All posts by Bangla Digital Desk

CPIM: শূন্যের গেঁড়ো কাটবে সিপিএমের? জবাব দিলেন সেলিম, দেখুন ভিডিও

বাংলায় শূন্যের গেঁড়ো কি কাটিয়ে উঠতে পারবে সিপিএম? দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের দাবি, সিপিএম বিধানসভা এবং লোকসভা- দুই জায়গাতেই খাতা খুলবে সিপিএম৷ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে নিজের জয়ের বিষয়েও আশাবাদী তিনি৷ সেলিম জানিয়েছেন, মানুষের দাবিতেই তিনি মুর্শিদাবাদ কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তিনি৷

সিঙ্গুর না কি নন্দীগ্রাম? কী বলছেন সেলিম, দেখুন ভিডিও

রাজ্যের বাম শাসনের অবসানের জন্য মূলত দায়ী করা হয় সিঙ্গুর এবং নন্দীগ্রাম পর্বকে৷ সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম অবশ্য দাবি করলেন, সন্দেশখালিতে যা ঘটেছে, তার তুলনায় সিঙ্গুর এবং নন্দীগ্রাম অনেক ভাল ছিল৷ নিউজ ১৮ বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎরকারে এমনই দাবি করলেন সিপিএম রাজ্য সম্পাদক৷ এবার মুর্শিদাবাদ কেন্দ্র থেকে ভোটে লড়াই করছেন তিনি৷

জ্যোতি বসু না বুদ্ধদেব ভট্টাচার্য, সেরা মুখ্যমন্ত্রী কে? জবাব দিলেন সেলিম, দেখুন ভিডিও

তাঁর কাছে সেরা মুখ্যমন্ত্রী কে? জবাবে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানালেন, তাঁর চোখে সেরার সেরা মুখ্যমন্ত্রী অবশ্যই জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য নন৷ নিউজ ১৮ বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি৷ এবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে লড়াই করছেন মহম্মদ সেলিম৷ রাজনীতির বাইরে বিভিন্ন বিষয়ে নিজের পছন্দ অপছন্দের কথা জানিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক৷

জমি নিয়ে বিবাদ, প্রকাশ্য রাস্তায় দাদার মুণ্ডু কেটে নিল তিন ভাই

বহরমপুর: জমি বিবাদের জেরে দাদার মুণ্ডু কেটে খুন করল তিন ভাই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে লালগোলা থানার হরিপুর বালিপাড়া গ্রামে। মৃতের নাম মুস্তাক শেখ ।

জানা যায়, শনিবার জমি সংক্রান্ত কারণে মুস্তাক শেখের সঙ্গে তাঁর ভাইদের  বিবাদ বাঁধে। আর তারপরেই তিন ভাই মিলে দাদাকে খুন করতে উদ্যত হয়। মুস্তাক শেখের গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। শরীর থেকে মুন্ডু সম্পূর্ণ আলাদা হয়ে যায়।

আরও পড়ুন: ‘NSG পাঠিয়ে দিচ্ছে, যেন যুদ্ধ লেগেছে!’ সন্দেশখালিতে অস্ত্র উদ্ধারের সত্যতা নিয়েই প্রশ্ন মমতার

খবর পেয়ে ঘটনাস্থলে লালগোলা থানার পুলিশ এসে মৃতদের প্রথমে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পরে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ভাইরা। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবারে। তবে অভিযুক্তদের ফের হামলা করার আশঙ্কায় আতঙ্কে থানায় অভিযোগ করতে চাইছে না পরিবারের লোকেরা।

মৃতের ছেলে জালালউদ্দিন শেখ বলেন, ‘বাবার সঙ্গে কাকাদের জমি নিয়ে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল। কিছুদিন আগেই জমি নিয়ে ঝামেলা হয়। কিন্তু জমির জন্য আমার বাবাকে এতটা নৃশংসভাবে খুব করা হবে আমি কল্পনাও করিনি। আমি বাবার খুনিদের শাস্তি চাই।’ মৃতের স্ত্রী মুক্তাহারা খাতুন বলেন, ‘সকালে বাজার যাবে বলে বাড়ি থেকে বেড়িয়েছিল। তারপরেই শুনতে পাই রাস্তার মধ্যে ওকে গলা কেটে খুন করা হয়েছে। আমার স্বামীর তিন ভাই ওকে খুন করেছে। আমি চাই ওদের গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া হোক।’

Bollywood Gossip: অজয় দেবগনের নায়িকা, বিয়ে না করেই গর্ভবতী, ১০ বছরেই বিবাহ বিচ্ছেদ, এখন ৭ বছরের ছোটতে মন মজেছে

