তিন দিন দুর্যোগের অশনি সঙ্কেত! বাংলার ৫ জেলায় তুমুল ঝড়বৃষ্টি

মার্চের শেষ ও এপ্রিলের শুরুতে গরম বাড়বে দেশজুড়ে। তাপপ্রবাহের পরিস্থিতির সতর্কতা মধ্যপ্রদেশ ও বিদর্ভ অর্থাৎ মধ্য ভারতের অংশ। এছাড়াও কর্ণাটক ও তেলেঙ্গানার মতে দক্ষিণ ভারতের বেশকিছু অংশে একই পরিস্থিত তৈরি হতে পারে। তবে সপ্তাহান্তে রয়েছে বৃষ্টির সম্ভাবনা