সময়ের মধ্যে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে ২৬টি ডিজেল লোকোমোটিভ, ২৪৭টি কোচ এবং ২৮৪টি ওয়াগনও বিক্রি করে। ​‘জিরো স্ক্র্যাপ মিশন’ অভিযানের ফলে শুধুমাত্র যে ভারতীয় রেলওয়ের রাজস্বই উৎপন্ন হয়েছে তা নয়, বরং এর পাশাপাশি অন্যান্য বর্জ্য সামগ্রী এবং উপাদান জমা করার স্থানও তৈরি করেছে।

আরও পড়ুন: রাজ্যে বৃষ্টির আশা মাত্র দুই জেলায়, চরম তাপপ্রবাহ কোথায় কোথায়? রইল সর্বশেষ আপডেট

স্টেশন, ডিপো, শেড, ওয়ার্কশপ ও সেকশনগুলি যাতে বর্জ্য সামগ্রী মুক্ত রাখা যায় তার জন্য এই মিশনের অধীনে ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করা হয়। এই পর্যবেক্ষণের ফলে বর্জ্য সামগ্রী বিক্রির লক্ষ্যমাত্রা অতিক্রম করার পাশাপাশি স্টেশন, কর্মক্ষেত্র ও চারপাশের এলাকার সৌন্দর্যও বৃদ্ধি হয়েছে। এছাড়াও রেলওয়ে চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশ অনকূল করে রাখার ক্ষেত্রে এই মিশন সহায়ক হয়ে উঠেছে। রেল সূত্রে খবর, একটা সময় এই স্ক্র‍্যাপ নিয়ে বিস্তর অভিযোগ উঠতে শুরু করেছিল৷ যদিও সেই অভিযোগ এখন আর নেই৷ পুরোপুরিভাবে এই স্ক্র‍্যাপ অন্যভাবে ব্যবহার করা হয়৷

Delhi high Court slams Arvind Kejriwal: কেজরিওয়াল দেশের স্বার্থের থেকে ব্যক্তিস্বার্থকে বেশি প্রাধান্য দিচ্ছেন: দিল্লি হাই কোর্ট

শুক্রবার দিল্লি হাই কোর্টের ভর্ৎসনার মুখে পড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। প্রায় দু‘লক্ষের বেশি ছাত্রছাত্রীদের পাঠ্যবই দিতে সমস্যায় পড়েছে দিল্লি সরকার, তাই দিল্লি হাই কোর্টের অন্তর্বর্তীকালীন প্রধান বিচারপতি মনমোহন এবং বিচারপতি মনমীত প্রীতম সিংহের ডিভিশন বে‍ঞ্চের সমালোচনার মুখে পড়ল আম আদমি পার্টির নেতৃত্বাধীন দিল্লির সরকার এবং দিল্লি কর্পোরেশন।

আরও খবর: ভোট দিতে এসে শামির মুখে মোদির নাম, কী বললেন ভারতীয় পেসার?

এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ শুক্রবার মন্তব্য করে জানায় অরবিন্দ কেজরিওয়াল ব্যক্তিস্বার্থকে দেশের স্বার্থের থেকে বেশি প্রাধান্য দিচ্ছেন। তারা আরও বলেন, “স্কুলের বই বা পোশাক বিলি করা আদালতের কাজ নয়, কেজরিওযাল শুধু মাত্র ক্ষমতায় বিশ্বাস করেন, আর কত ক্ষমতা চাই ওনার।”

আরও খবর: স্ত্রীর গয়নায় স্বামীর কোনও অধিকার নেই, স্ত্রীধন নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের

সোশ্য়াল জুরিস্ট নামের এক সংস্থার করা এক জনস্বার্থ মামলায় দাবি করা হয় মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লির স্কুলের পড়ুয়ারা এখনও পাঠ্যবই পায়নি। যদিও এ নিয়ে দিল্লি কর্পোরেশনের কমিশনারের যুক্তি স্ট্যান্ডিং কমিটি তৈরি হয়নি বলেই পড়ুয়াদের পাঠ্যবই, পোশাক এবং ব্যাগ দেওয়া যাচ্ছে না। দিল্লি হাই কোর্ট দিল্লি সরকারকে দু‘দিনের মধ্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। দিল্লি সরকার কী ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার।

Mohammad Shami on Narendra Modi: ভোট দিতে এসে শামির মুখে মোদির নাম, কী বললেন ভারতীয় পেসার?

লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আমরোহাতে ভোট দিলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার মহম্মদ শামি। ২৬ এপ্রিল উত্তরপ্রদেশের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ হয়, যার মধ্য়ে মিরাট, গাজিয়াবাদ, আলিগড়, মথুরা-সহ শামির আমরোহা কেন্দ্রও রয়েছে। তবে ভোট দিয়ে বেরিয়ে শামির মুখে উঠে এল মোদির প্রসঙ্গ।

আরও খবর: আগে ভোট, পরে বিয়ে! বরের পোশাকে ভোট দিতে এসে শিরোনামে মহারাষ্ট্রের তরুণ

শুক্রবার আমরোহায় ভোট দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে মহম্মদ শামি বলেন, “আমি শুধু বলতে চাই প্রতিটা নাগরিকেরই ভোট দিয়ে নিজের পছন্দের সরকার নির্বাচনের অধিকার রয়েছে।” সেই সঙ্গে তিনি বলেন, “এটা গর্বের ব্য়াপার যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ভাষণ আমার নাম উল্লেখ করেছেন এবং আমার খেলার প্রশংসা করেছেন।”

আরও খবর: স্ত্রীর গয়নায় স্বামীর কোনও অধিকার নেই, স্ত্রীধন নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের

প্রসঙ্গত, ১৯ এপ্রিল উত্তরপ্রদেশের আমরোহাতে এক জনসভায় শামির ভূয়সী প্রশংসা করে মোদি বলেন, “সারা বিশ্ব ক্রিকেট বিশ্বকাপে মহম্মদ শামির দুর্দান্ত খেলা দেখেছে। ক্রীড়া জগতে শামির অসাধারণ পারফরমেন্সের জন্য কেন্দ্রীয় সরকার অর্জুন পুরস্কার দিয়েছে।” এছাড়াও ২৭ ফেব্রুয়ারি গোড়ালির অস্ত্রোপচারের পর শামির আরোগ্য কামনা করে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরোহার জনসভায় মোদি শামিকে নিয়ে যা বলেছিলেন শামি ভোটের দিন সেই প্রসঙ্গেই তুলে আনলেন মোদির কথা।

Supreme Court on Stridhan: স্ত্রীর গয়নায় স্বামীর কোনও অধিকার নেই, স্ত্রীধন নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের

’স্ত্রীধনে’ স্বামীর কোনও অধিকার নেই, তা একদমই স্ত্রীর নিজস্ব সম্পত্তি। বিয়ের পরে স্ত্রী উপহার হিসাবে যে গয়না উপহার পান, তাকেই ’স্ত্রীধন’ বলা হয়। স্বামী অভাবে বা প্রয়োজনে স্ত্রীর গয়না কাজে লাগাতেই পারেন, তবে তার উপর অধিকার আছে শুধু স্ত্রীর। তাই গয়না দরকারের সময়ে কাজে লাগালেও তা ফেরত দিতেই হবে। এমনই রায় দিল সুপ্রিম কোর্টের দীপঙ্কর দত্ত এবং সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ।

আরও খবর: আগে ভোট, পরে বিয়ে! বরের পোশাকে ভোট দিতে এসে শিরোনামে মহারাষ্ট্রের তরুণ

কেরলের এক দম্পতির মামলায় সুপ্রিম কোর্টের স্বামীকে নির্দেশ দিয়েছে তার স্ত্রীর গয়নার দাম বাবদ ২৫ লক্ষ টাকা ফিরিয়ে দিতে হবে। বিয়ের রাতে স্ত্রী যে গয়নাগাটি উপহার পেয়েছিলেন তা নিরাপদে রাখার যুক্তিতে স্বামীর থেকে নিয়ে নেন স্বামী। পরে স্ত্রী জানতে পারেন সেই গয়না কাজে লাগানো হয়েছে পরিবারের ঋণ পরিশোধের কাজে। তার পরেই বিচারের আশায় আদালতে যান মহিলা।

আরও খবর: ভোট চলাকালীন মৌমাছির হামলা, আহত লাইনে দাঁড়ানো প্রায় ১৫ জন ভোটার

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ’স্ত্রীধনের’ উপর অধিকার রয়েছে শুধুমাত্র স্ত্রীর। অভাবে সেগুলি ব্য়বহার করলেও, পরে তা ফিরিয়ে দেওয়া স্বামীর নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে। দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে, মহিলার স্বামী যে পরিমাণ গয়না তার থেকে নিয়েছিলেন ২০০৯ সালে তার দাম ছিল ৮ লক্ষ ৯০ হাজার টাকা। বর্তমানে সোনার বাজারদর অনুযায়ী ২৫ লক্ষ টাকা ফিরিয়ে দিতে হবে স্বামীকে।