বলিউডের অত্যন্ত প্রতিভাবান তারকাদের মধ্যে অন্যতম ৷ যাঁর প্রতিভার কোনও কমই ছিলনা জীবনে ৷ তবুও তারকা তকমা পেতে করতে ব্যর্থ হয়েছেন ৷  
প্রতীকী ছবি ৷

বলিউডের অত্যন্ত প্রতিভাবান তারকাদের মধ্যে অন্যতম ৷ যাঁর প্রতিভার কোনও কমই ছিলনা জীবনে ৷ তবুও তারকা তকমা পেতে করতে ব্যর্থ হয়েছেন ৷
প্রতীকী ছবি ৷

অমল বয়সে ৭ বছরের ছোট ৷ এই দুই একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজও করেছেন ৷ ফাইল ছবি ৷

অমল বয়সে ৭ বছরের ছোট ৷ এই দুই একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজও করেছেন ৷ ফাইল ছবি ৷
বিয়ের পরে বিবাহ বিচ্ছেদের যন্ত্রণাও শেষ করে দিয়েছে সমস্ত আশা ও ভরসাকে ৷ বর্তমানে ৭ বছরের ছোট অভিনেতাকে ভাললাগছে অজয় দেবগনের নায়িকার ৷
বিয়ের পরে বিবাহ বিচ্ছেদের যন্ত্রণাও শেষ করে দিয়েছে সমস্ত আশা ও ভরসাকে ৷ বর্তমানে ৭ বছরের ছোট অভিনেতাকে ভাললাগছে অজয় দেবগনের নায়িকার ৷
হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা, জাতীয় পুরস্কারও জয়ী, এমনকি তিনি তিন তিনটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছেন ৷ Instagram@konkona
হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা, জাতীয় পুরস্কারও জয়ী, এমনকি তিনি তিন তিনটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছেন ৷ Instagram@konkona
অত্যন্ত প্রতিভাবান তারকাদের মধ্যে অন্যতম কঙ্কনা সেনশর্মা ৷ তিনি টলিউড তারকাও বটে ৷ তিনি কেরিয়ারে বেশ কিছু আইকনিক চরিত্রে অভিনয় করেছেন ৷ Instagram@konkona
অত্যন্ত প্রতিভাবান তারকাদের মধ্যে অন্যতম কঙ্কনা সেনশর্মা ৷ তিনি টলিউড তারকাও বটে ৷ তিনি কেরিয়ারে বেশ কিছু আইকনিক চরিত্রে অভিনয় করেছেন ৷ Instagram@konkona
তাঁর অভিনয় দর্শকদের মনে গেঁথে গিয়েছে ৷ প্রফেশন্যাল জীবনে সাফল্য পেলেও ৷ ব্যক্তিগত জীবনে বিশেষ সাফল্য পাননি ৷ Instagram@konkona
তাঁর অভিনয় দর্শকদের মনে গেঁথে গিয়েছে ৷ প্রফেশন্যাল জীবনে সাফল্য পেলেও ৷ ব্যক্তিগত জীবনে বিশেষ সাফল্য পাননি ৷ Instagram@konkona
নিজের কাজের থেকে বেশি ব্যক্তিগত জীবনের জন্যই বেশিরভাগ সময়ে খবরের শিরোনামে উঠে এসেছেন ৷ বর্তমানে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পরে একাই আছেন বেশ আছেন ৷ Instagram@konkona
নিজের কাজের থেকে বেশি ব্যক্তিগত জীবনের জন্যই বেশিরভাগ সময়ে খবরের শিরোনামে উঠে এসেছেন ৷ বর্তমানে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পরে একাই আছেন বেশ আছেন ৷ Instagram@konkona
নিজের অভিনয় দক্ষতা নিয়ে কঙ্কনা বলিউডে বিশেষ করে জায়গা ধরে রেখেছেন ৷ প্রতিটি চরিত্রে অভিনয়ের সময়েই নিজের একশো শতাংশ ঢেলে দিয়েছেন তিনি ৷ ফাইল ছবি ৷
নিজের অভিনয় দক্ষতা নিয়ে কঙ্কনা বলিউডে বিশেষ করে জায়গা ধরে রেখেছেন ৷ প্রতিটি চরিত্রে অভিনয়ের সময়েই নিজের একশো শতাংশ ঢেলে দিয়েছেন তিনি ৷ ফাইল ছবি ৷
প্রতিটি চরিত্রেই সবার কাছে বেশ কাছের ও জীবন্ত চরিত্রে পরিণত হয়েছে ৷ কঠোর পরিশ্রমই তাঁর ইউএসপি ৷ ফাইল ছবি ৷
প্রতিটি চরিত্রেই সবার কাছে বেশ কাছের ও জীবন্ত চরিত্রে পরিণত হয়েছে ৷ কঠোর পরিশ্রমই তাঁর ইউএসপি ৷ ফাইল ছবি ৷
কঙ্কনা ২০০৭ সালে রণবীর শৌরীকে ডেট করেছিলেন ৷ তারপরেই লিভইনে থাকেন ৷ এবিপির একটি খবরে জানতে পারা গিয়েছে ২০১০-এ তিনি বিবাহ পূর্বেই গর্ভবতী হন ৷ Instagram@konkona
কঙ্কনা ২০০৭ সালে রণবীর শৌরীকে ডেট করেছিলেন ৷ তারপরেই লিভইনে থাকেন ৷ এবিপির একটি খবরে জানতে পারা গিয়েছে ২০১০-এ তিনি বিবাহ পূর্বেই গর্ভবতী হন ৷ Instagram@konkona
পরে ২০১০-এই বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা ৷ ২০১১ সালে কঙ্কনা তাঁর পুত্র হারুনের জন্ম দেন ৷ বিয়ের দশ বছর পরে কঙ্কনা ও রণবীরের পথ আলাদা হয়ে যায় চিরতরে ৷ Instagram@konkona
পরে ২০১০-এই বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা ৷ ২০১১ সালে কঙ্কনা তাঁর পুত্র হারুনের জন্ম দেন ৷ বিয়ের দশ বছর পরে কঙ্কনা ও রণবীরের পথ আলাদা হয়ে যায় চিরতরে ৷ Instagram@konkona
অর্থাৎ চূর্ণ-বিচূর্ণ হয় সুখের সংসার ৷ বিবাহ বিচ্ছেদ হয় এই দু'জনের ৷ Instagram@konkona
অর্থাৎ চূর্ণ-বিচূর্ণ হয় সুখের সংসার ৷ বিবাহ বিচ্ছেদ হয় এই দু’জনের ৷ Instagram@konkona
এও শোনা যাচ্ছে যে কঙ্কনার জীবনে ফের গুটিগুটি পায়ে ভালবাসা প্রবেশ করেছে ৷ শুনতে পাওয়া যাচ্ছে কঙ্কনা জনপ্রিয় অভিনেতা অমল পরাশরকে ডেট করছেন ৷ Instagram@konkona
এও শোনা যাচ্ছে যে কঙ্কনার জীবনে ফের গুটিগুটি পায়ে ভালবাসা প্রবেশ করেছে ৷ শুনতে পাওয়া যাচ্ছে কঙ্কনা জনপ্রিয় অভিনেতা অমল পরাশরকে ডেট করছেন ৷ Instagram@konkona

