সকাল থেকে ঘামে প্যাচপ্যাচে গরম। বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিতে বিকেল বা সন্ধ্যা সাময়িক স্বস্তি মিলতে পারে। তবে সুখবর দিয়েছে আলিপুর। আগামী বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা।

Weather Update: আগামী দু’দিনে আরও বাড়বে গরম! কলকাতাতেও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস

আবহবিদদের আশঙ্কা, খাতায়কলমে বৈশাখ আসার আগেই বাংলার বিভিন্ন অংশের তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আবহাওয়া অফিসের পূর্বাভাস, এপ্রিলের শুরুতে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির সেলসিয়াসের কাছাকাছি। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াসে। বৈশাখের আগে এপ্রিলের শুরুতেই বাংলার পশ্চিম অংশের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রির চৌকাঠে পা রাখবে বলে জানিয়েছে হাওয়া অফিস।