গ্রহের গোচরের উপরে নির্ভর করে আমাদের ভাগ্য বদলায়। কখনও তা জীবনে শুভ প্রভাব ফেলে, কখনও বা নিয়ে আসে অশুভ যা কিছু। সেই হিসেবে দেখলে বৈদিক জ্যোতিষের নয়টি গ্রহই এবং তাঁদের গোচর সমান তাৎপর্যপূর্ণ হওয়ার কথা।

Guru Gochar 2024: বৃহস্পতির গোচরে মে থেকে উজ্জ্বল হবে অর্থভাগ্য, দেখে নিন রাশি মিলিয়ে দলে আপনিও আছেন কি না

গ্রহের গোচরের উপরে নির্ভর করে আমাদের ভাগ্য বদলায়। কখনও তা জীবনে শুভ প্রভাব ফেলে, কখনও বা নিয়ে আসে অশুভ যা কিছু। সেই হিসেবে দেখলে বৈদিক জ্যোতিষের নয়টি গ্রহই এবং তাঁদের গোচর সমান তাৎপর্যপূর্ণ হওয়ার কথা।
গ্রহের গোচরের উপরে নির্ভর করে আমাদের ভাগ্য বদলায়। কখনও তা জীবনে শুভ প্রভাব ফেলে, কখনও বা নিয়ে আসে অশুভ যা কিছু। সেই হিসেবে দেখলে বৈদিক জ্যোতিষের নয়টি গ্রহই এবং তাঁদের গোচর সমান তাৎপর্যপূর্ণ হওয়ার কথা।
কিন্তু নবগ্রহের এই তালিকায় দেবগুরু বৃহস্পতির স্থান বেশ উচ্চে। কেন না, জ্যোতিষ মতে, তিনি বিবাহ, সন্তান, ভাগ্য, সম্পদ এবং সুখের কারক গ্রহ। অর্থাৎ ভাল ভাবে বেঁচে থাকার জন্য মানুষ যা চাইতে পারে, বস্তুগত সেই সবকটি দিকেই ভাগ্য উজ্জ্বল হয় বৃহস্পতির কৃপায়।
কিন্তু নবগ্রহের এই তালিকায় দেবগুরু বৃহস্পতির স্থান বেশ উচ্চে। কেন না, জ্যোতিষ মতে, তিনি বিবাহ, সন্তান, ভাগ্য, সম্পদ এবং সুখের কারক গ্রহ। অর্থাৎ ভাল ভাবে বেঁচে থাকার জন্য মানুষ যা চাইতে পারে, বস্তুগত সেই সবকটি দিকেই ভাগ্য উজ্জ্বল হয় বৃহস্পতির কৃপায়।
ফলে, মে মাসে বৃহস্পতির গোচর জ্যোতিষে অতীব গুরুত্বপূর্ণ। হিসেব অনুযায়ী, ১ মে, ২০২৪ তারিখে বৃহস্পতি মেষ রাশিতে গোচর করতে চলেছে। দীর্ঘ বারো বছর পর, বৃহস্পতি শুক্রের রাশি বৃষতে প্রবেশ করতে চলেছে। এর পর ১৪ মে, ২০২৫-এ বৃহস্পতি মিথুনে চলে যাবে। বৃহস্পতি একটি রাশিতে প্রায় ১২ মাস অবস্থান করে, তাই বৃহস্পতির আবার একই রাশিতে ফিরে আসতেও প্রায় ১২ বছর সময় লাগে। দেখে নেওয়া যাক মে মাসে বৃহস্পতির বৃষ রাশিতে গোচর কাদের ভাগ্য উজ্জ্বল করতে চলেছে। একটি নির্দিষ্ট সময় ছাড়া ছাড়া প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকে তার প্রভাব সমান ভাবে ১২টি গ্রহের উপরে পড়লেও কিছু গ্রহের উপরে শুভ ও কিছু গ্রহের উপরে অশুভ প্রভাব বিস্তার করে থাকে ৷ বৃহস্পতি হলেন দেবতাদের গুরু অর্থাৎ দেবগুরু ৷ তিনি মান সম্মানের কারকও ৷