IMD Severe Heatwave Alert: ‘সিভিয়ার হিটওয়েভ অ্যালার্ট’…! বইছে চরম ‘লু’, দক্ষিণবঙ্গের ৬ জেলায় লাল-কমলা সতর্কতা, সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কত? বিরাট আপডেট দিল আলিপুর

দক্ষিণবঙ্গের ৬ জেলার ৯ শহরে সিভিয়ার হিট ওয়েভ। অতি তীব্র তাপপ্রবাহ হাওড়া দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।
দক্ষিণবঙ্গের ৬ জেলার ৯ শহরে সিভিয়ার হিট ওয়েভ। অতি তীব্র তাপপ্রবাহ হাওড়া দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।
এই জেলাগুলির উলুবেরিয়া ডায়মন্ড হারবার মেদিনীপুর ক্যানিং কলাইকুন্ডা, বর্ধমান পানাগড় আসানসোল এবং ব্যারাকপুরে তাপপ্রবাহের মাত্রা তীব্র হয়েছে।
এই জেলাগুলির উলুবেরিয়া ডায়মন্ড হারবার মেদিনীপুর ক্যানিং কলাইকুন্ডা, বর্ধমান পানাগড় আসানসোল এবং ব্যারাকপুরে তাপপ্রবাহের মাত্রা তীব্র হয়েছে।
সবচেয়ে বেশি তাপমাত্রা এদিন ছিল কলাইকুন্ডাতে ৪৫.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৯ ডিগ্রী সেলসিয়াস বেশি।
সবচেয়ে বেশি তাপমাত্রা এদিন ছিল কলাইকুন্ডাতে ৪৫.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৯ ডিগ্রী সেলসিয়াস বেশি।
পানাগর এই দিন স্বাভাবিকের থেকে তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল যদিও এদিন পানাগরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ওঠে ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
পানাগর এই দিন স্বাভাবিকের থেকে তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল যদিও এদিন পানাগরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ওঠে ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
দীঘা , সাগর আইল্যান্ড এবং বসিরহাট ছাড়া দক্ষিণবঙ্গের সব এলাকাতেই তাপপ্রবাহ চরম তাপপ্রবাহ এবং প্রতি তীব্র তাপপ্রবাহ দহন জ্বালায় বাসিন্দারা
দীঘা , সাগর আইল্যান্ড এবং বসিরহাট ছাড়া দক্ষিণবঙ্গের সব এলাকাতেই তাপপ্রবাহ চরম তাপপ্রবাহ এবং প্রতি তীব্র তাপপ্রবাহ দহন জ্বালায় বাসিন্দারা
কলকাতাতেও এদিন ৪১.১ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা হয় যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি।
কলকাতাতেও এদিন ৪১.১ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা হয় যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি।
