যিশু বা আবীর নয়, বাংলা সারেগামাপার সঞ্চালক এই নায়ক-গায়ক!

Sa Re Ga Ma Pa Bangla: বাংলা সারেগামাপা-এ বড় বদল! যিশু বা আবীর নয়, এবার রিয়্যালিটি শো-এর সঞ্চালক এই নায়ক-গায়ক!

জি বাংলার (Zee Bangla) খুবই জনপ্রিয়  রিয়ালিটি শো সারেগামাপা (SaReGaMaPa)। বাংলা ছাড়াও দেশের নানা জায়গা এমনকী বাংলাদেশ থেকেই সঙ্গীতশিল্পীরা এসেছেন সঙ্গীতের এই মঞ্চে অংশগ্রহণ করতে।
জি বাংলার (Zee Bangla) খুবই জনপ্রিয় রিয়ালিটি শো সারেগামাপা (SaReGaMaPa)। বাংলা ছাড়াও দেশের নানা জায়গা এমনকী বাংলাদেশ থেকেই সঙ্গীতশিল্পীরা এসেছেন সঙ্গীতের এই মঞ্চে অংশগ্রহণ করতে।
২০০৭ সালে জি বাংলার পর্দায় শুরু হয়েছিল এই রিয়ালিটি শোটি। জি টিভির আদলে তৈরি এই শোয়ের শুরুতে ২ বছর সঞ্চালনা করেছিলেন দেবজিৎ সাহা (Debjit Saha)। এরপর ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত ধারাবাহিকটি সঞ্চালনার কাজ করেছেন অভিনেতা সঞ্চালক সাহেব ভট্টাচার্য (Shaheb Bhattacharjee)।
২০০৭ সালে জি বাংলার পর্দায় শুরু হয়েছিল এই রিয়ালিটি শোটি। জি টিভির আদলে তৈরি এই শোয়ের শুরুতে ২ বছর সঞ্চালনা করেছিলেন দেবজিৎ সাহা (Debjit Saha)। এরপর ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত ধারাবাহিকটি সঞ্চালনার কাজ করেছেন অভিনেতা সঞ্চালক সাহেব ভট্টাচার্য (Shaheb Bhattacharjee)।
এরপরই ২০১২ সাল থেকেই ধারাবাহিকের সঞ্চালনার দায়ভার কাঁধে নেন জনপ্রিয় সঞ্চালক অভিনেতা যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)। এরপর তার তত্ত্বাবধানে রিয়ালিটি শোটি পার করেছে ৫ বছর।
এরপরই ২০১২ সাল থেকেই ধারাবাহিকের সঞ্চালনার দায়ভার কাঁধে নেন জনপ্রিয় সঞ্চালক অভিনেতা যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। এরপর তার তত্ত্বাবধানে রিয়ালিটি শোটি পার করেছে ৫ বছর।
তবে, আচমকা জি বাংলার সঙ্গে সমস‍্যার কারণে রিয়ালিটি শো ছেড়ে দেন অভিনেতা যীশু সেনগুপ্ত। এরপর ২০২০ সাল থেকে গত বছর অবধি ধারাবাহিকটিকে সঞ্চালনা করেছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়(Abir Chatterjee)।
তবে, আচমকা জি বাংলার সঙ্গে সমস‍্যার কারণে রিয়ালিটি শো ছেড়ে দেন অভিনেতা যিশু সেনগুপ্ত। এরপর ২০২০ সাল থেকে গত বছর অবধি ধারাবাহিকটিকে সঞ্চালনা করেছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়(Abir Chatterjee)।
অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় সারেগামাপা চলেছে গত বছর পর্যন্ত। ইতিমধ্যেই এই অনুষ্ঠানটি পার করেছে ২০টি সিজন। তবে এবার শোনা যাচ্ছে ফের এই শোয়ের সঞ্চালকে বদল করা হচ্ছে।
অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় সারেগামাপা চলেছে গত বছর পর্যন্ত। ইতিমধ্যেই এই অনুষ্ঠানটি পার করেছে ২০টি সিজন। তবে এবার শোনা যাচ্ছে ফের এই শোয়ের সঞ্চালকে বদল করা হচ্ছে।
আবিরের পরিবর্তনে এবার সারেগামাপা সঞ্চালনা করবেন আরেক জনপ্রিয় টলি অভিনেতা। এই সিজেনের শুরুর প্রোমোতে দেখা গেছিল অভিনেতা আবির চট্টোপাধ্যায়কে। এরপর সম্প্রতি শুরু হয়েছে সারেগামাপার অডিশন।
আবিরের পরিবর্তনে এবার সারেগামাপা সঞ্চালনা করবেন আরেক জনপ্রিয় টলি অভিনেতা। এই সিজেনের শুরুর প্রোমোতে দেখা গেছিল অভিনেতা আবির চট্টোপাধ্যায়কে। এরপর সম্প্রতি শুরু হয়েছে সারেগামাপার অডিশন।
তবে সূত্রের খবর অনির্বান ভট্টাচার্য‍্য এবার সারেগামাপা সঞ্চালনার দায়িত্বে থাকবে। কিন্তু এবিষয়ে চ‍্যানেলের পক্ষ থেকে কোনও অনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। খুব শীঘ্রই জি বাংলার পর্দায় আসছে সারেগামাপার নতুন সিজন সারেগামাপা।
তবে সূত্রের খবর অনির্বান ভট্টাচার্য‍্য এবার সারেগামাপা সঞ্চালনার দায়িত্বে থাকবে। কিন্তু এবিষয়ে চ‍্যানেলের পক্ষ থেকে কোনও অনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। খুব শীঘ্রই জি বাংলার পর্দায় আসছে সারেগামাপার নতুন সিজন সারেগামাপা।