ফলে, মে মাসে বৃহস্পতির গোচর জ্যোতিষে অতীব গুরুত্বপূর্ণ। হিসেব অনুযায়ী, ১ মে, ২০২৪ তারিখে বৃহস্পতি মেষ রাশিতে গোচর করতে চলেছে। দীর্ঘ বারো বছর পর, বৃহস্পতি শুক্রের রাশি বৃষতে প্রবেশ করতে চলেছে। এর পর ১৪ মে, ২০২৫-এ বৃহস্পতি মিথুনে চলে যাবে। বৃহস্পতি একটি রাশিতে প্রায় ১২ মাস অবস্থান করে, তাই বৃহস্পতির আবার একই রাশিতে ফিরে আসতেও প্রায় ১২ বছর সময় লাগে। দেখে নেওয়া যাক মে মাসে বৃহস্পতির বৃষ রাশিতে গোচর কাদের ভাগ্য উজ্জ্বল করতে চলেছে। একটি নির্দিষ্ট সময় ছাড়া ছাড়া প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকে তার প্রভাব সমান ভাবে ১২টি গ্রহের উপরে পড়লেও কিছু গ্রহের উপরে শুভ ও কিছু গ্রহের উপরে অশুভ প্রভাব বিস্তার করে থাকে ৷ বৃহস্পতি হলেন দেবতাদের গুরু অর্থাৎ দেবগুরু ৷ তিনি মান সম্মানের কারকও ৷
মেষ- কর্মজীবনে নানা সুযোগ আসবে, আর্থিক অবস্থান পোক্ত হবে, আচমকা হাতে কিছু টাকাও আসতে পারে। কুষ্ঠির দ্বিতীয় কক্ষে বৃহস্পতির অবস্থানে ভাগ্যের পূর্ণ সমর্থনে সব কাজ সফল হবে। দাম্পত্যে সুখ থাকবে, পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে। অবিবাহিতরা উপযুক্ত জীবনসঙ্গীর সন্ধান পেতে পারেন।
মেষ- কর্মজীবনে নানা সুযোগ আসবে, আর্থিক অবস্থান পোক্ত হবে, আচমকা হাতে কিছু টাকাও আসতে পারে। কুষ্ঠির দ্বিতীয় কক্ষে বৃহস্পতির অবস্থানে ভাগ্যের পূর্ণ সমর্থনে সব কাজ সফল হবে। দাম্পত্যে সুখ থাকবে, পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে। অবিবাহিতরা উপযুক্ত জীবনসঙ্গীর সন্ধান পেতে পারেন।
কর্কট- কর্কটের একাদশ কক্ষে বৃহস্পতির গোচরে বিশেষ করে আর্থিক ভাগ্য খুলবে, আয় বাড়বে নানা দিক থেকে। ফলে, সঞ্চয়ও বাড়বে। ব্যবসায়ীরা এমন কোনও চুক্তি পেতে পারেন যা দীর্ঘমেয়াদে বিপুল লাভ দেবে। শিক্ষার্থীদেরও যাবতীয় প্রতিকূলতা কাটবে।
কর্কট- কর্কটের একাদশ কক্ষে বৃহস্পতির গোচরে বিশেষ করে আর্থিক ভাগ্য খুলবে, আয় বাড়বে নানা দিক থেকে। ফলে, সঞ্চয়ও বাড়বে। ব্যবসায়ীরা এমন কোনও চুক্তি পেতে পারেন যা দীর্ঘমেয়াদে বিপুল লাভ দেবে। শিক্ষার্থীদেরও যাবতীয় প্রতিকূলতা কাটবে।
সিংহ- বিশেষ করে প্রণয়ের সম্পর্ক মধুর হবে বৃহস্পতির গোচরে, অবিবাহিতদের মনের মানুষের সঙ্গে বিবাহের সব বাধা কাটবে। সরকারি চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাফল্য পাবেন, ব্যবসায়ীরাও বিপুল লাভের মুখ দেখবেন। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
সিংহ- বিশেষ করে প্রণয়ের সম্পর্ক মধুর হবে বৃহস্পতির গোচরে, অবিবাহিতদের মনের মানুষের সঙ্গে বিবাহের সব বাধা কাটবে। সরকারি চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাফল্য পাবেন, ব্যবসায়ীরাও বিপুল লাভের মুখ দেখবেন। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)