রানি সম্পর্কে একটি কথা জানলে অবাক হবেন। একজন সুপারহিট অভিনেতা তাঁকে 'দেধ ফুটিয়া' বলে ডাকতেন। তবে, রানি কখনওই সেই অভিনেতার কথা মাথায় নেননি। তিনি সবসময় এই বিষয়টিকে রসিকতার সঙ্গে নিয়েছেন।

Bollywood Gossip: রানিকে ‘দেড় ফুটিয়া’ বলে ডাকতেন এই বলিউড অভিনেতা! তারপরেই হয়েছিল সেই কাণ্ড…

রানি মুখোপাধ্যায় ৩২ বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। তিনি বাংলা ছবি বিয়ের ফুল  দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু করেন। এই ছবিতে তিনি একটি ছোট চরিত্রে অভিনয় করেছেন। এই ছবি মুক্তির প্রায় ৫ বছর পর, রানি বলিউডে পাড়ি জমান এবং 'রাজা কি আয়েগি বারাত' দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। এই ছবিটি ১৯৯৭ সালে মুক্তি পায়। বক্স অফিসে এটি ফ্লপ  হয়।
রানি মুখোপাধ্যায় ৩২ বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। তিনি বাংলা ছবি বিয়ের ফুল দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু করেন। এই ছবিতে তিনি একটি ছোট চরিত্রে অভিনয় করেছেন। এই ছবি মুক্তির প্রায় ৫ বছর পর, রানি বলিউডে পাড়ি জমান এবং ‘রাজা কি আয়েগি বারাত’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। এই ছবিটি ১৯৯৭ সালে মুক্তি পায়। বক্স অফিসে এটি ফ্লপ হয়।
প্রথম ছবি 'রাজা কি আয়েগি বারাত' ফ্লপ হওয়ার পরেও, রানি নিজেকে কখনও হতাশ হতে দেননি। তিনি কাজ চালিয়ে যান। এর পর রানি 'গুলাম', 'কুছ কুছ হোতা হ্যায়', 'কহিন পেয়ার হো না জায়ে', 'সাথিয়া', 'হাম তুম', 'ব্ল্যাক', 'নো ওয়ান কিলড জেসিকা', 'বীর জারা'র মতো ছবি করেন। 'হ্যালো ব্রাদার', 'হর দিল জো প্যায়ার করেগা', 'বান্টি অর বাবলি', 'কভি আলবিদা না কেহনা', 'তালাশ', 'মারদানি', 'বিচ্চু'-এর মতো ছবিতে কাজ করে সবার মন জয় করেছেন তিনি।
প্রথম ছবি ‘রাজা কি আয়েগি বারাত’ ফ্লপ হওয়ার পরেও, রানি নিজেকে কখনও হতাশ হতে দেননি। তিনি কাজ চালিয়ে যান। এর পর রানি ‘গুলাম’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কহিন পেয়ার হো না জায়ে’, ‘সাথিয়া’, ‘হাম তুম’, ‘ব্ল্যাক’, ‘নো ওয়ান কিলড জেসিকা’, ‘বীর জারা’র মতো ছবি করেন। ‘হ্যালো ব্রাদার’, ‘হর দিল জো প্যায়ার করেগা’, ‘বান্টি অর বাবলি’, ‘কভি আলবিদা না কেহনা’, ‘তালাশ’, ‘মারদানি’, ‘বিচ্চু’-এর মতো ছবিতে কাজ করে সবার মন জয় করেছেন তিনি।
সলমান খান, শাহরুখ খান, আমির খান, অজয় ​​দেবগন, গোবিন্দ, সাইফ আলি খান, ববি দেওল এবং অন্যান্য তারকাদের সঙ্গে বড় পর্দায় রোমান্স করেছেন তিনি। তাঁদের সবার সঙ্গেই রানির খুব ভাল সম্পর্ক।
সলমান খান, শাহরুখ খান, আমির খান, অজয় ​​দেবগন, গোবিন্দ, সাইফ আলি খান, ববি দেওল এবং অন্যান্য তারকাদের সঙ্গে বড় পর্দায় রোমান্স করেছেন তিনি। তাঁদের সবার সঙ্গেই রানির খুব ভাল সম্পর্ক।
 রানি সম্পর্কে একটি কথা জানলে অবাক হবেন। একজন সুপারহিট অভিনেতা তাঁকে 'দেধ ফুটিয়া' বলে ডাকতেন। তবে, রানি কখনওই সেই অভিনেতার কথা মাথায় নেননি। তিনি সবসময় এই বিষয়টিকে রসিকতার সঙ্গে নিয়েছেন।
রানি সম্পর্কে একটি কথা জানলে অবাক হবেন। একজন সুপারহিট অভিনেতা তাঁকে ‘দেধ ফুটিয়া’ বলে ডাকতেন। তবে, রানি কখনওই সেই অভিনেতার কথা মাথায় নেননি। তিনি সবসময় এই বিষয়টিকে রসিকতার সঙ্গে নিয়েছেন।
যে অভিনেতা রানিকে 'দেধ ফুটিয়া' বলে ডাকেন তিনি আর কেউ নন, ববি দেওল। রানি এবং ববির একে অপরের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দুজনেই একসঙ্গে কাজ করেছেন 'বিচ্চু' ও 'বাদল' ছবিতে। এই দুটি ছবিই ২০০০ সালে মুক্তি পায় যা বক্স অফিসে হিট করে। এই দুটি ছবির গানই বেশ বিখ্যাত হয়েছিল। ছবিতে রানি ও ববির রসায়ন ছিল বেশ ভাল।
যে অভিনেতা রানিকে ‘দেধ ফুটিয়া’ বলে ডাকেন তিনি আর কেউ নন, ববি দেওল। রানি এবং ববির একে অপরের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দুজনেই একসঙ্গে কাজ করেছেন ‘বিচ্চু’ ও ‘বাদল’ ছবিতে। এই দুটি ছবিই ২০০০ সালে মুক্তি পায় যা বক্স অফিসে হিট করে। এই দুটি ছবির গানই বেশ বিখ্যাত হয়েছিল। ছবিতে রানি ও ববির রসায়ন ছিল বেশ ভাল।
রানি এবং ববি ভাল বন্ধু হলেও, ২০০০ সালের পরে, তাঁদের আর কোনও ছবিতে একসঙ্গে দেখা যায়নি। ভক্তরা ২৪ বছর ধরে তাঁদের একসঙ্গে দেখতে আকুল হয়ে আছেন।
রানি এবং ববি ভাল বন্ধু হলেও, ২০০০ সালের পরে, তাঁদের আর কোনও ছবিতে একসঙ্গে দেখা যায়নি। ভক্তরা ২৪ বছর ধরে তাঁদের একসঙ্গে দেখতে আকুল হয়ে আছেন।