Tag Archives: palash flower

Money Making Astro Tips: বসন্তের এই ফুলকে অঙ্গসজ্জার উপকরণ ভাবেন, ভুল করছেন, টাকা টানবে চুম্বকের মতো

বসন্ত মানেই গাছে যেন আগুন লেগেছে। চারপাশে পলাশ ফুলের ছড়াছড়ি।তবে পলাশ বিভিন্ন ধরনের হয়।শুধুই লাল নয়,পলাশ হয় হলুদ-ও। কিন্তু হলুদ পলাশ খুবই বিরল। বাস্তুশাস্ত্রে এই পলাশের বিশাল গুরুত্ব। বিশ্বাস করা হয়, বাড়িতে এই পলাশ ফুল রাখলে টাকার অভাব হবে না কোনওদিন।রোজগার বাড়ে হু হু।
বসন্ত মানেই গাছে যেন আগুন লেগেছে। চারপাশে পলাশ ফুলের ছড়াছড়ি।তবে পলাশ বিভিন্ন ধরনের হয়।শুধুই লাল নয়,পলাশ হয় হলুদ-ও। কিন্তু হলুদ পলাশ খুবই বিরল। বাস্তুশাস্ত্রে এই পলাশের বিশাল গুরুত্ব। বিশ্বাস করা হয়, বাড়িতে এই পলাশ ফুল রাখলে টাকার অভাব হবে না কোনওদিন।রোজগার বাড়ে হু হু।
তারাপীঠ মহাশ্মশানে আগত বিপ্লব শাস্ত্রী জানান এই হলুদ পলাশের বিশাল গুরুত্ব বাস্তু শাস্ত্রে। বাস্তুমতে, এই ফুল টাকা আনে হু হু করে। বাড়িতে এই ফুল রাখলে সমস্ত আর্থিক সংকট কেটে যায়। পাশাপাশি ওষুধ এবং রং বানাতেও এই ফুল ব্যবহার করা হয়।
তারাপীঠ মহাশ্মশানে আগত বিপ্লব শাস্ত্রী জানান এই হলুদ পলাশের বিশাল গুরুত্ব বাস্তু শাস্ত্রে। বাস্তুমতে, এই ফুল টাকা আনে হু হু করে। বাড়িতে এই ফুল রাখলে সমস্ত আর্থিক সংকট কেটে যায়। পাশাপাশি ওষুধ এবং রং বানাতেও এই ফুল ব্যবহার করা হয়।
হলুদ পলাশের গাছ চোখেই পড়ে না বলা যায়। তবে বীরভূমের ময়ূরেশ্বর থানার অন্তর্ভুক্ত কামারহাটি এলাকায় মাত্র দুটি হলুদ পলাশ ফুলের গাছ আছে।
হলুদ পলাশের গাছ চোখেই পড়ে না বলা যায়। তবে বীরভূমের ময়ূরেশ্বর থানার অন্তর্ভুক্ত কামারহাটি এলাকায় মাত্র দুটি হলুদ পলাশ ফুলের গাছ আছে।
এলাকাবাসীরা নিজের যত্নে বাঁচিয়ে রেখেছেন এই পলাশ গাছটিকে। এই গাছের ফুলের উপকারিতা থাকার কারণে দূর দুরান্ত থেকে অনেকেই এই ফুল নিয়ে যান।
এলাকাবাসীরা নিজের যত্নে বাঁচিয়ে রেখেছেন এই পলাশ গাছটিকে। এই গাছের ফুলের উপকারিতা থাকার কারণে দূর দুরান্ত থেকে অনেকেই এই ফুল নিয়ে যান।
বাস্তুমতে, এই একটা ফুল-ই আপনাকে বড়লোক বানিয়ে দিতে পারে। তাই এই ফুলের চাহিদাও রয়েছে প্রচুর।
বাস্তুমতে, এই একটা ফুল-ই আপনাকে বড়লোক বানিয়ে দিতে পারে। তাই এই ফুলের চাহিদাও রয়েছে প্রচুর।

