Hair Care Summer: গরমে ঘামে চিপচিপে হয়ে যাচ্ছে চুল? এই সময় দুর্দান্ত ফল দেয় সামান্য ৪টে কাজ, জানুন জাভেদ হাবিবের টিপস

সুন্দর চুল যে কারও ব্যক্তিত্ব বাড়ায়৷ আমরা সব সময় চেষ্টা করি চুলের যথাসাধ্য যত্ন নেওয়ার৷ কিন্তু, এই প্রচণ্ড গরমে সেটা কার্যত দুঃসাধ্য হয়ে ওঠে৷ গরমে চুলের গোড়া ঘেমে গিয়ে ক্ষতিগ্রস্ত হয় চুলের স্বাস্থ্য৷ ঘেমো চটচটে আঠালো হয়ে যায় চুল৷ শুধু তাই নয়, এর ফলে স্ক্যাল্পে খুশকি ও পিম্পলের মতো সমস্যাও শুরু হয়।
সুন্দর চুল যে কারও ব্যক্তিত্ব বাড়ায়৷ আমরা সব সময় চেষ্টা করি চুলের যথাসাধ্য যত্ন নেওয়ার৷ কিন্তু, এই প্রচণ্ড গরমে সেটা কার্যত দুঃসাধ্য হয়ে ওঠে৷ গরমে চুলের গোড়া ঘেমে গিয়ে ক্ষতিগ্রস্ত হয় চুলের স্বাস্থ্য৷ ঘেমো চটচটে আঠালো হয়ে যায় চুল৷ শুধু তাই নয়, এর ফলে স্ক্যাল্পে খুশকি ও পিম্পলের মতো সমস্যাও শুরু হয়।
এসমস্ত সমস্যা চুলের ক্ষতি করে এবং এতে চুলের বৃদ্ধিও বন্ধ হয়ে যায়। তাহলে কী করলে এই রোদের হাত থেকে চুলকে রক্ষা করতে পারবেন? তাহলে চলুন জেনে নেওয়া যাক, গরমে চুলের যত্ন নেওয়ার বিষয়ে চুল বিশেষজ্ঞ জাভেদ হাবিব কী জানাচ্ছেন।
এসমস্ত সমস্যা চুলের ক্ষতি করে এবং এতে চুলের বৃদ্ধিও বন্ধ হয়ে যায়। তাহলে কী করলে এই রোদের হাত থেকে চুলকে রক্ষা করতে পারবেন? তাহলে চলুন জেনে নেওয়া যাক, গরমে চুলের যত্ন নেওয়ার বিষয়ে চুল বিশেষজ্ঞ জাভেদ হাবিব কী জানাচ্ছেন।
প্রথমেই তিনি জানাচ্ছেন, চুলে তেল লাগাতে ভুলবেন না৷ আমাদের অনেকেরই মনে হয়, গরম কালে চুলে বেশি তেল লাগানো উচিত নয়, এটা কিন্তু খুব ভুল ধারণা৷ গরমের সময়েও চুলের পুষ্টি বজায় রাখা জরুরি। তেল চুলকে শক্তিশালী রাখে৷ চুলকে পর্যাপ্ত পুষ্টি সরবরাহ করে। আপনি যখনই শ্যাম্পু করবেন, প্রথমে আপনার চুলে ভাল করে তেল লাগান। তেল লাগানোর বেশ পরে শ্যাম্পু করুন৷ এটি আপনার চুলকে সুস্থ ও সিল্কি রাখবে।
প্রথমেই তিনি জানাচ্ছেন, চুলে তেল লাগাতে ভুলবেন না৷ আমাদের অনেকেরই মনে হয়, গরম কালে চুলে বেশি তেল লাগানো উচিত নয়, এটা কিন্তু খুব ভুল ধারণা৷ গরমের সময়েও চুলের পুষ্টি বজায় রাখা জরুরি। তেল চুলকে শক্তিশালী রাখে৷ চুলকে পর্যাপ্ত পুষ্টি সরবরাহ করে। আপনি যখনই শ্যাম্পু করবেন, প্রথমে আপনার চুলে ভাল করে তেল লাগান। তেল লাগানোর বেশ পরে শ্যাম্পু করুন৷ এটি আপনার চুলকে সুস্থ ও সিল্কি রাখবে।
চুলের গোড়া থেকে ঘাম সরিয়ে ফেলতে সপ্তাহে তিনবার অন্তত শ্যাম্পু করুন৷ তারপরে অবশ্যই কন্ডিশনার দেবেন৷
চুলের গোড়া থেকে ঘাম সরিয়ে ফেলতে সপ্তাহে তিনবার অন্তত শ্যাম্পু করুন৷ তারপরে অবশ্যই কন্ডিশনার দেবেন৷
লিকোরিস হেয়ার মাস্ক: গ্রীষ্মকালে চুলের সমস্যা থেকে রেহাই পেতে লিকোরিস হেয়ার মাস্ক খুবই উপকারী। এটি চুলকে প্রাকৃতিকভাবে পুষ্টি জোগায় যা সব ধরনের সমস্যাকে দূরে রাখে। এর জন্য দুই থেকে তিন চামচ লিকোরিস পাউডার নিয়ে জলে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার প্রতি সপ্তাহে চুলের গোড়ায় লাগিয়ে আধঘণ্টা রাখুন, তারপরে ধুয়ে ফেলুন।
লিকোরিস হেয়ার মাস্ক: গ্রীষ্মকালে চুলের সমস্যা থেকে রেহাই পেতে লিকোরিস হেয়ার মাস্ক খুবই উপকারী। এটি চুলকে প্রাকৃতিকভাবে পুষ্টি জোগায় যা সব ধরনের সমস্যাকে দূরে রাখে। এর জন্য দুই থেকে তিন চামচ লিকোরিস পাউডার নিয়ে জলে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার প্রতি সপ্তাহে চুলের গোড়ায় লাগিয়ে আধঘণ্টা রাখুন, তারপরে ধুয়ে ফেলুন।
গরমকালে চুল একটু হলেও কাটা প্রয়োজন৷ সময়ে সময়ে চুল ছাঁটা। অতএব, ৬ থেকে ৮ সপ্তাহে একবার আপনার চুল একবার অন্তত ছাঁটান। এতে চুলের বৃদ্ধি ভাল থাকে এবং দেখতেও ভাল লাগে।
গরমকালে চুল একটু হলেও কাটা প্রয়োজন৷ সময়ে সময়ে চুল ছাঁটা। অতএব, ৬ থেকে ৮ সপ্তাহে একবার আপনার চুল একবার অন্তত ছাঁটান। এতে চুলের বৃদ্ধি ভাল থাকে এবং দেখতেও ভাল লাগে