২০২৪ সালের বাসন্তী পুজো কবে, তা নিয়ে রয়েছে বহু কৌতূহল। চৈত্রমাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে হয় বাসন্তী পুজো। মনে করা হয়, চৈত্র মাসের বাসন্তী পুজোই আসল দুর্গাপুজো। বাসন্তীপুজোর সময়কালের মধ্যে অন্নপূর্ণা পুজো করলে অন্নের অভাব হয়না। আর এই পুজো চৈত্র নবরাত্রির বিশেষ তিথি কখন থেকে পড়ছে, তার তারিখ দেখে নিন।

Annapurna Puja Rashifal: অন্নপূর্ণা পুজোর সময়সূচি, ২ বিশেষ যোগে ভাগ্য বদলে যাবে এই ৫ রাশির, জীবনে সুখ উপচে পড়বে

২০২৪ সালের বাসন্তী পুজো কবে, তা নিয়ে রয়েছে বহু কৌতূহল। চৈত্রমাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে হয় বাসন্তী পুজো। মনে করা হয়, চৈত্র মাসের বাসন্তী পুজোই আসল দুর্গাপুজো। বাসন্তীপুজোর সময়কালের মধ্যে অন্নপূর্ণা পুজো করলে অন্নের অভাব হয়না। আর এই পুজো চৈত্র নবরাত্রির বিশেষ তিথি কখন থেকে পড়ছে, তার তারিখ দেখে নিন।
২০২৪ সালের বাসন্তী পুজো কবে, তা নিয়ে রয়েছে বহু কৌতূহল। চৈত্রমাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে হয় বাসন্তী পুজো। মনে করা হয়, চৈত্র মাসের বাসন্তী পুজোই আসল দুর্গাপুজো। বাসন্তীপুজোর সময়কালের মধ্যে অন্নপূর্ণা পুজো করলে অন্নের অভাব হয়না। আর এই পুজো চৈত্র নবরাত্রির বিশেষ তিথি কখন থেকে পড়ছে, তার তারিখ দেখে নিন।
বলা হয়, সংসারে আর্থিক অনটন থেকে মুক্তি পেতে অন্নপূর্ণা পুজো করেন অনেকে। দেবী অন্নপূর্ণা দ্বিভূজা। তাঁর একপাশে শ্রী অন্যপাশে ভূমি। বাসন্তীপুজোর অষ্টমী তিথিতে হয় মা অন্নপূর্ণার পুজো। এদিকে, বাসন্তীপুজোর তিথি কবে থেকে পড়ছে তার দিকে তাকিয়ে সকলে। চলতি বছরে দেবীর আগমন ঘোটকে।
বলা হয়, সংসারে আর্থিক অনটন থেকে মুক্তি পেতে অন্নপূর্ণা পুজো করেন অনেকে। দেবী অন্নপূর্ণা দ্বিভূজা। তাঁর একপাশে শ্রী অন্যপাশে ভূমি। বাসন্তীপুজোর অষ্টমী তিথিতে হয় মা অন্নপূর্ণার পুজো। এদিকে, বাসন্তীপুজোর তিথি কবে থেকে পড়ছে তার দিকে তাকিয়ে সকলে। চলতি বছরে দেবীর আগমন ঘোটকে।
বাসন্তীপুজোর ষষ্ঠী থেকে দশমী তিথি- বাসন্তীপুজোর মহাষষ্ঠী পড়ছে ১৪ এপ্রিল দুপুর ৩.৪৬ মিনিট থেকে। সপ্তমী তিথি পড়ছে ১৫ এপ্রিল। তিথি শেষ হবে সেদিন দুপুর ৩.৫২ মিনিটে।
বাসন্তীপুজোর ষষ্ঠী থেকে দশমী তিথি- বাসন্তীপুজোর মহাষষ্ঠী পড়ছে ১৪ এপ্রিল দুপুর ৩.৪৬ মিনিট থেকে। সপ্তমী তিথি পড়ছে ১৫ এপ্রিল। তিথি শেষ হবে সেদিন দুপুর ৩.৫২ মিনিটে।
বাসন্তী পুজোর অষ্টমী তিথি পড়ছে মঙ্গলবার ১৬ এপ্রিল। সেদিন বিকেল ৪.২৮ মিনিট পর্যন্ত থাকবে। ১৭ এপ্রিল মহানবমী। সেদিন পড়ছে রামনবমী। তিথি শেষ হবে বিকেল ৫.৩৮ মিনিটে। দশমী তিথি ১৮ এপ্রিল বিকেল ৫.৩৮ মিনিটে শেষ হবে।
বাসন্তী পুজোর অষ্টমী তিথি পড়ছে মঙ্গলবার ১৬ এপ্রিল। সেদিন বিকেল ৪.২৮ মিনিট পর্যন্ত থাকবে। ১৭ এপ্রিল মহানবমী। সেদিন পড়ছে রামনবমী। তিথি শেষ হবে বিকেল ৫.৩৮ মিনিটে। দশমী তিথি ১৮ এপ্রিল বিকেল ৫.৩৮ মিনিটে শেষ হবে।
এই দিনেই দুটি খুব শুভ যোগ রয়েছে৷ একটি সর্বার্থসিদ্ধি যোগ, অপরটি রবি যোগ। এই দুটি যোগই ৫টি রাশি হবে লাভবান। আসুন জেনে নিই অষ্টমী তিথিতে মা দুর্গার আশীর্বাদে কোন ৫টি রাশি রয়েছে।
এই দিনেই দুটি খুব শুভ যোগ রয়েছে৷ একটি সর্বার্থসিদ্ধি যোগ, অপরটি রবি যোগ। এই দুটি যোগই ৫টি রাশি হবে লাভবান। আসুন জেনে নিই অষ্টমী তিথিতে মা দুর্গার আশীর্বাদে কোন ৫টি রাশি রয়েছে।
মকর, বৃষ,কন্যা, কর্কট, মীন---এই ৫ রাশির জাতকদের জন্য খুবই সুখের সময়৷ সংসারে সুখ থাকবে, উন্নতি হবে বিপুল৷
মকর, বৃষ,কন্যা, কর্কট, মীন—এই ৫ রাশির জাতকদের জন্য খুবই সুখের সময়৷ সংসারে সুখ থাকবে, উন্নতি হবে বিপুল৷
রামনবমী, ১৭ এপ্রিল। এই নবমীর তিথি শুরু হবে ১৬ এপ্রিল দুপুর ১ টা ২৩ মিনিট থেকে। তিথি শেষ হবে ১৭ এপ্রিল দুপুর ৩ টে ১৪ মিনিট থেকে।
রামনবমী, ১৭ এপ্রিল। এই নবমীর তিথি শুরু হবে ১৬ এপ্রিল দুপুর ১ টা ২৩ মিনিট থেকে। তিথি শেষ হবে ১৭ এপ্রিল দুপুর ৩ টে ১৪ মিনিট থেকে।