Grammy Awards 2024: বিশ্ব দরবারে ভারতের জয়জয়কার, আবারও গ্র্যামি অ্যাওয়ার্ড পেলেন জাকির হুসেন, শঙ্কর মহাদেবন

লস অ্যাঞ্জেলসে চাঁদের হাট৷ অনুষ্ঠিত হল ৬৬-তম গ্র্যামি অ্যাওয়ার্ডস৷ আবারও গ্র্যামির মঞ্চে ভারতের জয়জয়কার৷ বিশ্বমঞ্চে ফের বিরাট জয় ভারতের৷ ভারতীয় সঙ্গীত শিল্পী শঙ্কর মহাদেবন ও জাকির হুসেন আবারও জিতে নিলেন গ্র্যামি অ্যাওয়ার্ড৷ আন্তর্জাতিক ক্ষেত্রে ?বেস্ট গ্লোবাল মিউজ়িক অ্যালবাম? হিসাবে পুরস্কার জিতে নিল ভারতীয় ব্যান্ড ?শক্তি?র গানের অ্যালবাম ?দিস মোমেন্ট?। তাঁদের সর্বশেষ অ্যালবামের জন্য ফের বিশ্বমঞ্চে ভারতের মুকুটে জুড়ল নয়া পালক৷

এই ব্যান্ডের সঙ্গেই জড়িয়ে রয়েছে ভারতের বিশিষ্ট চার সঙ্গীত শিল্পীর নাম। এই ব্যান্ডের সদস্য হলেন শঙ্কর মহাদেবন এবং উস্তাদ জাকির হুসেন। ?শক্তি?-তে সঙ্গীত শিল্পী হলেন শঙ্কর মহাদেবন, এবং তবলা বাদক হিসেবে রয়েছেন জাকির হুসেন৷ বেহালায় রয়েছেন গণেশ রাজাগোপালন, এবং অন্য তালবাদ্যে ভি সেলভাগণেশ৷ গত বছরেই ভারতীয় ব্যান্ড ?শক্তি?র গানের অ্যালবাম ?দিস মোমেন্ট? মুক্তি পেয়েছে৷

গ্র্যামির অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে একটি ছবি শেয়ার করা হয়েছে, যেখানে শঙ্কর মহাদেবন এবং গণেশ রাজাগোপালনকে মঞ্চে উঠে পুরস্কার নিতে দেখা গেছে৷ আবারও গ্র্যামি পুরস্কার পেয়ে প্রচন্ডভাবে আবেগাপ্লুত শঙ্কর মহাদেবন৷ পুরস্কার হাতে নিয়ে সঙ্গীত শিল্পী বলেন, তিনি এই পুরস্কার তাঁর স্ত্রীকে উৎসর্গ করলেন৷ সকলকে ধন্যবাদ জানিয়ে আরও বলেন, ভগবানকে অনেক অনেক ধন্যবাদ৷ এছাড়াও সহকারী সঙ্গীত শিল্পী,পরিবার, বন্ধু বান্ধবদেরও সকলকে ধন্যবাদ৷ ভারতের জন্য আমরা গর্ব বোধ করি সবসময়৷ তবে সবশেষে এটাই বলব, এই পুরস্কার আমার স্ত্রীর প্রাপ্য৷

আরও পড়ুন-                        একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা

আরও পড়ুন-                        একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা

?পশতু? ছবির জন্য গ্র্যামি পুরস্কার জিতে নিয়েছেন জাকির হুসেন৷ ?বেস্ট গ্লোবাল মিউজ়িক পারফরম্যান্স? -এর পুরস্কার জিতে নিলেন জাকির হুসেন৷ বিখ্যাত ভারতীয় বংশীবাদক রাকেশ চৌরাসিয়াও জিতে নিয়েছেন গ্র্যামি অ্যাওয়ার্ডস৷ এখনও পর্যন্ত তিনটি গ্র্যামি পুরস্কার জিতে ভারতের মুখ উজ্জ্বল করেছেন জাকির হুসেন৷ এবং দুটো গ্র্যামি পুরস্কার জ্বলজ্বল করছে রাকেশের মুকুটে৷