Holi 2024: শনির সাড়ে সাতি-ঢাইয়াতে জীবন দুর্বিষহ? অলৌকিক ‘এই’ ফুল দিয়ে হোলিতে করুন স্নান, মা লক্ষ্মীর কৃপায় অঢেল ধন-সম্পদ লাভ, চড়বেন টাকার পাহাড়ে

চলতি বছর ২৫ তারিখ পড়েছে দোল উৎসব৷ এববছর দোলের দিন রয়েছে এক বিশেষ মহাজাগতিক যোগ। ১০০ বছরের মধ্যে বিরল কাকতালীয় যোগ রয়েছে। ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে এই গ্রহণ হচ্ছে।
চলতি বছর ২৫ তারিখ পড়েছে দোল উৎসব৷ এববছর দোলের দিন রয়েছে এক বিশেষ মহাজাগতিক যোগ। ১০০ বছরের মধ্যে বিরল কাকতালীয় যোগ রয়েছে। ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে এই গ্রহণ হচ্ছে।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, এমন কিছু গাছপালা রয়েছে যা বিশেষ অনুষ্ঠানে মানুষের জীবনে অলৌকিক কাজ করতে পারে। জ্যোতিষীর দাবি, পলাশ একটি অলৌকিক ফুল, যা আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। এটা বিশ্বাস করা হয় যে, হোলিতে এই ফুলের ব্যবহার জীবনে বড় প্রভাব ফেলে।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, এমন কিছু গাছপালা রয়েছে যা বিশেষ অনুষ্ঠানে মানুষের জীবনে অলৌকিক কাজ করতে পারে। জ্যোতিষীর দাবি, পলাশ একটি অলৌকিক ফুল, যা আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। এটা বিশ্বাস করা হয় যে, হোলিতে এই ফুলের ব্যবহার জীবনে বড় প্রভাব ফেলে।
জ্যোতিষী পণ্ডিত গিরজেশ চতুর্বেদী বলেছেন যে প্রতিটি গাছ এবং ফুলের আলাদা তাৎপর্য রয়েছে। পলাশ ফুল নিজেই একটি অলৌকিক ফুল। এটি ঔষধি গুণসম্পন্ন একটি সুন্দর ফুল। দুই ধরনের পলাশ পাওয়া যায়, একটি সাদা এবং একটি লাল। সাদা পলাশ ভগবান শঙ্করের প্রতীক, অন্যদিকে পলাশের লাল ফুল দেবীর খুব প্রিয়।
জ্যোতিষী পণ্ডিত গিরজেশ চতুর্বেদী বলেছেন যে প্রতিটি গাছ এবং ফুলের আলাদা তাৎপর্য রয়েছে। পলাশ ফুল নিজেই একটি অলৌকিক ফুল। এটি ঔষধি গুণসম্পন্ন একটি সুন্দর ফুল। দুই ধরনের পলাশ পাওয়া যায়, একটি সাদা এবং একটি লাল। সাদা পলাশ ভগবান শঙ্করের প্রতীক, অন্যদিকে পলাশের লাল ফুল দেবীর খুব প্রিয়।