উত্তরবঙ্গের একমাত্র মালদাতে হিটওয়েভ ছিল বাকি আর কোথাও তাপপ্রবাহের মাপকাঠি পেরতে পারেনি সর্বোচ্চ তাপমাত্রা। তবে গরম ও অস্বস্তি অব্যাহত ছিল।
উত্তরবঙ্গের একমাত্র মালদাতে হিটওয়েভ ছিল বাকি আর কোথাও তাপপ্রবাহের মাপকাঠি পেরতে পারেনি সর্বোচ্চ তাপমাত্রা। তবে গরম ও অস্বস্তি অব্যাহত ছিল।
এক নজরে দেখে নেওয়া যাক আজ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা। রইলশহরের নাম/ সর্বোচ্চ তাপমাত্রা/ স্বাভাবিকের তুলনায় বেশি/ তাপমাত্রার মাপকাঠি।
এক নজরে দেখে নেওয়া যাক আজ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা। রইল শহরের নাম/ সর্বোচ্চ তাপমাত্রা/ স্বাভাবিকের তুলনায় বেশি/ তাপমাত্রার মাপকাঠি।
মালদা- ৪০.৬/ ০৫.৬/HW, দার্জিলিং- ২০.৮/০২.২, কোচবিহার- ৩৪.৩/০৩.৪, জলপাইগুড়ি- ৩৩.২/ ০১.৪, আলিপুরদুয়ার-৩৩.০/০২.১, কালিম্পং -২৫.৫/০০.৬, বাগডোগরা- ৩৪.৮/০৩.০
মালদা- ৪০.৬/ ০৫.৬/HW, দার্জিলিং- ২০.৮/০২.২, কোচবিহার- ৩৪.৩/০৩.৪, জলপাইগুড়ি- ৩৩.২/ ০১.৪, আলিপুরদুয়ার-৩৩.০/০২.১, কালিম্পং -২৫.৫/০০.৬, বাগডোগরা- ৩৪.৮/০৩.০
কলকাতা-৪১.১/ ০৫.৫/ HW, দম দম -৪১.১/ ০৫.৫/ HW, উলুবেরিয়া -৪১.৫ /০৮.০ /SHW, ডায়মন্ড হারবার- ৪১.০/০৬.৭/SHW, মেদিনীপুর -৪৩.৫/০৬.৭/ SHW, দিঘা-৩৬.৫/ ০৩.৭, কৃষ্ণনগর- ৪২.০/ ০৫.৭/ HW
কলকাতা-৪১.১/ ০৫.৫/ HW, দম দম -৪১.১/ ০৫.৫/ HW, উলুবেরিয়া -৪১.৫ /০৮.০ /SHW, ডায়মন্ড হারবার- ৪১.০/০৬.৭/SHW, মেদিনীপুর -৪৩.৫/০৬.৭/ SHW, দিঘা-৩৬.৫/ ০৩.৭, কৃষ্ণনগর- ৪২.০/ ০৫.৭/ HW
বাঁকুড়া-৪৩.২/ ০৫.৫/ HW, শ্রীনিকেতন - ৪২.০/ ০৫.৬/ HW, বহরমপুর -৪১.২ /০৪.৮/ HW, সল্টলেক- ৪১.৮/ ০৫.৮/ HW, ক্যানিং-৪২.০ /০৬.৫/ SHW, কন্টাই -৪১.০/০৫.৪/ HW, হলদিয়া -৩৮.৯/ ০৫.৩/ HW, মগরা-৪০.৫/০৫.৫/HW
বাঁকুড়া-৪৩.২/ ০৫.৫/ HW, শ্রীনিকেতন – ৪২.০/ ০৫.৬/ HW, বহরমপুর -৪১.২ /০৪.৮/ HW, সল্টলেক- ৪১.৮/ ০৫.৮/ HW, ক্যানিং-৪২.০ /০৬.৫/ SHW, কন্টাই -৪১.০/০৫.৪/ HW, হলদিয়া -৩৮.৯/ ০৫.৩/ HW, মগরা-৪০.৫/০৫.৫/HW
কলাইকুণ্ড- ৪৫.৮/০৯.০, বর্ধমান- ৪৩.০/০৭.৪/ SHW, পানাগড়- ৪৪.৬/০৯.০/ SHW, আসানসোল-৪২.৫/০৭.২/ SHW, পুরুলিয়া-৪২.৭/০৪.৫/HW, ব্যারাকপুর - ৪৩.২ /০৭.২/ SHW, সুরি- ৪২.০ / ০৫.৬ /HW, ঝাড়গ্রাম- ৪৩.০/০৬.২/ HW
কলাইকুণ্ড- ৪৫.৮/০৯.০, বর্ধমান- ৪৩.০/০৭.৪/ SHW, পানাগড়- ৪৪.৬/০৯.০/ SHW, আসানসোল-৪২.৫/০৭.২/ SHW, পুরুলিয়া-৪২.৭/০৪.৫/HW, ব্যারাকপুর – ৪৩.২ /০৭.২/ SHW, সুরি- ৪২.০ / ০৫.৬ /HW, ঝাড়গ্রাম- ৪৩.০/০৬.২/ HW

