Amitabh Bachchan: লতা দীননাথ মঙ্গেশকার পুরস্কার পাচ্ছেন অমিতাভ! তার মাঝেই এ কী লিখলেন বিগ বি

মুম্বই: অমিতাভ বচ্চনকে লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত করা হবে। মঙ্গলবার মঙ্গেশকর পরিবার এমনটাই ঘোষণা করেছে। ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি লতা মঙ্গেশকরের প্রয়ানের পর তাঁর পরিবার এবং ট্রাস্ট গায়িকার স্মৃতিতে এই পুরস্কার প্রদানের রীতি শুরু করে।

লতা মঙ্গেশকরের বাবা প্রখ্যাত থিয়েটার এবং সঙ্গীতশিল্পী দীননাথ মঙ্গেশকরের মৃত্যু বার্ষিকীতে এই পুরস্কার পাবেন অমিতাভ। লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কার প্রতি বছর এমন এক ব্যক্তিকে দেওয়া হয়, যিনি সমাজ এবং মানুষের মঙ্গলার্থে নানা উল্লেখযোগ্য অবদান রাখেন। ২০২৩ সালে এই পুরস্কার পেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি বছরে সেই পুরস্কার পেতে চলেছেন অমিতাভ।

কৌন বনেগা ক্রোড়পতি-র শ্যুটের জন্য ফের সেটে ফিরেছেন বিগ বি। একই দিনে তিনি এমন একটি ট্যুইট করেন, যা তাঁর অনুরাগীদের ভাবাচ্ছে। এক্স (অতীতে যা ট্যুইটার নামে পরিচিত ছিল)-এ অভিনেতা লেখেন, ‘সোশ্যাল মিডিয়া স্যুইচড অফ নিউজ’। বর্তমানে নেটমাধ্যমে রমরমাতেই গুরুত্ব হারাচ্ছে খবর? ট্যুইটের মাধ্যমে কি তাই বোঝাতে চাইলেন অমিতাভ? প্রশ্ন তাঁর অনুরাগীদের।

আরও পড়ুন: সলমনের বাড়ির সামনে গুলি! পুলিশের জালে ২ আততায়ী, প্রকাশ্যে পরিচয়

আরও পড়ুন: পরপর ফ্লপ! ১০০ ছবি হাতছাড়া! লড়াই চালিয়ে ফিরে আসা! ছবির ছোট্ট ছেলেটি কে বলুন তো

অমিতাভের অসুস্থতার খবর পাওয়া গিয়েছিল মাস খানেক আগে। জানা গিয়েছিল, হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। পরবর্তীতে সে সব গুঞ্জন উড়িয়ে জনসমক্ষে এসেছিলেন অভিনেতা। আপাতত তাঁর হাতে একগুচ্ছ কাজ।