জ্যোতিষীর মতে, এই ফুলের সাহায্যে আপনি নবগ্রহগুলিকেও শান্ত করতে পারেন এবং শুধুমাত্র পলাশ ফুল ব্যবহার করে আপনি শনির সাড়ে সাতি এবং  ঢাইয়ার প্রভাব কমাতে পারেন।
জ্যোতিষীর মতে, এই ফুলের সাহায্যে আপনি নবগ্রহগুলিকেও শান্ত করতে পারেন এবং শুধুমাত্র পলাশ ফুল ব্যবহার করে আপনি শনির সাড়ে সাতি এবং ঢাইয়ার প্রভাব কমাতে পারেন।
পণ্ডিত গিরজেশ চতুর্বেদী বলেন, শাস্ত্র মতে, কোনও ব্যক্তি যদি পলাশ ফুল জলে রেখে হোলিতে স্নান করেন, তাহলে তার কুণ্ডলীর গ্রহের দোষ নাশ হয়।  এই ফুল ব্যবহার করলে সুখ, সমৃদ্ধি ও আনন্দ উপচে পড়বে। এবংএই ফুলটি ধন-সম্পদের দেবী লক্ষ্মীর চরণে অর্পণ করলে ধন লাভ করেন।
পণ্ডিত গিরজেশ চতুর্বেদী বলেন, শাস্ত্র মতে, কোনও ব্যক্তি যদি পলাশ ফুল জলে রেখে হোলিতে স্নান করেন, তাহলে তার কুণ্ডলীর গ্রহের দোষ নাশ হয়। এই ফুল ব্যবহার করলে সুখ, সমৃদ্ধি ও আনন্দ উপচে পড়বে। এবংএই ফুলটি ধন-সম্পদের দেবী লক্ষ্মীর চরণে অর্পণ করলে ধন লাভ করেন।
জ্যোতিষী বলেন, এই ফুলের একটা নিয়ম আছে। শুক্রবারে এই ফুল তোলা উচিত নয়। বৃহস্পতিবার এই ফুলটি (সাদা পলাশ) ছিঁড়ে শুক্রবার দেবী লক্ষ্মীকে অর্পণ করতে পারেন।
জ্যোতিষী বলেন, এই ফুলের একটা নিয়ম আছে। শুক্রবারে এই ফুল তোলা উচিত নয়। বৃহস্পতিবার এই ফুলটি (সাদা পলাশ) ছিঁড়ে শুক্রবার দেবী লক্ষ্মীকে অর্পণ করতে পারেন।
যে ভক্ত একাদশীতে এই ফুল দিয়ে ভগবান শ্রী কৃষ্ণকে হোলি নিবেদন করেন তার সৌভাগ্য ফুলে ফেপে উঠবে। এই ফুলকে আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করা হয়। এছাড়াও এটি বিভিন্ন ধরণের রোগ এবং সমস্যা থেকে মুক্তি দেয়।
যে ভক্ত একাদশীতে এই ফুল দিয়ে ভগবান শ্রী কৃষ্ণকে হোলি নিবেদন করেন তার সৌভাগ্য ফুলে ফেপে উঠবে। এই ফুলকে আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করা হয়। এছাড়াও এটি বিভিন্ন ধরণের রোগ এবং সমস্যা থেকে মুক্তি দেয়।