Weather: উত্তরের ৫ জেলায় ঝড়বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণে কবে শুরু বৃষ্টি? ডেট জানিয়ে দিল হাওয়া অফিস

*এল সাময়িক স্বস্তির খবর। রবিবার বাংলার তিন জেলায় ঝড়-বৃষ্টি হবে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের কোন জেলায় এবং কবে বৃষ্টি হবে, স্বস্তি পেতে আজই জেনে নিন। কোথায় কোথায় তাপপ্রবাহ চলবে? জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। ফাইল ছবি।
*এল সাময়িক স্বস্তির খবর। রবিবার বাংলার তিন জেলায় ঝড়-বৃষ্টি হবে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের কোন জেলায় এবং কবে বৃষ্টি হবে, স্বস্তি পেতে আজই জেনে নিন। কোথায় কোথায় তাপপ্রবাহ চলবে? জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। ফাইল ছবি।
*রেকর্ড মাত্রায় গরম পড়েছে এ বছর। এপ্রিলের শেষেই একেবারেই নাজেহাল দশা গোটা বঙ্গবাসীর। কোনও ভাবেই মিলছে না স্বস্তি। প্রতিনিয়ত বেড়েই চলেছে তাপমাত্রা। দক্ষিণের অন্যান্য জেলার সঙ্গে পাল্লা দিয়ে পুরুলিয়া জেলার তাপমাত্রার পারদও বাড়ছে রোজ। জারি রয়েছে রেড অ্যালার্ট। প্রতিবেদনঃ শমিষ্ঠা ব্যানার্জি। ফাইল ছবি। 
*রেকর্ড মাত্রায় গরম পড়েছে এ বছর। এপ্রিলের শেষেই একেবারেই নাজেহাল দশা গোটা বঙ্গবাসীর। কোনও ভাবেই মিলছে না স্বস্তি। প্রতিনিয়ত বেড়েই চলেছে তাপমাত্রা। দক্ষিণের অন্যান্য জেলার সঙ্গে পাল্লা দিয়ে পুরুলিয়া জেলার তাপমাত্রার পারদও বাড়ছে রোজ। জারি রয়েছে রেড অ্যালার্ট। প্রতিবেদনঃ শমিষ্ঠা ব্যানার্জি। ফাইল ছবি। 
*আজ শনিবার পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই জেলা পুরুলিয়ায় এমনটাই পূর্বাভাস মিলেছে। ফাইল ছবি। 
*আজ শনিবার পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই জেলা পুরুলিয়ায় এমনটাই পূর্বাভাস মিলেছে। ফাইল ছবি। 
*গরমের জ্বালায় নাজেহাল দশা দক্ষিণের মানুষের। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। গোটা দক্ষিণবঙ্গেই তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি রয়েছে। আগামী দুদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জারি হয়েছে লু-র সতর্কতা। ফাইল ছবি। 
*গরমের জ্বালায় নাজেহাল দশা দক্ষিণের মানুষের। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। গোটা দক্ষিণবঙ্গেই তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি রয়েছে। আগামী দুদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জারি হয়েছে লু-র সতর্কতা। ফাইল ছবি। 
*স্বস্তিতে রয়েছে উত্তরের মানুষ। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। বুধবারও একই রকম থাকতে পারে পরিস্থিতি। তবে আপাতত উত্তরের তিন জে;আ ছাড়া আর কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ধীরে ধীরে উত্তরবঙ্গেও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হবে। ফাইল ছবি। 
*স্বস্তিতে রয়েছে উত্তরের মানুষ। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। বুধবারও একই রকম থাকতে পারে পরিস্থিতি। তবে আপাতত উত্তরের তিন জে;আ ছাড়া আর কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ধীরে ধীরে উত্তরবঙ্গেও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হবে। ফাইল ছবি। 
*দহন জ্বালা থেকে এই মুহূর্তে রেহাই পাচ্ছে না দক্ষিণের মানুষ। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। শুষ্ক থাকবে আবহাওয়া। আগামী দু'দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। ফাইল ছবি।
