রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা শুভ বলে মনে করা হয়! এই টাকা পাওয়া মানেই ভাল কিছু ঘটতে পারে আপনার সঙ্গে! মা লক্ষ্মীর কৃপা হিসেবে দেখা হয় কুড়িয়ে পাওয়া সেই টাকা।

Money Luck: ১১ এপ্রিল সকাল-সকাল হাতে টাকা আসবে? না আয়ের থেকে ব্যয় হয়ে বেশি? জেনে নিন আগেভাগে

কলকাতা: আমাদের দেশের বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে আমাদের রাশিচক্রের ১২টি রাশি মানবজীবনের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে সক্ষম। প্রত্যেকটি রাশি তাদের প্রতিদিনের গ্রহের ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে জীবনে ভিন্ন ভিন্ন ঘটনার সম্মুখীন হয়ে থাকে। সেই কারণেই প্রতিটি রাশির জাতক-জাতিকাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে জ্যোতিষশাস্ত্র ভবিষ্যদ্বাণী করতে সক্ষম। এবারে দেখে নেওয়া যাক রাশিফল আমাদের অর্থভাগ্য নিয়ে কী কী গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!

মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।

সাবধান, কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতন্ডার সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: অনুগ্রহ করে সাদা পোশাক পরে দেবী লক্ষ্মীর আরাধনা করুন।

বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।

কাজের ভুলে আর্থিক লোকসানের সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: অনুগ্রহ করে নিমগাছে জল দান করুন।

মিথুন: মে ২১ থেকে জুন ২০।

নতুন কাজে হাত দিলে তা অবশ্য়ই সার্থক হবে।
প্রতিকার: অনুগ্রহ করে সাদা বস্ত্র, ময়দা, চাল, চিনি ইত্যাদি দান করুন।

কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।

ধর্মীয় কাজে ব্যয়বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: অনুগ্রহ করে লক্ষ্মী-নারায়ণের আরাধনা করুন।

সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।

নতুন কোনও সুযোগ অর্থাগমের পথ প্রশস্ত করবে।
প্রতিকার: অনুগ্রহ করে দেবী লক্ষ্মীকে বাতাসা-পদ্মবীজ-কড়ি নিবেদন করুন।

কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।

কর্মক্ষেত্রে শত্রু বৃদ্ধি পেলেও কাজ নির্বিঘ্নে সম্পন্ন হবে।
প্রতিকার: অনুগ্রহ করে চন্দনের তিলক পরুন এবং তাম্রপাত্রে রাখা জলে ভগবান শিবের অভিষেক করুন।

তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।

ঋণ নেওয়া থেকে বিরত থাকলেই সর্ব দিকে মঙ্গল হবে।
প্রতিকার: অনুগ্রহ করে গৃহের প্রধান দ্বারের সামনে আবির ছড়িয়ে তার ওপরে একটি দ্বিমুখী প্রদীপ জ্বালিয়ে রাখুন।

বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।

ধার দেওয়া টাকা ফেরত আসার সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: অনুগ্রহ করে দেবী লক্ষ্মীকে জাফরান দেওয়া ক্ষীর নিবেদন করুন।

ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।

কর্মক্ষেত্রে বাধা দূর হবে, অর্থাগমের যোগ রয়েছে।
প্রতিকার: অনুগ্রহ করে দেবী লক্ষ্মীকে পদ্মবীজের মালা নিবেদন করুন।

মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।

টাকা লেনদেনের ক্ষেত্রে অতীব সতর্ক থাকা প্রয়োজন।
প্রতিকার: অনুগ্রহ করে দেবী লক্ষ্মীর আরাধনা করুন এবং দেবীকে শমীপর্ণ নিবেদন করুন।

কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।

আটকে থাকা কাজ সুসম্পন্ন হবে, সব দিকে লাভ হবে।
প্রতিকার: অনুগ্রহ করে দরিদ্রদের খাদ্য-বস্ত্র দান করুন।

মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।

কাজ নির্বিঘ্নে সিদ্ধ হবে, নতুন উদ্যোগ সার্থক হবে।
প্রতিকার: অনুগ্রহ করে একটি লৌহপাত্রে জল, দুধ, চিনি, ঘি মিশিয়ে অশ্বত্থ বৃক্ষে নিবেদন করুন।