Polash: বসন্তের পুরুলিয়ায় বনপলাশের পদাবলী, ফাগুনে গাছে গাছে আগুন! দেখুন

বসন্তের পুরুলিয়ায় বনপলাশের পদাবলী। ফাগুনে গাছে গাছে আগুন। বসন্তের পুরুলিয়া ডাকে। মন বলে, লাল পলাশের দেশে যা।

Weekend Spot: হোলিতে ঘুরতে যাওয়ার প্ল‍্যান করছেন? দু-দিনের জন‍্য সেরা পলাশে মোড়া এই জায়গা

শীতের মরশুম একপ্রকার শেষ হয়েছে পুরুলিয়া। ফের আসছে বসন্তের মরশুম। এখন থেকেই শুরু হয়ে গিয়েছে বিভিন্ন হোটেল , টুরিস্ট লজ ও হোমস্টে গুলোর বুকিং।
শীতের মরশুম একপ্রকার শেষ হয়েছে পুরুলিয়া। ফের আসছে বসন্তের মরশুম। এখন থেকেই শুরু হয়ে গিয়েছে বিভিন্ন হোটেল , টুরিস্ট লজ ও হোমস্টে গুলোর বুকিং।
আর তা হবে না এবার কেন। বসন্তে পলাশের রঙে সেজে ওঠে গোটা পুরুলিয়া জেলা। এমন আবিরে রাঙা রঙিন পলাশের মোড়া দৃশ্য গোটা পশ্চিমবঙ্গের মধ্যে এই জেলা পুরুলিয়াতেই দেখতে পাওয়া যায়‌।
আর তা হবে না এবার কেন। বসন্তে পলাশের রঙে সেজে ওঠে গোটা পুরুলিয়া জেলা। এমন আবিরে রাঙা রঙিন পলাশের মোড়া দৃশ্য গোটা পশ্চিমবঙ্গের মধ্যে এই জেলা পুরুলিয়াতেই দেখতে পাওয়া যায়‌।
আর এবার পুরুলিয়া বেড়াতে আসলে পর্যটকদের প্রকৃতির আরও কাছে থেকে দেখার সুযোগ মিলছে। ‌কারণ সম্প্রতি অযোধ্যা পাহাড়ে চালু হয়েছে বাইকে করে ভ্রমণের ব্যবস্থা।
আর এবার পুরুলিয়া বেড়াতে আসলে পর্যটকদের প্রকৃতির আরও কাছে থেকে দেখার সুযোগ মিলছে। ‌কারণ সম্প্রতি অযোধ্যা পাহাড়ে চালু হয়েছে বাইকে করে ভ্রমণের ব্যবস্থা।
আর কাঁচ বন্দি চার চাকা গাড়িতে নয় , এবার অযোধ্যা পাহাড়ের আনাচে-কানাচে পর্যটকরা ঘুরে দেখতে পারেন বাইক নিয়ে। গোয়া , পুরি , গ্যাংটকের মত লাল মাটির এই জেলায় মিলছে বাইকে ভ্রমণের সুবিধা। ‌
আর কাঁচ বন্দি চার চাকা গাড়িতে নয় , এবার অযোধ্যা পাহাড়ের আনাচে-কানাচে পর্যটকরা ঘুরে দেখতে পারেন বাইক নিয়ে। গোয়া , পুরি , গ্যাংটকের মত লাল মাটির এই জেলায় মিলছে বাইকে ভ্রমণের সুবিধা। ‌
তাহলে আর ভাবনা কিসের? এ-বছর বসন্তের টুর প্ল্যানে অতি অবশ্যই রাখুন লাল মাটির জেলা পুরুলিয়া। পলাশরাঙ্গা পুরুলিয়া দেখি মন ভরে যাবে আপনার।
তাহলে আর ভাবনা কিসের? এ-বছর বসন্তের ট‍‍্যুর প্ল্যানে অতি অবশ্যই রাখুন লাল মাটির জেলা পুরুলিয়া। পলাশরাঙ্গা পুরুলিয়া দেখি মন ভরে যাবে আপনার।

Health Benefits of Palash Flower: ব্লাড সুগার থেকে কৃমি নিয়ন্ত্রণ করে নিমেষে! জানুন পলাশগাছের নানা অংশের হাজারো ওষধি গুণ

বসন্ত মানেই পলাশফুল। কমলা, হলুদ, সাদা-নানা রঙে পাওয়া যায় এই ফুল। সৌন্দর্যের পাশাপাশি এই ফুলের আয়ুর্বেদিক উপকারিতা প্রচুর।
বসন্ত মানেই পলাশফুল। কমলা, হলুদ, সাদা-নানা রঙে পাওয়া যায় এই ফুল। সৌন্দর্যের পাশাপাশি এই ফুলের আয়ুর্বেদিক উপকারিতা প্রচুর।

 

প্রাচীন কাল থেকেই আয়ুর্বেদে নানা ভাবে কাজে লাগানো হচ্ছে পলাশফুলকে। সে বিষয়ে জানিয়েছেন আয়ুর্বেদিক বিশেষজ্ঞ সিদ্ধার্থ গুপ্তা।
প্রাচীন কাল থেকেই আয়ুর্বেদে নানা ভাবে কাজে লাগানো হচ্ছে পলাশফুলকে। সে বিষয়ে জানিয়েছেন আয়ুর্বেদিক বিশেষজ্ঞ সিদ্ধার্থ গুপ্তা।

 

পলাশফুলে আছে ডিয়্যুরেটিক এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য। পলাশের বীজ ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে। ডাক্তারের ওষুধ খাওয়ার পাশাপাশি ডায়েটে রাখুন পলাশের বীজ।
পলাশফুলে আছে ডিয়্যুরেটিক এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য। পলাশের বীজ ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে। ডাক্তারের ওষুধ খাওয়ার পাশাপাশি ডায়েটে রাখুন পলাশের বীজ।

 

কৃমিনাশক হিসেবেও পলাশের বীজ খুবই উপকারী। ডায়রিয়া উপশমেও পলাশগাছের ছাল খুবই কার্যকর।
কৃমিনাশক হিসেবেও পলাশের বীজ খুবই উপকারী। ডায়রিয়া উপশমেও পলাশগাছের ছাল খুবই কার্যকর।