*দহন জ্বালা থেকে এই মুহূর্তে রেহাই পাচ্ছে না দক্ষিণের মানুষ। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। শুষ্ক থাকবে আবহাওয়া। আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। ফাইল ছবি।
*আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানা গিয়েছে, আজও দার্জিলিং জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। রবিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টি হবে। তবে দক্ষিণবঙ্গে এখনই ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে প্রবল গরমে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে স্থানীয়ভাবে বৃষ্টি হতে পারে।, তবে তাতে গরম কোনওভাবেই কমবে না।  ফাইল ছবি। 
*আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানা গিয়েছে, আজও দার্জিলিং জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। রবিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টি হবে। তবে দক্ষিণবঙ্গে এখনই ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে প্রবল গরমে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে স্থানীয়ভাবে বৃষ্টি হতে পারে।, তবে তাতে গরম কোনওভাবেই কমবে না।  ফাইল ছবি। 
*বৃষ্টির পাশাপাশি তিন জেলায় বইবে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। সোমবার দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবারও দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ফাইল ছবি। 
*বৃষ্টির পাশাপাশি তিন জেলায় বইবে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। সোমবার দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবারও দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ফাইল ছবি। 
*বৃহস্পতিবারও উত্তরের পাঁচ জেলায় বৃষ্টি হতে পারে। শুধুমাত্র দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার এবং কোচবিহারেও হালকা বৃষ্টি হতে পারে। ফাইল ছবি। 
*বৃহস্পতিবারও উত্তরের পাঁচ জেলায় বৃষ্টি হতে পারে। শুধুমাত্র দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার এবং কোচবিহারেও হালকা বৃষ্টি হতে পারে। ফাইল ছবি। 

Veg Thali: এই রাজধানীতে মাত্র ২০ টাকায় পাওয়া যাচ্ছে ভেজ থালি! খাওয়ার খরচ কমে অর্ধেক

নিজস্ব প্রতিবেদন: কলকাতার যে কোন‌ও পাইস হোটেলে দুপুরের ভেজ থালির দাম কত হয়? এর কোন‌ও নির্দিষ্ট রেট নেই। তবে আজকের বাজার দরে ৫০ টাকার নিচে ভেজ থালি পাওয়া হাতে চাঁদ পাওয়ার সমান। কিন্তু প্রতিবেশী রাজ্য অসমের রাজধানী গুয়াহাটিতে গেলে রীতিমত চমকে যাবেন। এখানকার একটি ভাতের হোটেলে আপনি মাত্র ২০ টাকায় ভেজ বা নিরামিষ থালি পেয়ে যাবেন!

লকডাউনের ঠিক আগে জানু দত্ত নামে গুয়াহাটির এক স্থানীয় মহিলা এই হোটেলটি চালু করেছিলেন। স্বামী মারা যাওয়ায় সংসার চালাতে তিনি এই ব্যবসায় নামেন। হোটেলটি শহরের উলুবাড়ির ডাঃ বিকে কাকতি রোডে অবস্থিত। এখানে ভেজ থালিতে ভাত, ডাল, সবজি, লেবু এবং চাটনি থাকে। এছাড়াও ২০ টাকায় ডিমের তরকারি, ৪০ টাকায় মটর পনির, ৪০ টাকায় চিকেন কষা, চিকেন কারি, ৪০ টাকায় ডিম পাটোরি এবং মাত্র ৪০ টাকায় এখানে ফিশ কারিও পাওয়া যায়।

আর‌ও পড়ুন: চিড়ে, দই, লাড়ু, পিঠে খাওয়ার জন্য এই সময় বিদেশ থেকে ছুটে আসেন পর্যটকরা!

