এ বছর অক্ষয় তৃতীয়া কবে? শুভ তিথি, দিনক্ষণ দেখে নিন

পয়লা বৈশাখের মতো অনেকেই অক্ষয় তৃতীয়ায় ব্যবসার জায়গায় পুজো করেন। কেউ কেউ আবাপর গৃহপ্রবেশের জন্য়ও অক্ষয় তৃতীয়ায় পুজো করেন।
পয়লা বৈশাখের মতো অনেকেই অক্ষয় তৃতীয়ায় ব্যবসার জায়গায় পুজো করেন। কেউ কেউ আবার গৃহপ্রবেশের জন্য়ও অক্ষয় তৃতীয়ায় পুজো করেন।
অক্ষয় শব্দের অর্থ যার ক্ষয় নেই। অনেকে তাই বিশ্বাস করেন, অক্ষয় তৃতীয়ায় শুরু করা কোনও কাজ অক্ষয় থাকে।
অক্ষয় শব্দের অর্থ যার ক্ষয় নেই। অনেকে তাই বিশ্বাস করেন, অক্ষয় তৃতীয়ায় শুরু করা কোনও কাজ অক্ষয় থাকে।
বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পুজো হয়। এই দিনটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়।
বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পুজো হয়। এই দিনটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়।
এ বছর ২৭শে বৈশাখ, অর্থাৎ ১০ মে অক্ষয় তৃতীয়ার পুজোর দিন।
এ বছর ২৭শে বৈশাখ, অর্থাৎ ১০ মে অক্ষয় তৃতীয়ার পুজোর দিন।
 ১০ মে প্রাতঃ  ৫টা বেজে ৪৪ মিনিট ১১ সেকেন্ড থেকে ১০ মে  শেষ রা ৪টে বেজে ৪৯ মিনিট ৩৭ সেকেন্ড পর্যন্ত তৃতীয়ার শুভ ক্ষণ থাকবে।
১০ মে প্রাতঃ  ৫টা বেজে ৪৪ মিনিট ১১ সেকেন্ড থেকে ১০ মে  শেষ রা ৪টে বেজে ৪৯ মিনিট ৩৭ সেকেন্ড পর্যন্ত তৃতীয়ার শুভ ক্ষণ থাকবে।
অক্ষয় তৃতীয়ার দিন ব্যবসায়ীরা লক্ষ্মী-গণেশের পুজোর আয়োজন করেন। অনেক দোকানে এই দিন হালখাতা হয়।
অক্ষয় তৃতীয়ার দিন ব্যবসায়ীরা লক্ষ্মী-গণেশের পুজোর আয়োজন করেন। অনেক দোকানে এই দিন হালখাতা হয়।