Holi Weather Update: দোলের দিন তুমুল দুর্যোগ…বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ‘এই’ সব জেলায়! কলকাতাতেই বা কেমন থাকছে ওয়েদার?

রাত পোহালেই রঙের উৎসব৷ লাল, হলুদ, গোলাপি রঙের আবিরের খেলায় মেতে ওঠার দিন৷ বসন্তের দিন৷ কিন্তু, খাতায় কলমে বসন্ত এসে গেলেও আকাশ-বাতাসে কী এসেছে! কী বলছে আবহাওয়া দফতর? কোন জেলায় কেমন পূর্বাভাস, কেমনই বা থাকবে কলকাতা? দেখে নিন রিপোর্ট৷
রাত পোহালেই রঙের উৎসব৷ লাল, হলুদ, গোলাপি রঙের আবিরের খেলায় মেতে ওঠার দিন৷ বসন্তের দিন৷ কিন্তু, খাতায় কলমে বসন্ত এসে গেলেও আকাশ-বাতাসে কী এসেছে! কী বলছে আবহাওয়া দফতর? কোন জেলায় কেমন পূর্বাভাস, কেমনই বা থাকবে কলকাতা? দেখে নিন রিপোর্ট৷
 আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, রবিবার দক্ষিণবঙ্গে দু’টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, রবিবার দক্ষিণবঙ্গে দু’টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷
তবে রবিবার বাকি ১৩টি জেলার (পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) আবহাওয়া শুষ্ক থাকবে বলেই মনে করছে আবহাওয়া দফতর। তবে রাত পোহালেই বাড়বে দুর্যোগের বহর৷
তবে রবিবার বাকি ১৩টি জেলার (পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) আবহাওয়া শুষ্ক থাকবে বলেই মনে করছে আবহাওয়া দফতর। তবে রাত পোহালেই বাড়বে দুর্যোগের বহর৷
দোলের দিন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই বৃষ্টি বাড়বে৷ রবিবার দিনভর মেঘের দেখা মিললেও সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ কালো মেঘে ঢাকা পড়তে পারে।
দোলের দিন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই বৃষ্টি বাড়বে৷ রবিবার দিনভর মেঘের দেখা মিললেও সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ কালো মেঘে ঢাকা পড়তে পারে।
সোমবার উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম সোমবার।
সোমবার উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম সোমবার।
সোমবার, অর্থাৎ দোলের দিন দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
সোমবার, অর্থাৎ দোলের দিন দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
শুধু সোমবার নয়, দুর্যোগের আবহাওয়া থাকছে মঙ্গলবারও। মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির দেখা মিলতে পারে বুধবারও।
শুধু সোমবার নয়, দুর্যোগের আবহাওয়া থাকছে মঙ্গলবারও। মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির দেখা মিলতে পারে বুধবারও।
রবিবার ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তিনটি জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার) কয়েকটি অংশে ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) হতে পারে। সেইসঙ্গে উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টি হবে রবিবার।
রবিবার ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তিনটি জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার) কয়েকটি অংশে ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) হতে পারে। সেইসঙ্গে উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টি হবে রবিবার।
 সোমবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দোলের দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সব জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় উঠতে পারে। প্রতিটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
সোমবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দোলের দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সব জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় উঠতে পারে। প্রতিটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
আগামী দুই থেকে তিনদিন সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ঘোরাফেরা করছে ৪৫ থেকে ৯১ শতাংশের আশপাশে।
আগামী দুই থেকে তিনদিন সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ঘোরাফেরা করছে ৪৫ থেকে ৯১ শতাংশের আশপাশে।