নির্মলা সীতারমণ ও পরকলা প্রভাকর৷ ছবি- এক্স

Parakala Prabhakar: ‘ইলেক্টোরাল বন্ড বিশ্বের সবথেকে বড় দুর্নীতি!’ বিজেপিকে বিপাকে ফেললেন সীতারমণের স্বামী

: ইলেক্টোরাল বন্ডের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ প্রশ্ন তুলেছিল বিরোধীরা৷ কিন্তু লোকসভা নির্বাচনের আগে বিজেপির অস্বস্তি বাড়িয়ে এবার ইলেক্টোরাল বন্ডকে বিরাট কেলেঙ্কারি বলে দাবি করলেন প্রখ্যাত অর্থনীতিবিদ পরকালা প্রভাকর৷ যাঁর আর একটি পরিচয়, তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামী৷

একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রভাবকর মন্তব্য করেছেন, ইলেক্টোরাল বন্ড নিয়ে এই মুহূর্তে যা শোরগোল হচ্ছে, আগামী দিনে তা আরও বাড়বে৷ এটি শুধু দেশের নয়, গোটা বিশ্বের সবথেকে বড় দুর্নীতি বলে প্রমাণিত হবে৷ নির্বাচনেও ভোটাররা এই দুর্নীতির জন্য এই সরকারকে যথাযথ শাস্তিও দেবে৷

আরও পড়ুন: সচিন জানেন? পাঠানের প্রচার নিয়ে কড়া পদক্ষেপ কমিশনের, ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব

প্রভাকরের এই মন্তব্য নিয়ে এখনও পর্যন্ত বিজেপির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ তবে নির্বাচন কমিশনে প্রকাশিত তথ্য অনুযায়ী ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে, ইলেক্টোরাল বন্ডের সবথেকে বেশি ফায়দা ঘরে তুলেছে বিজেপি৷

তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ১২ এপ্রিল থেকে ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে বিজেপি ৬৯৮৬.৫ কোটি টাকা ঘরে তুলেছে৷ এর পরেই রয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের নাম৷ তাদের কোষাগারে এসেছে ১৩৯৭ কোটি টাকা৷ কংগ্রেসের পেয়েছে ১৩৩৪ কোটি টাকা৷

গত ফেব্রুয়ারি মাসেই সুপ্রিম কোর্ট অবিলম্বে ইলেক্টোরাল বন্ড বিক্রি করার প্রক্রিয়া বন্ধ করতে নির্দেশ দেয় এসবিআই-কে৷ এর পর শীর্ষ আদালতের নির্দেশেই এসবিআই-এর থেকে ইলেক্টোরাল বন্ডের মারফত কোন দল কাদের থেকে কত টাকা পেয়েছে, সেই তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়৷