চৈত্র নবরাত্রি

Chaitra Navratri 2024: চৈত্র নবরাত্রিতে দেবীকে প্রসন্ন করতে কোন দিন কী ভোগ দেবেন? নিয়ম মানলে জীবনভর সুখ-অর্থের বন্যা

*৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি। নবরাত্রিতে দেবী দুর্গার ন'টি রূপের পুজো হয়। জ্যোতিষী বিশ্বাস করেন যে, নবরাত্রির নয় দিনে পুজো যতটা গুরুত্বপূর্ণ, সেই ৯ দিনের জন্য দেবীকে দেওয়া নৈবেদ্যও সমান গুরুত্বপূর্ণ। সংগৃহীত ছবি। 
*৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি। নবরাত্রিতে দেবী দুর্গার ন’টি রূপের পুজো হয়। জ্যোতিষী বিশ্বাস করেন যে, নবরাত্রির নয় দিনে পুজো যতটা গুরুত্বপূর্ণ, সেই ৯ দিনের জন্য দেবীকে দেওয়া নৈবেদ্যও সমান গুরুত্বপূর্ণ। সংগৃহীত ছবি।
*বিশ্বাস করা হয়, এই সময় ভক্তরা যদি পছন্দের নৈবেদ্য দেবীকে নিবেদন করেন, তবে মা প্রসন্ন হন এবং তাঁদের মনস্কামনা শীঘ্রই পূরণ হয়। সংগৃহীত ছবি। 
*বিশ্বাস করা হয়, এই সময় ভক্তরা যদি পছন্দের নৈবেদ্য দেবীকে নিবেদন করেন, তবে মা প্রসন্ন হন এবং তাঁদের মনস্কামনা শীঘ্রই পূরণ হয়। সংগৃহীত ছবি।
*দেওঘরের পাগল বাবা আশ্রমে অবস্থিত মুদ্গল জ্যোতিষ কেন্দ্রের বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল লোকাল নিউজ18-কে বলেন যে, নবরাত্রির সময় দেবী দুর্গার ন'টি রূপের পুজো হয়। সংগৃহীত ছবি। 
*দেওঘরের পাগল বাবা আশ্রমে অবস্থিত মুদ্গল জ্যোতিষ কেন্দ্রের বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল লোকাল নিউজ18-কে বলেন যে, নবরাত্রির সময় দেবী দুর্গার ন’টি রূপের পুজো হয়। সংগৃহীত ছবি।
*৯ দিনের জন্য বিভিন্ন নৈবেদ্যও দেবীকে নিবেদন করতে হয়। দেবীকে তাঁর ইচ্ছা ও দিন অনুযায়ী খাবার নিবেদন করলে তিনি দ্রুত প্রসন্ন হন এবং ভক্ত দ্বিগুণ ফল পান, সেই সঙ্গে ভক্তের সমস্ত কষ্ট দূর হয়। সংগৃহীত ছবি। 
*৯ দিনের জন্য বিভিন্ন নৈবেদ্যও দেবীকে নিবেদন করতে হয়। দেবীকে তাঁর ইচ্ছা ও দিন অনুযায়ী খাবার নিবেদন করলে তিনি দ্রুত প্রসন্ন হন এবং ভক্ত দ্বিগুণ ফল পান, সেই সঙ্গে ভক্তের সমস্ত কষ্ট দূর হয়। সংগৃহীত ছবি।
*চৈত্র নবরাত্রির ন-দিনে নয় ধরনের নৈবেদ্য নিবেদন করুন। প্রথম দিনে মা শৈলপুত্রীর পুজো করা হয়। দেবীর এই রূপকে গাওয়া ঘি দিয়ে তৈরি মিষ্টি নিবেদন করা উচিত। সংগৃহীত ছবি। 
*চৈত্র নবরাত্রির ন-দিনে নয় ধরনের নৈবেদ্য নিবেদন করুন। প্রথম দিনে মা শৈলপুত্রীর পুজো করা হয়। দেবীর এই রূপকে গাওয়া ঘি দিয়ে তৈরি মিষ্টি নিবেদন করা উচিত। সংগৃহীত ছবি।
*দ্বিতীয় দিনে মা ব্রহ্মচারিণীর পূজা করা হয়। দেবীর এই রূপকে পঞ্চামৃত নিবেদন করতে হবে। তৃতীয় দিনে মা চন্দ্রঘন্টার পুজো করা হয়। এ দিন মাকে দুধ থেকে তৈরি মিষ্টি নিবেদন করা উচিত। সংগৃহীত ছবি। 
*দ্বিতীয় দিনে মা ব্রহ্মচারিণীর পূজা করা হয়। দেবীর এই রূপকে পঞ্চামৃত নিবেদন করতে হবে। তৃতীয় দিনে মা চন্দ্রঘন্টার পুজো করা হয়। এ দিন মাকে দুধ থেকে তৈরি মিষ্টি নিবেদন করা উচিত। সংগৃহীত ছবি।
*চতুর্থ দিনে মা কুষ্মাণ্ডার পূজা করা হয়। দেবীর এই রূপকে মালপোয়া নিবেদন করা উচিত। পঞ্চমী তিথিতে মা স্কন্দমাতার পুজো করা হয়। দেবীর এই রূপকে চিনি ও কলা নিবেদন করলে ভাল ফল মেলে। সংগৃহীত ছবি। 
*চতুর্থ দিনে মা কুষ্মাণ্ডার পূজা করা হয়। দেবীর এই রূপকে মালপোয়া নিবেদন করা উচিত। পঞ্চমী তিথিতে মা স্কন্দমাতার পুজো করা হয়। দেবীর এই রূপকে চিনি ও কলা নিবেদন করলে ভাল ফল মেলে। সংগৃহীত ছবি।
*ষষ্ঠীর দিন মা কাত্যায়নীর পুজো করা হয়। এই দিনে দেবীকে মিষ্টি পান নিবেদন করতে হবে। সপ্তমী তিথিতে মা কালরাত্রির পুজো হয়। দেবীর এই রূপকে গুড়ের মিষ্টি নিবেদন করা উচিত।
*ষষ্ঠীর দিন মা কাত্যায়নীর পুজো করা হয়। এই দিনে দেবীকে মিষ্টি পান নিবেদন করতে হবে। সপ্তমী তিথিতে মা কালরাত্রির পুজো হয়। দেবীর এই রূপকে গুড়ের মিষ্টি নিবেদন করা উচিত।
*অষ্টমী তিথিতে মা মহাগৌরীর পুজো করা হয়। দেবীর এই রূপকে নারকেল নিবেদন করা উচিত। নবমী তিথিতে মা সিদ্ধিদাত্রীর পুজো করা হয়। এই দিনে দেবীকে ক্ষীর, পুরি, হালুয়া নিবেদন করলে ভক্তরা শুভফল পাবেন। সংগৃহীত ছবি।
*অষ্টমী তিথিতে মা মহাগৌরীর পুজো করা হয়। দেবীর এই রূপকে নারকেল নিবেদন করা উচিত। নবমী তিথিতে মা সিদ্ধিদাত্রীর পুজো করা হয়। এই দিনে দেবীকে ক্ষীর, পুরি, হালুয়া নিবেদন করলে ভক্তরা শুভফল পাবেন। সংগৃহীত ছবি।