IMD Weather Updates: উত্তরের কোন কোন জেলায় বৃষ্টি ? শীতের বড় খবর জানালো আবহাওয়া দফতর প্রতিকী ছবি ভাই ফোটার আগে উত্তরের তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস , আপাতত ভারী থেকে অতি ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। গুটি গুটি পায়ে উত্তরে শীতের প্রবেশ,আস্তে আস্তে পারদ নামতে শুরু করেছে। শনিবার দার্জিলিং , কালিম্পং, এবং আলিপুরদুয়ার এই তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পার্বত্য অঞ্চলের বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে , উত্তরের বাকি দুই জেলা জলপাইগুড়ি এবং কোচবিহারে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।ইতিমধ্যেই শৈল শহর জুড়ে শীতের আমেজ । বিশেষ করে উত্তরের পার্বত্য এলাকা দার্জিলিং এবং কালিম্পংয়ের বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। রবিবারের পর থেকে পরিবর্তন হতে পারে আবহাওয়া। আপাতত তাপমাত্রার কোন হেরফের হবে না। আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলেও বাকি জেলায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। উত্তরের কোনও জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির রেশ কাটলেই উত্তরে শীতের প্রবেশ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী,আগামী সাতদিন উত্তরের প্রত্যেকটি জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। ইতিমধ্যেই পরিষ্কার আকাশ ফুরফুরে ঠান্ডা হাওয়া জানান দিচ্ছে শীত আসছে।