Monkey returns I phone: দামি আইফোন ছিনিয়ে নিয়েও ফেরত দিল বাঁদর! কীসের বিনিময়ে, দেখুন ভিডিও

বৃন্দাবন: কথায় বলে বাঁদরের গলায় মুক্তোর মালা! বাঁদরের গলায় মুক্তোর মালা বাস্তবে দেখা যাক না যাক, বাঁদরের হাতে আইফোন থাকতেই পারে৷ অন্তত সেরকম ছবিই ধরা পড়ল বৃন্দাবনে!

মথুরা, বৃন্দাবনের মতো শহরে বাঁদর, হনুমানের উপদ্রব নতুন কিছু নয়৷ সাধারণ মানুষের থেকে খাবার, ব্যাগ এমন কি মোবাইল ফোনও চোখের নিমেষে ছিনিয়ে নিতে তাদের জুড়ি মেলা ভার৷ কিন্তু সেই ফোন যদি হয় আই ফোন, তাহলে যে কারও মাথায় হাত পড়তে বাধ্য৷

সম্প্রতি বৃন্দাবনের এমনই একটি ভিডিও সামনে এসেছে৷ সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তির আইফোন হাতে একটি মন্দিরের ছাদে বসে আছে একটি বাঁদর৷ শেষ পর্যন্ত অবশ্য সেই আইফোনটি উদ্ধার করা সম্ভব হয়েছে৷ যদিও খালি হাতে ফোন ফেরায়নি বাঁদরটি৷ বলা ভাল, এক হাতে নিজের পছন্দের পানীয় নিয়ে অন্য হাতে ফোন ফেরত দিয়েছে সে৷ গোটা ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে৷

আরও পড়ুন: গল্প ফাঁদলেন স্বর্ণ ব্যবসায়ী, সোনারপুরে ‘ডাকাতির’ রহস্য ভেদ করে পুলিশই অবাক

কীভাবে উদ্ধার করা গেল বহুমূল্য আইফোন? ভিডিওতে দেখা যাচ্ছে, একটি মন্দিরের ছাদের দেওয়ালের উপরে বসে রয়েছে দু তিনটি বাঁদর৷ তাদের মধ্যে একটি বাঁদরের হাতে সাদা রংয়ের আইফোন দেখা যাচ্ছে৷ ততক্ষণে নীচে বেশ কিছু মানুষের ভিড় জমেছে৷

 

View this post on Instagram

 

A post shared by Vikas🧿 (@sevak_of_krsna)

বাঁদরদের হাত থেকে জিনিস ফিরিয়ে নেওয়ার কৌশল বৃন্দাবনের স্থানীয় মানুষও ভালই জানেন৷ তাঁদের মধ্যেই কেউ একজন বাঁদরটিকে এক বোতল ফ্রুটির লোভ দেখান৷ নীচ থেকে বাঁদরটির দিকে একটি ফ্রুটির বোতল ছুড়ে দেওয়া হয়৷ প্রথম বার বাঁদরটি ফ্রুটির বোতল ধরতে পারেনি৷ দ্বিতীয় বারের চেষ্টায় অবশ্য বোতলটি লুফে নেয় সে৷

দু হাতে ফ্রুটির বোতল ধরতে গিয়ে হাত থেকে আইফোনটি ফেলে দেয় ওই বাঁদরটি৷ আগে থেকে নীচে সতর্ক হয়ে দাঁড়িয়েছিলেন বেশ কয়েকজন৷ ফোনটি নীচে পড়ার আগে ভিড়ের মধ্যে থেকে কেউ একজন সেটি ধরে নেন৷ বাঁদরও ঠান্ডা ফ্রুটি পেয়ে খুশি, আইফোন ফেরত পেয়ে আরও খুশি ফোনের মালিক! ভিডিওটি শেয়ার করে ইনস্টাগ্রামে লেখা হয়েছে, ‘ফ্রুটির দামে আইফোন বিক্রি হল!’