 

পলাশফুল ব্যবহার করা হয় লিভারের সুস্থতা বজায় রাখতেও। কিডনির পাথর উপশমেও পলাশফুল প্রয়োগ করা হয়।
পলাশফুল ব্যবহার করা হয় লিভারের সুস্থতা বজায় রাখতেও। কিডনির পাথর উপশমেও পলাশফুল প্রয়োগ করা হয়।

 

কোলাজেন বৃদ্ধি করতে পলাশগাছের ছাল উপকারী। কোলাজেনের যোগান বজায় থাকলে চুলের স্বাস্থ্য ঠিক থাকে।
কোলাজেন বৃদ্ধি করতে পলাশগাছের ছাল উপকারী। কোলাজেনের যোগান বজায় থাকলে চুলের স্বাস্থ্য ঠিক থাকে।

 

গেঁটে বাত, ত্বকের সমস্যা দূর করতে পলাশফুল উপকারী। কারণ এতে আছে অ্যাস্ট্রিনজেন্ট।
গেঁটে বাত, ত্বকের সমস্যা দূর করতে পলাশফুল উপকারী। কারণ এতে আছে অ্যাস্ট্রিনজেন্ট।

 

পলাশগাছের বাকল বা ছাল দিয়ে ডায়রিয়া, আলসার, গলার সংক্রমণের ঘরোয়া টোটকা তৈরি করা যেতে পারে।
পলাশগাছের বাকল বা ছাল দিয়ে ডায়রিয়া, আলসার, গলার সংক্রমণের ঘরোয়া টোটকা তৈরি করা যেতে পারে।

 

পলাশপাতা রোগপ্রতিরোধ শক্তি বাড়িয়ে তোলে। পলাশের শিকড় থেকে তৈরি হয় আয়ুর্বেদিক চোখের ওষুধ।
পলাশপাতা রোগপ্রতিরোধ শক্তি বাড়িয়ে তোলে। পলাশের শিকড় থেকে তৈরি হয় আয়ুর্বেদিক চোখের ওষুধ।

 

যে কোনও জিনিস ডায়েটে যোগ করার আগে ডাক্তারের পরামর্শ নিন। ক্রনিক অসুখ বা অন্যান্য রোগের ক্ষেত্রে নির্ধারিত ওষুধ খেতেও ভুলবেন না। পলাশগাছের কোনও অংশ ওষুধ হিসেবে গ্রহণ করলেও ডাক্তারের পরামর্শ অবশ্যই নিন।
যে কোনও জিনিস ডায়েটে যোগ করার আগে ডাক্তারের পরামর্শ নিন। ক্রনিক অসুখ বা অন্যান্য রোগের ক্ষেত্রে নির্ধারিত ওষুধ খেতেও ভুলবেন না। পলাশগাছের কোনও অংশ ওষুধ হিসেবে গ্রহণ করলেও ডাক্তারের পরামর্শ অবশ্যই নিন।

Palash Flower Vastu Tips: আলমারিতে পলাশফুল রাখুন এভাবে, কোনওদিন টাকার অভাব টের পাবেন না…জানুন পলাশফুলের জ্যোতিষ উপকারিতা

সরস্বতীপুজো মানেই বসন্ত৷ ঋতুরাজ বসন্ত মানেই পলাশফুল৷ সৌন্দর্যের পাশাপাশি এই ফুল বাস্তুশাস্ত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ প্রচলিত বিশ্বাস, পলাশগাছে ত্রিদেবের বাস৷
সরস্বতীপুজো মানেই বসন্ত৷ ঋতুরাজ বসন্ত মানেই পলাশফুল৷ সৌন্দর্যের পাশাপাশি এই ফুল বাস্তুশাস্ত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ প্রচলিত বিশ্বাস, পলাশগাছে ত্রিদেবের বাস৷

 

