বর্তমানে নতুন ভোটার লিস্টে আপনার নাম চেক করার জন্য আপনাকে সবার প্রথমে ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট যথা https://ceowestbengal.nic.in/ -এ যেতে হবে। এরপর কিছুটা নীচে নামলে আপনি দুটো অপশন পেয়ে যাবেন:- (ক) Search Your Name In Voter List এবং (খ) Electoral Roll (Voter List)

Loksabha Election 2024: কমিশনের বিশেষ নজরে বাংলা! প্রতি দফা ভোটের আগে হবে বৈঠক… বিশেষ নির্দেশ

কলকাতা: ভোট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। এবার জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ নজরে বাংলা। প্রত্যেক দফার ভোট গ্রহণের আগে আইন-শৃঙ্খলা-সহ ভোটের প্রস্তুতি নিয়ে খুঁটিনাটি রিপোর্ট চায় কমিশন। প্রতি দফা ভোটের আগে রাজ্যের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, জেলাশাসক, এসপি, সিপি, অবজারভারদের নিয়ে বৈঠক করবেন দিল্লির নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের আধিকারিকেরা।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশনের। সাত দফা ভোটের প্রতিটি দফার এক সপ্তাহ আগে হবে বৈঠক।সিইওকে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, এপ্রিলের শুরুতেই পশ্চিমবঙ্গে আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে। ইতিমধ্যেই দু’দফায় মোট ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এ রাজ্যে এসে গিয়েছে। জেলায় জেলায় তাদের পাঠানো হয়েছে। তারা কাজও শুরু করে দিয়েছে। টহলদারি চালাচ্ছে তারা।  দিল্লি থেকে বৈঠকে থাকবেন ডেপুটি ইলেকশন কমিশনার পর্যায়ের আধিকারিকেরা। এমনটাই চিঠি দিয়ে জানানো হয়েছে সিইওকে।

১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত ভোটগ্রহণ চলবে। আগামী ৪ জুন ভোটগণনা হবে বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গে সাত দফাতেই ভোট হবে। সেইসঙ্গে পশ্চিমবঙ্গের দুটি বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনের দিনক্ষণও ঘোষণা করেছে কমিশন।