Viral Jamal Kudu Girl: ‘এক্সট্রা’ থেকে হলেন ‘সেনসেশন’! ‘জামাল কুদু’ রাতারাতি পাল্টে দিল এই বিদেশিনীর জীবন

রণবীর কপূরের ‘অ্যানিম্যাল’-ঝড় এখনও জারি বক্স অফিসে৷ ছবির কিছু দৃশ্য এবং অবশ্যই ‘জামাল কুদু’ গান এখন আইকনিক৷ ভক্তদের কাছে তুমুল জনপ্রিয়৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ববি দেওলের মাথায় সুরার গ্লাস নিয়ে নাচ! রিলসে এই নাচের অদম্য ট্রেন্ড এখন দুর্নিবার৷ একইসঙ্গে ইরানিয়ান মডেল ও নৃত্যশিল্পী তানাজ দাভুড়ী৷ তন্বী এই সুন্দরী রাতারাতি ভাইরাল৷ ছবিতে তিনি বিয়ের আসরে আমন্ত্রিত এক অতিথি৷ তিনি ছিলেন কয়্যার বা সমবেত সঙ্গীতশিল্পীদের একজন৷

ইরানের রাজধানী তেহরানে জন্মগ্রহণ করা তানাজ বিনোদন দুনিয়ায় বেশি পরিচিত তান্নি নামে৷ বেশ কিছু বছর ধরে তিনি ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন৷ ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে তিনি কাজ করেছেন বরুণ ধওয়ন, জন আব্রাহাম, নোরা ফতেহি, সানি লিওন, করণ সিং গ্রোভার, সুরজ পাঞ্চোলি, পুলকিত শর্মা, ইলিয়ানা ডি’ক্রজ, রাজপাল শর্মার মতো তারকাদের সঙ্গে৷

 

‘জামাল কুদু’ গান ভাইরাল হওয়ার পর তানাজ সকলকে ধন্যবাদ জানিয়েছেন৷ এই সুযোগ তাঁকে দেওয়ার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ববি দেওল এবং পরিচালক সন্দীপ রেড্ডি ভঙ্গার প্রতি৷

 

প্রসঙ্গত অর্ধ শতকেরও বেশি পুরনো ইরানীয় গান ‘জামাল কুদু’ লেখা ফারসি ভাষায়৷ এখন ইংরেজি-সহ নানা ভাষায় এর তর্জমা ঘুরছে ইন্টারনেটে৷ মূল গান ‘জামাল জামালেক জামালু জামাল কুদু’ ১৯৫০ সালে গাওয়া হয়েছিল খারাজেমি গার্লস হাই স্কুলের শিরাজি কয়্যারে৷ বিয়ের গান হিসেবে দীর্ঘ দিন ধরে জনপ্রিয়তা পেয়েছে এই সুর৷ এ বার ভাইরাল হয়ে এই গান প্রমাণ করল শিল্প এবং শিল্পীর কোনও দেশকালের বেড়াজাল হয় না৷