Vastu Tips: বাড়িতে এই গাছ লাগান, জীবনে আসবে সৌভাগ্য, অভাব হবে না কোনও কিছুর

ক্যালেন্ডার বলছে বসন্ত কাল। তবে মৃদুমন্দ দখিনা বাতাস নয়, প্রখর দাবদাহ মালুম হচ্ছে এখন থেকেই। বৈশাখে কী হবে ভাবলেই গলা শুকিয়ে কাঠ। গরমে তাপ থেকে মুক্তি পেতে এবং বিশুদ্ধ অক্সিজেনের জন্য অনেকেই বাড়িতে নানারকমের গাছপালা লাগান।
ক্যালেন্ডার বলছে বসন্ত কাল। তবে মৃদুমন্দ দখিনা বাতাস নয়, প্রখর দাবদাহ মালুম হচ্ছে এখন থেকেই। বৈশাখে কী হবে ভাবলেই গলা শুকিয়ে কাঠ। গরমে তাপ থেকে মুক্তি পেতে এবং বিশুদ্ধ অক্সিজেনের জন্য অনেকেই বাড়িতে নানারকমের গাছপালা লাগান।
এর মধ্যে একটি হল স্নেক প্ল্যান্ট। নামে ‘স্নেক’ থাকলেও, ভয় পাওয়ার কিছু নেই। বরং এর উপকারিতা অনেক। তাছাড়া এর যত্ন নেওয়াও খুব সহজ। বর্তমানে মোরদাবাদে প্রচুর স্নেক প্ল্যান্ট বিক্রি হচ্ছে।
এর মধ্যে একটি হল স্নেক প্ল্যান্ট। নামে ‘স্নেক’ থাকলেও, ভয় পাওয়ার কিছু নেই। বরং এর উপকারিতা অনেক। তাছাড়া এর যত্ন নেওয়াও খুব সহজ। বর্তমানে মোরদাবাদে প্রচুর স্নেক প্ল্যান্ট বিক্রি হচ্ছে।
গ্রীষ্মের মরশুমে ঘরের বাতাস পরিশুদ্ধ করে স্নেক প্ল্যান্ট। সোজা কথায়, ফিল্টার হিসেবে কাজ করে। ফলে বিশুদ্ধ অক্সিজেন মেলে। শুধু তাই নয়, স্নেক প্ল্যান্টের বিশেষত্ব হল, রাতে কার্বন ডাই অক্সাইডকে অক্সিজেনে রূপান্তর করতে পারে। তাছাড়া অনেকে ঘরের অন্দর সজ্জাতেও এই উদ্ভিদকে কাজে লাগান।
গ্রীষ্মের মরশুমে ঘরের বাতাস পরিশুদ্ধ করে স্নেক প্ল্যান্ট। সোজা কথায়, ফিল্টার হিসেবে কাজ করে। ফলে বিশুদ্ধ অক্সিজেন মেলে। শুধু তাই নয়, স্নেক প্ল্যান্টের বিশেষত্ব হল, রাতে কার্বন ডাই অক্সাইডকে অক্সিজেনে রূপান্তর করতে পারে। তাছাড়া অনেকে ঘরের অন্দর সজ্জাতেও এই উদ্ভিদকে কাজে লাগান।
২৪ ঘণ্টা বিশুদ্ধ অক্সিজেন প্রদান করে: মোরাদাবাদের একটি নার্সারির কর্মী নেক সিং বলছেন, গ্রীষ্মকালেই স্নেক প্ল্যান্ট সবচেয়ে বেশি বিক্রি হয়। ২৪ ঘণ্টা অক্সিজেন সরবরাহ করে। অপরিষ্কার বাতাস ঘরের বাইরে বের করে দেয়। তাই উপকার অনেক। তিনি জানান, ছোট থেকে নার্সারিতে কাজ করছেন। তখন থেকেই দেখছেন, গরম পড়লে স্নেক প্ল্যান্টের বিক্রি বেড়ে যায়।
২৪ ঘণ্টা বিশুদ্ধ অক্সিজেন প্রদান করে: মোরাদাবাদের একটি নার্সারির কর্মী নেক সিং বলছেন, গ্রীষ্মকালেই স্নেক প্ল্যান্ট সবচেয়ে বেশি বিক্রি হয়। ২৪ ঘণ্টা অক্সিজেন সরবরাহ করে। অপরিষ্কার বাতাস ঘরের বাইরে বের করে দেয়। তাই উপকার অনেক। তিনি জানান, ছোট থেকে নার্সারিতে কাজ করছেন। তখন থেকেই দেখছেন, গরম পড়লে স্নেক প্ল্যান্টের বিক্রি বেড়ে যায়।
দাম মাত্র ১০০ টাকা: স্নেক প্ল্যান্টের বিশেষত্ব হল, এটা দুর্গন্ধ দূর করে। অশুদ্ধ বায়ু দূর করে বিশুদ্ধ অক্সিজেন প্রদানের কাজ করে। নেক সিং বলেন, যারা প্রকৃতি চেনেন, তাঁরা স্নেক প্ল্যান্ট কিনে ঘরে লাগান। তবে শুধু গরমকাল নয়, বর্ষার মরশুমেও স্নেক প্ল্যান্টের ব্যাপক বিক্রি হয়। এর দাম মাত্র ১০০ টাকা।
দাম মাত্র ১০০ টাকা: স্নেক প্ল্যান্টের বিশেষত্ব হল, এটা দুর্গন্ধ দূর করে। অশুদ্ধ বায়ু দূর করে বিশুদ্ধ অক্সিজেন প্রদানের কাজ করে। নেক সিং বলেন, যারা প্রকৃতি চেনেন, তাঁরা স্নেক প্ল্যান্ট কিনে ঘরে লাগান। তবে শুধু গরমকাল নয়, বর্ষার মরশুমেও স্নেক প্ল্যান্টের ব্যাপক বিক্রি হয়। এর দাম মাত্র ১০০ টাকা।
স্নেক প্ল্যান্ট সৌভাগ্য নিয়ে আসে: অনেকেই জানেন না, বাস্তুশাস্ত্রেও স্নেক প্ল্যান্টের আলাদা গুরুত্ব রয়েছে। ঘরে স্নেক প্ল্যান্ট লাগালে শুধু পরিবেশের গুণগত মান বৃদ্ধি পায় তাই নয়, এই গাছ সৌভাগ্যও বয়ে আনে। বাস্তু মতে, ঘরের দক্ষিণ, পূর্ব এবং দক্ষিণ-পূর্ব দিকে স্নেক প্ল্যান্ট রাখা উচিত। এটা ইতিবাচক শক্তিতে আকর্ষণ করে। পরিবারে শান্তি বজায় থাকে।
স্নেক প্ল্যান্ট সৌভাগ্য নিয়ে আসে: অনেকেই জানেন না, বাস্তুশাস্ত্রেও স্নেক প্ল্যান্টের আলাদা গুরুত্ব রয়েছে। ঘরে স্নেক প্ল্যান্ট লাগালে শুধু পরিবেশের গুণগত মান বৃদ্ধি পায় তাই নয়, এই গাছ সৌভাগ্যও বয়ে আনে। বাস্তু মতে, ঘরের দক্ষিণ, পূর্ব এবং দক্ষিণ-পূর্ব দিকে স্নেক প্ল্যান্ট রাখা উচিত। এটা ইতিবাচক শক্তিতে আকর্ষণ করে। পরিবারে শান্তি বজায় থাকে।