Bollywood News: পরপর ফ্লপ! ১০০ ছবি হাতছাড়া! লড়াই চালিয়ে ফিরে আসা! ছবির ছোট্ট ছেলেটি কে বলুন তো

বলিউডের প্রথম সারির নায়ক। ঝুলিতে অসংখ্য হিট। তবে দীর্ঘ কেরিয়ারে ফ্লপের সংখ্যাও নেহাত কম নয়। তবে ওঠাপড়ার মধ্যে দিয়েই নিজের মতো করে এগিয়েছেন তিনি।
বলিউডের প্রথম সারির নায়ক। ঝুলিতে অসংখ্য হিট। তবে দীর্ঘ কেরিয়ারে ফ্লপের সংখ্যাও নেহাত কম নয়। তবে ওঠাপড়ার মধ্যে দিয়েই নিজের মতো করে এগিয়েছেন তিনি।
ফিল্মি পরিবারের ছেলে তিনি। মা-বাবা দু'জনেই অভিনেতা। তারকাসন্তান হওয়া সত্ত্বেও বলিউডে তাঁর সাফল্যের পথ খুব মসৃণ ছিল না। ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে কেরিয়ার শুরু করেন তিনি।
ফিল্মি পরিবারের ছেলে তিনি। মা-বাবা দু’জনেই অভিনেতা। তারকাসন্তান হওয়া সত্ত্বেও বলিউডে তাঁর সাফল্যের পথ খুব মসৃণ ছিল না। ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে কেরিয়ার শুরু করেন তিনি।
অভিনয় দক্ষতার পাশাপাশি, সুদর্শন হওয়ার জন্যও পরিচিত ছিলেন এই তারকাসন্তান। কেরিয়ারের শুরুতে তাঁর নামের পাশে জুড়ে গিয়েছিল 'চকোলেট বয়' তকমা।
অভিনয় দক্ষতার পাশাপাশি, সুদর্শন হওয়ার জন্যও পরিচিত ছিলেন এই তারকাসন্তান। কেরিয়ারের শুরুতে তাঁর নামের পাশে জুড়ে গিয়েছিল ‘চকোলেট বয়’ তকমা।
'তাল' এবং 'দিল তো পাগল হ্যায়'-র মতো সুপারহিট ছবিতে তারকা পিছনে নাচ করতে দেখা গিয়েছিল তাঁকে। 'তাল' ছবিতে ঐশ্বর্য রাইয়ের নাচটি মনোযোগ সহকারে দেখলে তবে তাঁকে লক্ষ্য করা যাবে।
‘তাল’ এবং ‘দিল তো পাগল হ্যায়’-র মতো সুপারহিট ছবিতে তারকা পিছনে নাচ করতে দেখা গিয়েছিল তাঁকে। ‘তাল’ ছবিতে ঐশ্বর্য রাইয়ের নাচটি মনোযোগ সহকারে দেখলে তবে তাঁকে লক্ষ্য করা যাবে।
২০০৩ সালে অমৃতা রাও-এর বিপরীতে 'ইশক ভিশক' ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। তাঁর প্রথম ছবিই দর্শকদের মন জয় করে নেয়। এতক্ষণে নিশ্চয়ই বোঝা গিয়েছে কাকে নিয়ে আলোচনা হচ্ছে। তিনি শাহিদ কাপুর।
২০০৩ সালে অমৃতা রাও-এর বিপরীতে ‘ইশক ভিশক’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। তাঁর প্রথম ছবিই দর্শকদের মন জয় করে নেয়। এতক্ষণে নিশ্চয়ই বোঝা গিয়েছে কাকে নিয়ে আলোচনা হচ্ছে। তিনি শাহিদ কাপুর।
প্রথম ছবির সাফল্যের পর শাহিদ ১০০৪ সালে 'ফিদা' ছবিতে দেখা যায়। অভিনেতার দ্বিতীয় ছবি বক্স অফিসে ব্যর্থ হয়। এরপর শাহিদের পরপর পাঁচটি ছবি ব্যর্থ হয়।
প্রথম ছবির সাফল্যের পর শাহিদ ১০০৪ সালে ‘ফিদা’ ছবিতে দেখা যায়। অভিনেতার দ্বিতীয় ছবি বক্স অফিসে ব্যর্থ হয়। এরপর শাহিদের পরপর পাঁচটি ছবি ব্যর্থ হয়।
বেশ কয়েকটি ফ্লপের পর ফের সামলে ওঠেন শাহিদ। 'বিবাহ', জাব উই মেট', 'পদ্মাবত', 'কবীর সিং'-এর মতো ছবিগুলি শহীদ কাপুরের কেরিয়ারে মাইলফলক। আপাতত অভিনেতার হাতে একগুচ্ছ কাজ।
বেশ কয়েকটি ফ্লপের পর ফের সামলে ওঠেন শাহিদ। ‘বিবাহ’, জাব উই মেট’, ‘পদ্মাবত’, ‘কবীর সিং’-এর মতো ছবিগুলি শহীদ কাপুরের কেরিয়ারে মাইলফলক। আপাতত অভিনেতার হাতে একগুচ্ছ কাজ।