এই ভাতের হোটেলের মালকিন জানু দত্তের দুই মেয়ে ও এক ছেলে আছে। জানু দত্তের এই ভাতের হোটেলে প্রতিদিনই ক্রেতার সংখ্যা বাড়ছে। ফলে দুপুরে ফুসরত ফেলার সুযোগ পান না তিনি। অত্যন্ত সস্তায় খাবার খাইয়েও সংসারে ফিরেছে স্থিতিশীলতা।

AI-TCS: বন্ধ হয়ে যাবে সমস্ত কল সেন্টার! চাকরি হারাবেন কয়েক হাজার মানুষ! বড় তথ্য সামনে আনল TCS

AI: আগামী কয়েক বছরের মধ্যে বন্ধ হয়ে যাবে সমস্ত কল সেন্টার। চাকরি হারাবেন কয়েক হাজার তরুণ-তরুণী। তাঁদের জায়গায় কাজ করবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স চালিত রোবট। এমনই আশঙ্কা প্রকাশ করেছেন টিসিএস-এর চিফ এগজিকিউটিভ অফিসার কে কীর্তিবাসন।ভারতের আইটি সেক্টরের মূল অংশ হল কল সেন্টার। বিশ্বের উন্নত বাজারগুলির চিত্রটাও একই। বছরের পর বছর ধরে এই সেক্টর চাকরি যুগিয়ে চলেছে কয়েক লক্ষ তরুণ তরুণীর। কিন্তু টিসিএস প্রধান মনে করছেন, কল সেন্টারগুলোর মৌলিক কাজ চালানোর জন্য এআই প্রস্তুত। মানুষের উপস্থিতি ছাড়াই সিস্টেম এবং ইনকামিং কল পরিচালনা করতে পারবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স।

কীর্তিবাসন মনে করেন, এমন দিন আর বেশি দূরে নেই যখন কল সেন্টার পরিচালনা করবে এআই। গ্রাহকদের কথা শুনবে, সমস্যা অনুযায়ী সমাধান করবে। এই কাজে সংশ্লিষ্ট গ্রাহকদের ডেটা মডেলের উপর ভিত্তি করে এআইকে প্রশিক্ষণ দেবে কোম্পানিগুলোই। এআই বিবর্তনের গতি দেখে এক বছরের মধ্যেই এই পরিবর্তন হতে পারে বলে অনুমান করছেন তিনি।

 

আরও পড়ুন: ঘুম নেই, কষ্টে আছেন, অসুখ ছাড়ছেই না? জড়িয়ে ধরুন মানুষকে! মুহূর্তে সুস্থ হবেন!

 

এর স্পষ্ট অর্থ হল লক্ষ লক্ষ কর্মী চাকরি হারাবেন। অনেক ফিজিক্যাল কলিং সেন্টার বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, “আমরা যদি আদর্শ পরিস্থিতির কথা বলি, তাহলে আগামী সময়ে, কল সেন্টারগুলিতে কল আসার সংখ্যা কমে যাবে”। সঙ্গে তিনি যোগ করেন, “আমরা এমন একটি পরিস্থিতিতে আছি যখন প্রযুক্তি কল আসার আগেই গ্রাহকের সমস্যার সমাধান করতে পারে এবং তাকে সঠিক পরামর্শ দিতে পারে।”

 

আরও পড়ুন: ৫০-এও কী করে এত সুন্দর? ফাঁস হল মালাইকা আরোরার সিক্রেট! আপনিও হতে পারেন এমন!

 

লেনদেনের ইতিহাস এবং অতীত আচরণ দেখে চ্যাটবট সহজেই বুঝতে পারবে গ্রাহক কী ধরনের সমস্যায় পড়তে পারেন। এমন পরিস্থিতিতে, কল সেন্টারের কর্মীদের কাজটা এআই খুব সহজেই করতে পারবে। গত কয়েক বছর ধরেই চাকরির বাজারে এআই-এর প্রভাব নিয়ে আলোচনা চলছে। গুগল ইতিমধ্যেই ব্যাপক ছাঁটাই করেছে। জেনারেটিভ এআই-কে দিয়ে অনেক জটিল কাজ চালাচ্ছে তারা। তবে টিসিএসের প্রধান মনে করেন, আগামী কয়েক বছরে প্রযুক্তিবিদদের চাহিদা কমার পরিবর্তে বাড়বে। তিনি আরও মনে করেন, পরিবর্তিত চাহিদার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া উচিত।

Meta CEO Mark Zuckerberg: ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মালিকের বেতন জানেন? রিপোর্ট দেখলে ঘুরে যাবে মাথা!

ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ পেরেন্টস সংস্থা মেটার সিইও মার্ক জুকারবার্গের বেতন নিয়ে বিরাট একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
হোয়াটসঅ্যাপ ভারত ছাড়ার হুঁশিয়ারির মাঝেই ফের চর্চায় মেটার সিইও মার্ক জুকারবার্গ ৷ প্রতীকী ছবি ৷
ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ পেরেন্টস সংস্থা মেটার সিইও মার্ক জুকারবার্গের বেতন নিয়ে বিরাট একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ পেরেন্টস সংস্থা মেটার সিইও মার্ক জুকারবার্গের বেতন নিয়ে বিরাট একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
এই রিপোর্টে জুকারবার্গের আমদানি ও খরচ নিয়ে তথ্য প্রকাশিত হয়েছে ৷ যা দেখলে রীতিমত কপালে উঠবে চোখ ৷ প্রতীকী ছবি ৷
এই রিপোর্টে জুকারবার্গের আমদানি ও খরচ নিয়ে তথ্য প্রকাশিত হয়েছে ৷ যা দেখলে রীতিমত কপালে উঠবে চোখ ৷ প্রতীকী ছবি ৷
বিলিয়ন ডলারের মালিক মার্ক জুকারবার্গের বেতন মাত্র ১ ডলায় অর্থাৎ ৮৩ টাকা ৷ ২০২৩ অর্থবর্ষে মার্ক জুকারবার্গ বেসিক স্যালারি হিসাবে নিয়েছেন মাত্র ৮৩ টাকা ৷ প্রতীকী ছবি ৷
বিলিয়ন ডলারের মালিক মার্ক জুকারবার্গের বেতন মাত্র ১ ডলায় অর্থাৎ ৮৩ টাকা ৷ ২০২৩ অর্থবর্ষে মার্ক জুকারবার্গ বেসিক স্যালারি হিসাবে নিয়েছেন মাত্র ৮৩ টাকা ৷ প্রতীকী ছবি ৷
এই সব মিলিয়ে বলা যেতে পারে জুকারবার্গের বেতন মোট ২৪.৪ মিলিয়ন ডলার বা অর্থাৎ ১৯৯ কোটি টাকা খরচ করা হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
এই সব মিলিয়ে বলা যেতে পারে জুকারবার্গের বেতন মোট ২৪.৪ মিলিয়ন ডলার বা অর্থাৎ ১৯৯ কোটি টাকা খরচ করা হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
মেটার পক্ষ থেকে জুকারবার্গের নিরাপত্তার জন্য ব্যাপক খরচ করা হয়, কেননা তিনি সংস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কারণে সংস্থার এমন বিচার বিবেচনা ৷ প্রতীকী ছবি ৷
মেটার পক্ষ থেকে জুকারবার্গের নিরাপত্তার জন্য ব্যাপক খরচ করা হয়, কেননা তিনি সংস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কারণে সংস্থার এমন বিচার বিবেচনা ৷ প্রতীকী ছবি ৷
মার্ক জুকারবার্গের বেতন মাত্র ৮৩ টাকা ৷ এমন দেওয়া হয় কেন? মাত্র ১ ডলার করে বেতন নেন তিনি, গত ১০ বছরে ১১ ডলার তাঁর বেতন ৷ প্রতীকী ছবি ৷
মার্ক জুকারবার্গের বেতন মাত্র ৮৩ টাকা ৷ এমন দেওয়া হয় কেন? মাত্র ১ ডলার করে বেতন নেন তিনি, গত ১০ বছরে ১১ ডলার তাঁর বেতন ৷ প্রতীকী ছবি ৷
গত ২০১৩ থেকেই তিনি মাত্র ১ ডলার করে বেতন পাচ্ছেন ৷ পৃথিবীর সব থেকে ধনী মানুষের সেরা পাঁচের মধ্যেই জুকারবার্গ আছেন ৷ প্রতীকী ছবি ৷
গত ২০১৩ থেকেই তিনি মাত্র ১ ডলার করে বেতন পাচ্ছেন ৷ পৃথিবীর সব থেকে ধনী মানুষের সেরা পাঁচের মধ্যেই জুকারবার্গ আছেন ৷ প্রতীকী ছবি ৷