পলাশগাছ তথা পলাশফুল বাস্তুশাস্ত্রে কতটা গুরুত্বপূর্ণ, সে বিষয়ে বলেছেন জ্যোতিষবিদ অরবিন্দ ত্রিপাঠী৷ পলাশগাছের পাতা, কাঠ এবং ফুল ধর্মীয় উপচার হিসেবে মান্যতা পায়৷
পলাশগাছ তথা পলাশফুল বাস্তুশাস্ত্রে কতটা গুরুত্বপূর্ণ, সে বিষয়ে বলেছেন জ্যোতিষবিদ অরবিন্দ ত্রিপাঠী৷ পলাশগাছের পাতা, কাঠ এবং ফুল ধর্মীয় উপচার হিসেবে মান্যতা পায়৷

 

আলমারির ভল্টে পলাশফুল রাখুন৷ সবথেকে ভাল হয় যদি লাল কাপড়ে মুড়ে পলাশফুল রাখেন৷ মাঝে মাঝে পলাশফুলের আবরণ ওই কাপড় পাল্টে দেবেন৷ এই জ্যোতিষ টোটকায় আপনার আলমারিতে ধনসম্পদ উপচে পড়বে৷
আলমারির ভল্টে পলাশফুল রাখুন৷ সবথেকে ভাল হয় যদি লাল কাপড়ে মুড়ে পলাশফুল রাখেন৷ মাঝে মাঝে পলাশফুলের আবরণ ওই কাপড় পাল্টে দেবেন৷ এই জ্যোতিষ টোটকায় আপনার আলমারিতে ধনসম্পদ উপচে পড়বে৷

 

বাড়িতে পলাশগাছ বা পলাশফুল থাকলে বাস্তুদোষ দূর হয়৷ বাড়িতে পজিটিভ এনার্জি প্রবাহিত হয়৷
বাড়িতে পলাশগাছ বা পলাশফুল থাকলে বাস্তুদোষ দূর হয়৷ বাড়িতে পজিটিভ এনার্জি প্রবাহিত হয়৷

 

যদি কারওর জন্মছকে মঙ্গল কুপিত হন, তাহলে তাঁকে পলাশপাতায় আতপচাল দিয়ে জলে চুবিয়ে রাখতে হবে৷ সেই ভিজে পাতা জল থেকে তুলে রাখুন বাড়িতে৷ প্রতি বুধবার এই টোটকা পালন করুন৷
যদি কারওর জন্মছকে মঙ্গল কুপিত হন, তাহলে তাঁকে পলাশপাতায় আতপচাল দিয়ে জলে চুবিয়ে রাখতে হবে৷ সেই ভিজে পাতা জল থেকে তুলে রাখুন বাড়িতে৷ প্রতি বুধবার এই টোটকা পালন করুন৷

 

প্রতি শুক্রবার মা লক্ষ্মীকে নিবেদন করুন সাদা পলাশ৷ তাহলে তাঁর জীবন পূর্ণ হবে আনন্দে৷ নারকেল ও পলাশফুল একসঙ্গে সাদা কাপড়ে জড়িয়ে রাখুন আলমারিতে৷ কোনওদিন অর্থের অভাব হবে না৷
প্রতি শুক্রবার মা লক্ষ্মীকে নিবেদন করুন সাদা পলাশ৷ তাহলে তাঁর জীবন পূর্ণ হবে আনন্দে৷ নারকেল ও পলাশফুল একসঙ্গে সাদা কাপড়ে জড়িয়ে রাখুন আলমারিতে৷ কোনওদিন অর্থের অভাব হবে না৷

 

তাজা পলাশফুল না পেলে শুকনো ফুলেও পালন করতে পারেন এই ঘরোয়া টোটকা৷ যাঁদের পূর্বফাল্গুনী নক্ষত্রে জন্ম, তাঁরা প্রতি শুক্রবার পলাশগাছের পুজো করুন৷ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কৃপা লাভ করবেন৷
তাজা পলাশফুল না পেলে শুকনো ফুলেও পালন করতে পারেন এই ঘরোয়া টোটকা৷ যাঁদের পূর্বফাল্গুনী নক্ষত্রে জন্ম, তাঁরা প্রতি শুক্রবার পলাশগাছের পুজো করুন৷ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কৃপা লাভ করবেন৷