Suvendu Adhikari: অভিষেকের পাল্টা শুভেন্দুর, বললেন গ্যাসের দাম সাড়ে চারশো টাকা করার কথা

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায় মথুরাপুরের সভা থেকে চ্যালেঞ্জ করেছিলেন, আর বিকেলে সেই চ্যালেঞ্জের উত্তরই দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তিনি বললেন, লক্ষ্মীর ভাণ্ডার নাম পরিবর্তন করে অন্নপূর্ণা ভাণ্ডার করে দেব৷ মাসে মাসে তিন হাজার টাকা করে দেব৷ এ ছাড়াও রাজস্থানের মতো সাড়ে চারশো টাকার গ্যাস দেব৷

দুপুরে রাজ্যের বকেয়া নিয়ে বারংবার কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ আর এ দিন দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের সভা থেকে কেন্দ্রীয় সরকারকে ফের নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অভিষেক৷ দাবি করলেন, কেন্দ্র যদি বিনামূল্যে সাধারণ মানুষকে রান্নার গ্যাস দেওয়ার প্রতিশ্রুতি দেয়, তাহলে রাজ্যের ৪২টি আসন থেকেই প্রার্থী প্রত্যাহার করে নেবে তৃণমূল কংগ্রেস৷

মথুরাপুরের সভা থেকে অভিষেক বলেন, ‘আমার ওপেন চ্যালেঞ্জ। লক্ষ্মীর ভান্ডার দিতে হবে না। এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। আপনারা আগামী ৫ বছরের জন্য গ্যাস বিনামূল্যে করে দিন। যদি করতে পারেন তাহলে ৪২ আসনে প্রার্থী তুলে নেব।’

প্রধানমন্ত্রীর নাম না করেই তাঁকে নিশানা করে অভিষেক বলেন, ‘এক দিকে যে গ্যারান্টি দিচ্ছে সে ২০০০ কিমি দূরে থাকে, ৮০০০ কোটির বিমানে চেপে বিদেশে যায়, আর ভোট আসলে ঘুরে বেড়ায়। আর একজন এখান থেকে ৫০ কিমি দূরে টালির চালের বাড়িতে থেকে মানুষের কাজ করে। বিজেপি বলছে লক্ষ্মীর ভান্ডার দেবে। আবার ৩ হাজার করে দেবে বলছে। ১৭ রাজ্যে আছে বিজেপি। সেখানে ৩ হাজার নয়, ১৫০০ দিক।’

এর উত্তরেই গ্যাসের দাম ৪৫০ টাকা করা নিয়ে অভিষেককে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী৷ পাশাপাশি, ইন্ডিয়া জোট নিয়ে কর্মীসভায় শুভেন্দু কটাক্ষ করেন। সেমিফাইনালে মোদিকে উল্টে দেবে ভেবেছিল। রাজস্থান, ছত্রিশগড়, মধ্যপ্রদেশে ওরাই উলটে গেছে। ইন্ডিয়া জোটের পিন্ডি চটকে গেছে। ইন্ডির হোতারা বিহারে আসল খেলে দিয়েছেন। বিহারে NDA-অর্থাৎ বিজেপির সরকার।